06/02/2023
দেশের ৮২টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষায় অন্যন্য ৭ এ সাংবাদিক কন্যা আতিফাহ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা "আব্দুল হালিম পাটোয়ারী ফাউন্ডেশন (AHPF)" এর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্কুলের ৫ম ও ৮ম শ্রেণির অনন্য মেধাবী শিক্ষার্থীদেরকে "AHPF মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২" এর মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। অন্যন্য এ মেধাবৃত্তি পরীক্ষায় দেশের ৮২টি স্কুলের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে মধ্যে ৭ জন অনন্য শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। এর মধ্যে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অর্পণ মাহমুদ এর বড় মেয়ে আতিফাহ মাহমুদ সমো চতুর্থ স্থান হয়েছেন।
ঢাকা আইডিয়াল কমার্স কলেজ অডিটোরিয়ামে গত ৪ ফেব্রুয়ারী কিউরেটর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান ও আবদুল হালিম পাটোয়ারী ফাউন্ডেশন (AHPF) এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. আবদুল হালিম পাটোয়ারী সহ অন্যান্য অতিথিদ্বয় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ৭ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক ও পুরস্কার তুলে দেন। এ সময় পরীক্ষায় অংশ নেয়া স্কুলের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
আতিফাহ মাহমুদ সমো এভাবে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারে এবং কুষ্টিয়া তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারে সে কামনায় সকলের দোয়া চেয়েছেন সাংবাদিক অর্পণ মাহমুদ ও আঞ্জুমান য়ারা খাতুন দম্পতি।