কয়রার সংবাদ

কয়রার সংবাদ সত্যের সন্ধানে, আপনার পাশে -কয়রার সংবাদ

12/01/2025
11/01/2025

সাবেক এমপি রশিদুজ্জামান মোড়লের কন্যার খোলা চিঠি...................................
প্রিয় বাংলাদেশ,
আমি মৃত্তিকা জামান। পিতা- মোঃ রশীদুজ্জামান, সংসদ সদস্য, খুলনা- ০৬ , (কয়রা - পাইকগাছা)।
গতকাল ১০ জানুয়ারি ২০২৫ এ খুলনার গল্লামারী থেকে আমি, আমার ছেলে ও স্বামী এবং তার বন্ধু সহ ৪ জনকে স্থানীয় বি এন পি র নেতা কর্মীরা আমাদের কে তুলে নিয়ে যায়, মারধর করে এবং নগদ টাকা ও বিকাশ এর টাকা নিয়ে যায় । আমার মাছুম বাচ্চাটা ভয়ে থরথর করে কাঁপছিলো। নিজের চোখে ওর বাবা, মা এর উপর অমানবিক নির্যাতন হতে দেখেছে। ৫ আগস্ট ২০২৪ থেকে ওর চোখের সামনে একের পর এক যে দৃশ্য সে দেখছে তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। ওর নানা আওয়ামী লীগের এমপি , সেই অপরাধের শাস্তি ও পাচ্ছে! আমি আমার মায়ের সংসার ধ্বংস হতে দেখেছি, আজ আমার নিজের সংসার, ব্যবসা, ছেলের ভবিষ্যত সব ধ্বংসের মুখে! আমার বাবা আওয়ামী লীগের এমপি, এটাই কি আমার অপরাধ???
নতুন স্বাধীন বাংলাদেশের বুকে আমি আজ আমার পরিবার সহ নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন তো?
আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার লাশ টা যদি কোথাও পড়ে থাকতে দেখেন, দয়া করে আমার পরিবার এর কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন।

সরিষা উৎসব
10/01/2025

সরিষা উৎসব

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের তীরবর্তী কাটমারচর গ্রামের বিলে প্রায় দেড় শ বিঘা জমিতে শর্ষে আবাদ করেছেন ৫৮ জন কৃষক। হ.....

ফের দুস্যদের তৎপরতা
09/01/2025

ফের দুস্যদের তৎপরতা

সুন্দরবন-সংলগ্ন জনপদের অন্য শিশু-কিশোরের মতো শৈশবেই বনে মাছ শিকার শিখেছেন আব্দুল জলিল। এ পেশার আয়েই সংসার চালিয়ে...

এটি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন।  ফাউন্ডেশনের ব্যবস্থাপনা...
07/01/2025

এটি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!

শুভ বিয়ের 📅 তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আপনার পরিচিত স্বল্প সামর্থ্যের বর-কনেকে এই সুযোগ নিতে উৎসাহিত করুন এবং কমেন্ট বক্সে জানান।

07/01/2025

একজন গর্ভবতী মায়ের সিজারের জন্য জরুরী ভিত্তিতে আগামীকাল সকালে ১ ব্যাগ A+ (পজেটিভ) রক্তের প্রয়োজন।
স্থান: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
অনুগ্রহ পূর্বক যোগাযোগঃ- ০১৭১৪-৬১৭৪১৪

প্রাথ‌মিক বিদ‌্যালয়ের গোল্ডকাপ টুর্ণা‌মে‌ন্টে বালক ও বা‌লিকা উভয় গ্রু‌পে  খুলনা জেলায় চ‌্যা‌ম্পিয়ন হয়েছে কয়রা উপজেলা।
05/01/2025

প্রাথ‌মিক বিদ‌্যালয়ের গোল্ডকাপ টুর্ণা‌মে‌ন্টে বালক ও বা‌লিকা উভয় গ্রু‌পে খুলনা জেলায় চ‌্যা‌ম্পিয়ন হয়েছে কয়রা উপজেলা।

05/01/2025

অভিনন্দন কয়রার বাঘিনীদের। জেলা পর্যা‌য়ে(বা‌লিকা) কয়রা বড়বা‌ড়ি প্রাথ‌মিক বিদ‌্যালয় ট্রাইব্রেকা‌রে ১-০ গো‌লে শি‌রোম‌নি প্রাথ‌মিক বিদ‌্যালয়‌কে পরা‌জিত ক‌রে চ‌্যা‌ম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করেছে।

কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি আজিজুল, সম্পাদক ইমাম হোসেন।খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উ...
04/01/2025

কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি আজিজুল, সম্পাদক ইমাম হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে খুবির সম্মেলন কক্ষে মেহেবুব হাসান মিথুনের সভাপতিত্বে সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ এস এম মাহবুবুর রহমানসহ সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম সভাপতি এবং ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামস উল আরেফিন, সাংগঠনিক সম্পাদক জীবন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াকিদ সাবির, অর্থ সম্পাদক সৌমিত্র রায়, দপ্তর সম্পাদক তাকিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান সোহাগ , ছাত্র বিষয়ক সম্পাদক জিএম মাহিন আলম, কার্য-নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন, পিংকি মন্ডল, প্রেরণা রায়, অপূর্ব সরকার, চন্দ্রিকা সানা।

উল্লেখ্য, ২০১৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রার শিক্ষার্থীদের নিয়ে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি যাত্রা শুরু করে।

কয়রার কালনা বাজার থেকে ৩৪ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১।
03/01/2025

কয়রার কালনা বাজার থেকে ৩৪ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১।

সমাজসেবা অফিসের বয়স্কভাতা ও সকলভাতার টাকা ভাতাভোগীদের সঠিক তথ্য জানিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারী নাম ভাঙিয়ে পিন কোড পাঠি...
03/01/2025

সমাজসেবা অফিসের বয়স্কভাতা ও সকলভাতার টাকা ভাতাভোগীদের সঠিক তথ্য জানিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারী নাম ভাঙিয়ে পিন কোড পাঠিয়ে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে। বিগত কয়েকদিনে কয়রা উপজেলায় এমন শতাধিক ঘটনা ঘটছে। গুনজন ওঠেছে অফিসের কর্মচারীদের যোগসূত্র রয়েছে।
প্রতারকদের একটি নাম্বার দেওয়া হলো: 01734377395

কয়রায় অ‌বৈধ বালু উত্তোলন থামা‌তে কোস্টগার্ড অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৩০ ডি‌সেম্বর দুপু‌রে ৫‌টি ড্রেজার জব্দ ক‌রে। আর ওই ...
31/12/2024

কয়রায় অ‌বৈধ বালু উত্তোলন থামা‌তে কোস্টগার্ড অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৩০ ডি‌সেম্বর দুপু‌রে ৫‌টি ড্রেজার জব্দ ক‌রে। আর ওই সময় ঘটনাস্থল থে‌কে ১৪ জন‌ আটক ক‌রে কয়রা থানায় সোপার্দ ক‌রে। কোস্টগা‌র্ডের মি‌ডিয়া সেল থে‌কে ৩১ ডি‌সেম্বর প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এ তথ‌্য জানা‌নো হয়।

বিঃদ্রঃ মূল‌হোতারা এখনও ধরা‌ছোঁয়ার বাইরে র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।
#তরিকুল ইসলাম।

জেলা পর্যা‌য়ের প্রথম খেলায় কয়রার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বনাম রূপসা উপজেলার মাজেদা সরকা...
30/12/2024

জেলা পর্যা‌য়ের প্রথম খেলায় কয়রার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বনাম রূপসা উপজেলার মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় ১৩-০ গো‌লে রুপসা উপজেলাকে পরা‌জিত ক‌রে‌ছে কয়রার কোমল শিক্ষার্থীরা।

27/12/2024

জামায়াতের সফল প্রোগ্রাম শেষে হাত উচিয়ে সবাইকে অভিবাদন জানিয়ে প্রস্থান করলেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

27/12/2024

কয়রা ও পাইকগাছার ৪৫ উর্দ্ধো প্রবীন খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা

27/12/2024

জামায়াতের আমিরের কাছে যে দাবি উথাপন করেছেন মাওঃ আবুল কালাম আজাদ

গতকাল বাংলাদেশ জামায়েত ইসলামী এর  কর্মী সম্মেলনের কয়েকটির স্থীর চিত্র। © Rj Rasel Ahammed
27/12/2024

গতকাল বাংলাদেশ জামায়েত ইসলামী এর কর্মী সম্মেলনের কয়েকটির স্থীর চিত্র।
© Rj Rasel Ahammed

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when কয়রার সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share