NIZUM's Digital Agency

NIZUM's Digital Agency A Digital Marketing Agency of Bangladesh.

12/08/2021

আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের গুনগত মান বৃদ্ধিতে প্রয়োজন অত্যাধুনিক "ভিডিও বিজ্ঞাপন"

আমরা দিচ্ছিঃ

* 1080p HD ভিডিও
* আকর্ষণীয় স্ক্রিপ্ট
* ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ
* ১৫, ২৫ ও ৩৫ সেকেন্ড বা তাঁর অধিক সময়ের আকর্ষণীয় বিজ্ঞাপন প্যাকেজ।

* সাথে পাচ্ছেন, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী কাস্টমার টার্গেটিং করে ১০০% রিয়েল ডলারের মাধ্যমে ফেইসবুক প্রোমোশন/বুস্টিং সহ ডিজিটাল মার্কেটিং সেবা।

অর্ডার করতে ও বিস্তারিত তথ্য জানতে ইনবক্স করুণ...

11/08/2021

Please inbox to talk to our digital marketing consultant.

শুক্রবার ছুটির সকাল!  হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন। ভাইয়া ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে। আমি বললাম ঠিক আছে, তো কোন...
10/08/2021

শুক্রবার ছুটির সকাল!

হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন। ভাইয়া ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে। আমি বললাম ঠিক আছে, তো কোন কোন মিডিয়াতে আপনি আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি চাচ্ছেন? উত্তর এল ভাই শুধু ফেসবুকে বুস্ট করতে চাই। বললাম তবে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে বললেন? ভাই ওই একই এটাই ডিজিটাল মার্কেটিং। তার এই কথা শুনে আমার একটা ঘটনা মনে পরে গেল।

একবার একজন ওমুক ব্র্যান্ড থেকে আমাকে ফোন দিয়ে বলল, ভাই আমরা একটা এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেই, কিন্তু তারা ভালো পারফর্ম করছে না এজন্য এখন আমাদের একটি এক্সপার্ট এজেন্সি লাগবে। আপনাদের এজেন্সি আমাদের কোন ভাবে হেল্প করতে পারবে? আমি বললাম অবশ্যই। তারা একটা ফিজিক্যাল মিটিং এরেঞ্জ করল এবং প্রথম মিটিং এই তাদের কোম্পানির এমডি বসল। ওনারা শুরু করল এজেন্সির বদনাম দিয়ে। ৩ মাস ধরে ডিজিটাল মার্কেটিং করছে কিন্তু রেজাল্ট নাই। আমিও বেশ অবাক উত্তরে বললাম কেন? আপনারা আপনাদের প্রমোশন অবজেক্টিভ, টার্গেট গ্রুপ, কোন কোন মিডিয়াতে যেতে চান এই সব কিছুই ডিফাইন করে দেন নাই? উত্তর শুনেতো আমি অবাক, তারা নাকি এইগুলো কিছুই দেয় নাই, আর আমার কথার সাথেও তারা রিলেট করতে পারছে না, তার কারন একটাই তাদের কোন ব্রিফ সেট করে দেয়া নাই। আমি তাদের জিজ্ঞাসা করলাম কোন কোন ডিজিটাল মিডিয়াতে আপনারা গিয়েছেন? উত্তর শুধু ফেসবুক।

তবে যে বললেন ডিজিটাল মার্কেটিং? এইটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং? উত্তর এল ওই একইতো?

বুঝলাম আমরা অনেকেই আছি যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যটুকু এখনও গুলিয়ে ফেলি। আমাদের অনেকের মধ্যে এই ভুল ধারনাটা বিরাজ করে যে, ফেসবুকে বুস্ট মানেই ডিজিটাল মার্কেটিং সেই সাথে, ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোধ হয় একই জিনিষ! আসলে তা না।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ মাত্র। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বাইরেও সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং, নেটিভ মার্কেটিং, অ্যাপ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে টার্গেটিং সহ আর অনেক কিছুই আছে। আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য ডিজিটাল মার্কেটিং করতে চান সেটা কিন্তু আপনি অনলাইন এবং অফলাইনকে ব্লেন্ড করেও করতে পারেন যাকে আমরা ৩৬০ ডিগ্রি মার্কেটিং বলে থাকি।

অনেকেই ভেবে বসেন ডিজিটাল মার্কেটিং বোধ হয় ট্রেডিশনাল মার্কেটিংকে শেষ করে দিবে? আসলে এটাও ভুল। মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেই ক্ষেত্রে মার্কেটিং এর ফরমেশন পরিবর্তন হচ্ছে কিন্তু মনে রাখবেন, ট্রেডিশনাল মার্কেটিংকে বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এর নতুন অস্তিত্ব চিন্তা করাটা একান্তই বোকামি বলে আমার মনে হয়।

আচ্ছা এখনতো অনেক নতুন নতুন ইকমার্স সাইট আসছে, অনলাইনে গ্রোসারি সেল হচ্ছে, অনেকে হোমমেড ফুড অনলাইনে সেল করছে, তাই বলে কি? অফলাইনের গ্রোসারি দোকান গুলো বন্ধ হয়ে যাচ্ছে? অনলাইনে আম বিক্রি হচ্ছে বলে কি, বাজারে আম নেই? নাকি দোকানদাররা বিক্রি করতে পারছে না? অনলাইন ফুড চেইন হচ্ছে বলে কি রেস্টুরেন্ট ব্যবসা লাটে উঠে গেছে? যদি তাই না হয় তবে কেন এটা মনে হচ্ছে যে, ডিজিটাল ট্রেডিশনাল ব্যবসাকে শেষ করে দিবে?
অনেকে আবার ভাবেন আমারতো ফিজিক্যাল শপ আছে, অনলাইন শপের জন্য এই সব ডিজিটাল মার্কেটিং। ব্যাপারটা একদমই না, আপনি চাইলে আপনার ব্র্যান্ডের ফিজিক্যাল শপের সাথেও কানেক্ট করে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ভেবে দেখুনতো যাদের অফলাইন দোকান আছে তারা ডিজিটাল মার্কেটিং করে অনলাইনের গ্রাহক গুলোকেও ধরে নিতে পারল। এতে তাদের ব্যবসা বাড়ল, নতুন গ্রাহক পেল সেই সাথে তার পন্য দুরদুরান্তে ছড়িয়ে পরল যেতা হয়ত ডিজিটাল
মার্কেটিং ছাড়া সম্ভবই হত না।

ই-কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১
10/08/2021

ই-কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১

রক্তাক্ত আগস্ট; বিনম্র শ্রদ্ধা 🇧🇩
08/08/2021

রক্তাক্ত আগস্ট; বিনম্র শ্রদ্ধা 🇧🇩

পেইজ লাইক বা প্রোমোট নিয়ে কিছু সচেতনতামূলক বার্তাঃ- ধরেন সবেমাত্র আপনি একটি পেইজ ক্রিয়েট করেছেন। এবার ভাবছেন ২০০০-৫০০০ প...
07/08/2021

পেইজ লাইক বা প্রোমোট নিয়ে কিছু সচেতনতামূলক বার্তাঃ-

ধরেন সবেমাত্র আপনি একটি পেইজ ক্রিয়েট করেছেন। এবার ভাবছেন ২০০০-৫০০০ পেইজ লাইক কিনে নিয়ে কাজ শুরু করবেন।

দেখলেন ফেইসবুকে এ রকম নানা অফার। ১২০০ টাকায় ৫০০০ লাইক!
২০০০ টাকায় ১০ হাজার লাইক! ইত্যাদি।

টাকা দেয়ার পর এমন না যে লাইক গুলো পাবেন না। অবশ্যই পাবেন কিন্তু এগুলা এপ্স এর মাধ্যমে দেয়া লাইক। আইডির মালিক কেউই এ গ্রহের নয়!

ধরুন আপনার পোশাকের বিজনেস কিন্তু লাইক এলো খেলোয়ারের আইডি দিয়ে এবং সব আইডি প্রায় নিষ্ক্রিয়! যদিও কেউ কেউ লাইক দিয়েই দেয় তারা কখনো আপনার পোশাক কিনতে আসেনি। পরে যে আসবে এমনও না। হতে পারে তাদের মধ্যে অনেকে বাংলাদেশীও না।

তাই আপনার প্রয়োজন অর্গানিক লাইক। আমরা মূলত আপনার ব্যবসার ধরণ অনুযায়ী কাস্টমারকে টার্গেট করে পেইজে অর্গানিক লাইক এনে দেই।

আমাদের ডিজিটাল মার্কেটিং কনসালটেন্টের সাথে কথা বলতে ও পেইজ প্রোমোটের মাধ্যমে অর্গানিক লাইক নিতে ইনবক্স করুণ।

06/08/2021

একই ডেটা একাধিক গ্রাহকের কাছে চক্রাকারে বিক্রি করছে মোবাইল কোম্পানিগুলো! অর্থাৎ কোন গ্রাহকের ইন্টারনেট প্যাকেজের মেয়াদ ফুরালেই অব্যবহৃত ডেটা আবার নতুন প্যাকেজ আকারে আরেক গ্রাহকের কাছে বিক্রি হচ্ছে!

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার অনলাইন ব্যবসাটাকে পৌঁছে দিতে পারেন সারাদেশের ৪ কোটি ফেসবুক ইউজারের কাছে। এই ...
23/07/2021

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার অনলাইন ব্যবসাটাকে পৌঁছে দিতে পারেন সারাদেশের ৪ কোটি ফেসবুক ইউজারের কাছে।

এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক মার্কেটিং থেকে পিছিয়ে থাকলে প্রতিযোগীদের থেকে বেশ পিছিয়ে পড়তে হবে।

ফেসবুক, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি একটি গতিশীল মার্কেটিং প্ল্যাটফর্ম। যা ঘরে বসেই মাত্র একটি পোস্টের মাধ্যমে আপনার ব্যবসাকে পৌঁছে দিতে পারে দেশের লাখ লাখ টার্গেট কাস্টমারের কাছে।

আমরা দিচ্ছি অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট দ্বারা একটি সঠিক দিকনির্দেশনা ও ফেইসবুক মার্কেটিং সম্পর্কিত অত্যাধুনিক সার্ভিস।

📢 সার্ভিস সমূহঃ

🔴 ফেইসবুক প্রমোশন / বুস্টিং (রিসার্চের মাধ্যমে সঠিক কাস্টমারকে টার্গেট করা হয়)

🔴 প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপন (1080p HD ভিডিও, আকর্ষণীয় স্ক্রিপ্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক)

🔴 চ্যাটবট অর্থাৎ একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে আপনার অবর্তমানে ইনবক্সে সেবা/বিক্রয় সম্পর্কিত পণ্যের সকল তথ্য কাস্টমারের কাছে উপস্থাপন ও কথোপকথন। এরফলে বাড়তি একজনকে নিয়োগ করার প্রয়োজন পরে না। (আমাদের ইনবক্স করলেই চ্যাটবট সম্পর্কে ধারণা পাবেন)

বিঃদ্রঃ- আমরা ১০০% রিয়েল ডলার দিয়ে প্রমোশন করে থাকি। যার ট্যাক্স বাংলাদেশ সরকার ও ফেইসবুককে আলাদাভাবে প্রদান করা হয়। কুপন বা সস্তায় প্রমোশন করলে আপনার পেইজ/একাউন্ট ডিজেবল হওয়ার আশংকা থাকে। অর্থাৎ সস্তায় পস্তাতে হয়।।

👉 বিস্তারিত তথ্য জানতে ও ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্টের পরামর্শের জন্য ইনবক্স করুন।

12/03/2021

অনলাইন ব্যবসা নিয়ে আপনি কী হতাশ?
তবে আমাদের পলিসি অবলম্বন করুণ...

অনলাইনে আপনার পণ্যের প্রচার ও প্রসারে তৈরি করুণ এমন আকর্ষণীয় বিজ্ঞাপন। আমরা দিচ্ছি অত্যন্ত সুলভ মূল্যে 1080 HD ভিডিও ফুটেজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আকর্ষণীয় স্ক্রিপ্ট। যা আপনার কাস্টমারকে আকৃষ্ট করে তুলবে। আপনারা চাইলে নিজের পণ্যের ভিডিও বা ছবি দিয়েও এমন বিজ্ঞাপন তৈরী করে নিতে পারবেন।

পাশাপাশি আমরাই দিচ্ছি বুস্টিং সার্ভিস। রিয়েল ডলার দিয়ে বুস্টিং করা হয়। আপনার পণ্যের ক্রেতা নির্বাচন করে বুস্ট করা হবে, যাতে কম খরচে সঠিক কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌছে যায়।

আমাদের অন্যান্য সার্ভিস ও যেকোন বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুণ।

12/03/2021

আপনার প্রতিষ্ঠানের জন্য তৈরি করুণ এমন আকর্ষণীয় বিজ্ঞাপন | Demo Video AD

10/03/2021

আপনার পণ্যের সেল বাড়াতে তৈরি করুণ ভিডিও বিজ্ঞাপন

আমরা দিচ্ছি আকর্ষণীয় স্ক্রিপ্ট, HD Quality Video, Backround Music সহ স্বল্প মূল্যে আকর্ষণীয় বিজ্ঞাপন।

বিস্তারিত জানতে ইনবক্স করুণ

11/02/2021

A Digital Marketing Agency of Bangladesh.Created my logo at LogoMakr.com.
10/02/2021

A Digital Marketing Agency of Bangladesh.

Created my logo at LogoMakr.com.

"চ্যাটবট ও ই-কমার্স ব্যবসায় এর ভূমিকা"তথ্যানুসারে ৮৫ শতাংশ কাস্টমারের কার্যকলাপ নিয়ন্ত্রিত হবে কোন মানবিক প্রতিক্রিয়া ছা...
10/12/2020

"চ্যাটবট ও ই-কমার্স ব্যবসায় এর ভূমিকা"

তথ্যানুসারে ৮৫ শতাংশ কাস্টমারের কার্যকলাপ নিয়ন্ত্রিত হবে কোন মানবিক প্রতিক্রিয়া ছাড়াই। ৪৪ শতাংশেরও বেশি কার্যনির্বাহী মনে করেন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্বলিত চ্যাটবটের সুবিধা হচ্ছে অটোমেটেড যোগাযোগ ও তথ্য সংগ্রহ যা ব্যবসায় পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। এ থেকেই খুব সহজে বোঝা যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে চ্যাটবট কতটা গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কতটা অপরিহার্য ভূমিকায় থাকতে যাচ্ছে এটি।

পূর্বে চ্যাটবটের কাজ কেবল কাস্টমারের সামনে তথ্য উপস্থাপন ও বাঁধাধরা কথোপকথনেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে চ্যাটবটের কাজ কেবল এসবে সীমাবদ্ধ নেই। এখন কথোপকথন, তথ্য উপস্থাপন ছাড়াও কাস্টমারের সঙ্গে যোগাযোগ রক্ষা, অর্ডার নেয়া, ব্যবসার সার্বিক অবস্থার বিশ্লেষণ পর্যন্ত করতে সক্ষম। এর ফলে কাস্টমারের সিদ্ধান্ত গ্রহণ হয়ে যায় অনেকাংশেই সহজ।

আপনার মনে প্রশ্ন আসতে পারে একজন মানুষ ব্যবহার না করে কেন চ্যাটবট ব্যবহার করব?

উত্তরটা বেশ সহজ। চ্যাটবট ২৪ ঘণ্টাই সেবা দিতে সক্ষম। আপনার মূল্যবান সময় এবং অর্থ দুটোই বাঁচাবে চ্যাটবট। আগে যেখানে আপনাকে কোন মানুষকে কেবল কাস্টমারের সঙ্গে যোগাযোগ রক্ষায় একজনকে নিযুক্ত করতে হত, সেখানে চ্যাটবট উক্ত কাজগুলোর বাইরেও অনেক কিছু করতে সক্ষম। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ফলে এখন চ্যাটবট অনেক কিছুই শিখে নিতে ও সিদ্ধান্ত নিতে সমর্থ। ফেসবুক ভিত্তিক ব্যক্তিগত ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা, বাড়তি একজনকে নিযুক্ত করা ও তা বহন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না।

চ্যাটবটকে সঠিকভাবে শিখিয়ে নিলে চ্যাটবট খুব সহজেই কাস্টমারদের পণ্য-সেবা ক্রয় ও গ্রহণে উৎসাহিত করবে। আপনার অনলাইন ব্যবসাকে এনে দেবে নতুন গতি ও এগিয়ে নেবে আরো একধাপ।

ডিজিটাল যুগে ডিজিটাল দৃষ্টিভঙ্গি চ্যাটবট হোক আপনার ব্যবসার নিত্যসঙ্গী।

আপনার ই-কমার্স ব্যবসায় চ্যাটবট এক্টিভ করতে অথবা এ সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ইনবক্স করুণ।

29/11/2020
29/11/2020
29/11/2020
29/11/2020

Address

Kishoreganj
Kishoreganj
2300

Telephone

+8801613212212

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIZUM's Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NIZUM's Digital Agency:

Videos

Share



You may also like