07/11/2023
ঘুমাইলেই আত্মায় শান্তি ভর করে,
ঘুম ভাঙলেই হিসাব নিকাশ শুরু।
বহুদিন হয় শান্তি নেই, সুসংবাদ নেই। আবার অশান্তির ও কিচ্ছু দেখি নাহ্।
শেষ কবে যে এক ঘুমে রাত কাটিয়ে দিয়েছিলাম ভুলেই গেছি। শৈশবের রাতের দেখা স্বপ্নগুলো জোর করে ও চোখে আটকাতে পারি না। রাত যত গভীর হয় জীবনের হিসাব নিকাশ ততই গাড়ো তীক্ষ্ণ তলোয়ারের মতো আঘাত করে। আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে ভয় লাগে! বলার মতো কিচ্ছু ও করি নাহ্।
এর শেষ কোথায়?
এবার একটা কিছু ঘটুক,একটা দফারফা হোক! এমনে জীবন চলে নাহ্।