হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়াল।
● কথাবার্তায় কর্কশ হবেন না।
[সূরা আল-ইমরান || আয়াত নং-১৫৯]
● রাগকে নিয়ন্ত্রণ করুন।
[সূরা আল-ইমরান || আয়াত নং-১৩৪]
● অন্যের সাথে ভালো ব্যবহার করুন।
[সূরা নিসা || আয়াত নং-৩৬]
● অহংকার করবেন না।
[সূরা আল-আরাফ || আয়াত নং-১৩]
● অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন।
[সূরা আল-আরাফ || আয়াত নং-১৯৯]
● উচ্চস
্বরে কথা বলবেন না।
[সূরা লুকমান || আয়াত নং-১৯]
● অন্যকে উপহাস করবেন না।
[সূরা আল-হুজুরাত || আয়াত নং-১১]
● কখনো সুদের সাথে জড়িত হবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-২৭৫]
● প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-১৭৭]
● সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-৪২]
● ইনসাফের সাথে বিচার করবেন।
[সূরা নিসা || আয়াত নং-৫৮]
● ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান।
[সূরা নিসা || আয়াত নং-১৩৫]
● মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন।
[সূরা নিসা || আয়াত নং-০৭]
● মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন।
[সূরা নিসা || আয়াত নং-০৭]
● এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না।
[সূরা নিসা || আয়াত নং-১০]
● অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না।
[সূরা নিসা || আয়াত নং-২৯]
● মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন।
[সূরা আল-হুজুরাত || আয়াত নং-০৯]
● সন্দেহ এড়িয়ে চলুন।
[সূরা আল-হুজুরাত || আয়াত নং-১২]
● গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না।
[সূরা আল-হুজুরাত || আয়াত নং-১২]
● আল্লাহর বিধানুসারে বিচার করুন।
[সূরা আল-মায়িদাহ || আয়াত নং-৪৫]
● সাদাকা-তে সম্পদ ব্যয় করুন।
[সূরা আল-হাদিদ || আয়াত নং-০৭]
● দরিদ্রকে খাবার খাওয়ান।
[সূরা আল-মাউন || আয়াত নং-০৩]
● অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন।
[সূরা আল-বাকারা || আয়াত নং-২৭৩]
● অপব্যয় করবেন না।
[সূরা বনি ইসরাইল || আয়াত নং-২৯]
● খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-২৬৪]
● অতিথিকে সম্মান করুন।
[সূরা যারিয়াত || আয়াত নং-২৬]
● কাউকে গালাগালি করবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-৬০]
● দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-২৫৬]
● সকল নবীর উপর ঈমান আনুন।
[সূরা আল-বাকারা || আয়াত নং-২৮৫]
● স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না।
[সূরা আল-বাকারা || আয়াত নং-২২২]
● আপনার শিশুকে পূর্ণ দুই বছর বুকের দুধ খাওয়ান।
[সূরা আল-বাকারা || আয়াত নং- ২৩৩]
● মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন।
[সূরা আল-ইমরান || আয়াত নং-১৯১]
● ''মাহরাম'' আত্মীয়কে বিবাহ করবেন না।
[সূরা নিসা || আয়াত নং-২৩]
● পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন।
[সূরা নিসা || আয়াত নং-৩৪]
● কৃপণ হবেন না।
[সূরা নিসা || আয়াত নং-৩৭]
● অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না।
[সূরা নিসা || আয়াত নং-৫৪
● লোভ থেকে নিজেকে বাঁচান।
[সূরা আত-তাগাবুন || আয়াত নং-১৬
● সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন।
[সূরা আল-হুজুরাত || আয়াত নং-১৩]
● জমিনে নম্রভাবে চলাফেরা করুন।
[সূরা আল-ফুরকান || আয়াত নং-৬৩]
● জুয়া খেলবেন না।
[সূরা আল-মায়িদাহ || আয়াত নং-৯০]
● অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না।
[সূরা আন-নূর || আয়াত নং-২৭]
● খান এবং পান করুন তবে অপচয় করবেন না।
[সূরা আল-আরাফ || আয়াত নং-৩১]