28/06/2025
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ০৭ লক্ষ টাকা জরিমানা
২৮/০৬/২০২৫ খ্রি. তারিখে জনাব আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালত কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা মিষ্টি সংরক্ষণের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড, কুলিয়ারচর উপজেলার জাকির ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে অগ্রীম উৎপাদনের তারিখ প্রদানের অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া ভৈরব উপজেলার উত্তর ভৈরবপুর এলাকার চাদনী বেকারীকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড, উত্তর ভৈরবপুর এলাকার বুশরা ফুড এন্ড বেভারেজকে নিবন্ধন ব্যতীত খাদ্য পণ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড, ঘোড়াকান্দা এলাকার মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন । এছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।