Ibne Arif ইবনে আরিফ

Ibne Arif ইবনে আরিফ আমার পেইজে লাইক দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।

21/11/2024

সারা দুনিয়ার সবাই আওয়ামী লীগ কে ক্ষমা করে দিলেও আমিই একজন লোক থাকব ইনশাআল্লাহ, যে আওয়ামী লীগ কে ক্ষমা করি নাই।
সবাই আওয়ামী লীগ কে আপন করে নিলে ও আমিই একজন থাকব ইনশাআল্লাহ যে আওয়ামী লীগ কে ঘৃণা করি।

19/11/2024

হিন্দুস্তানের মোল্লাদের নামাজের স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এটাকেই ইসলামের স্বাধীনতা ভেবে বসে আছে।
-আল্লামা ইকবাল

বর্তমান সময়ের সাথে কবির উক্তি গ্রহণযোগ্য,,?

19/11/2024
দাবি মোদের একটাই, অবিভক্ত বাংলা চাই। 🟢 আঠাশ কোটি বাঙ্গালীর একটাই ভুখন্ড।বিশ্বের সব বাঙ্গালীর একটাই দেশের বাড়ী। #সুজলা  #...
19/11/2024

দাবি মোদের একটাই,
অবিভক্ত বাংলা চাই।
🟢 আঠাশ কোটি বাঙ্গালীর একটাই ভুখন্ড।
বিশ্বের সব বাঙ্গালীর একটাই দেশের বাড়ী।

#সুজলা #সুফলা #শষ্য #শ্যামলা, আসমুদ্র হিমাচল, গঙ্গা পদ্মা, তিস্তা তোর্সা,যমুনা, মেঘনা ব্রহ্মপুত্র কর্ণফুলি সুবর্ণরেখা , দামোদর ময়ূরাক্ষী; চা বাগান, ঢেউ খেলানো সোনার ধানক্ষেত, মাটির গহ্বরে অফুরান কয়লা লোহা, উত্তরে গৌরীশিখর হিমালয়, দক্ষিনে বঙ্গপোসাগর, সুন্দরবন;
জারি গান,আলকাপ, মৈমনসঙ্গীতিকা, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্রলালের গান, অতুল প্রসাদি, চট্টগ্রামের অস্ত্রগার দখল, প্রীতিলতা, বাংলা ভাষার আত্মমর্য্যদার লড়াই, ভাওয়াইয়া গান নিয়ে রবীন্দ্রনাথ,নজরুল,শামসুর রহমান,জীবনানন্দের এই বাংলা - সব বাঙ্গালীর একটাই ঠিকানা পূর্ব ও পশ্চিম বাংলাই আমার দেশ।

ঢাকা চট্টগ্রাম কলকাতা সিলেট জলপাইগুড়ি দার্জিলিং যশোর খুলনা মুর্শিদাবাদ বহরমপুর নারায়ণগঞ্জ কৃষ্ণনগর বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান - সবই আমারই বাংলায় ।

18/11/2024

একটা সময়, বুঝের অভাব ছিল। প্রেম পিরিত আজেবাজে রঙ তামাশা নিয়ে,
আজাইরা ডিপ্রেশন, আলতু ফালতু কথা
যত্তসব ফাউল জিনিস আছে বা বিষয় আছে এগুলো নিয়ে লেখতাম।
কেউ বলতে আসে নাই।
কেউ বাঁধা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে নাই।
( তবে একজন কাছের ভাই অনুরোধ করে একবার
একটা বিষয় নিয়ে বুঝিয়ে দিয়েছে।
জাস্ট একজন ❤️ তোমাকে জাজাকাল্লাহ ভাই।)
আর একটা মানুষ কোনোদিন বলতে পারবে না কোনো সময় কোনো বিষয় নিয়ে বুঝিয়ে দিয়েছে আমাকে।
কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে শিখেছি
এখন সাদা কে সাদা কালো কে কালোই বলি।

একেকটা মানুষের " জানোয়ার এর স্বভাব দেখতে পাই।
নিজের মতের বিরুদ্ধে গেলেই,
কল! মেসেজ! হু',মকি। মা বাবা কে বিরক্ত করা সহ সবই করে এই ভদ্র মায়ের জানোয়ার সন্তান গুলো।
অনেকের ত সাহস হয় তারা কথা বলে সমাধান করে। কিন্তু কিন্তু অভদ্র ইবলিশ আছে পিছনে বসে বসে সমালোচনা করে।
পিছনে কেন?? সৎ সাহস থাকলে
মায়ের দুধ খেয়ে থাকলে সামনে এসে কিছু বলিস।
২০+ বছরের জীবনে কারও পা চেটে বড় হওয়া শিখি নাই। বড় ভাই // বাপের বয়সী চাচাদের কে সবাই কে সম্মান করেছি।
এটাকে দূর্বলতা ভেবো না।
আমি আমার পরিবার বংশ আমার ভাই বোন আত্মীয় স্বজন কারও ব্যাপারে কথা থাকলে।সামনে এসে বইলেন সবাই আপন মায়ের দুধ খেয়ে থাকলে।
আর যদি গোড়ায় সমস্যা থাকে তাহলে দোয়া দূরুদ পড়ে। মা বাবার সমস্যা টা সমাধান কইরেন। কারন তাদের অসতর্কতার জন্যই আপনার এই অধঃপতন।

লিখছি.. বান্দা হোজাইফা ইবনে আরিফ

18/11/2024

গষেবনা করে দেখলাম আপনি...🙂

উপরের বানান টা ভুল পড়েছেন...😒

Hmm vai.....
14/11/2024

Hmm vai.....

মোস্তাফা সরওয়ার ফারুকি বলতে আমি যা বুঝি:- একজন নাটকের পরিচালক তার নিজের বউকে আরেক পুরুষের সাথে জড়াজড়ি করতে দিয়ে ওনি দূর...
14/11/2024

মোস্তাফা সরওয়ার ফারুকি বলতে আমি যা বুঝি:- একজন নাটকের পরিচালক তার নিজের বউকে আরেক পুরুষের সাথে জড়াজড়ি করতে দিয়ে ওনি দূর থেকে দাঁড়িয়ে বলবে " শট,ক্যামেরা রেডি,এ্যাকশন"

তারপর তার বউ আর নায়ক রোমান্টিকতা শুরু করবে আর জামাই খুশি হয়ে বলবে "আস্তেআস্তে কাছে যাও, বুকে শক্ত করে জড়িয়ে ধরো,ধীরে ধীরে নিঃশ্বাস ফেলো" যদি শট পছন্দ না হয় তাহলে পজিশন চেঞ্জ করবে, একই কাজ কয়েক পজিশনে কয়েকবার করতে দিবে

তারপর রোমান্টিকতা শেষ হলে জামাই বলে উঠবে
"ওয়াও অসাধারণ শট,মাইন্ড ব্লুয়িং ফ্যান্টাসটিক ফাটিয়ে দিয়েছো একদম।"

মাহফিলের পোস্টারে শুরু বক্তাদের নাম থাকবে, শ্রোতাদের নাম থাকবে না, এটা সুস্পষ্ট বৈষম্য।২৪ এর স্বাধীনতা আন্দোলনের পর এই ম...
13/11/2024

মাহফিলের পোস্টারে শুরু বক্তাদের নাম থাকবে, শ্রোতাদের নাম থাকবে না, এটা সুস্পষ্ট বৈষম্য।
২৪ এর স্বাধীনতা আন্দোলনের পর এই মাহফিল কতৃপক্ষ পুরোপুরিভাবে বৈষম্য দূর করেছেন। তাদেরকে শুভেচ্ছা জানাই।

আপনার নাম কোন লাইনে, খুঁজে বের করুন। ধন্যবাদ।

13/11/2024

পৃথিবীতে পোশাক বিহীন এসেছিলে,
একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে!

11/11/2024

আবু সাঈদকে বললাম, দু'লাইনের একটা কবিতা লিখো৷

লিখলো,
মধু খাচ্ছো? খাও,
জীবন দিলাম ফাও।

11/11/2024

ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তান'ই আছে নিজের সব টুকু ইচ্ছা আশা উৎসর্গ করে দেয়!🖤

10/11/2024

হঠাৎ করেই ধাক্কা খেলাম একজনের সঙ্গে। তিনি গর্জে উঠলেন, এ ভাই! ধাক্কা মারলেন কেন? সরি ভাই বলার পর তিনি বললেন, আমি পরবর্তী উপদেষ্টা, একটু সামলে...

10/11/2024

'নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না। 😔

আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম।

সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছিল।
থাপ্পরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত বিন্দু জমে গেছিল।

নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কোন প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি।
বরং আরো কঠোর হয়েছিলাম।
তার পর থেকে দেখলাম আমার সমস্ত কাজ কর্ম বেশ গুছিয়ে করতো।

কোন কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝে ছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয়।
বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম।

এক সময় দেখলাম, আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই, প্রয়োজন ছাড়া কথা বলে না, কোন আবেগ আর দেখায় না।
যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম।

এক রাতে দেখি স্ত্রী পাশে নেই, আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে,বাজে তখন ৩:২৫মিনিট। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে।

খানিক ক্ষন আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় সেজদাহ হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলতো বড্ড বিরক্ত লাগতো।
কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিলো। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল।

আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে । শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিলো যে এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম।

আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি , কোথায় যাচ্ছো? সে ভীতু চোখে বলে,এই সময় তো চা খাও,আমি এখনি চা করে আনছি। আরে চা লাগবে না এখন , তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছু ক্ষন বোকার মত চেয়ে রইল

তার পর বাধ্য মেয়ের মত আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো।
আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম। তোমার কি কোন অভিযোগ আছে আমার প্রতি?? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো

কিছুক্ষন, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি।
অন্য দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমার আর কোন মানুষের কাছে বলিনা। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি।

কারন কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার অভিযোগ,রাগ ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল,

একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ঐ ভাবে কাঁদতাম,প্রতিটি মোনাজাতে। এখন ও ঠিক সেই ভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে।

আমার স্ত্রীর এই কথা টা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সুক্ষ্ম ব্যাথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই।

আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝে ছিলাম নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না।
মেয়ে মানুষ আল্লাহর কাছে অন্তত প্রিয় এবং দামী। তাই পুরুষের কাছে সে দাসী নয়।

ভালোবাসা, সম্মান , ধৈর্য,যত্ন দিয়ে নারীকে যে ভাবে ইচ্ছে চালনা করা যায়। অবহেলা,অসম্মান,অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না।
তেমন এক জন রক্তে মাংসে গড়া মানুষ কে আয়ত্তে রাখা যায় না !

10/11/2024

ঢাকাতে উত্তরা, মিরপুর সহ আরো কিছু রেস্টুরেন্টে নাকি 'বাহির রাষ্ট্রথেকে আমদানিকৃত গরুর গোশত খাওয়ানো হয়। অমুসলিমদেশ থেকে আমদানিকত প্রানীর গোশত (গরুর, ছাগল, উট, দুম্বা ইত্যাদি) খাওয়া সম্পূর্ণ হারাম দুটি কারন:-
১. জবাই দিয়েছে কে, তা জানা নেই।
২. আদৌও বিসমিল্লাহ পড়ছে কী না, তাও অজানা।

10/11/2024

❛ তিনটি পছন্দের বস্তু ❜

রাসূলুল্লাহ ﷺ প্রশ্ন করলেন:
আবু বকর তুমি কী পছন্দ করো?
- ইয়া রাসূলুল্লাহ! আমার পছন্দ হলো তিনটা বস্তু।
- আচ্ছা! কী সেগুলো?

• আমি ভালোবাসি আমার সব ধন-সম্পদ আপনার জন্য ব্যয় করতে।
• আমি ভালোবাসি, আপনার কাছে বসে থাকতে।
• আমি ভালোবাসি, আপনার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে।

- আর উমার তুমি?

• ইয়া রাসূলাল্লাহ! আমিও তিনটা বস্তু ভালোবাসি।
• আমি ভালোবাসি ‘হককে’। আমি ভালোবাসি হক কথা বলাকে। আমি ভালোবাসি, অসৎ কাজে বাধাদানকে।

- আর উসমান তুমি?

• ইয়া রাসুলুল্লাহ! আমিও তিনটা বস্তু ভালোবাসি।
• ভালোবাসি আমি, অন্যকে আহার দান করতে।
• ভালোবাসি আমি সালামের প্রসার করতে।
• ভালোবাসি আমি অন্য মানুষ ঘুমিয়ে গেলে রাত জেগে নামায পড়তে।

- আর আলি! তোমার?

• আমার ভালোবাসা অতিথির ইকরাম করার প্রতি।
• আমার ভালোবাসা গ্রীষ্মের প্রচণ্ড গরমে রোজা রাখার প্রতি।
• আমার ভালোবাসা তরবারি চালিয়ে ইসলামের শত্রু হত্যার প্রতি।

- এইবার আবু যর! তোমার কথা বলো।

- আমি ইয়া রাসূলুল্লাহ! ভালোবাসি কয়েকটা অদ্ভুত বিষয়কে।
- আচ্ছা! কী সেগুলো?

• আমি ভালোবাসি ক্ষুধাকে।
• আমি ভালোবাসি রোগবালাইকে।
• আমি ভালোবাসি মৃত্যুকে।

- কিন্তু কেউতো এগুলোকে ভালোবাসে না?

- ইয়া রাসূলুল্লাহ!
ক্ষুধার্ত হলে আমার কলবটা নরম হবে। আমি অসুস্থ হলে গুনার বোঝা হালকা হবে।
মারা গেলে, আমার রবের সাথে সাক্ষাত হবে।

রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু।

08/11/2024

আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে ওই সব লোককে ক্ষমা করা হবে না, যারা পাপ করার পর তা অন্যের কাছে প্রকাশ করে দেয়। অন্যের কাছে প্রকাশ করার একটি দিক হলো কোনো ব্যক্তি রাতের আঁধারে কোনো গুনাহ করল এবং মহান আল্লাহ ওই ব্যক্তির গুনাহটি গোপন রাখলেন। কিন্তু ভোর হলে সে নিজেই অন্য মানুষের কাছে বলে বেড়াতে লাগল—হে অমুক, জানো, রাতে আমি এ কাজ করেছি। সারা রাত মহান আল্লাহ ওই ব্যক্তির গুনাহটি গোপন রাখলেন আর ভোর হওয়ামাত্রই আল্লাহর ঢেকে রাখা বিষয়টি সেই ব্যক্তি নিজেই প্রকাশ করে দিল।’

08/11/2024

পিছন ফিরে শত্রু শিবিরে আচমকাই তাকিয়ে দেখি!
একি! এরা তো আমারই স্বজাতি!

— উর্দূ থেকে।

Address

Bajitpur Kishoreganj
Kishoreganj
28280

Telephone

+8801909699065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibne Arif ইবনে আরিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibne Arif ইবনে আরিফ:

Videos

Share

Category