RayhanuL Haque 2.0

RayhanuL Haque 2.0 --اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ---

-∆-ভালো কিছু প্রচার করুন--


∆-ইসলামের আলোয় উজ্জীবিত হোক সবার জীবন।

আসসালামু আলাইকুম
প্রিয় দর্শক আপনাদেরকে আমি অফিশিয়াল পেইজে স্বাগতম জানাচ্ছি-
মাওলানা রায়হানুল হক
আমি এই পেজে একটিভ কম থাকি,
এই পেইজে কিছু সমস্যা থাকার কারণে,
আমি নতুন একটা পেজ ক্রিয়েট করেছি,
তাই সকলে আমার সেই পেজের সংযুক্ত থাকবেন।
সবাইকে ধন্যবাদ

ঈমানী দায়িত্ব পালনে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ দলে দলে যোগ দিন।
25/12/2024

ঈমানী দায়িত্ব পালনে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ দলে দলে যোগ দিন।

17/12/2024

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ঘটনা এক কলেজ শিক্ষার্থীর পর্দা খুলতে বাধ্য করে শিক্ষক?

14/12/2024

আদমপুর বরাগি কান্দি হাবি সরকারের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তিন চোর।
#আদমপুর_টিভি

“শহিদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা” - উনাদের আত্মার মাগফিরাত কামনা করি। #আদমপুর_টিভি
14/12/2024

“শহিদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা” - উনাদের আত্মার মাগফিরাত কামনা করি।
#আদমপুর_টিভি

 #ইস+কন_ও_স্বৈরা+চারের বিরুদ্ধে গত জুমায় আলোচনা করে চাকরী হারালেন।আব্দুল্লাহপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
04/12/2024

#ইস+কন_ও_স্বৈরা+চারের বিরুদ্ধে গত জুমায় আলোচনা করে চাকরী হারালেন।
আব্দুল্লাহপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

হে আল্লাহ তুমি আমাদের হযরত কে পুরি পূর্ণ সুস্থতা দান করুন, এবং হযরতের নেক হায়াত দান করুন, আমিন
03/12/2024

হে আল্লাহ তুমি আমাদের হযরত কে পুরি পূর্ণ সুস্থতা দান করুন, এবং হযরতের নেক হায়াত দান করুন, আমিন

প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা বিশেষ এলান।স্বৈরাচারের ফাঁদ হতে বাঁচুন, দেশের সম্প্রতি বজায় রাখুন।
27/11/2024

প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা বিশেষ এলান।
স্বৈরাচারের ফাঁদ হতে বাঁচুন, দেশের সম্প্রতি বজায় রাখুন।

26/11/2024

নুরপুর আবুড়া রাস্তায় অল্প সিমেন্টে ইটের গাঁথুনি দিচ্ছে কন্টাক্টর।এখন দূর্নীতির কী সমাধান হল।

26/11/2024

দেখি আমার পেইজে কারা খরগোশ পালন পছন্দ করেন।

11/11/2024

দাম্পত্য জীবন ও স্ত্রীদের সাথে আচরণ ( রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৪ টি সুন্নাহ)

১. স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৫৭৯)

১. স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাত। হজরত আয়েশা (র.) রসুল (সা.)-এর চুল আঁচড়ে দিতেন। (বুখারি শরিফ হাদিস ২৯৫)।

২. স্বামী-স্ত্রীর একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৬২০)

৩. স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৯, ৩৪১১)

৪. স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত। (ইবনে মাজাহ হাদিস ১৯৭৯,আবু দাউদ হাদিস ২৫৭৮)

৫. স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। (মুসলিম হাদিস ৫৭৯)

৬. স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত।

৭. স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নাত। (আবু দাউদ হাদিস ২৮৬৪)
৮. স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২০৪)

৯. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। (বুখারি হাদিস ২৯৭)

১০. স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারি হাদিস ৬৭৬)

১১. হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারি হাদিস ৩০০)

১২. স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৮)

১৩. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসুল (সা.) লটারি করতেন, যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারি হাদিস ২৫৯৩)

১৪. স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৬)

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার ...
11/11/2024

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার লাশ উদ্ধার ।

অসুস্থতায় ভুগছি।সকলে খাছ করে দোয়া করবেন।
07/11/2024

অসুস্থতায় ভুগছি।সকলে খাছ করে দোয়া করবেন।

04/11/2024

আগামীকালের সম্মেলনকে উপস্থিত হয়ে সফল করুন।

22/10/2024

ইসরায়েলের সাথে জ+ঙ্গিগোষ্ঠী আই+এসের যে সংযোগ কিংবা পলিসিগত কোন তফাৎ নেই তা পরিস্কার করে বুঝিয়ে দিলেন মিশরীয় টিভি উপস্থাপক বাসেম ইউসুফ।

22/10/2024

একদিকে হাজারো ছাত্র-জনতা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর অন্যদিকে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর জুয়াড়ি সাকিবের পক্ষে নাটক করতে নেমেছে ছাগলের এই তিন নাম্বার বাচ্চাগুলা।

এদেরকে মার কম দিয়েছে মীরপুরবাসী।

22/10/2024

স্বৈরাচারের গঠিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু দেখুন এটা কি বলে।

Address

বর্তমানে, আমি অবস্থান করছি আদমপুর গ্ৰামে
Kishoreganj
876776

Alerts

Be the first to know and let us send you an email when RayhanuL Haque 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RayhanuL Haque 2.0:

Videos

Share