05/01/2025
নারীকে কেন দুর্বল করে বানাইছেন সৃষ্টিকর্তা, এটা জানেন🤔
নারী যদি সবল ও ক্ষমতাশালী হতো, পৃথিবীতে মায়া বলে কিছু থাকতোনা।পুরুষের বাহুবল আর ক্ষমতার দাপটের জবাবে নারীও প্রতিবাদ করত। তখন ঘর আর ঘর থাকতোনা। হাজার হাজার ঘর কেন ভাঙ্গে জানেন! নারী অধিকার এর জন্য প্রতিবাদ করে তাই। এটাই তার অপরাধ। আর শতশত নারী চুপ করে সকল কষ্ট মাথা পেতে নেন, কেন জানেন? তার সন্তানের জন্য! মা কিন্তু নারীই হন, পুরুষ নন।
আপনার আশেপাশে যে কোন নারীকে সম্মান করে কথা বলুন।
এই সম্মানটা চারগুণ বেড়ে ফেরত পাবেন আপনিই।