16/01/2025
আমিনুল স্যার,বাংলা ( শুধু বাংলায় বিশুদ্ধ জ্ঞান)
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,
"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো;
বানরটি কলা বেছে নেবে কারণ, বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। "
আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানে না যে, একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।
দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হলো দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।
তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,
আর স্কুলে যা শিখে তা হলো নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা ।
বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভালো। কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যবসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে ।
( সংগৃহীত)