Kishoreganj bangla songbad

Kishoreganj bangla songbad কিশোরগঞ্জ বাংলা সংবাদ

আজকে কিশোরগঞ্জ ময়মনসিংহ রোডের একটি ট্রাক  এক্সিডেন্ট করে এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডার ছিল।...
23/01/2024

আজকে কিশোরগঞ্জ ময়মনসিংহ রোডের একটি ট্রাক এক্সিডেন্ট করে এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডার ছিল। কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে প্রতিনিয়ত এভাবে এক্সিডেন্ট হয় দিন দিন ভয়ানক হয়ে যাচ্ছে এই রোড।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ঠাট্টা করে বিভিন্ন ছবি, ভিডিও বানিয়ে পোস্ট...
09/01/2024

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ঠাট্টা করে বিভিন্ন ছবি, ভিডিও বানিয়ে পোস্ট করছেন মাহিকে নিয়ে। বিষয়গুলো নজরে এসেছে এই তারকার। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ট্রল তো নিয়মিতই আমার সঙ্গে। এগুলো নিয়ে নতুন করে আর কী বলব। শুধু একটা কথাই বলব, মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়। একটা মেয়ে হয়ে আমি নির্বাচন করেছি।যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এভাবে কাউকে ট্রল করবেন না, প্লিজ। আপনাদের কাছের কেউ নির্বাচন করলে বুঝতে পারবেন এটা কতটা কঠিন।

04/12/2023

কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সুব্রত পালের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক

04/12/2023

স্বতন্ত্র প্রার্থী হয়ে যা বললেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন

টাকা নিয়েও অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কণ্ঠশিল্পী ও সংস...
13/08/2023

টাকা নিয়েও অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৫ বছর আগের এই মামলায় এই নিয়ে চতুর্থবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো মমতাজ বেগমের বিরুদ্ধে।
মমতাজের বিরুদ্ধে ২০০৮ সালে মামলা করেন ইভেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচী। তিনি অভিযোগ করেন-২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুসারে ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পি হিসেবে মমতাজকে ১৪ লাখ রুপির বিনিময়ে বায়না করা হয়।কিন্তু মমতাজ টাকা নিয়েও অনুষ্ঠানে যোগ দেননি। এ কারণে দর্শক-শ্রোতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ভাঙচুর করেন। চরম হেনস্তার মুখে পড়তে হয় অনুষ্ঠানের আয়োজক শক্তিশঙ্কর বাগচীকে। এরপর চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন শক্তি। কিন্তু থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে।

এরপর বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন শক্তি। মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক ধারায় মামলা করেন। সেই সূত্রে ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন গায়িকা।পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচী। ২০১০ সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাখে কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে একে একে তিনবার আগাম জামিন পেয়ে যান গায়িকা ।

এরপর গত ৯ই আগস্ট ফের আদালতে হাজিরা এড়িয়ে যান গায়িকা। বাংলাদেশ হাই কমিশন মারফত জানানো হয় এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন গায়িকা। তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে গায়িকা হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন।
18/06/2023

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন।

দেশে যে পরিমাণ গ্যাস মজুত আছে তাতে ১০ বছর চলবে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হাম...
17/06/2023

দেশে যে পরিমাণ গ্যাস মজুত আছে তাতে ১০ বছর চলবে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। এসময় প্রতিমন্ত্রী একথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ইলিশায় মজুতসহ বর্তমানে গ্যাসের প্রাথমিক মজুত ৪০ দশমিক ৪৩ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৮ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ৩১ মে ২০২২ পর্যন্ত ১৯ দশমিক ৯৪ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ৮ দশমিক ৮২ ট্রিলিয়ন ঘনফুট মজুত অবশিষ্ট রয়েছে। দৈনিক গড়ে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বিবেচনায় এ গ্যাসে ১০ বছর চলবে।

রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালে এলএনজির ধারণ ক্ষমতা প্রতিটিতে এক লাখ ৩৮ হাজার করে মোট দুই লাখ ৭৬ হাজার ঘনমিটার এবং প্রতিটির রি-গ্যাসিফিকেশন ক্ষমতা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট করে মোট এক হাজার ঘনফুট।

তিনি জানান, কাতার ও ওমানের সঙ্গে পেট্রোবাংলার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বছরে ৩ দশমিক ৫ থেকে ৪ মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানি করা হচ্ছে।

এ ছাড়া স্পট মার্কেট থেকে চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ৩০ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে। এর আনুমানিক পরিমাণ এক দশমিক ৮৬ মিলিয়ন মেট্রিক টন। ২০২৩ সালে স্পট মার্কেট হতে ২১ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে, যার আনুমানিক পরিমাণ এক দশমিক ৩১ মিলিয়ন মেট্রিক টন।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৫৪৮ জন। বিগত অর্থ বছরে (২০২১-২২) পল্লী বিদ্যুতের নীট ক্ষতি ৫২৩ কোটি ৭৯ লাখ টাকা। এ সময়ে আয় রয়েছে ২৯ হাজার ১০৪ কোটি ৫৬ লাখ টাকা ও ব্যয় হয়েছে ২৯ হাজার ৬২৮ কোটি ৩৫ লাখ টাকা।

বেনজীর আহমদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের সুবিধার আওতায় আনা হয়েছে। দেশের সব উপজেলায় শতভাগ বিদ্যুৎ সম্প্রসারণ করা সম্ভব হয়েছে।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি/সংস্থা এ পর্যন্ত ৫৪ লাখ ৫৩ হাজার ৫৪৫টি প্রিপেইড মিটার স্থাপন করেছে, যা মোট বিদ্যুৎ গ্রাহকের (৪ কোটি ৫১ লাখ) ১২ দশমিক ০৯ শতাংশ। আগামী ২০২৩-২৪ অর্থ বছরে আরো ২৭ লাখ ৩০ হাজার এবং ২০২৪-২৫ অর্থ বছরে ৩১ লাখ ৩০ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট মিটারগুলো পর্যায়ক্রমে প্রি-পেইড/স্মার্ট প্রি-পেইড মিটারে রূপান্তর করা হবে।

বিদ্যুৎ সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্...
06/06/2023

বিদ্যুৎ সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।’ সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ধরনের খবর শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।মঙ্গলবার ৬ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়। এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। এমন খবরের কোন সত্যতা নেই বলেও উল্লেখ করা হয়।

সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে বলা হচ্ছে, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশ...
04/06/2023

সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে বলা হচ্ছে, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কয়েকজন কর্মকর্তা দেশ ছাড়বেন এবং আর দেশে ফিরবেন না। এ বিষয়ে রোববার (৪ জুন) দুপুরে নিজ কার্যালয়ে কথা বলেছেন হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, ‘শুধু আমাকে নিয়ে নয়, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছে। তারা বলছে, সরকারি কর্মকর্তা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না। এটা সম্পূর্ণ গুজব।’

পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার বিদেশ যাওয়ার ছুটি পেতেই অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ‘ভিউ’ বাড়ানোর জন্য করছে। এতে তারা টাকা পাবে।’

হারুন বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমাদেরও বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে এ ধরনের ভিডিও বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। পুলিশের বিরুদ্ধে এসব ছড়ালে তারা হয়তো ভিউ পেতে পারে, টাকা আয় করতে পারে, কিন্তু এগুলো করে পুলিশের মনোবল ভাঙতে পারবে না।’

উল্লেখ্য, সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবি কর্মকর্তা হারুন। ছুটি মঞ্জুরের আদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি আর দেশে ফিরবেন না বলে গুজব ওঠে।

টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই ...
04/06/2023

টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে মুন্নী সাহা এটা স্বীকার করেছেন। বলেছেন, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না।

উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন।

ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিলো।

মনোনয়ন বাতিল হওয়া আলোচিত জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শেষ পর্যন্ত ...
25/05/2023

মনোনয়ন বাতিল হওয়া আলোচিত জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মা জায়েদা খাতুনের সাথে ভোট দিতে এসে এ কথা জানান তিনি। সকালে ছেলে জাহাঙ্গীরকে নিয়ে ভোট দিতে এসে জায়েদা খাতুনও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে দশটার দিকে ভোট দেন জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

২০২১ সালের সেপ্টেম্বর গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায় তাকে। এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে জাহাঙ্গীর আলমকে ক্ষমাও করা হয়। গত ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে তাকে ক্ষমা করার কথা জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। তবে গত ১৫ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান ভোট দিয়েছেন সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ।
এ সময় আজমত উল্লা খান বলেন, দুর্নীতিমুক্ত গাজীপুর সিটি গড়ার লক্ষ্যে মানুষ শান্তিপূর্ণভাবে নৌকা প্রতীকে ভোট দিচ্ছে। এ মন্তব্য করে জয়ের ব্যাপারে পূর্ণ আশা জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ খান। সার্বিক পরিস্থিতি বজায় রাখতে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃংখলা বাহিনী। প্রায় ১৩ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য এই দায়িত্ব পালন করছে। র্যাব, বিজিবির টহলও অব্যাহত আছে। সুষ্ঠু ভোট হচ্ছে কীনা সেটা পরিদর্শনে মোবাইল কোর্টও আসছে ভোট কেন্দ্রে।

মোট প্রার্থী ৩৩৪ জন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী।

দেশের সব চেয়ে বড় এ সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। অপরদিকে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন। এসব ভোটারের মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ ভোটার রয়েছে ভাসমান।

ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সবাইকে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাথর দিয়ে চালকের মাথা থেঁতলে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ব...
24/05/2023

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাথর দিয়ে চালকের মাথা থেঁতলে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সেলিম (৩৯)। তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঠালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

এর আগে সোমবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক শরীফের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক শরীফ মিয়া (২৫) করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দা গ্রামের মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে।

আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কারা ক...
24/05/2023

আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কারা ক্ষমতায় আসবে।

বুধবার (২৪ মে) দেশটির স্থানীয় সময় সকালে, কাতার ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যেসব দেশ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা যেনো বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে, এজন্য তাদের অনেক বেগ পেতে হয়েছে বলেও মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আইএমএফ তাদেরই ঋণ দেয়, যারা পরিশোধের সক্ষমতা রাখে। বাংলাদেশ এই ঋণ কাজে লাগাবে এবং পরিশোধও করতে পারবে।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট হিসেবে গড়তে তার সরকারের পরিকল্পনাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ...
22/05/2023

ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। দেশের মানুষের জন্য এটা সুখবর।তিনি বলেন, এখানে পাওয়া গ্যাসের দাম ৬ হাজার ৫০০ কোটি টাকা। একই পরিমাণ আমদানি করা গ্যাসের দাম পড়বে ২৮ হাজার কোটি টাকা।ভোলার গ্যাসক্ষেত্রটি বড় আকারের স্বপ্ন দেখাচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছি আমরা। পাইপলাইন নির্মাণ করে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দুই বছরের মধ্যে পাইপলাইন সম্পন্ন করতে চায় সরকার। পাইপলাইনে ভোলার গ্যাস সরবরাহ শুরু হতে লাগবে আরও তিন বছর।তিনি বলেন, যত শিল্প এলাকা হবে ভবিষ্যতে সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ভোলার গ্যাস দিয়ে মানুষকে কীভাবে সুবিধা দেয়া যায়, সেটা আমরা বিবেচনা করে দেখছি।

এর আগে ভোলার ইলিশাকে দেশের নতুন গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিতে জ্বালানি বিভাগে প্রস্তাব পাঠায় বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বর্ধিত অপারেশন চার্জ প্রত্যাহারের দাবিতে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষনা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাং...
18/05/2023

বর্ধিত অপারেশন চার্জ প্রত্যাহারের দাবিতে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষনা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ। আগামী ২১ মে ২০২৩, রবিবার, দুপুর ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারনেট, ডাটা সহ সকল সেবা দানকারী আইএসপি প্রতিষ্ঠানের সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিএবি’র সভাপতি মো. ইমদাদুল হক।
আইএসপিএবি’র প্রধান নির্বাহী মেজর মোঃ এনামুল হক (অব) স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বার্তা থেকে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা পরিচালনার ক্ষেত্রে ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান বাম্বেল-বি কর্তৃক মে ২০২৩ থেকে বর্ণিত স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে বাড়তি চাঁদা দাবি করছে।

আবাসিক এলাকায় অপারেশন চার্জ ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা এবং কর্পোরেট গ্রাহক সংযোগের ক্ষেত্রে ৬০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা নির্ধারণ করেছে। বর্ধিত চাঁদা সংক্রান্ত বাম্বেল-বি স্বাক্ষরিত চিঠিটি আইএসপি প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে ১৮ই মে ২০২৩ তারিখ আইএসপি অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উক্ত এলাকায় সেবা প্রদানকারী আইএসপি প্রতিষ্ঠানসমূহের কর্ণধার ও নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বসুন্ধরা আবাসিক এলাকায় অপারেশনের সার্ভিস চার্জ হিসাবে ধার্যকৃত চাঁদা প্রত্যাহারের প্রতিবাদ হিসাবে আগামী ২১ মে ২০২৩, রবিবার, দুপুর ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৩ ঘন্টার জন্য উক্ত এলাকার ইন্টারনেট, ডাটা সহ সকল সেবা দানকারী আইএসপি প্রতিষ্ঠানকে সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।উল্লেখ্য বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা পরিচালনার ক্ষেত্রে ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান বাম্বল-বি কর্তৃক চলতি মে ২০২৩ থেকে বর্ণিত স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে বাড়তি চাঁদা দাবি করছে।

চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের পপ-স্হলে তালা দিয়ে দেয় এবং মাঠ পর্যায়ের টেকনিশিয়ান ও প্রকৌশলীদের কাজ করতে বাধা প্রদান করে। ফলে বর্ণিত এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর ফলে অপারেটরদের মধ্যে চরম অস্থিরতা এবং ব্যবসা পরিচালনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এরই ধারাবাহিকতায় সকল ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারনেট পরিষেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে সবাই একমত পোষণ করেন। এই অসন্তোষের ফলে বসুন্ধরা আবাসিক এলাকায় যে কোনো সময় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যেতে পারে উল্লেখ করে বিষয়টি ইতিমধ্যেই বিটিআরসিকে লিখিতভাবে অবগত করে হয়েছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সারাদেশে মানসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক নির্ধারিত "এক দেশ এক রেট" বাস্তবায়নের নিয়ম সম্পর্কে আমরা অবগত আছি। এই নীতি অনুসারে, সারাদেশে অপারেশন পরিষেবা গুলি এক ও অভিন্ন হবে, যার অর্থ কেউ নিজে ইচ্ছা মাফিক পরিবর্তন করতে পারবে না।

কেউ যদি নিজের ইচ্ছামতো সার্ভিস চার্জ নির্ধারণ করে তা অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও নীতিমালার পরিপন্থী এবং আইএসপিএবি এই ব্যাপারে উদ্বিগ্ন। আরও উল্লেখ্য যে, বসুন্ধরা আবাসিক এলকায় ক্যাবল টিভি অপারেটর বাম্বল-বি পপ সেবা চার্জ এর নামে ইন্টারনেট সেবাদাতা আইএসপি প্রতিষ্ঠানের চাঁদা দুই বছরের মধ্যে দফায় দফায় মাসে ৫ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় এবং তিন বছরের মাথায় তা বাড়িয়ে ৫ লক্ষ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি ইন্টারনেট সেবাদাতাদের সংগঠনের সদস্য না হয়েও ওই এলকায় ইন্টারনেট সেবা দেয়ার একক আধিপত্য বিস্তার করছে। ইতিপূর্বে বিষয়টি নিয়ে বিটিআরসি’র স্মরণাপন্ন হলে গত বছরের জুনে দুই পক্ষকে নিয়ে বিটিআরসি-তে একটি বৈঠকও হয়। কিন্তু বৈঠক ফলপ্রসু না হওয়ায় সমস্যার সুরহা না করে উপরন্তু ২০২২ সালে ২ লাখ টাকা চাঁদার সঙ্গে সিকিউরিটি ডিপোজিট ২০ লাখ টাকা দিতে বাধ্য করে বাম্বল- বি।

এই সকল অনিয়ম ও বর্ধিত চাঁদা প্রত্যাহারের দাবিতে উপরোল্লেখিত ২১শে মে ২০২৩ তারিখ, রবিবার, দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩ ঘন্টার জন্য উক্ত এলাকায় ইন্টারনেট, ডাটা সহ সকল সেবা দানকারী আইএসপি প্রতিষ্ঠানকে সব ধরনের সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকায় সাময়িক ইন্টারনেট সেবা বন্ধ রাখার এই সিদ্ধান্তটি সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফত...
16/05/2023

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাকুহাটি পূর্বপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম, এএসআই কামরুল হোসেন ভূঁইয়া, এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা মাদক মামলায় ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন মিয়াকে গোবিন্দপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

আরো জানা যায়, মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলায় তিন মাসের সাজা রয়েছে। এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটো জানান, গ্রেফতারকৃত সুমন মিয়া মাদক ও যৌতুক নিরোধক আইনের সাজা প্রাপ্ত পলাতক আসামি, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার সময় তাকে হোসেনপুর থানাধীন গোবিন্দপুর বাজার হতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি ভেসে আসিনি, একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়...
16/05/2023

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি ভেসে আসিনি, একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। কারাগারে যেতে হয়েছে। চরম অত্যাচারিত হয়েছি। রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। হাতকড়া পরানো হয়েছে। ডান্ডাবেড়ি পরানো হয়েছে। রাজপথে সক্রিয় হয়ে আমি বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বাকশালের পাবনার জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

16/05/2023

কিশোরগঞ্জে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে জিল্লুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৫ মে) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিল্লুর রহমান একই এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০২২ সালের ৫ নভেম্বর নিজ বসতঘরে মেয়েকে ধর্ষণ করেন জিল্লুর রহমান। এ বিষয়ে যাতে ভিকটিম কাউকে কিছু না বলে সেজন্য ভয়ভীতি দেখান। পরবর্তী সময়ে একাধিকবার ধর্ষণ করেন জিল্লুর রহমান। ভয়ে ভিকটিম কাউকে কিছু জানায়নি। পরে শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। সোমবার (১৫ মে) তার বড় ভাই আলট্রাসনোগ্রাফি করালে ওই কিশোরী ২৭-২৮ সপ্তাহের (৬ মাস) অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট আসে।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে গ্রেফতার করে র‍্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক শাহরিয়ার মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জায়গা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আজ শুক্রবার  সকাল সাড়ে ৯ ঘটিকায় হারুয়া বাঘা বাড়ি মোড় এলাকায় এক সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।...
12/05/2023

জায়গা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ ঘটিকায় হারুয়া বাঘা বাড়ি মোড় এলাকায় এক সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।তারা হলেন মো: জামাল উদ্দিন(৬০),বাবুল মিয়া(৫৮),কাবুল মিয়া(৫৫),রেহেনা বেগম(৫০),মুক্তা আক্তার(২৬)।

আহত জামাল উদ্দিন জানান,”আক্রমণকারী আব্দুর জব্বার তার আত্মীয়-স্বজন ও গুন্ডাবাহিনী নিয়ে তার বাসায় আক্রমণ করে। শুরুতে তারা বাসার বাউন্ডারি ভাংচুর করে।তারপর জায়গা দখলের জন্য পরিকল্পিতভাবে রাখা রাস্তার পাশে চাল,বেড়া স্থাপন করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে বাসার লোকজন বের হলে তাদের উপর আব্দুল জব্বার ও তার গুন্ডাবাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র দ্বারা হামলা চালায়। এতে ৬ জন আহত হয়। এই নৃশংস নারকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন আহত জামাল উদ্দিন ।”

তিনি আরো বলেন, আক্রমনকারী আঃ জব্বারের নামে ১৪৪ ও ১৪৫ ধারায় আহত কাবুল মিয়ার দাখিল করা একটি মামলা ও আহত জামাল উদ্দিনের দাখিল করা একটি জিডিও আছে থানায়।

কিশোরগঞ্জ মডেল থানার এসআই কামাল উদ্দিন ও ফজলুর রহমানের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য মতে, আহত ব্যাক্তিগণ কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
রিপোর্ট লেখা পর্যন্ত তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি আবদুল জব্বারকে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মোঃ কাবুল মিয়া সহ অন্যান্য জখমীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সুধী মহলের ভাষ্যমতে বলা হচ্ছে, জায়গার ওপর ১৪৪ ধারা বিদ্যমান থাকা সত্ত্বেও আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আঃ জব্বার গং। প্রকাশ্যে অস্ত্র নিয়ে এমন মহড়া জানা ও থানা প্রশাসনের দায়িত্বশীল বর্গ জখমীর রক্তাক্ত কাটা অবস্থা প্রত্যক্ষ করা সত্ত্বেও কী করে গ্রেফতারকৃত জব্বার ছাড়া পায় তা সবার ভাবনায় দোল খাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে...
12/05/2023

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১২ মে) আবহাওয়ার ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।এ ছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

ঠাকুরগাঁও‌য়ে থানায় নিয়ে যুবলীগ নেতা‌কে নির্যাতনের অভিযোগ ওঠার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত...
11/05/2023

ঠাকুরগাঁও‌য়ে থানায় নিয়ে যুবলীগ নেতা‌কে নির্যাতনের অভিযোগ ওঠার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বিষয়‌টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এসপি জানান, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হোসেন‌কে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।এ ঘটনায় বুধবার ওসি কামাল হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। শুনানি শেষে জেলা ও দায়রা জজ মামুনুর র‌শিদ অভিযোগটি এজাহার হি‌সে‌বে নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপারকে। একই স‌ঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জেলা সি‌ভিল সার্জন‌কে বাদীর চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশের বিষয়‌টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আব্দুল হা‌মিদ।

মামলার অন্য অভিযুক্তরা হ‌লেন– পরিদর্শক (তদন্ত) মো. লতিফ, উপপরিদর্শক (এসআই) খোকা চন্দ্র রায় ও মোহাম্মদ হাফিজ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোতালেব।

গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে বৈশাখী মেলায় ঝামেলা চলছে– এমন অভিযোগে পুলিশ রকি ও পুলককে আটক করে। পরে তাদের থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। রাতে পুলক অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ২ মে জামিন পান পুলক।

কাওরান বাজারে কিচেন মার্কেট নামে পরিচিত ঝুঁকিপূর্ণ দুইতলা ভবন সিলগালা করতে গিয়ে বাধার মুখে পিছু হটেছে ঢাকা উত্তর সিটি কর...
11/05/2023

কাওরান বাজারে কিচেন মার্কেট নামে পরিচিত ঝুঁকিপূর্ণ দুইতলা ভবন সিলগালা করতে গিয়ে বাধার মুখে পিছু হটেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় ডিএনসিসির অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসায়ী‌দের মার্কেট ছাড়তে নতুন করে সময় বেঁধে দেওয়া হয়।এসময় নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসার চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে পড়লে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটবে’। এসময় তিনি সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য কোনও বাধা না দিয়ে সহায়তা করার অনুরোধ করেন ব্যবসায়ীদের।তবে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। এসময় ‘অবৈধ উচ্ছেদ বন্ধ করো’—বলে স্লোগান দিয়ে তারা ডিএনসিসি কর্তৃপক্ষকে বাধা দেয়। ফলে অনেকটা বাধ্য হয়ে ও মার্কেট সমিতির অনুরোধে আগামী ২৫ তারিখ মার্কেট সিলগালার নতুন তারিখ নির্ধারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।এদিকে পুনর্বাসন না করা পর্যন্ত ব্যবসায়ীরা মার্কেট ছাড়বেন না এবং কোনও ধরনের উচ্ছেদও মানবেন না বলে জানান।

ব্যবসায়ীরা বলেন, ‘আমাদের যেখানেই পুনর্বাসন করা হোক না কেন, সেখানকার কাগজ আমাদের আগে বুঝিয়ে দিতে হবে। তার আগেই যদি আমাদের উচ্ছেদ করা হয় তাহলে কে কোথায় যাবে তার কোনও নিশ্চয়তা নেই। আমরা নতুন করে ব্যবসা করার নিশ্চয়তা চাই’।

তবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ডিএনসিসি কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রাবাড়ীতে ব্যবসায়ীদের পুনর্বাসন করার জন্য সরকার ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন মার্কেট করেছে। যার ৯৫ ভাগ কাজ শেষ। এছাড়া কাওরান বাজারের অন্যান্য ঝুঁকিপূর্ণ মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসন করার জন্য গাবতলী ও আমিনবাজারে জায়গা করে দিচ্ছে সরকার'।

পুনর্বাসনের আগেই কেন উচ্ছেদ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘মার্কেটগুলো অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ফলে যেকোনও সময়েই দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তিস্থল যদি কাওরান বাজারে হতো, তাহলে তা ধ্বংসস্তূপে পরিণত হতো। তাই আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে সরিয়ে নিতে। এরজন্য তাদের একাধিকবার নোটিশও দিয়েছি। সর্বশেষ গতমাসের (এপ্রিলে) শুরুতেও এক সপ্তাহ সময় দিয়েছিলাম সরে যাওয়ার জন্য। কিন্তু তারা এই জায়গা ছাড়তে চাচ্ছে না।

সিলগালা অভিযানে আরও উপস্থিত ছিলেন—ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে এই জায়গায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছে৷ এইখানেই তাদের সব চেনাপরিচয়। তাই এই জায়গা ছেড়ে তারা যেতে চাচ্ছে না। তাদের বারবার এই জায়গা ছেড়ে দিতে বলা হচ্ছে৷

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভবন ধসে আটকা পড়া লোককে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫ট...
10/05/2023

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভবন ধসে আটকা পড়া লোককে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গাইটাল সিএনজি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভবন ধসে আটকা পড়া কামাল খান (৫০) পার্শ্ববর্তী নেত্রকোনা সদরের দাড়িয়া এলাকার সিরাজ খানের ছেলে।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ শহরে প্রচুর ঝড় বৃষ্টি হয়। এসময় শহরের গাইটাল সিএনজি স্টেশন এলাকায় একটি ভবন ধসে একজন লোক আটকা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে মাত্র ১২ মিনিটে লোকটিকে উদ্ধার করি। পরে উদ্ধারকৃত লোকটিকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।আবু জর গিফারী আরও জানান, ঝড়ে শহরের বত্রিশ এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টা কাজ করে রাস্তা পরিষ্কার করে। এছাড়াও শহরের বারো আউলিয়া মোড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে সেখানেও ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে।

যানজট নিরসনে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বটতলায় ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। বুধব...
10/05/2023

যানজট নিরসনে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বটতলায় ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। বুধবার (১০ মে) সকালে ট্রাফিক বিভাগের উদ্যোগে ফিতা কেটে এই ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, সড়কে যেকোন ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে ফাস্ট রেসপন্ডেন্ট হচ্ছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গাইটাল বটতলায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে নাগরিক সেবার মান উন্নয়নে। এই ট্রাফিক বক্স শুধু পুলিশের জন্য নয় বিপদগ্রস্ত ও পথচারীদের প্রয়োজনেও কাজে আসবে।

উল্লেখ্য যে, গত বছরের ২৪ অক্টোবর (সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের বটতলা মোড়ের ট্রাফিক বক্সের ওপর প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ উপড়ে পড়ে। এতে ট্রাফিক পুলিশের পুলিশ বক্সটি ভেঙে যায়।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাস্তব জীবনে দীর্ঘদিন ধরেই অভিনেতার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে দাম্পত...
10/05/2023

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাস্তব জীবনে দীর্ঘদিন ধরেই অভিনেতার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে দাম্পত্যকলহ চলছে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব স্পষ্টভাবে জানিয়েছেন বুবলীর সঙ্গে সব অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে তার।

এমনকি ভবিষ্যতে এসব নিয়ে আর কোনো কথাও বলবেন না বলে জানান ‘লিডার, আমিই বাংলাদেশ’ খ্যাত এই অভিনেতা।শাকিব বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। তবে সন্তানের কারণে আমাদের যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়। আমি আবারও বলছি, তার সঙ্গে অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।তিনি আরও বলেন, শেহজাদ এখনও অনেক ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন আমার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির (সন্তানের দেখভালের জন্য রাখা আয়া) সঙ্গে মা–ও আসে। সন্তানের জন্য আমাদের দেখা-সাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে। স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে থাকে। আমরা একসঙ্গে সময় কাটাই। শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে, তখন সে-ও ন্যানিকে ছাড়াই একা একা আসবে। বাবার সঙ্গে থাকবে, ঘুরে-বেড়াবে।ঢাকাই সিনেমার কিং বলেন, দুই সন্তান বাবার সঙ্গে ঘুরে-বেড়াবে, এসব তো স্বাভাবিক, তাই না। আর এসব নিয়ে তো বিভিন্নভাবে রংচং মাখিয়ে খবর প্রকাশের কিছু নেই। আমাদের সম্পর্ক যে নেই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি আমি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোনো কথা বলতে চাই না। আর আপনারাও এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না আমাকে।

জানা গেছে, শাকিব খানের আসন্ন ‘প্রিয়তমা’ সিনেমায় বুবলীর অভিনয়ের কথা ছিল। এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে দেখা গেছে, এ সিনেমায় কাজ করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে যখন ‘প্রিয়তমা’ নিয়ে আলাপ হয়েছিল, সে সময় গল্পের প্রয়োজনে একদম নতুন কাউকে প্রয়োজন ছিল। যার কোনো সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নেই। আর তা ছাড়া ‘প্রিয়তমার’ গল্পের সঙ্গে বুবলীর বয়সও এখন কাভার করছে না। তাই এসব বিবেচনায় তাকে আর নেওয়া হয়নি।

সেই সঙ্গে বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে শাকিব বলেন, বুবলীকে আমার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না। কারণ, আর কোনো দিন বুবলীর সঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চাই না।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সলিউশন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপন...
10/05/2023

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সলিউশন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।
শুক্রবার (২৯ এপ্রিল) জেলা পরিবহন মালিক সমিতির আহ্বায়ক বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন তিনি।
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই পদ থেকে সরে এসেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। তাঁর সদস্য নং-০৯।

পদত্যাগপত্রের একটি অনুলিপি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বরাবর দেওয়া হয়েছে।

Address

Kishoreganj

Telephone

+8801713545703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj bangla songbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like