স্বাধীন বার্তা ৭১

স্বাধীন বার্তা ৭১ দে শ ও দ শে র ক থা ব লে

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ⤵️রবিউল হক বাবু: ফুলপুর (ময়মনসিংহ)-ময়মনসিংহ জেলাধীন ডিসেম্বর ২০২৪ মাসের মাসিক উপজেলা ...
31/12/2024

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ⤵️

রবিউল হক বাবু: ফুলপুর (ময়মনসিংহ)-

ময়মনসিংহ জেলাধীন ডিসেম্বর ২০২৪ মাসের মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলার জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সভাপতিত্বে এবং মেহেদী হাসান ফারুক, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ, ফুলপুর উপজেলা থানা ইনচার্জ জনাব আবদুল হাদি।

এ সময় তারাকান্দা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর আবদুল্লাহ মোঃ ইব্রাহিম, ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / প্রশাসকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ৩০/১২/২৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
• আতশবাজি, পটকা ফোটানো থেকে বিরত থাকা • ফানুস উড়ানো থেকে বিরত থাকা
• যেকোনো প্রকার উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকা।

আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হলো। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান ফারুক কে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

• কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো -    'কিশোরগঞ্জ প্রেসক্লাব বৈ...
16/08/2024


কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো -
'কিশোরগঞ্জ প্রেসক্লাব বৈষম্য দূরীকরণ কমিটি'
যেখানে আছেন জেলার সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা

📍 কিশোরগঞ্জ প্রেসক্লাব

10/04/2024
"ঈদের খুশি সবার তরে; ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে"পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন 🥰🥰💕💕 • ঈদ মোবারক •
09/04/2024

"ঈদের খুশি সবার তরে; ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে"

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন 🥰🥰💕💕
• ঈদ মোবারক •

19/04/2023

• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
"মহামান্য রাষ্ট্রপতি মহোদয় বৃন্দ"

- কোন রাষ্ট্রপতি কোন জেলার ছিলেন (বর্তমান পর্যন্ত)
Note: Video Collected

"খাগড়াছড়ি ইক্বরা ফাউন্ডেশনের সহ অর্থ সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম এর  মাতার  ইন্তেকাল"         • নুরুল কবির আরমান/ খাগ...
19/01/2023

"খাগড়াছড়ি ইক্বরা ফাউন্ডেশনের সহ অর্থ সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম এর মাতার ইন্তেকাল"

• নুরুল কবির আরমান/ খাগড়াছড়ি-

খাগড়াছড়ি ইক্বরা ফাউন্ডেশনের সহ অর্থ সম্পাদক ও১৮ পরিবার জামে মসজিদের খতিব মাওলানা সফিকুল ইসলামএর মা ইন্তেকাল করেছেন ।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১৯জানুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে ২টার সময় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে ৫ছেলে, ৩মেয়ে, নাতি- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসহ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।
আজ (বৃহস্পতিবার) বাদ জোহর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে মাওলানা শফিকুল ইসলাম এর মাতার ইন্তেকালে খাগড়াছড়ি ইক্বরা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী,সহ সভাপতি মাওলানা নূরুল কবির আরমান, সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসবাহ, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনও সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর নিকট তার নেক আমলসমূহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন।

শুভ কামনা 🎉🎉🎉  দৈনিক আস্থা
18/01/2023

শুভ কামনা 🎉🎉🎉 দৈনিক আস্থা

"দীঘিনালায়  আল-হেরা ইসলামিক একাডেমীর শুভ উদ্বোধন ও সবক প্রদান"      • নুরুল কবির আরমান/ খাগড়াছড়ি-খাগড়াছড়ির দীঘিনালা ...
18/01/2023

"দীঘিনালায় আল-হেরা ইসলামিক একাডেমীর শুভ উদ্বোধন ও সবক প্রদান"

• নুরুল কবির আরমান/ খাগড়াছড়ি-

খাগড়াছড়ির দীঘিনালা হাচিনসনপুরে আল-হেরা ইসলামিক একাডেমীর শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮জানুয়ারি) সকালে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল আফসার মুনাফের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এম এম জামালুল হাসান জামিল।

প্রতিষ্ঠানের পরিচালক মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দিঘীনালা বাস টার্মিনাল মসজিদের খতীব মাওলানা রুহুল আমিন, মেরুং বাজার মসজিদের খতীব মাওলানা হামিদুল্লাহ নোমান, পূর্ব হাচিনসনপুর জামে মসজিদের খতীব মাওলানা কাউছার আজিজ, ইউপি সদস্য মোঃ ইউনুস সরকার, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, চুংড়াছড়ি মাদ্রাসার পরিচালক মোঃ নাজমুল হক, হাচিনসনপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তাগণ হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। তাই, আমাদেরকে আল্লাহ অনুগ্রহ পাওয়ার লক্ষ্যে সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা দিতে হবে।অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

"নিকলীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত"      • মোঃ হাবিব মিয়া/ কিশোরগঞ্...
18/01/2023

"নিকলীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত"

• মোঃ হাবিব মিয়া/ কিশোরগঞ্জ-

কিশোরগঞ্জ নিকলীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩
১৮/১৯ দুই দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) ২০২৩ সকাল ১১ টায় নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে, শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভিন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা,
এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভুঞা (জনি)' আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার,
উপজেলা সহকারী কমিশানার (ভূমি) প্রীতি লতা বর্মন,উপজেলা কৃষি অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ ইসমাঈল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আফতাব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নিকলী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীও সাংবাদিক বৃন্দ প্রমুখ।

"ফেসবুকে সরি লিখেই সালথায় যুবকের আত্মহত্যা"     • আজিজুর রহমান/ সালথা, ফরিদপুর- ফেইসবুকে সরি লিখেই ফরিদপুরের সালথায় এক য...
18/01/2023

"ফেসবুকে সরি লিখেই সালথায় যুবকের আত্মহত্যা"

• আজিজুর রহমান/ সালথা, ফরিদপুর-

ফেইসবুকে সরি লিখেই ফরিদপুরের সালথায় এক যুবক আত্মহত্যা করেছে, বুধবার (১৮ জানুয়ারি) সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অন্তর হোসেন (২৬) নামের এ যুবক। অন্তর হোসেন উপজেলার ভাওয়াল পূর্বপাড়া গ্রামের হুমায়ুন মল্লিকের ছেলে।

ওই যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে অন্তরের স্ত্রী অন্তরকে ডিভোর্স দেয়। এই নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছিল অন্তর। মাঝে মাঝে ঠিক মত খাওয়া-দাওয়া করতো না। হঠাৎ আজ সকালে মৃত্যুর আগ মূহুর্তে নিজের ফেসবুক আইডিতে সরি স্ট্যাটাস দিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘দুই মাস আগে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত ছিলেন অন্তর । এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন বার্তা ৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন বার্তা ৭১:

Videos

Share