Haor Pathshala -হাওড় পাঠশালা

Haor Pathshala -হাওড় পাঠশালা It is a Creative page. Education,poems,videos,live, story&recently subject are post here.

সরেজমিনে ক্ষেত্রফল নির্ণয় শেখানোর সময়🥰💕
06/09/2024

সরেজমিনে ক্ষেত্রফল নির্ণয় শেখানোর সময়🥰💕

31/07/2023

Second Conditional Sentence

25/05/2023

🧁🥧🥫🍟চলো উপহার বানাই!🎂🍟🍰🧋
শিখনকালীন মূল্যায়ন!

16/05/2023

Spoken English

15/05/2023

★Spoken English

★Buying Vegetables

Seller: Mustafizur, Mojahid
Customer: Kabil,Pizom,Tawhid and Sabbir

৬ষ্ঠ শ্রেণির ছাত্র/ছাত্রীরা-
09/05/2023

৬ষ্ঠ শ্রেণির ছাত্র/ছাত্রীরা-

৬ষ্ঠ শ্রেণির গণিত বইয়ের ' দৈঘ্য মাপি ' অধ্যায় ছাত্র/ছাত্রীদের মাঠ পর্যায়ে নিয়ে সরাসরি  শিখানো হল।
03/04/2023

৬ষ্ঠ শ্রেণির গণিত বইয়ের ' দৈঘ্য মাপি ' অধ্যায় ছাত্র/ছাত্রীদের মাঠ পর্যায়ে নিয়ে সরাসরি শিখানো হল।

20/03/2023

Students of Adampur Dawan Ali high school
Vegetables name!

03/03/2023

আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ নাজমুল হাসান
Spoken English

26/02/2023

Spoken English
Name: Pizom
Student of Adampur Dawan Ali high school

23/02/2023

আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ সাব্বির হোসেন।
১০টি প্রতিদিনের ইংরেজি প্রয়োজনীয় বাক্য বাংলা অর্থসহ -

19/02/2023

আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ তাওহিদ।
কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন -

14/02/2023

Practices English speaking!!

14/02/2023

বঙ্গবুন্ধ শেখ মজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ পরিবেশন করেছে আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ নাজমুল হাসান

এস এস সি ২০২২পরীক্ষার্থী ছিল-২০ জনকৃতকার্য -১৯ জন
29/11/2022

এস এস সি ২০২২
পরীক্ষার্থী ছিল-২০ জন
কৃতকার্য -১৯ জন

আজ ৭ম ও ৯ম শ্রেণির English grammar পরীক্ষা চলছে......
13/11/2022

আজ ৭ম ও ৯ম শ্রেণির English grammar পরীক্ষা চলছে......

৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ১ম ও ৮ম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছে......
12/11/2022

৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ১ম ও ৮ম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছে......

06/07/2020

♦কোথায় সুখ?♦

মিডিয়া আমাদের সামনে যাদেরকে সুখী হিশেবে উপস্থাপন করে, মাঝে মাঝে আমরা তাদের কিছু করুণ পরিণতির গল্প শুনি। ভারতের খুব জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত্র। অসম্ভব খ্যাতিতে রাঙানাে ছিল যার ক্যারিয়ার। কী পায়নি লােকটা জীবনে? টাকা, পয়সা, চাকচিক্যময় জীবন! সবকিছু! তবু কেন তাকে আত্মহত্যা করতে হলাে? কী অদ্ভুত, তাই না? বস্তুবাদী দুনিয়া আমাদের যা দিয়ে সুখী করতে চাই তার সবটাই এদের আছে।

সুখের মূল হচ্ছে সন্তুষ্টি। পরিতৃপ্তি। আপনি যখন কোনাে কিছু পেয়ে সন্তুষ্ট হবেন না, তৃপ্ত হবেন না, তখন আপনার মধ্যে একধরনের অস্থিরতা কাজ করবে। যা পেয়েছেন তারচেয়ে বেশি কীভাবে অর্জন করা যায়—সেই নেশা আপনাকে সর্বদা তাড়িয়ে বেড়াবে। আপনি ঘুমের মধ্যেও অস্থির থাকবেন। ঘুম ভাঙলেই আপনার খ্যাতি আর অর্জনের পেছনে দৌড়াতে মন চাইবে। সুখ তাহলে কোথায়?

খালি টাকা আর খ্যাতিই যদি সুখের নিয়ামক হতাে, ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হতাে পৃথিবীর সেরা পাঁচজন সুখী মানুষের একজন। সবচেয়ে কম বয়সে বিলিওনিয়ার বনে যাওয়া মার্ক জাকারবার্গ কি আসলেই সুখী? তার রয়েছে অসম্ভব রকম খ্যাতি আর বিত্ত। তবে তাতেই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। অন্য আর দশজনের মতাে বেশি অর্জনের আকাঙ্ক্ষা জেঁকে বসে আছে তার হৃদয়-মনেও। এই আরও অর্জন, আরও পাওয়ার জন্য যা করা দরকার এই ধরনের লােকগুলাে
তা ঠিকঠাক মতন করেই যাচ্ছে।

সুখ হচ্ছে আপনার কছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর বিধিনিষেধ অনুসরন করে চলা।

,বেলা ফুরাবার আগে, থেকে কিছু সংযোজিত

29/06/2020

গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কয়েকবার ভেবেচিন্তে নিবেন।এট আপনার জন্য মঙ্গলজনক।

আর সিদ্ধান্ত যদি আপনি একটু পর পর পরিবর্তন করেন।তাহলে আপনার পাশে কাউকে খুজে পাবেন না এবং আপনি হবেন সমালোচিত।

~ কামরুল হাসান ফরিদ

29/06/2020

মানবজীবন জোয়ার ভাঁটার অনুরুপ
জীবনে কখনও বহে অনুকূল বাতাস আবার কখনও বহে প্রতিকূল বাতাস।

~ কামরুল হাসান ফরিদ

28/06/2020

সমালোচনা সবাই করতে পারে।
কিন্তু সমালোচিত হতে পারে কতজন?

28/06/2020

♦জ্ঞান বৃদ্ধির জন্য দরকার প্রচুর পড়াশোনা।

♦আর অভিজ্ঞতা অর্জনের জন্য দরকার কর্ম।কর্মের সাথে সরাসরি জড়িত থাকলে অভিজ্ঞতা বৃদ্ধি পায়।

27/06/2020

শার্টের ধুলা বালি আমরা যেভাবে ঝেড়ে ফেলে দিই
একইভাবে মন থেকে শয়তানি বুদ্ধিগুলি ঝেড়ে ফেলার চেষ্টা করুন।

27/06/2020

♦অন্ধকারে মানুষ চিনা না গেলেও কন্ঠ বুঝে বলা যায় মানুষটা হবে কে।
♦কেউ অগোচরে আপনার ক্ষতি করলে ঠিকই বুঝবেন দুষ্কৃতকারীটা হবে কে।

02/06/2020

গার্ডিয়ানঃস্যার আমার ছেলেতো পড়তে বসে না।
আমিঃকেন পড়তে বসে না?
গার্ডিয়ানঃসেটাতো আমি জানিনা।তাই আপনার কাছে আসলাম।
আমিঃআপনার ছেলের হাতে কি টাচ মোবাইল আছে।
গার্ডিয়ানঃজ্বি স্যার।ওর হাতে টাচ মোবাইল আছে।
আমিঃছেলেকে টাচ মোবাইল কিনে দিয়েছেন।আবার বলেন ছেলে পড়াত বসে না।ভুলটাতো আপনিই করেছেন।
গার্ডিয়ানঃ বিদেশ থাকতে আমারে ফোন দিয়ে বলত আব্বু আমারে একটা মোবাইল কিনে দিতে হবে।তুমি যদি মোবাইল কিনে না দেও তাহলে আমি আর পড়াতই যাইতাম না।তাই ওরে একটি মোবাইল কিনে দিয়েছি।
স্যারঃ আপনার ছেলের যদি পড়ায় মনযোগ বাড়াতে চান।তাহলে আজ থেকে ওর মোবাইল চালানো বন্ধ করে দেন।
গার্ডিয়ানঃঠিক আছে স্যার।আজ থেকে ওর মোবাইল চালানো বন্ধ।
যেই কথা সেই কাজ।গার্ডিয়ান বাড়িতে গিয়ে ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল।আর বলল,আজ থেকে তর মোবাইল চালানো বন্ধ। মনযোগ দিয়ে পড়তে হবে।তুর ভাল রেজাল্ট করতে হবে।তিন দিন পর গার্ডিয়ান আমার কাছে দৌড়ে আসল।
গার্ডিয়ানঃস্যার স্যার ও স্যার।
আমিঃ কি হয়েছে আপনার?আপনি এত হাঁপাচ্ছেন কেন?
গার্ডিয়ানঃ স্যার আমার ছেলের কাছ থেকে মোবাইল নেওয়ায় হে তিন দিন ধরে না খেয়ে আছে।কারো সাথে কোন কথাও বলে না।সারাদিন মন মরার বিছানায় পরে থাকে।শুকিয়ে অর্ধেক হয়ে গেছে।এখন আমি কি করব স্যার?
আমিঃআপনার ছেলে মোবাইলে এতই আসক্ত হয়েছে যে সে না খেয়ে মরে যাবে তবু মোবাইল ছাড়া বাঁচতে পারবে না।আপনার ছেলের পক্ষে আর পড়াশোনা করা সম্ভব না।মোবাইল দিয়ে আপনার ছেলের আগে জীবন বাঁচান।
ছেলেকে গার্ডিয়ানে মোবাইল ফেরত দেওয়ার পর ছেলে আগের মত সুস্থ হয়ে আবার মোবাইলে গেইম ও চ্যাটিং আরম্ভ করে দিল।
♦ছেল মেয়েকে মোবাইল কিনে দেওয়ার আগে সম্মানিত অভিভাবকবৃন্দ একটু ভেবে দেখবেন মোবাইলটা তার আদু প্রয়োজন আছে কি না।
♦এস এস সি ও এইচএসসি ছাত্রদের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে মূল্যবাব সময়। তাই এই সময়ে তাঁদের টাচ মোবাইল আবদার পূরন করতে যাইয়েন না।প্রয়োজন বাটাম মোবাইল কিনে দিবেন।

Address

Adampur
Kishoreganj
3300

Telephone

+8801753656280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haor Pathshala -হাওড় পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haor Pathshala -হাওড় পাঠশালা:

Videos

Share

Category