31/12/2024
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ⤵️
রবিউল হক বাবু: ফুলপুর (ময়মনসিংহ)-
ময়মনসিংহ জেলাধীন ডিসেম্বর ২০২৪ মাসের মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলার জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সভাপতিত্বে এবং মেহেদী হাসান ফারুক, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ, ফুলপুর উপজেলা থানা ইনচার্জ জনাব আবদুল হাদি।
এ সময় তারাকান্দা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর আবদুল্লাহ মোঃ ইব্রাহিম, ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / প্রশাসকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অদ্য ৩০/১২/২৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
• আতশবাজি, পটকা ফোটানো থেকে বিরত থাকা • ফানুস উড়ানো থেকে বিরত থাকা
• যেকোনো প্রকার উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকা।
আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হলো। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান ফারুক কে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে।