NFSC - Kishoreganj Sadar BookZone

NFSC - Kishoreganj Sadar BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

পারফিউমঃ একজন খুনির গল্প ও আউট অফ দা ডার্ক - Conjoined Twins BookISBN:978-984-96722-1-0প্রকাশকাল:June 25, 2022পৃষ্ঠা সংখ...
07/07/2022

পারফিউমঃ একজন খুনির গল্প ও আউট অফ দা ডার্ক - Conjoined Twins Book
ISBN:978-984-96722-1-0
প্রকাশকাল:June 25, 2022
পৃষ্ঠা সংখ্যা:384
প্রকাশনা সংস্থা:NFSC Publications Ltd.
কিশোরগঞ্জ সদরের ভিতরে বইটির(পেপার ব্যাক) সংগ্রহ মূল্য মাত্র 220 টাকা । কিশোরগঞ্জ সদরের বাইরে থেকে সংগ্রহ করতে চাইলে কুরিয়ার চার্জ ও সংগ্রহকারীকে বহন করতে হবে। আগ্রহীগণ বইটি সংগ্রহ করতে আমাদের পেজের মেসেজ অপশনে গিয়ে প্রি-অর্ডার করতে পারেন। ইদের পর বই পেয়ে যাবেন।

NFSC কর্তৃক প্রকাশিত বই সমুহ।
05/07/2022

NFSC কর্তৃক প্রকাশিত বই সমুহ।

পেপারব্যাকঃ পারফিউম ও আউট অফ দ্যা ডার্ক।
04/07/2022

পেপারব্যাকঃ পারফিউম ও আউট অফ দ্যা ডার্ক।

04/07/2022
পারফিউমঃ একজন খুনির গল্প ও আউট অফ দা ডার্ক -এই দুটি বই আমরাই প্রথম Conjoined Twins Book আকারে একসাথে প্রকাশ করছি আমাদের ...
04/07/2022

পারফিউমঃ একজন খুনির গল্প ও আউট অফ দা ডার্ক -এই দুটি বই আমরাই প্রথম Conjoined Twins Book আকারে একসাথে প্রকাশ করছি আমাদের প্রকাশনা সংস্থা NFSC Publications Ltd- NPL থেকে।
ISBN:978-984-96722-1-0
প্রকাশকাল:June 25, 2022
পৃষ্ঠা সংখ্যা:384
আকার:8"/5.5"
প্রকাশনা সংস্থা:NFSC Publications Ltd.
কিশোরগঞ্জ সদরের ভিতরে বইটির(পেপার ব্যাক) সংগ্রহ মূল্য মাত্র 220 টাকা । কিশোরগঞ্জ সদরের বাইরে থেকে সংগ্রহ করতে চাইলে কুরিয়ার চার্জ ও সংগ্রহকারীকে বহন করতে হবে। আগ্রহীগণ বইটি সংগ্রহ করতে আমাদের পেজের মেসেজ অপশনে গিয়ে প্রি-অর্ডার করতে পারেন।

আউট অফ দা ডার্কলেখক: প্যাট্রিক মোদিয়ানোঅনুবাদক: পায়েল মণ্ডললেখক সম্পর্কেপ্যাট্রিক মোদিয়ানো (জন্ম জুলাই ৩০, ১৯৪৫) একজন ফ...
04/07/2022

আউট অফ দা ডার্ক
লেখক: প্যাট্রিক মোদিয়ানো
অনুবাদক: পায়েল মণ্ডল
লেখক সম্পর্কে

প্যাট্রিক মোদিয়ানো (জন্ম জুলাই ৩০, ১৯৪৫) একজন ফরাসি ঔপন্যাসিক যিনি ২০১৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার লিখিত উপন্যাস আউট অফ দা ডার্ক এর জন্য। পূর্বে তিনি ১৯৭২ সালে লে বুলভার দ্য সাঁতুর এর জন্যে গ্রঁ প্রি দু রোমঁ দ্য লাকাদেমি ফ্রঁসেজ, ১৯৭৮ সালে রু দে বুতিক ওবস্কুর এর জন্যে প্রি গোঁকুর, ২০১০ সালে আঁস্তিতু দ্য ফ্রঁস কর্তৃক সারা জীবনের কৃতিত্ব স্বরূপ প্রি মোঁদিয়াল চিনো দেল দুকা এবং ২০১২ সালে ইউরোপীয় সাহিত্যের জন্য অস্ট্রিয়ার রাষ্ট্রীয় পুরস্কার পুরস্কার অর্জন করেন। তার ৩০টির অধিক সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং যার মধ্যে কয়েকটি ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।

বইটি সম্পর্কে

"আউট অফ দ‌্যা ডার্ক - বোহেমিয়ান এক প্রেমিকের গল্প

নোবেল পুরষ্কারপ্রাপ্ত ফ্রেঞ্চ লেখক প্যাট্রিক মোদিয়ানি'র উপন্যাস 'আউট অফ দা ডার্কে যে প্রেমিকের কথা বলা হয়েছে, তার নামটিও জানা যায় না। কারণ নোবেলজয়ী লেখক প্যাট্রিক মোদিয়ানী তার 'আউট অফ ডার্ক' - এ উত্তম পুরুষের মনোলগে বলা অধরা প্রেমের গল্পে মুল চরিত্রের নামটি পুরো বইয়ের কোথাও বলেননি।

২০১৪ সালে নোবেল একাডেমীর স্থায়ী সেক্রেটারি পিটার ইংলাউন্ড বলেন 'আউট অফ দা ডার্ক' এর প্যাট্রিক মোদিয়ানোকে বেছে নেয়ে হয়েছে এই কারণে যে তাঁর লেখা –“স্মৃতির শিল্পের জন্য, যার সঙ্গে জাগরুক করেছেন মানুষের চূড়ান্ত অধরা নিয়তি, এবং উন্মোচিত করেছেন দখলদারিত্বের জীবন-বিশ্ব”।

লেখক মোদিয়ানো এই উপন্যাসে অল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে অখণ্ডিত প্লটে শুধু ঘটনা বর্ণনা করেছেন, মনস্তত্ব বিবৃত করেননি। শুধুমাত্র চরিত্রদের দিনলিপির বর্ণনায় পাঠকদের মনে কেন্দ্রীয় চরিত্রদের অন্তর্জগতের ধারণা স্পষ্ট করতে পারার সক্ষমতা মোদিয়ানোকে অন্য লেখকদের থেকে আলাদা করেছে।

পারফিউমঃ একজন খুনির গল্পলেখক: প্যট্রিক সাসকিন্ডঅনুবাদক: পায়েল মণ্ডললেখক সম্পর্কেপ্যাট্রিক সাসকিন্ড একজন জার্মান লেখক এবং...
04/07/2022

পারফিউমঃ একজন খুনির গল্প
লেখক: প্যট্রিক সাসকিন্ড
অনুবাদক: পায়েল মণ্ডল

লেখক সম্পর্কে
প্যাট্রিক সাসকিন্ড একজন জার্মান লেখক এবং চিত্রনাট্যকার, যিনি সবচেয়ে বেশি পরিচিত ১৯৮৫ সালে তার প্রথম প্রকাশিত বিখ্যাত উপন্যাস পারফিউমঃ একজন খুনির গল্প এর জন্য। তিনি ১৯৪৯ সালে জার্মানীতে জন্মগ্রহন করেন। তিনি ইউনিভার্সিটি অফ মুনিচে মধ্যযুগীয় ও আধুনিক ইতিহাসের উপর ডিগ্রী লাভ করেন। তিনি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত।

বইটি সম্পর্কে
প্যট্রিক সাসকিন্ড এর "পারফিউম: একজন খুনীর গল্প"।

সমাজের আউটকাস্ট একজন মানুষ - জগতের প্রতি যার কোনো আগ্রহ নেই, নেই ক্ষুধা, তৃষ্ণা, যৌনতার আহ্বান। গন্ধহীন শরীরে অস্বাভাবিক এক প্রতিভা এবং বোধ নিয়ে সে সফল হয় তার সেরা পারফিউম তৈরির গোপন প্রজেক্টে। আবার তেমনি যেনো মুক্তি পায় অমানবিক মৃত্যুর মধ্য দিয়ে নিজের নামহীন জীবন থেকে। মানুষের ব্যতিক্রমী প্রতিভা এবং মনস্তত্ব নিয়ে লেখা এই বইটি বিশ্ব নন্দিত হয় কোয়ালিটি পাঠকের সমাদরে। বইটি ৪৯ টি ভাষায় অনুদিত হয়েছে।

আমাদের Not For Sale Club কর্তৃক প্রকাশিত বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.notforsaleclub.o...
04/07/2022

আমাদের Not For Sale Club কর্তৃক প্রকাশিত বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.notforsaleclub.org

অনুভূতি…পায়েল মণ্ডল[পারফিউম এবং আউট অফ ডার্ক এর ভাবানুবাদ প্রকাশনা উপলক্ষে 'নট ফর সেল' এর ভিডিও বাণীর উত্তরে অনুবাদক পায...
03/07/2022

অনুভূতি…
পায়েল মণ্ডল

[পারফিউম এবং আউট অফ ডার্ক এর ভাবানুবাদ প্রকাশনা উপলক্ষে 'নট ফর সেল' এর ভিডিও বাণীর উত্তরে অনুবাদক পায়েল মণ্ডল তার অনুভূতি প্রকাশ করেছেন]

"প্রথমেই আন্তরিক ধন্যবাদ শিরিন শবনম এবং প্রকাশককে যাদের অক্লান্ত পরিশ্রমে অসাধারণ একটি কনজয়েন্ড ভাবানুবাদ গ্রন্থ প্রকাশিত হলো। নিঃসন্দেহে এটি একটি আভঁ-গার্দ প্রকাশনা। শুধু প্রচ্ছদ নয় গ্রন্থটির প্রতিটি পাতায় যেন যত্নের সুস্পষ্ট ছোঁয়া। নির্দ্বিধায় বলা যায় যে, প্রকাশক বইটির বিষয়বস্তুর সাথে সুবিচার করেছেন। প্রকাশক যেন শিল্পের অনবদ্য নান্দনিকতা ছড়িয়ে দিয়েছেন প্রচ্ছদ থেকে গ্রন্থটির পাতায় পাতায়। গ্রন্থটি পাঠকদের শুধু দৃশ্যমানতায় সীমাবদ্ধ রাখে না বরং যেমনটি প্রকাশক বলেছেন, এটি স্পর্শঅনুভূতিকে আবিষ্ট করে। আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত পাঠকবৃন্দ পারফিউমের মহাকাব্যিক সুগন্ধিতে হারিয়ে যাবেন, প্রতিটা মুহূর্ত হবে পাঠানান্দে পরিপূর্ণ এবং 'আউট অফ দ্যা ডার্ক' এর বোহেমিয়ানিজমের সাথে যাত্রা করে পৌঁছে যাবেন মর্ডানিস্ট মানুষের যাপিত জীবনে। এমন গ্রন্থ ভাষান্তর করা যায় না, তা করলে মূল গ্রন্থের ভাষার সৌন্দর্য, চরিত্রদের চিন্তার প্রবাহ চিত্রিত হয় না, ক্ষুন্ন হয় মূল লেখকের বার্তা! ভাষান্তরিত গ্রন্থটি হয়ে পড়ে শব্দের সমাধি। সম্মানিত পাঠকেরা বঞ্চিত হন সাহিত্যের রসাস্বাদন থেকে। আমি এটাই মনে করি।

আমার ভাবানুবাদের প্রচেষ্টা কোন পেশাদার লিখিয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়াস থেকে নয় বরং পাঠানন্দে বিভোর হয়ে বন্ধুদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়ার ইচ্ছে থেকে। শিরিন শবনম এবং প্রকাশককে ধন্যবাদ দিলে খাটো করা হয় তবুও এটা না বললেই নয় যে, তারাও আমার মত উপন্যাসদু'টির প্রতি একাত্ম হয়েছেন আর তারই ফলশ্রুতিতে বাংলা ভাষাভাষী পাঠক হাতে পেতে যাচ্ছেন অসাধারণ দু'টি উপন্যাসের বাংলা ভাবানুবাদ।

প্লানেট আর্থের কোন ওয়ার্ক অফ আর্টই নিখুঁত নয়, এই ভাবানুবাদ গ্রন্থে কোন ত্রুটি থাকলে পাঠকরা মার্জনা করবেন, তবে পরের সংস্করণে ত্রুটিগুলো সংশোধনের দাবি রাখে! দু'টি ভিন্ন মেজাজের, ভিন্ন সময়ের পটভূমির গল্প, ভিন্ন বিষয়বস্তু এবং ভিন্ন স্তরের ভাষার উপন্যাসকে প্রকাশক একটি ফ্রেমে বন্দি করে, করেছেন বাংলাদেশে প্রথম ‘কনজয়েন্ড এডিশন'।

উপন্যাসদু'টির এতো ভিন্নতা থাকলেও দুই লেখকই তাদের কেন্দ্রীয় চরিত্রদের মাধ্যমে চিত্রিত করেন মানুষের একাকিত্বকে - যা সময়োত্তীর্ণ হয়ে ধ্রুপদী শিল্প হয়ে পাঠকদের বোধে ধরা দেয়। এ কথা অনস্বীকার্য যে, এভাবেই এই ভাবানুবাদ গ্রন্থ বাংলাদেশে এক এবং অদ্বিতীয় ‘কনজয়েন্ড প্রকাশনা'র সম্মানে সম্মানিত হবে।

সম্মানিত পাঠকেরা শুধু উপন্যাসের গল্পই পড়বেন না তারা যাত্রা করবেন চরিত্রদের বিচিত্র মনোজগতের জিগ'স পাজলে। নিঃসন্দেহে বলা যায় পাঠকেরা দ্রব হয়ে যাবেন গল্পের গতিময়তায়, চরিত্রদের বহুবর্ণময় মনোজগতে, টানটান উত্তেজনায়, পরবর্তি ঘটনা কী ঘটবে সেটা জানার জন্য। অর্থাৎ পাঠকেরা যেন পুরো বন্দি হয়ে যাবেন উপন্যাসদু'টির হিপনোটিক স্পেলে। পাঠক হিসেবে যেমনটা আমি হয়েছিলাম। কথা দেয়া যেতে পারে পাঠকেরা মূল উপন্যাসের মেজাজ থেকে কখনোই বঞ্চিত হবেন না।

উপন্যাসদু'টির ভাবানুবাদক হিসেবে নয়, বরং একজন সাধারণ পাঠক হিসেবে আমার অনুভূতি - নট ফর সেল ক্লাবের এই অসাধারণ প্রকাশনা অনবদ্য শৈল্পিক কারুকাজে মূল লিখিয়ে এবং ভাবানুবাদকের লেখাকে সম্মাননা জানিয়েছেন। একজন পাঠক হিসেবে আমার এটা নিয়ে কিছু বলার কোনো অবকাশই রাখেনি প্রকাশনা শিল্পে নবীন ‘নট ফর সেল ক্লাব’। একটি কথা না বললেই নয় - সেটা হলো, এই প্রকাশনা হাতে পেলে দেশের প্রথিতযশা প্রকাশকরা হয়তো মুহূর্তের জন্য ভাববেন একদল তরুণ প্রকাশনা শিল্পী বাংলাদেশের প্রকাশনার দিগন্তে উড়িয়ে দিয়েছেন শিল্পচ্ছটায় জ্যোতিবিদলিত পতাকা!

'পারফিউম'! সেই ১৯৯১ সালে বইটির সাথে প্রথম পরিচয়।

এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগের সিনোরিটায় আড্ডা দিতে যাওয়ার এবং ফেরার পথে পড়তো আজিজ সুপার মার্কেট। আজিজ সুপার মার্কেট তখন এতো রমরমা ছিল না। মার্কেটের শাহাবাগ প্রান্তের সর্বশেষ কোণে বইয়ের একটি দোকান ছিল। নাম ভুলে গিয়েছি সম্ভবত 'পাঠক সমাবেশ'! ফুটপাথ দিয়ে হাঁটতে গেলে ওটার কাচে মোড়া ডিসপ্লেতে 'পারফিউম' এর কপি দেখতে পেতাম। অনবদ্য প্রচ্ছদের সোনালী অক্ষরে স্পট প্রিন্টেড শিরোনাম – 'পারফিউম' আমাকে টানতো। কিনবো, কিনছি করে কেনা হয় না।

ঐ সময়টাতে আমি কবি শামসুর রহমানের সম্পাদিত বাংলা সাপ্তাহিক - 'মূলধারা' এবং ইংরেজি পত্রিকা - 'দ্যা নিউ পেপার' এ এ্যাসিসটেন্ট এডিটরের পদে কর্মরত ছিলাম। ইস্কাটনের পত্রিকা অফিসে দূর্দান্ত আড্ডা জমতো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত বেনজির ভাই, সহকারী ভারপ্রাপ্ত সম্পাদক আলী সানোয়ার মিলন, প্রতিবেদক চুন্নু ভাই এবং আরো অনেকে মিলে। পত্রিকা পেস্টিং এর রাতে আমরা সবাই সারা রাত কাজ করতাম। এমন এক রাতে চুন্নু ভাইয়ের হাতে দেখি ‘পারিফিউম’ এর সেই কপি। প্রায় ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করি। রাতের আড্ডা বাদ দিয়ে সারা রাত ধরে পড়ে পরের দিন দুপুরে শেষ করি। মনে পড়ে বইটি শেষ করে বাকী আধাবেলা বিষণ্ণ থাকি উপন্যাসটির প্রটাগোনিস্টের শেষ পরিণতির বেদনায়। পুরো বইটি পড়তে গিয়ে একটুও মনযোগ বিচ্ছিন্ন হতে পারিনি। তখনই চিন্তায় ঝিলিক দিয়ে যায় উপন্যাসটির ভাবানুবাদ করার ইচ্ছে। এরপরে অনেক বছর কেটে যায়।

২০১৯ সালের পুরোটা জুড়ে আমার নির্জন সময়ে 'পারফিউম' ছিল একমাত্র সঙ্গী। একটি দু'টি প্যারার ভাবানুবাদ এক, এক করে শেষ হয় আর নিজের অজান্তেই দেখি উপন্যাসটির পূর্ণ অবয়ব। আমার পারফিউম জার্নিতে উৎসাহ জুগিয়েছেন বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বন্ধুরা - যারা ধারাবাহিকভাবে আমার ফেসবুক টাইমলাইনে প্রকাশিত পর্ব পাঠ করতেন। কোনোদিন পোস্ট মিস করলে ওরা ইনবক্সে জানতে চাইত কবে আসবে পরের এপিসোড।

এর পরে কেটে যায় অনেক দিন। শিরিন শবনম এবং নট ফর সেল এর ঐকান্তিক প্রচেষ্টায় ভাবানুবাদ গ্রন্থটি আজ দেখতে পেলো পৃথিবীর আলো। 'পারফিউম' পূর্ণতা পাবে তখনই যখন এটা ছুঁয়ে দিতে পারবে পাঠকের মন। প্রকাশক এবং লিখিয়ে কেউই পেশাদার নয়, আবেগে ধারণ করে লেখা এবং আবেগে ধারণ করেই এই প্রকাশনা। আর তাই আমরা সবাই বাধিত হবো যদি আপনাদের আবেগের স্থানে এই ভাবানুবাদ গ্রন্থটি স্থান পায়।

'আউট অফ দ্যা ডার্ক'! সাল ২০১৪, বিশ্বসাহিত্যের নামকরা লিখিয়ে এবং সাহিত্য বোদ্ধারা বিস্মিত হন ফ্রান্সের লিখিয়ে প্যাট্রিক মোদিয়ানোকে নোবেল পুরস্কারে ভূষিত করায়। তারা নড়েচড়ে বসেন মোদিয়ানোকে আবিষ্কার করার জন্য। বাংলাদেশের একজন পাঠক হিসেবে আমিও কৌতুহলী হই মোদিয়ানোর লেখার সাথে পরিচিত হতে। পাঠক সমাবেশ বিদেশ থেকে বইটি এনে দেয়। খুব বড় আয়তনের বই নয়, আল বেয়ার কামুর 'দ্যা স্ট্রেঞ্জারর এর মতো ক্ষুদে উপন্যাস। এক নতুন টেকনিকের সাথে পরিচিত হই। মোদিয়ানো পুরো উপন্যাসে উপন্যাসটির প্রধান চরিত্রের নাম উল্লেখ করেন নি। উপন্যাসের একটি বড় সময় জুড়ে তিনি নির্মাণ করেন এমন সব চরিত্র যারা প্রত্যেকেই বোহেমিয়ান, হোমলেস। তার কাহিনির পটভূমি বিস্তৃত হয় প্যারিস থেকে লন্ডন অবধি। তার চরিত্ররা জানে না তারা আসলে কী চায়। মোদিয়ানো নির্মাণ করেন মর্ডানিস্ট এলিয়েনেটেড চরিত্র। ছোটো পরিসরে মোদিয়ানো লেখেন মর্ডানিস্ট ক্রাইসিসের মহাকাব্য।

উপন্যাসটি এতোই ভালো লেগে যায় যে, আমার মনে হয় বন্ধুদের নিয়ে কো-রিড করি। সেই থেকে উপন্যাসটি ভাবানুবাদের শুরু। ফেসবুকে আমার টাইম লাইনে ধারাবাহিক ভাবে প্রকাশ করি। পাই বন্ধুদের উৎসাহ এবং অনুপ্রেরণা। লেখা শেষ হলে অনেক দিন আটকে থাকে হার্ডডিস্কে। শিরিন শবনম এবং নট ফর সেল ক্লাবের নজরে আসলে এই ভাবানুবাদটি পারফিউমের জুটি হয়ে পাঠকদের হাতে পৌঁছনোর জন্য আজ সেজেছে অপরূপ সাজে।

আবারও বলতে হয় আবেগের স্থান থেকেই বইটির ভাবানুবাদ হয়েছে এবং আবেগের স্থান থেকেই বইটি প্রকাশিত হয়েছে। শিরিন শবনম এবং প্রকাশক পরম মমতায় পাঠকদের জন্য প্রস্তুত করেছেন বাংলাদেশের প্রথম কনজয়েন্ড এডিশন। সম্মানিত পাঠকবৃন্দ যদি সাদরে গ্রহণ করেন তবেই সব শ্রম হবে সার্থক।

আবারও আমার আন্তরিক শুভেচ্ছা শিরিন শবনম এবং প্রকাশককে - যাদের নিরলস শ্রমে বাংলাদেশ পেলো অসাধারণ গ্রন্থজুটি!"

নট ফর সেল ক্লাবক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)***কালেক্টর'স এডিশন: ৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, সাথে ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্...
15/06/2022

নট ফর সেল ক্লাব
ক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)
***

কালেক্টর'স এডিশন:
৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, সাথে ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্যাখ্যাসহ!

বিঃদ্রঃ
ম্যাপ সংস্করণ পাবার নিশ্চয়তা পাবেন, পারফিউম/আউট অফ দ্যা ডার্কে অংশ নেওয়া সদস্যগণ; পেপারব্যাকে ম্যাপ থাকবে না!

14/04/2022
“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫*ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট...
29/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫
*

ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট্রিক সাসকিন্ডের “পারফিউম: একজন খুনীর গল্প” এবং ২০১৪ সালের নোবেল পুরস্কারপ্রাপ্ত প্যাট্রিক মোদিয়ানোর “আউট অফ দ্যা ডার্ক”। ভাবানুবাদ করেছেন পায়েল মণ্ডল।

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি!

নতুনদের অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১০০০/- টাকা; বই হাতে পৌছাবে এপ্রিল মাসেই!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৬ সংক্রান্ত তথ্য পাবেন ৯৬ ঘন্টায়!

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪*সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ডসভ্যতার ভিত্তিমূলডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০...
29/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*

সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....

নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১৫০০ টাকা!

কেবলমাত্র কার্যকরী সদস্যগণ “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের অতিরিক্ত কপি ৪৫০/-টাকা (প্রতিটি) জন্মদায় মূল্যে সংগ্রহ করতে পারবেন; বই হাতে পৌছাবে এপ্রিলেই……!!!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৫ সংক্রান্ত তথ্য পাবেন ২৯ মার্চ!

বিশ্বাস করেন আমরা ঘুমিয়ে যায়নি, আলোর গতিতে যাওয়ার জন্যে নিজেদের প্রস্তুত করেছি মাত্র!!প্রচুর বই আসতে যাচ্ছে Not For Sale...
23/03/2022

বিশ্বাস করেন আমরা ঘুমিয়ে যায়নি, আলোর গতিতে যাওয়ার জন্যে নিজেদের প্রস্তুত করেছি মাত্র!!

প্রচুর বই আসতে যাচ্ছে Not For Sale Club থেকে, যেখানে প্রতিটা বই অবশ্যই পাঠ্য হবে!!
Not For Sale Club প্রানের ক্লাব, ভালবাসার ঘর!

ঈভের ডায়েরি (কালেক্টর’স এডিশন) কার্যাদি চলমান……
02/10/2021

ঈভের ডায়েরি (কালেক্টর’স এডিশন)

কার্যাদি চলমান……

18/09/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

“ক্রয় নয়, অর্জন করুন!”

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর'স এডিশন (ম্যাপ সংস্করণ)মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান*"নট ফর সেল ক্লাব"-এর ...
15/09/2021

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর'স এডিশন (ম্যাপ সংস্করণ)
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান

*

"নট ফর সেল ক্লাব"-এর ৪র্থ কালেক্টর'স এডিশনের সাথে দেয়া হবে ১৯ ডলার মূল্যমানের ৭০টি স্থান/বিষয় ও সাহাবীদের বাসস্থান চিহ্নিত ৩২ ইঞ্চি মাপের "৬০০ সালের মক্কা" বাংলা ম্যাপ!

ঘোষণা আসবে ০১ অক্টোবর, ২০২১, রাত ১০. ৩৭ মিনিটে!

১ মিনিটে ক্লাব:
https://youtu.be/u_Sdneo1eok

১ ঘন্টায় ক্লাব:
https://youtu.be/Mu0MVmzYMxs

08/09/2021

এক মিনিটে NFSC

04/09/2021

একতাই শক্তি! (Classic Edition)
[জ্ঞান বিক্রির জন্য নয়]

*

কথা: নিষিক্ত
সুর ও কন্ঠ: আহমেদ বাবলু

04/09/2021

ও মানুষ, মানুষ!

*

জনক: গুরুপদ গুপ্ত
ভিডিও মাস্তানি: রাকিব রানা!

মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান!!!!ঘোষণা আসবে “বুদ্ধ” গ্রাফিক গাইড প্...
25/08/2021

মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান!

!
!
!

ঘোষণা আসবে “বুদ্ধ” গ্রাফিক গাইড প্রকাশের পরেই! (প্রচ্ছদটি সাময়িক)

কি বলেন?*আপনাদের আগ্রহ থাকলে; ২০২২ সালের কোনো এক কালেক্টর’স এডিশনের সাথে আসতে পারে!একতায় স্বাগতম!
23/08/2021

কি বলেন?

*

আপনাদের আগ্রহ থাকলে; ২০২২ সালের কোনো এক কালেক্টর’স এডিশনের সাথে আসতে পারে!

একতায় স্বাগতম!

বুদ্ধ: গ্রাফিক গাইড[মধু পূর্ণিমা’য় উন্মুক্তকরণ]*প্রচলিত আছে, বুদ্ধ তার শিষ্যদের দুটি দলের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না ...
23/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড
[মধু পূর্ণিমা’য় উন্মুক্তকরণ]

*

প্রচলিত আছে, বুদ্ধ তার শিষ্যদের দুটি দলের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না পেরে অভিমানবশত এক গভীর অরণ্যে আশ্রয় নেন। সেখানে, একটি হাতি তাঁর সেবা করেন। হাতিকে সেবা করতে দেখে বনের একটি বানরও বুদ্ধের সেবায় নিয়োজিত হয়। বানরটি বুদ্ধকে ভাদ্র মাসের পূর্ণিমা রাতে মধু পরিবেশন করে আপ্যায়ন করে।

আগামী ২০ সেপ্টেম্বর বৌদ্ধ বন্ধুদের “মধু পূর্ণিমা” উৎসব! NFSC বাংলাদেশের সকল বৌদ্ধ তীর্থক্ষেত্রে এই দিনে “বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)” নিয়ে হাজির হয়ে যাবে! মধু পূর্ণিমা রাতে উন্মুক্ত হবে বাংলাদেশের সর্বপ্রথম জীবনী/বিষয়ভিত্তিক গ্রাফিক গাইড ধারাবাহিকের প্রথম পর্ব “বুদ্ধ”!

ইতিহাসে স্বাগতম!

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
23/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

জেনেসিস: সৃষ্টি থেকে বন্যা পর্যন্ত! (গ্রাফিক গাইড কালেক্টর’স এডিশন)*"নট ফর সেল ক্লাব" কতৃক প্রকাশিত ৫০ পর্বের গ্রাফিক গা...
19/08/2021

জেনেসিস: সৃষ্টি থেকে বন্যা পর্যন্ত!
(গ্রাফিক গাইড কালেক্টর’স এডিশন)

*

"নট ফর সেল ক্লাব" কতৃক প্রকাশিত ৫০ পর্বের গ্রাফিক গাইড সিরিজের দ্বিতীয় বই এটি! মূলত আব্রাহামিক ধর্মমতের প্রথম ধর্মমত ঈহুদী বাইবেলের সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত রুপরেখার সাধারণ বোধগত বর্ণনা থাকছে এখানে! এটি বাংলাদেশের ৯১ শতাংশ মুসলিম জনগণকে বুঝতে সাহায্য করবে, ঈহুদী ধর্মমতের সাথে ইসলাম ধর্মমতের মিল বা অমিল কতটুকু; এবং NFSC আশাবাদী বইটি "বুদ্ধ: গ্রাফিক গাইড" থেকেও বেশী পাঠক প্রিয়তা পাবে!

কাজ শুরু হয়েছে;
ঘোষণাও পাবেন দ্রুত!
(বিঃদ্রঃ প্রচ্ছদটি সাময়িক)

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
11/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

(প্রচ্ছদটি সাময়িক)

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)প্রকৃত বুদ্ধ কে?তার শিক্ষা কি?উত্তর পাবেন;বাংলাদেশের সর্বপ্রথম ৫০ খণ্ডের জীবন/বিষয়...
06/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

প্রকৃত বুদ্ধ কে?
তার শিক্ষা কি?

উত্তর পাবেন;
বাংলাদেশের সর্বপ্রথম ৫০ খণ্ডের জীবন/বিষয় নির্ভর ধারাবাহিকের প্রখম খণ্ড “বুদ্ধ” গ্রাফিক গাইডে!

কোনটা?*iPhone 12 pro maxঅথবাবুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর'স এডিশন)প্রথমটির বর্তমান মূল্য ১৩০,০০০/- টাকা!দ্বিতীয়টির নির্ম...
06/08/2021

কোনটা?

*

iPhone 12 pro max
অথবা
বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর'স এডিশন)

প্রথমটির বর্তমান মূল্য ১৩০,০০০/- টাকা!
দ্বিতীয়টির নির্মাণ দায় ৮০০/- টাকা!

প্রথমটি পৃথিবীতে আছে ৩৫ লাখ কপি!
দ্বিতীয়টি তৈরি হবে ১০০১ কপি!

প্রথমটি ২০ বছর পর ৮০০ টাকাতেও বিক্রি হবে না!
দ্বিতীয়টি ২০ বছর পর লাখ টাকাতেও পাবেন না!

বই সর্বদাই অমূল্য সম্পদ; কেবল বিক্রেতাগুলো বইকেও পণ্য তৈরি করে ফেলেছে; আমরা বইয়ের পাঠক; তাই বুঝি, বই কীভাবে এন্টিক হয়!
সহযাত্রায় স্বাগতম!

ভাষান্তর চলমান...*সৌদি যুবরাজমোহাম্মদ বিন সালমান-এর ক্ষমতা ও উত্থান কাহিনী "ব্লাড অ্যান্ড ওয়েল"আসছে NFSC থেকে!
06/08/2021

ভাষান্তর চলমান...

*

সৌদি যুবরাজ
মোহাম্মদ বিন সালমান-এর
ক্ষমতা ও উত্থান কাহিনী
"ব্লাড অ্যান্ড ওয়েল"
আসছে NFSC থেকে!

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)লিখেছেন: রুপন শ্রী বড়ুয়া*"নট ফর সেল ক্লাব" নিয়ে আসছে গ্রাফিক গাইড বুদ্ধ। এর ফলে আম...
02/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)
লিখেছেন: রুপন শ্রী বড়ুয়া

*

"নট ফর সেল ক্লাব" নিয়ে আসছে গ্রাফিক গাইড বুদ্ধ। এর ফলে আমরা গৌতমবুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম নিয়ে সাধারণ একটি ধারনা পাবো। বুদ্ধকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। আমরা অধিকাংশই বুদ্ধকে জানি সেসব বই থেকে। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লিখিত। ২০বছর আগেও বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটকের বাংলা অনুবাদ ছিল না। ফলে সাধারণ মানুষ তো দূরের কথা বৌদ্ধরাও ধর্মগ্রন্থ পড়ার সুযোগ পায়নি। শুধুমাত্র কয়েকটি সূত্র, পঞ্চশীল, অষ্টশীল এসব জানে। আর এখন ত্রিপিটকের বাংলা অনুবাদ থাকলেও সবার পড়াও সম্ভব নয়। কারন সম্পূর্ণ ত্রিপিটক কিনতে আনুমানিক বিশ হাজার টাকা লাগে। আবার তা পড়তেও হয়ত সারাজীবন লেগে যাবে। চুরাশি হাজার স্কন্দ নিয়ে ত্রিপিটক গঠিত। তৎমধ্যে বিরাশি হাজার গৌতমবুদ্ধের বাকী দুই হাজার তাঁর শিষ্যদের। আবার ত্রিপিটকের বাংলা অনুবাদও এতটাই উচ্চ মার্গীয় যা সহজেই বুঝা সম্ভব নয়। আবার মহাযানী গ্রন্থ এখনো অনুবাদ হয়নি। তবে মহাযানী গ্রন্থ ও ত্রিপিটক ইংরেজি ভাষায় অনুবাদ আছে অনেক আগে থেকেই আছে।

যে সমস্ত লেখকগণ বুদ্ধকে নিয়ে বই লিখেছেন সেসব বইয়ের গৌতমবুদ্ধ আর বৌদ্ধ ধর্মগ্রন্থের গৌতমবুদ্ধ অনেকাংশেই অমিল। ফলে কালে কালে গৌতমবুদ্ধকে নিয়ে অনেক গুজব গজিয়েছে যা অজ্ঞ, বিজ্ঞ, ছোট নাস্তিক, বড় নাস্তিক, গুরু নাস্তিকও পোস্টাতে দেখা যায়। যেকোন ধর্মকে বা ধর্ম প্রচারককে চূড়ান্তভাবে জানতে সেই ধর্মের ধর্মগ্রন্থই অথেনটিক হয়।

প্রশ্ন একটাই! ত্রিপিটক কি গৌতমবুদ্ধ লিখেছে? না, লিখেনি। (কিন্তু যারা মিথগুলো প্রচার করেন তা কি গৌতমবুদ্ধ লিখেছে?) তবে মহাযানীরা দাবি করেন একমাত্র লোটাস সূত্র গৌতমবুদ্ধের স্বহস্তে লিখা। সেটার প্রমাণও নাকি তাঁদের আছে। ত্রিপিটক গৌতমবুদ্ধ না লিখলেও যারা লিখেছেন তাঁরা সবাই অর্হৎ। তাঁরা অতীত, বর্তমান, ভবিষ্যত নির্ভুল বলতে পারেন এমনকি তাঁরা চাইলে আজীবন জীবিতও থাকতে পারেন যখন খুশি তখন নির্বাণ লাভ করতে পারেন।

অনেককেই পোস্টাতে দেখা যায়, বৌদ্ধ ধর্ম নাস্তিক্যবাদী ধর্ম, ঈশ্বর বলে কেউ নেই, গৌতমবুদ্ধ নিজেকে পূঁজা করতে বলেননি, আমি বুদ্ধ বলেছি বিশ্বাস করিও না, গৌতমবুদ্ধ বেদ বিরোধী ছিলেন এরকম অনেক মিথ।

আমার দৃষ্টিতে বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের একটা এলিল কারন বৌদ্ধ ধর্মেও স্বর্গ-নরক, পূণঃজন্ম, নির্বাণ (মোক্ষলাভ), ব্রহ্মা, মহাব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, গাছ রক্ষক দেবতা, বাঁশ রক্ষক দেবতা, নগর রক্ষক দেবতা এরকম আরো দেবতার অস্তিত্ব আছে। আবার বুদ্ধ নিজেই ব্রহ্মা, মহাব্রহ্মা, সর্বশক্তিমান, অজেয়, সর্বদর্শী। জগৎ যখন সৃষ্টি হল তখন বুদ্ধ ছিলেন শুন্যব্রহ্মলোকে। তাহলে তিনিই কি আদি কারন!

বুদ্ধ কি আমাদের মতো মানুষ ছিলেন? ধর্মগ্রন্থ কিন্তু তা বলে না। কারন গৌতমবুদ্ধ জন্মের পরপরই হাঁটছেন এবং কথাও বলেছেন। তিনি বলেছেন "এই পৃথিবীতে আমি অগ্র, আমি জ্যেষ্ট এবং আমি শ্রেষ্ঠ, ইহাই আমার সর্বশেষ জন্ম, আর আমার পুণজম্ম নাই।"

"বুদ্ধ" আসছেন...!*বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের...
02/08/2021

"বুদ্ধ" আসছেন...!

*

বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের বই সিরিজের সূচনা করতে যাচ্ছে, যা বাংলাদেশে প্রথম!

19/04/2021

স্বাগতম,
আমরাই বাংলাদেশে সর্বপ্রথম বিশ্বে আলোড়িত বইগুলোর আন্তর্জাতিক মানের পেপারব্যাক বাংলা সংস্করণ ছাপার মূল্যে অর্জনে সহায়তা করে থাকি।

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Kishoreganj Sadar BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Kishoreganj Sadar BookZone:

Videos

Share


Other Book & Magazine Distributors in Kishoreganj

Show All

You may also like