27/01/2024
একবার একটা সাক্ষাৎকারে দেখেছিলাম বিরাট কোহলিকে হোস্ট GOAT বলে সম্বোধন করেছিলো।
এর উত্তর হিসেবে বিরাট কোহলি বলেছিলো আমাকে দেখে কি ছাগল(বকরি) মনে হয়ে?
তখন হোস্ট বলতেছিলো GOAT মানে হলো গ্রেটেস্ট অব অল টাইম। প্রতিত্তোরে বিরাট বললো আমি জানি এর মানে কি। তবে আমি কোনো গোট টোট নই।
বিরাটকে যদি কোনো ইন্টারভিউতে বাবর কিংবা স্মিথদের নিয়ে প্রশ্ন করা হয় তখন সে ওদের অনেক প্রশংসা করে। স্মিথকে টেস্টের সেরা ব্যাটসম্যান কিংবা বাবরকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বলেও আখ্যায়িত করেছেন তার অনেক ইন্টারভিউতে। শচীনের সাথে তাকে কম্পেয়ার করলে সে মানতে নারাজ হয় যে সে শচীনের সমকক্ষ মানের ব্যাটসম্যান।
এই যে বাবর, স্মিথ কিংবা শচীনদেরকে নিজের থেকে এগিয়ে রাখার কারণে বিরাটের গ্রেটনেস কমে গেছে?
অবশ্যই কোনো অংশে কমে নায়।
অন্যদিকে মেসিকে জীবনেও দেখি নাই কোনো উল্টা পাল্টা ইন্টারভিউ দিয়ে নিজেকে বড় করতে। গ্রেট প্লেয়ারদের এইটাই সব থেকে বড় পরিচয়। ওরা নিজেদের ঢুল নিজেরা পিটায় না।
মানুষ নিজের ঢুল নিজে কখন পিটাই জানেন?
যখন সে ইনসিকিউরিটিতে ভুগে। তার কাছে যখন মনে হয় তার আশেপাশের কম্পিটিটররা তাকে ছাড়িয়ে যাচ্ছে তখন ই সে নিজের ঢুল নিজে পিটানো শুরু করে। সৌদির লীগকে ইউরোপের লীগ ১ এর থেকে আগাই রাখার মানেই হচ্ছে মানুষ যাতে তার রেকর্ড গুলোকে গুনাই ধরে।
রোনালদো প্লেয়ার হিসেব সেরা। এটা এক বাক্যে যে কেউ মেনে নিবে। রোনালদোর জীবনের স্ট্রাগল কিংবা হার্ড ওয়ার্ক যে কাউকে অনুপ্রাণিত করবে। কিন্তু রোনালদোর ব্যক্তিত্ব কখনোই মেসির সমপর্যায়ে ছিলো না। আর হবেও না।
রোনালদোর এই সমস্ত স্টেটমেন্ট তার ভক্ত সমর্থকদেরকেও হয়তো এখন বিভ্রান্তিতে ফালায়।
রোনালদো যতদিন এইরকম ইনসিকিউরিটিতে
ভুগবেন ততদিন এইরকম উল্টা পাল্টা স্টেটমেন্ট দিতে থাকবেন।
মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তারা শেষ বয়সে নির্ভার থেকে ফুটবলটা উপভোগ করছে আর রোনালদো বাচ্চা ছেলেদের মতো আচরণ করছে!!!