GDC Short Stories

GDC Short Stories আপনার না বলা,
না শোনানো গল্পগুলো
বলা হোক এবার,
আমাদের হলুদ কাগজে।

কলেজের পাঠদান কার্যক্রম বন্ধের বিজ্ঞপ্তি
12/06/2024

কলেজের পাঠদান কার্যক্রম বন্ধের বিজ্ঞপ্তি

একটি  ছোট গল্প- ১১৯
09/06/2024

একটি
ছোট গল্প- ১১৯

04/06/2024

এই ভিডিও দেখার পরে তোমার ৬/৭ ঘণ্টা পড়তেও আর কষ্ট হবে না-

একটি  ছোট গল্প- ১১৮
20/05/2024

একটি
ছোট গল্প- ১১৮

18/05/2024
কখনো এমন মনে হয়েছে.?-   #বিজ্ঞানপোকা
17/05/2024

কখনো এমন মনে হয়েছে.?

-

#বিজ্ঞানপোকা

একটি  ছোট গল্প- ১১৭
16/05/2024

একটি
ছোট গল্প- ১১৭

নিজের গবেষণার ওপরে ভিত্তি করে উদ্ভাবিত চিকিৎসাপদ্ধতিতে ক্যানসারমুক্ত হলেন প্রখ্যাত চিকিৎসক।বিশ্বের প্রথম গ্লায়োব্লাস্টোম...
15/05/2024

নিজের গবেষণার ওপরে ভিত্তি করে উদ্ভাবিত চিকিৎসাপদ্ধতিতে ক্যানসারমুক্ত হলেন প্রখ্যাত চিকিৎসক।

বিশ্বের প্রথম গ্লায়োব্লাস্টোমার (এক ধরনের মস্তিষ্কের ক্যানসার) পরীক্ষামূলক চিকিৎসা নিয়ে এক বছর ধরে ক্যানসারমুক্ত আছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক রিচার্ড স্কলিয়ার। আর এই চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনও করা হয়েছে খোদ স্কলিয়ারের গবেষণার ওপর ভিত্তি করেই।

মেলানোমার (এক ধরনের ত্বকের ক্যানসার) ওপর করা নিজের যুগান্তকারী গবেষণার ওপর ভিত্তি করেই এই প্রখ্যাত চিকিৎসক মস্তিষ্কের ক্যানসারের থেরাপি নিয়েছেন। অধ্যাপক স্কলিয়ার যে মারাত্মক ও জটিল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তাতে রোগী এক বছরও বাঁচে না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কোলিয়ার বলেছেন, আবারও এমআরআই পরীক্ষায় দেখা গেছে নতুন করে টিউমারটি ফিরে আসেনি।

চিকিৎসক স্কোলিয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগতত্ত্ববিদ। ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর স্কোলিয়ার এবং তাঁর সহকর্মী ও বন্ধু জর্জিনা লংকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে।

-

#বিজ্ঞানপোকা

মা-এর কাছে সন্তানের আবদারের যেমন শেষ নেই, তেমনি সন্তানের কাছেও থাকে মা-কে বলার মত অনেক কথা। কিন্তু সেই কথাগুলো আর বলা হয়...
12/05/2024

মা-এর কাছে সন্তানের আবদারের যেমন শেষ নেই, তেমনি সন্তানের কাছেও থাকে মা-কে বলার মত অনেক কথা। কিন্তু সেই কথাগুলো আর বলা হয়ে ওঠে না।
সেই না বলা কথাগুলো নিয়ে আজকের এই বিশেষ দিনে মায়ের উদ্যেশ্যে লিখতে পারেন দু-চার লাইনের খোলা চিঠি।

আমাদের ইনবক্সে গিয়ে লিখে ফেলুন আপনার মায়ের উদ্যেশ্যে আবেগি শ্বব্দগুলো। সারাদিন ধরে আপনার লেখাগুলো ভাসবে আমাদের টাইমলাইনে।

-Happy Mothers Day 🥰💎

-

শেয়ার করুন প্লিজ...ঘটনা ময়মনসিংহ বাইপাস মোড়ে আনুমানিক সকাল ৭'টার দিকে এই শিশু'টির বাবা মা এক্সিডেন্ট এ মারা যায়।এই শিশুট...
11/05/2024

শেয়ার করুন প্লিজ...

ঘটনা ময়মনসিংহ বাইপাস মোড়ে আনুমানিক সকাল
৭'টার দিকে এই শিশু'টির বাবা মা এক্সিডেন্ট এ মারা
যায়।

এই শিশুটির আর কোন স্বজন এর সাথে দেখা হইনি
শিশুটি ২৬ নাম্বার ওয়াড এ ভর্তি আছে।

আসুন সকলেই শেয়ার করে দেই যেন তার স্বজনরা
তাকে খুঁজে নিতে পারে।

এমন মনে হয় কখনো.?- #বিজ্ঞানপোকা    #টেক্সটাফ্রেনিয়া
11/05/2024

এমন মনে হয় কখনো.?

-

#বিজ্ঞানপোকা #টেক্সটাফ্রেনিয়া

🔥এসএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হবে ১২ মে সকাল ১১ টায়। এসএসসির ফল দেখার নিয়ম জানাল বোর্ড। ✔️ফলাফল দেখা যাবে স্ব স্ব বোর্ডের...
10/05/2024

🔥এসএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হবে ১২ মে সকাল ১১ টায়। এসএসসির ফল দেখার নিয়ম জানাল বোর্ড।
✔️ফলাফল দেখা যাবে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে এবং মেসেজ পাঠিয়ে।
◾SMS এ দেখার জন্যঃ SSCBoard name (First 3 letter)Roll2024 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।(যেকোনো অপারেটর থেকে)
Example: SSC CHA 123456 2024 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

গুরুদয়াল সরকারী কলেজ বাসের নতুন শিডিউল ‼️
09/05/2024

গুরুদয়াল সরকারী কলেজ বাসের নতুন শিডিউল ‼️

🥱
08/05/2024

🥱

Attention please ‼️
07/05/2024

Attention please ‼️

প্রথমবারের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (সিইউ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নতুন শিক্ষার্থীদের ডোপ পর...
06/05/2024

প্রথমবারের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (সিইউ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নতুন শিক্ষার্থীদের ডোপ পরীক্ষা দিতে হবে। এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ডিনদের কমিটি দ্বারা নেওয়া হয়েছে এবং উপাচার্য প্রফেসর মো. আবু তাহেরের নেতৃত্বে এটি পরিচালিত হবে। পরীক্ষাগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে।

পুরুষ ও মহিলা উভয় শিক্ষার্থীই তাদের রক্তের নমুনা দেবেন, এবং কেবল যারা নেগেটিভ ফলাফল পাবেন তারাই ভর্তি হতে পারবেন। পজিটিভ ফলাফল পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন না, কিন্তু খালি আসনগুলো অপেক্ষমাণ তালিকা থেকে পূরণ করা হবে।

-

#বিজ্ঞানপোকা

03/05/2024

ব্রেকিং নিউজ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে...⤵️

রাজস্বখাতভুক্ত ঢাকা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য।
29/04/2024

রাজস্বখাতভুক্ত ঢাকা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য।

Yea Allah,"Habibi" come to Kishorganj. 💥😅
28/04/2024

Yea Allah,
"Habibi" come to Kishorganj. 💥😅

25/04/2024

ব্রেকিং নিউজ
চার নির্দেশনা দিয়ে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...⤵️

23/04/2024

ছাত্রলীগ নেতা মোখলেছকে গলা কেটে হত্যা করেন ‘বন্ধু’

পারিবারিক দ্বন্দ্বে বন্ধু হয়েছে শত্রু। আর সেই বন্ধুত্বকে ঢাল হিসেবে ব্যবহার করেই মোখলেছকে গলা কেটে হত্যা করেন মিজান শেখ। ঘটনার ২৫ দিন পর নরসুন্দা নদী থেকে মোখলেছ ভূঁইয়ার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‘মোখলেছ ও মিজান ঘনিষ্ঠ বন্ধু। শৈশব ও কৈশোরের বেড়ে ওঠা সব একসঙ্গে, একই গ্রামে। সম্প্রতি গ্রামের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দ্বন্দ্ব বাধে তাদের দুই পরিবারে। ওই ঘটনার পর তাদের মধ্যে মারামারি হয়েছে একাধিকবার। চারটি মামলাও চলছে তাদের মধ্যে। তারপরও তাদের বন্ধুত্ব ছিল অটুট; নিয়মিত মেলামেশা ছিল তাদের। মারামারিতে মিজান আহত হলে গোপনে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মোখলেছ।

‘সবশেষ ২৯ মার্চ রাতে তারা পাগলা মসজিদে একসঙ্গে তারাবি পড়েন। এক পর্যায়ে সেই সম্পর্কই কাল হয়ে দাঁড়ালো মোখলেছের জীবনে। ওইদিন রাতেই তাকে গলা কেটে হত্যা করে বন্ধু মিজান।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মোখলেছের বড় ভাই মিজান ভূঁইয়া।

হত্যাকাণ্ডের শিকার ২৮ বছর বয়সী মোখলেছ ভূঁইয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত হোসেনের ছেলে। তিনি কেওয়ারজোড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি শহরের গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

অভিযুক্ত ২৮ বছর বয়সী মিজান শেখও একই গ্রামের বাসিন্দা।

ছাত্রলীগ নেতা মোখলেছকে গলা কেটে হত্যা করেন ‘বন্ধু’ মিজান
গত ২৯ মার্চ রাতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে তারাবির নামাজের পর নিখোঁজ হন ছাত্রলীগ নেতা মোখলেছ। পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে সাড়া না পেয়ে যোগাযোগ করেন নানাজনের সঙ্গে। তারপরও খোঁজ না পেয়ে পরদিন সকালে বাড়ি থেকে স্বজনরা ছুটে আসেন শহরের হারুয়া এলাকায় তাদের ভাড়া বাসায়। সেটি তালাবদ্ধ দেখে কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন, মোখলেছের মোবাইলটি রয়েছে বালিশের নিচেই। এরপরই মনে সন্দেহ জাগে তাদের।

৩১ মার্চ রাতে কিশোরগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মোখলেছের বড় ভাই মিজান ভূঁইয়া। থানায় জিডি হলে হারুয়া এলাকার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে ২৯ মার্চ রাত পৌনে ১০টার দিকে মোখলেছকে গুরুদয়াল সরকারি কলেজের দিকে হেঁটে যেতে দেখা যায়। সে সময় মোখলেছের সঙ্গে যে কয়েকজনকে দেখা যায়, তাদের মধ্যে মিজান শেখও ছিলেন।

ছাত্রলীগ নেতা মোখলেছকে গলা কেটে হত্যা করেন ‘বন্ধু’ মিজান
সিসিটিভি ফুটেজের বর্ণনা দিয়ে নিখোঁজের বড় ভাই মিজান ভূঁইয়া বলেন, ‘সে যে বাসায় থাকত তার কাছাকাছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ফুটেজে দেখা গেছে, ২৯ মার্চ রাত ৯টা ৪৪ মিনিটে মোখলেছ হেঁটে বাসায় ফিরছে। কিছুটা দূরত্ব বজায় রেখে পেছন থেকে মিজানও হেঁটে আসছে। অথচ মিজান হারুয়া এলাকায় থাকে না।’

তিনি জানান, আদরের ছেলের সন্ধান না পেয়ে ১৩ এপ্রিল হার্ট অ্যাটাক করে মারা গেছেন তাদের বাবা মকবুল হোসেন।

এ ঘটনায় ১৬ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় মিজান ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে অপহরণের মামলা করেন মিজান ভূঁইয়া। মামলার পর ২০ এপ্রিল সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে নিখোঁজ হওয়ার দিনের সিসিটিভি ফুটেজে মিজানকে দেখা যাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।

আটককৃতরা হলেন— মিজানের বাবা শেফুল শেখ এবং দুই ভাই মারজান শেখ ও রায়হান শেখ। শনিবার তাদের আটক করা হয়।

ছাত্রলীগ নেতা মোখলেছকে গলা কেটে হত্যা করেন ‘বন্ধু’ মিজান
আটকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। মোখলেছকে গলা কেটে হত্যার পর তার শরীরে সিমেন্টের ব্লক বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য দেন মিজান শেখ। এ তথ্যের ভিত্তিতে সোমবার থেকে নরসুন্দা নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওয়াচ টাওয়ারের সামনে থেকে ভাসমান অবস্থায় তার মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘যে ছোরা দিয়ে মোখলেছকে গলা কেটে হত্যা করা করা হয়, সেটিও উদ্ধার করা হয়েছে। ছোরাটি ২৩০ টাকা দিয়ে যার কাছ থেকে কেনা হয়েছিল, তিনিও স্বীকারোক্তি দিয়েছেন।’

যাদের সঙ্গে নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাদের বিষয়েও মিজান তথ্য দিয়েছেন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এসব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

© NewsBangla24

Video credit: Kishoreganj press



যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি...
22/04/2024

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে। হুজুগে লাগালেন, কিন্তু গাছ বাঁচলো না, লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়। ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না। খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি, চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

# #

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু


রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.রাধাচূড়া ()
5.দেবদারু()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ক্রিসমাস ট্রি
4.দেবদারু


খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ

Forestry,Chittagong University


একটি  ছোট গল্প- ১১৬
22/04/2024

একটি
ছোট গল্প- ১১৬

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকের গর তাপমাত্রা।
21/04/2024

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকের গর তাপমাত্রা।

🔥রুটিন পরিবর্তন করা হয়েছে || অনার্স ৪র্থ বর্ষের নতুন রুটিন প্রকাশ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার সময়সূচি প...
18/04/2024

🔥রুটিন পরিবর্তন করা হয়েছে || অনার্স ৪র্থ বর্ষের নতুন রুটিন প্রকাশ
২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
◾পরীক্ষাসমূহ শুরু হবে ১৯/০৫/২০২৪ তারিখ থেকে।
◾পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১ঃ০০ থেকে শুরু হবে।

It's not a picture at all.This picture is full of emotions and childhood! ❤️
17/04/2024

It's not a picture at all.
This picture is full of emotions and childhood! ❤️

১৭ এপ্রিল, ২০২৪ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি।
16/04/2024

১৭ এপ্রিল, ২০২৪ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি।

16/04/2024

⭕স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কি কোন সমস্যা⁉️
উত্তরঃ
1️⃣স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপও পজিটিভ তাহলে বাচ্চা হবেঃ সুস্থ বাচ্চা।
2️⃣স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ তাহলেঃ সুস্থ বাচ্চা।
3️⃣স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপও নেগেটিভ তাহলেঃ সুস্থ বাচ্চা।

⭕তাহলে সমস্যা হবে কখন⁉️....যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়(-ve). তাহলে।

1️⃣তবে,প্রথম সন্তান যদি Rh(-ve)/নেগেটিভ হয় তাহলে কোন প্রকার প্রতিষেধকের প্রয়োজন হয় না।
2️⃣কিন্তু,প্রথম সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে সন্তান জন্মের ৭২ ঘন্টার ভেতর মাকে Rh Anti-D antibody injection অবশ্যই দিতে হবে।

⭕ইনজেকশন না দিলে কি ক্ষতি হয়⁉️
1️⃣জন্ডিস,
2️⃣রক্তশূন্যতা,
3️⃣মৃত্যু পর্যন্ত হতে পারে।

আশা করি উপকৃত হবেন ধন্যবাদ❣️

©Dr Habib

15/04/2024

প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ উদযাপন করা হয়।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when GDC Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category