Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি

Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি জ্ঞানই শক্তি - শিক্ষার শেকড় তেঁতো কিন?

04/03/2024
12/10/2023

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বর হতে পারে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী ২৪ নভেম্বর হতে পারে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘২৪ নভেম্বর ধরে আমরা প্রথম ধাপের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। যদি কোনো অনাকাক্ষিত ঘটনা না ঘটে, তাহলে ২৪ তারিখই পরীক্ষা হবে। আগামী সপ্তাহে অধিদপ্তরের একটি সভা রয়েছে। সেই সভার পর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে লিখিত পরীক্ষা পরিচালনার জন্য বিভাগগুলোর কেন্দ্রের সংখ্যা ও প্রার্থী ধারণক্ষমতার তথ্য জানতে চেয়ে গত ২৫ সেপ্টেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর প্রথম ধাপের লিখিত পরীক্ষা (এমসিকিউ) শিগগিরই নেওয়া হবে। লিখিত পরীক্ষা গ্রহণের জন্য বিভাগগুলোয় কেন্দ্রসংখ্যা ও কেন্দ্রগুলোতে সর্বোচ্চ পরীক্ষার্থী ধারণক্ষমতার তথ্য প্রয়োজন। এ জন্য জেলার সম্ভাব্য কেন্দ্রের তালিকাসহ সর্বোচ্চ পরীক্ষার্থী ধারণক্ষমতার সংখ্যা সরেজমিন যাচাই করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। কেন্দ্রের নাম, কেন্দ্রের ঠিকানা ও আসনসংখ্যার তালিকা পাঠানোর শেষ সময় ছিল ২৭ সেপ্টেম্বর।

নিয়োগপ্রক্রিয়ায় গতি আনতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ।

দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ছিল ৮ জুলাই।

নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগ ধরে ধরে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে সে সময় জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছিল, একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষা শেষ করতে অনেক বেশি সময় লাগে। এ কারণে ফল প্রকাশও পিছিয়ে যায়। অনেকে আবার উত্তীর্ণ হয়েও যোগদান করেন না। ফল প্রকাশের আগেই তাঁদের হয়তো অন্য কোথাও চাকরি হয়ে যায়। তাই নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রার্থীদের সুবিধার জন্য বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

26/09/2023

✔অবশেষে কাটল জট, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অক্টোবরে ✔

✔✔মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদও দ্রুত নিয়োগ পরীক্ষা হবে বলে জানান।

✔✔অর্থ ছাড় নিয়ে দেখা দেওয়া জটিলতা কেটে যাওয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনে প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অক্টোবর মাসের শেষ দিকে প্রথম ধাপে আবেদন করা রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা নিতে চান তারা। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই বাকি দুই ধাপের লিখিত পরীক্ষাও শেষ করার লক্ষ্যে কাজ করছে অধিদপ্তর।

✔✔ফরিদ আহাম্মদ বলেন, ১১-১২ লাখ প্রার্থী। এত সংখ্যক প্রার্থীর পরীক্ষা নিতে হলে তো অনেক খরচ হবে। সেটি অর্থ মন্ত্রণালয় ছাড় না করলে আমাদের বা অধিদপ্তরের কিছু করার থাকে না। ইচ্ছা থাকলেও সেজন্য এতদিন নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

✔✔তিনি বলেন, আমরা অর্থ মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল পেয়েছি। বলা চলে—ওটা হয়ে যাবে বা গেছেই। এখন নিয়োগ সংশ্লিষ্টরা বাকি প্রস্তুতি নেবেন। যত দূর জেনেছি, তারা অক্টোবরের ভেতরে একটা (প্রথম ধাপ) পরীক্ষা হয়তো নিয়ে নেবেন। পরীক্ষা কবে হবে, সেই সুনির্দিষ্ট দিন-তারিখ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন।

✔✔গত ২৪ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে আবেদন শেষ হয়। ছয় মাস পার হলেও নিয়োগ পরীক্ষা নিয়ে কোনো সুখবর দিতে পারছিল না কর্তৃপক্ষ। মূলত অর্থ ছাড় নিয়ে দেখা দেয় জটিলতা।

✔✔পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে যে খরচ, তা যোগাতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মিল ছিল না। ‘নড়াচড়া’ করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও। অবশেষে সেই জটিলতা কেটেছে। অর্থ ছাড়ে মৌখিক সম্মতি মিলেছে।

✔✔গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি।

✔✔দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮টি।

✔✔১৮ জুন তৃতীয় ও শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপে আবেদন শেষ হয় গত ৮ জুলাই। তৃতীয় ধাপে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪০ হাজারের কিছু বেশি।

✔✔প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নির্বাচনের আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনে নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এ ছাড়া পরীক্ষার ব্যবস্থাপনা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), এটিও আগেই ঠিক করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড়ের সম্মতির চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পৌঁছালে পরীক্ষার তারিখ ঠিক করতে শিগগির সভা ডাকা হবে। সেখানে তারিখ চূড়ান্ত করা হবে।

 #পল্লী_সঞ্চয়_নিয়োগ সংক্রান্ত আপডেট—✅☞পদসংখ্যাঃ৫৬৪ টি☞পদসমূহঃ ✅১।অফিস সহায়কঃ ৪৯২টি (গ্রেড -২০)☞যোগ্যতাঃ মাধ্যমিক২।নিরাপত...
15/06/2023

#পল্লী_সঞ্চয়_নিয়োগ সংক্রান্ত আপডেট—
✅☞পদসংখ্যাঃ৫৬৪ টি
☞পদসমূহঃ
✅১।অফিস সহায়কঃ ৪৯২টি (গ্রেড -২০)
☞যোগ্যতাঃ মাধ্যমিক
২।নিরাপত্তা প্রহরীঃ ৭২ টি (গ্রেড -২০)
🟥☞যোগ্যতাঃ মাধ্যমিক
🔴☞আবেদন শুরুঃ ২০-৬-২৩ ( সকাল ১০ টা)
🚫☞আবেদন শেষঃ ১৫-৭-২৩ ( বিকাল-৫টা)

12/06/2023

খুলনা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক মোট শূূন্যপদঃ ৬২৬ (কম বেশি হতে পারে)

তেরখাদা এ শূন্য পদের সংখ্যা ৯৯ জন
ফুলতলা এ শূন্য পদের সংখ্যা ৬০ জন
পাইকগাছা এ শূন্য পদের সংখ্যা ৫৬ জন
রুপসা এ শূন্য পদের সংখ্যা ৭৭ জন
ডুমুরিয়া এ শূন্য পদের সংখ্যা ৭৯ জন
কয়রা এ শূন্য পদের সংখ্যা ৮১ জন
দাকোপ এ শূন্য পদের সংখ্যা ৫৮ জন
দিঘলিয়া এ শূন্য পদের সংখ্যা ৫০ জন
বঠিয়াঘাটা এ শূন্য পদের সংখ্যা ৬৬ জন

16/05/2023

কেউই ক্যান্সারে মারা যাবে না। মন দিয়ে পড়ো এবং প্রচার করো।

 #৪০টি_প্রতিষ্ঠানের_চলমান_সরকারি_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ১। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ঃপদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।আবে...
01/04/2023

#৪০টি_প্রতিষ্ঠানের_চলমান_সরকারি_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ

১। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০৩-২০২৩ থেকে ২০-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://fid.teletalk.com.bd

২। বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটঃ
পদসমূহঃ ৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৪-০৪-২০২৩ থেকে ২০-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://divsl.teletalk.com.bd

৩। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিঃ
পদসমূহঃ ৭ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০৩-২০২৩ থেকে ২৭-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://mra.teletalk.com.bd

৪। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরঃ
পদের নামঃ সহকারী শিক্ষক (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ)।
বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২৩ থেকে ১৪-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://dpe.teletalk.com.bd

৫। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডঃ
পদের নামঃ ফিল্ড অফিসার।
বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
আবেদনের সময়সীমাঃ ২৫-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://career.islamibankbd.com

৬৷ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান):
পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://birtan.teletalk.com.bd

৭। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ

৮। রেলপথ মন্ত্রণালয়ঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৮-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://mor.teletalk.com.bd

৯৷ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেডঃ
পদসমূহঃ ৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৩-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://career.bcpcl.org.bd

১০। কাস্টম হাউজ, ঢাকাঃ
পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১২-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://dch.teletalk.com.bd

১১। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিঃ
পদসমূহঃ ৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১১-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://nib.teletalk.com.bd

১২৷ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ঃ
পদসমূহঃ ৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১০-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://ntmc.teletalk.com.bd

১৩। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, গাজীপুরঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১০-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://tzg.teletalk.com.bd

১৪। জেলা জজ এর কার্যালয়, রাজশাহীঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১০-০৪-২০২৩ ইং।
সূত্রঃ http://ekalerkantho.com/…/ad…/244px/633px/223px/459px

১৫৷ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৬-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://bomd.teletalk.com.bd

১৬। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো):
পদসমূহঃ ৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৩-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://www.desco.org.bd/…/job…/apply_online.php

১৭। ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালঃ
পদসমূহঃ ২ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://tat.teletalk.com.bd

১৮। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ২ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://www.jobs.gov.bd

১৯। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডঃ
পদের নামঃ Probationary Officer.
আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://career.islamibankbd.com

২০। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির ৬৬টি পদ।
আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://hed.teletalk.com.bd

২১। ব্র্যাকঃ পদের নামঃ শাখা হিসাব কর্মকর্তা।
আবেদনের সময়সীমাঃ ২৭-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://careers.brac.net

২২। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৭-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://dife.teletalk.com.bd

২৩। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল – ১২, ঢাকাঃ
পদসমূহঃ ৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৫-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax12.teletalk.com.bd

জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ
২৪। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://dcsunamganj.teletalk.com.bd

২৫। জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরঃ
পদসমূহঃ ২ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০২-০৪-২০২৩ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://file-dhaka.portal.gov.bd/…/640077422f02710240685…

২৬৷ জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়িঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৭-০৩-২০২৩ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://file-chittagong.portal.gov.bd/…/6405b4e6cbf2c921…

২৭৷ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জঃ
পদের নামঃ অফিস সহায়ক – ৯টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০৫-০৪-২০২৩ ইং।
http://file-dhaka.portal.gov.bd/…/641b07c383b8558449466…

২৮৷ জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৭-০৩-২০২৩ থেকে ২৬-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://dcsylhet.teletalk.com.bd

২৯৷ জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াঃ
পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
অনলাইনে আবেদনঃ ১২-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://dcbogura.teletalk.com.bd

৩০। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকাঃ
পদসমূহঃ অফিস সহায়ক -২১টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৪-০৪-২০২৩ ইং।
বিস্তারিতঃ
http://file-dhaka.portal.gov.bd/…/641bcae65a04007398680…

সামরিক বাহিনীসমূহঃ
৩১। বাংলাদেশ নৌবাহিনীঃ
পদসমূহঃ ৩৬ ক্যাটাগরির বেসামরিক পদ।
আবেদনের সময়সীমাঃ ০৪-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ http://bndcp.teletalk.com.bd

৩২। বাংলাদেশ নৌবাহিনীঃ
পদের নামঃ অফিসার ক্যাডেট (Batch A 2024).
আবেদনের সময়সীমাঃ ২৫-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd

৩৩। বাংলাদেশ সেনাবাহিনীঃ
পদের নামঃ ৯১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স।
আবেদনের সময়সীমাঃ ২৪-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd

৩৪। বাংলাদেশ নৌবাহিনীঃ
পদের নামঃ অফিসার ক্যাডেট (88 BAFA COURSE).
আবেদনের সময়সীমাঃ ০৯-০৪-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd

৩৫। বাংলাদেশ নৌবাহিনীঃ
পদের নামঃ নাবিক ও এমওডিসি (নৌ)।
আবেদনের সময়সীমাঃ ২৫-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd

৩৬। বাংলাদেশ সেনাবাহিনীঃ
পদের নামঃ ট্রেড ২ (বিশেষ পেশা) – ৪০৫টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-০৩-২০২৩ ইং।
অনলাইনে আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়সমূহঃ
৩৭৷ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, মাদারীপুরঃ
পদসমূহঃ ৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-০৪-২০২৩ ইং।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন, পাতা – ৮ (২২-০৩-২০২৩ ইং)।
https://www.ejjdin.com/water…/2023/03/22/images/08_111.jpg

৩৮। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, কিশোরগঞ্জঃ
পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৩-০৪-২০২৩ ইং।
সূত্রঃ দৈনিক সমকাল, পাতা – ৩ (২২-০৩-২০২৩ ইং)।
https://epaper.samakal.com/nogor-edition/2023-03-22/3

৩৯। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, চুয়াডাঙ্গাঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১০-০৪-২০২৩ ইং।
সূত্রঃ দৈনিক সমকাল, পাতা – ৫ (২০-০৩-২০২৩ ইং)।
https://epaper.samakal.com/nogor-edition/2023-03-20/5

৪০। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, জয়পুরহাটঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২৩ ইং।
সূত্রঃ দৈনিক জনকণ্ঠ, পাতা – ১৪ (০৯-০৩-২০২৩ ইং)।https://epaper.dailyjanakantha.com/?d=2023-3-9&p=14

সমকাল- ২০ মার্চ ২০২৩ | পাতা ৫ | নগর সংস্করণ

আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী✅ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপীল বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী – ০৯/০৪পরীক...
31/03/2023

আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী

✅ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপীল বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী – ০৯/০৪
পরীক্ষার তারিখঃ ৮ ও ৯ এপ্রিল ২০২৩

✅ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অধীনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের “উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)” পদে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করার প্রজ্ঞাপন – ০৬/০৪
যোগদানঃ ৬ এপ্রিল ২০২৩ এর মধ্যে

✅ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদের লিখিত পরীক্ষার ফলাফল- ৩০/০৩
মৌখিক পরীক্ষার তারিখঃ ২৮ মার্চ ২০২৩

✅ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা- ২৯/০৩
মৌখিক পরীক্ষার তারিখঃ ২৯ মার্চ ২০২৩

✅ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (dscc) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ- ১৩/০৪
পরীক্ষার তারিখঃ ৬, ১১ ও ১৩ এপ্রিল ২০২৩

Admit: http://dscc.teletalk.com.bd/dscc8/admitcart.php

✅ শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী- ০৪/০৪
পরীক্ষার তারিখঃ ৩ ও ৪ এপ্রিল ২০২৩

✅ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী – ১৪/০৫
পরীক্ষার তারিখঃ ২ – ১৪ মে ২০২৩

✅ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি – ০৩/০৪
পরীক্ষার তারিখঃ ৩ এপ্রিল ২০২৩

✅ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (lged) এর কার্যসহকারী পদের মৌখিক পরীক্ষার সময়সূচী – ১৪/০৪
পরীক্ষার তারিখঃ ৩০ মার্চ – ১৩ এপ্রিল ২০২৩

✅ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ- ১৫/০৪
২৫ মার্চ, ২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত

✅ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী – ০১/০৪
পরীক্ষার তারিখঃ ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ২০২৩

✅ সার্জেন্ট অব পুলিশ নিয়োগ-২০২২ এর Computer Competency Test এর সময় সূচি। – ০৮/০৪
পরীক্ষার তারিখঃ ২৯ মার্চ – ৮ এপ্রিল ২০২৩

https://youtu.be/JBjOQWoPZVY
05/01/2023

https://youtu.be/JBjOQWoPZVY

Runjhun song ♪ Vishal Mishra, ♪ Hansika Pareek 2023 ♪♪♪Singer Vishal Mishra, Hansika Pareek, ♪Music Vishal Mishra, ♪Lyrics Rashmi Virag,Collected by SARKAR...

08/12/2022

সরকারি-উচ্চ বিদ্যালয়-সহকারী-শিক্ষক-mcq
===============================
☞নোবেল চালু → ১৯০১
☞ফিফা গঠিত → ১৯০৪
☞বঙ্গভঙ্গ → ১৯০৫
☞বঙ্গভঙ্গ রদ → ১৯১১
☞টাইটানিক ধংস → ১৯১২
☞রবীন্দ্রনাথের নোবেল লাভ → ১৯১৩
☞১ম বিশ্বযুদ্ধ শুরু হয় → ১৯১৪
☞রুশ বিপ্লব → ১৯১৭
☞১ম বিশ্বযুদ্ধ শেষ → ১৯১৯
☞২য় ভার্সাই চুক্তি → ১৯১৯
☞ম্যাগনাকার্টা → ১২১৫
☞উত্তর আমেরিকা আবিস্কার → ১৪৯২
☞শিল্প বিপ্লব → ১৭৬০
☞আমেরিকা মুক্ত → ১৭৭৬
☞১ম ভার্সাই চুক্তি → ১৭৮০
☞ফোর্ট উইলিয়াম কলেজ → ১৮০০
☞ট্রাফালগার যুদ্ধ → ১৮০৫
☞ওয়াটার লুর যুদ্ধ → ১৮১৫
☞দাশ প্রথার বিলোপ → ১৮৬৩
☞আব্রাহাম লিংকন মারা যান → ১৮৬৫
☞সুয়েজ খাল খনন → ১৮৬৯
☞ফরাসি বিপ্লব → ১৭৮৯
☞দুই জার্মানী একত্রিত হয় → ১৯৯০
☞শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান → ১৯৯৩
☞নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন → ১৯৯৪
☞সিটি বিটি সই হয় → ১৯৯৬
☞সিটি বিটি অনুমোদন → ২০০০
☞জাতিসংঘ নোবেল পায় → ২০০৭
☞দঃ সুদান স্বাধীন হয় → ২০১১
☞এপিজে আঃ কালাম মারা যান → ২০১৫
☞মোঃ আলী মারা যান → ২০১৬
☞ফিডেল কাস্ত্রো মারা যায় → ২৫ নভেম্বর,২০১৬
☞ঢাবি স্থাপিত → ১৯২১
☞হিটলার জার্মান চ্যান্সলর হন → ১৯৩৩
☞২য় বিশ্বযুদ্ধ শুরু → ১৯৩৯
☞ছিয়াত্তরের মনবন্তর → ১১৭৬ (বাংলা)
☞২য় বিশ্বযুদ্ধ শেষ → ১৯৪৫
☞জাতিসংঘ → ১৯৪৫
☞দেশ বিভাগ → ১৯৪৭
☞আরব-ইসরায়েল যুদ্ধ → ১৯৪৮
☞বিবিসি বাংলার যাত্রা → ১৯৪৯
☞এভারেস্ট বিজয় → ১৯৫৩
☞সুয়েজ খাল জাতীয়করন → ১৯৫৬
☞চাঁদে ১ম মানুষ যায় → ১৯৬৯
☞তাইওয়ান স্বাধীনতা হারায় → ১৯৭১
☞ইরানে ইসলামী বিপ্লব → ১৯৭৯
☞আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ → ১৯৭৯
☞ফকল্যান্ড যুদ্ধ → ১৯৮২

সিপাই ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার জন্য পদ ভিত্তিক কেন্দ্রের তালিকা
08/12/2022

সিপাই ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার জন্য পদ ভিত্তিক কেন্দ্রের তালিকা

১৭তম-শিক্ষক-নিবন্ধন-পরীক্ষা-২০২২
17/11/2022

১৭তম-শিক্ষক-নিবন্ধন-পরীক্ষা-২০২২

https://www.youtube.com/watch?v=UiqjRqlzQ5g
19/10/2022

https://www.youtube.com/watch?v=UiqjRqlzQ5g

⚠️বিশেষ ঘোষণা : এই এলবাম টি তে যে গান গুলি ব্যবহৃত হয়েছে , সেগুলির কোনোটিরই মালিক আমি নই ।আমি সাধারণত সঙ্গীত প্রেম....

🌉 পদ্মা সেতুর অফিসিয়াল তথ্য 🌉✔️নাম: পদ্মা সেতু✔️দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার✔️ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮...
25/06/2022

🌉 পদ্মা সেতুর অফিসিয়াল তথ্য 🌉

✔️নাম: পদ্মা সেতু
✔️দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
✔️ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
✔️প্রস্ত: ২১.৬৫ মিটার
✔️মোট পিলারের সংখ্যা: ৪২টি
✔️স্প্যানের সংখ্যা: ৪১টি
✔️প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
✔️স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
✔️পাইলের ব্যাস: ৩ মিটার
✔️পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
✔️মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
✔️জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
✔️ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
✔️নির্মাণ কাজ শুরু: ৭ই ডিসেম্বর ২০১৪
✔️মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
✔️সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন
✔️পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
✔️পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
✔️ভূমিকম্প সহনশীলতা: রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
✔️এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
✔️নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
✔️সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
✔️সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
✔️ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
✔️সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ
✔️যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন: চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
✔️ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
✔️খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
✔️গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )
✔️ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
✔️ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
✔️চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)
✔️ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
✔️প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
✔️সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।

(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২

➡️ প্রাইমারী ও 45BCS প্রস্তুতিমুলক পরীক্ষা -২০২২ ➡️➡️১। 'কালো বরফ' উপন্যাসটির বিষয় -ক। তেভাগা আন্দোলন খ। ভাষা আন্দোলন গ।...
25/06/2022

➡️ প্রাইমারী ও 45BCS প্রস্তুতিমুলক পরীক্ষা -২০২২ ➡️

➡️১। 'কালো বরফ' উপন্যাসটির বিষয় -
ক। তেভাগা আন্দোলন
খ। ভাষা আন্দোলন
গ। মুক্তিযুদ্ধ
ঘ। দেশভাগ ✅
➡️২। 'জীবন প্রভাত' ধরনের উপন্যাস?
ক। সামাজিক
খ। প্রেমের
গ। ঐতিহাসিক ✅
ঘ। আধ্যাত্মিক
➡️৩। ভারতের একাডেমি আ্যওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমুলক প্রেমের উপন্যাস ' ন হন্যতে' কার লেখা?
ক। মহাশ্বেতা দেবী
খ। অরুন্ধতী রায়
গ। মির্জা ইলিয়াস
ঘ। মৈত্রেয়ী দেবী✅
➡️৪।' আগুনমুখার মেয়ে' কে রচনা করেছেন?
ক। তাসলিমা নাসরিন
খ৷ নাসরীন জাহান
গ। নুরজাহান বোস✅
ঘ। সেলিনা হোসেন
➡️৫। কোনটি শওকত আলীর উপন্যাস?
ক। সামনে নতুন দিন
খ। কুলোয় স্রোত
গ। অনুপম দিন
ঘ। কুলায় কালস্রোত ✅
➡️৬। 'লোকে সিন্ধু' উপন্যাসটির রচয়িতা কে?
ক। হাসন রাজা✅
খ। লালন ফকির
গ। ফকির আলমগীর
ঘ। পাগলা কানাই
➡️৭। 'অনাথিনী' কোন লেখকের প্রথম উপন্যাস?
ক। বেনজীর আহমেদ
খ। খান মুহাম্মদ মঈনুদ্দিন ✅
গ। হুমায়ুন কবির
ঘ। শামসুল হক
➡️৮। কোনটি সঠিক?
ক। গোরা(গল্পগ্রন্থ)
খ। শেষের কবিতা(নাটক)
গ। জল পড়ে পাতা নড়ে(উপন্যাস)✅
➡️৯।'প্রসন্ন পাষাণ' উপন্যাসটি কার রচনা?
ক। আলাউদ্দিন আল আজাদ
খ। আবুল হোসেন
গ। রাবেয়া খাতুন
ঘ। রশিদ করীম ✅
➡️১০। ' পাপের সন্তান', 'অভিশপ্ত নগরী' কার লেখা?
ক। আকবর হোসেন
খ। সত্যেন সেন ✅
গ। সমরেশ বসু
ঘ। জরাসন্ধ
➡️১১। নজিবর রহমানের ' আনোয়ারা' কোন শ্রেণির উপন্যাস?
ক। সামাজিক ✅
খ। পারিবারিক
গ। ঐতিহাসিক
ঘ। রাজনৈতিক
➡️১২। 'সরলা' উপন্যাসটি কার লেখা?
ক। বেগম রোকেয়া
খ। এস ওয়াজেদ আলী
গ। ডঃ লুৎফর রহমান ✅
ঘ। গোলাম মোস্তফা
➡️১৩। 'আনোয়ারা' উপন্যাসটি খ্রিস্টীয়,কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক। ১৯৫০
খ। ১৯৫২
গ। ১৯১৪✅
ঘ। ১৯১৬
➡️১৪। ' রাজলক্ষী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক -
ক। বঙ্কিমচন্দ্র
খ। তারাশঙ্কর
গ। নজরুল ইসলাম
ঘ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✅
➡️১৫। ' মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা কে?
ক। মুহাম্মদ আবদুল হাই
খ।মোহাম্মদ বরকতুল্লাহ
গ। ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ
ঘ। মওলানা আকরাম খাঁ ✅
➡️১৬। 'চাচা কাহিনির' লেখক কে?
ক। সৈয়দ মুজতবা আলী ✅
খ। শওকত ওসমান
গ। ফররুখ আহমদ
ঘ। সৈয়দ শামসুল হক
➡️১৭। 'রোহিণী' কোন উপন্যাসের নায়িকা?
ক। কৃষ্ণকান্তের উইল ✅
খ। চোখের বালি
গ। গৃহদাহ
ঘ। পথের পাঁচালী
➡️১৮। ' আমির হামজা' কাব্য রচনা করেন কে?
ক। আলাওল
খ। সৈয়দ হামজা
গ। ফকির গরীবুল্লাহ ✅
ঘ। রেজাউদ্দৌলা
➡️১৯। ' কতো ছবি কতো গান' এর লেখক?
ক। আবু ইসহাক
খ।খন্দকার মোহাম্মদ ইলিয়াস ✅
গ। আবুল ফজল
ঘ। বদরুদ্দীন উমর
➡️২০। 'অবাঞ্ছিত' কার রচনা?
ক। আকবর হোসেন ✅
খ। আনোয়ার পাশা
গ। রাবেয়া খাতুন
ঘ। আবু জাফর ওবায়দুল্লাহ

✅ বিষয়ঃ বাংলা( বিখ্যাত উপন্যাস) ✅

06/06/2022

সিজিপিএ দেখতে comment please

06/06/2022

CGPA দেখতে comment please

05/06/2022

১। বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
ক। ৮ বছর
খ। ১২ ১/২ বছর ✔️
গ। ১০ বছর
ঘ। ১৪ বছর
২। একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মুল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
১০০
২০০
৩০০✔️
৪০০
৩। ১৪৪ কোন সংখ্যার ৪০% কত?
১৬০
২৬০
৩৬০✔️
৩৭০
৪। কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
ক। ৩৩/৫০
খ। ৮/১১✔️
গ। ৫/৩
ঘ। ১৩/২৭
৫। ৮ টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক। ১২ টাকা
খ। ৯ টাকা
গ। ১০ টাকা
ঘ। ১১ টাকা✔️
৬। কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত % কম?
ক। ২০%✔️
খ। ২৫%
গ। ১০%
ঘ। ১৫%
৭। ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার বার্ষিক কত হবে?
ক। ৫%✔️
খ। ৭%
গ। ১০%
ঘ। ১২%
৮। ৩ বছর পর পর জন্ম নেয়া ৫ জন শিশুর মোট বয়স ৫০। সর্বকনিষ্ঠ শিশুর বয়স কত?
ক। ৪ বছর ✔️
খ। ৬ বছর
গ। ৮ বছর
ঘ। ১০ বছর
৯। কোন সংখ্যা তার এক চতুর্থাংশের বর্গের সমান?
ক। ৪টি
খ। ৮টি
গ। ১৬টি✔️
ঘ। ৩২টি
১০। কোন সংখ্যার ১১ গুণ থেকে ৬৩ বিয়োগ করলে বিয়োগফল ১৯০ হয়?
ক। ১৭
খ। ২৩✔️
গ। ২৭
ঘ। ৩২
১১। ১-১০০ পর্যন্ত সংখ্যা লিখতে ৪ কতবার আসে?
ক। ১০
খ। ১১
গ। ১৯
ঘ। ২০✔️
১২। ৩/৬=?
ক। ২
খ। ১/২
গ। ১/৩
ঘ। ১/১৮✔️
১৩। কোনো মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়। ঐ মুলধন তিনগুন হবে কত বছরে?
ক। ১২
খ। ১৫
গ। ২০ ✔️
ঘ। ২৫
১৪। ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?
ক। ৫/১
খ। ৫/৪
গ। ৫/৮✔️
ঘ। ৫/১২
১৫। ৪০০- এর ৪৯%=?
ক। ১৯৬০
খ। ১৯.৬
গ। ১৯৬✔️
ঘ। ১.৯৬
১৬। একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
ক। শুন্য
খ। ১৪৪✔️
গ। ২৫৬
ঘ। ৪০০
১৭। ৩,৩,৪,৪,৫,৫ সংখ্যাগুলি থেকে ৬ অংকের কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায়?
ক। ৩০
খ। ৬০
গ। ৯০✔️
ঘ। ১২০
১৮। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭,৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ অবশিষ্ট থাকে?
ক। ১৬
খ। ১৪
গ। ১২✔️
ঘ। ৮
১৯। একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেএফল শতকরা কত কমবে?
ক। ১০%
খ। ২০%
গ। ৩৬%✔️
ঘ। ৪০%
২০। ২ এর কত শতাংশ ৮ হবে?
ক। ২০০
খ। ৪০০✔️
গ। ৩৪৫
ঘ। ৩০০

03/06/2022

02/06/2022

৩য় ধাপের জন্য খুবই গুরত্বপূর্ণ কিছু প্রশ্ন, পরীক্ষার আগে একবার দেখে যতে পারেন।
সবার জন্য অনেক অনেক শুভকামনা।
১. রাশিয়া ইউক্রেন আক্রমণ করে - ২৪ ফেব্রুয়ারী ২০২২।
২. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হটলাইন নাম্বার - ১০৯
৩. বর্তমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক - আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
৪. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় ১৯৭৪ সালে।
৫. প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন পাশ হয় ১৯৯০ সালে।
৬. কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক - ফ্রোয়েবল।
৭. বর্তমান বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ - ভেনিজুয়েলা।
৮. আব্দুল গাফফার চৌধুরী মৃত্যু বরণ করেন ১৯ মে ২০২২
৯. বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় - ২ এপ্রিল।
১০. ফোবর্স ম্যাগাজিন কর্তৃক মনোনিত বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী নারী - ম্যাকেন্জি স্কট।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি:

Videos

Share

Category

Nearby media companies


Other Publishers in Khulna

Show All