মাঝে মাঝে এমন সব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নে ও ভাবতে পারবেন না। মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বেশি ক্ষতি করে দেবে।
কখনো কখনো দেখবেন যার জন্য সারাজীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে। আপনাকে বুঝাতে হবে-সবকিছুই জীবনের অনুষঙ্গ।মাঝে মাঝে আপনার অন্তরকে চূর্ণ -বিচূর্ণ করে দিয়ে আল্লাহ তায়া’লা আপনাকে বোঝাতে চান যে -বন্ধু হিসেবে, আপন হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে দিনশেষে তিনিই আপনার শেষ আশ্রয়স্থল। যদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন,তারা কখনোই আপনার ছিলো না 💔😥
আরিফ আজাদ 🌸🌸
পাহাড় কেটে করা লালখান মাদরাসা চট্টগ্রাম।
#বাংলা_সাহিত্য #ইসলামি_সাহিত্য
আপনাদের প্রিয় আল-হাদী যেভাবে হতে আসে
#বাঙলা_সাহিত্য #পাঠাগার #কবিতা #প্রবন্ধ
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ –
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে প
আরবী বক্তৃতায়:
Abdullah Noman Abdullah Noman
শিক্ষার্থী : মারকাযুল লুগাতিল আরাবিয়াহ বাংলাদেশ
আল-হাদী
#আল_হাদী_ম্যাগাজিন #বাংলা_ইসলামি_সাহিত্য #সাহিত্যের_ক্লাস #সাহিত্যের #পাঠাগার #ম্যাগাজিন #পত্রিকা #বাংলা_সাহিত্য
#Palestine
#sevepalestine
#Palestinian
দিনভর ভিষণ বৃষ্টি।
আল-হাদীর সম্পাদনার কাজ নিয়ে ব্যস্ত সম্পাদক পরিষদ। বিদ্যুৎ না থাকায় বৃষ্টি যাপন বেশ ভালোই চলছিলো,ভারপ্রাপ্ত সম্পাদক জোবায়ের আহমাদ ভাইয়ের কন্ঠে "বিদ্রহী"কবিতা আর বৃষ্টি যেন একে অপরের পরিপূরক আজ।
-আল-হাদী
দ্বি-মাসিক আল-হাদী
মনন ও চেতনার জন্য সাহিত্য
পড়ুন, লিখুন ও বিজ্ঞাপন দিন
বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম রচিত "উমর ফারুক" কবিতাটা আবৃত্তি করছেন জনপ্রিয় আবৃত্তিকার, মুফতী জোবায়ের আহমাদ
অবস্থান, মুক্তির দিশারী ইসলামী কাফেলার পুনর্মিলনী অনুষ্ঠানস্থল, শিক্ষকপল্লী, কিশোরগঞ্জ
তোমাদের প্রিয় ম্যাগাজিন আল-হাদী সম্পাদনা টাইম।
আল-হাদী পড়ুন, লিখুন, বিজ্ঞাপন দিন।
বুদ্ধি, পরামর্শ দিয়ে সাথে থাকুন।
আপনাদের অনুপ্রেরণা আমাদের আগামীর পথচলা
#ahm101837
সাহিত্য প্রেমিদের জন্য কথাগুলো শুনা জরুরি। না টেনে পুরোটা শুনুন।
২য় পর্ব: সাহিত্য পরামর্শ দিচ্ছেন মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী হাফিঃ
#ahm101837
১ম পর্ব সাহিত্য পরামর্শ দিচ্ছেন মাওলানা ইয়াহিয়া ইউসুফ নদভী হাফিঃ
সাহিত্য প্রেমিদের জন্য কথাগুলো শুনা জরুরি।
না টেনে পুরোটা শুনুন।
আল-হাদীর প্রচারে প্রশ্নোত্তরে ছিলাম রেডিও ৭১ FM 98.4 এ
যাদের অনুপ্রেরণায় এতো সুন্দর অনুষ্ঠান আমরা করতে পেরেছি।
চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি
মাদরাসা আবু হুরায়রা -রা.পাগলা হুসাইনিয়া।
এর প্রতিষ্ঠিতা পরিচালক : মাওলানা রহমতুল্লাহ হাফিঃ
সাইফ সিরাজ
Muhammad ilyas Qasemi
KM Najimuddin
জোবায়ের আহমাদ
এবং আল-হাদী পরিবার
শৈল্পিক কারুকাজে: Abdul Halim
সাহিত্য মজলিসে শুভেচ্ছা বক্তব্য দেন
মুফতি নাসিরুদ্দিন সাহেব
সহকারি অধ্যাপক, করিমগঞ্জ ছোবহানিয়া ফাজিল মাদরাসা।
সাহিত্য মজলিসে খালি গলায় আবদার সংগীত গেয়ে শ্রোতাদের মন জয় করলেন "তাকরীম আহমাদ"।
সাহিত্য পরামর্শ দিচ্ছেন মাওলানা মনযূরুল হক্ব
সাহিত্য ধারায় আর রহমত সাহিত্য পরিষদ এর পথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস তোলে ধরলেন মাওলানা শহিদুল্লা সাহেব, শিক্ষাসচিব: মাদরাসা আবু হুরায়রা -রা.পাগলা হুসাইনিয়া। কিশোরগঞ্জ
সাহিত্য মজলিসে লাল সাগরের ডেউ আবৃত্তি করলেন মাদরাসাতুর রহমত কিশোরগঞ্জ এর পরিচালক জোবায়ের আহমাদ
সাহিত্য ধারাকে সামনে এগিয়ে নিতে পরামর্শ ও উৎসাহ মূলক বক্তব্য প্রধান করেন মাদরাসা বাইতুল হিকমা কিশোরগঞ্জ এর পরিচালক ও সফল উদ্যোক্তা
Kmnajimuddin
সাহিত্য মজলিসে শুভেচ্ছা বক্তব্য দেন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর স্বনামধন্য মুদাররিস মুফতি আবদুর রহীম হাফিঃ
উস্তায সাইফ সিরাজ । গতকালের সাহিত্য মজলিসে আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছিলেন স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দের নিয়মনীতি। বাক্য সংকোচন ও প্রসারণ এর তাত্ত্বিক আলোচনা করেন এবং প্রয়োগিক উপমার মাধ্যমে বুঝিয়ে দেন।
তোমাদের আল- হাদীর কাজ চলমান।
ইন শা আল্লাহ ঈদের আগেই হাতে পাবে।