Oishe’s vlog

Oishe’s vlog I am a fashion blogger, content creator, makeup artist & Brand promoter. Message us for collaboration Message us for any brand collaboration

বন্যা পরিস্থিতি সবাই জানেন। দেশের এই অন্তিম মুহুর্তে আমরা চাই আমাদের বান ভাসি মানুষের পাশে দাড়াতে। তাই বন্যা পরবর্তী অবস...
22/08/2024

বন্যা পরিস্থিতি সবাই জানেন। দেশের এই অন্তিম মুহুর্তে আমরা চাই আমাদের বান ভাসি মানুষের পাশে দাড়াতে। তাই বন্যা পরবর্তী অবস্থা হবে খুবি আশংকাজনক। যার যা সামর্থ আছে আমাদের পাশে দাড়ান।
আমাদের দরকার প্রয়োজনীয় মেডিসিন, শুকনো খাবার, পরিষ্কার শুকনো কাপড়, জীবন বাঁচানোর সামগ্রিক জিনিসপত্র যেমন - লাইফ জ্যাকেট বা লাইফ সেভিং ফ্লোয়েটিং ডিভাইস।
আপনার অংশগ্রহণ সম্পুর্ণ ভলান্টিয়ারি। আমরা খুলনার সকল ভার্সিটি, রানিং, সাইকেলিং এবং সাধারণ মানুষের সম্বনয়ে ভলান্টিয়ারিং করছি। আপনি চাইলে যুক্ত হতে পারেন, বাড়াতে পারেন আপনার সাহায্যের হাত। কি কি সাহায্য লাগবে আমাদের?
১. খাবার হতে হবে অপচনশীল। প্যাকেটজাত হলে বেস্ট। সম্ভব না হলে পলিথিনে দিতে হবে। পাট/চটের ব্যাগ পরিহার করতে হবে। পরিবেশ বাঁচলেও, ইনফেকশনের ভয় থাকে।
২. বোতলজাত খাবার পানি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। হাত ধোয়ার জন্য সাবান (এটা পরবর্তীতে ডায়রিয়া এবং পানিবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক কাজে দেয়)
৩. সাধারণ খাবার স্যালাইন, স্যাভলন/ডেটল অ্যান্টিসেপটিক (লিকুইড, ক্রিম), ব্যান্ডেজের গজ, ভায়োডিন, তুলা, ব্যান্ড এইড, মেট্রোনিডাজল ট্যাবলেট, প্যারাসিটামল, মসকিটো রিপেল্যান্ট।
এগুলো বেসিক।
#মেডিসিন লিস্ট -
1. Oral Rehydration Salts - ORSaline
2. Water Purification Tablets - (Names - Aqua-tabs, WaterGuard e.tc.)
3. Antibiotics - (Names - Amoxicillin (Amoxil, Moxacil), Ciprofloxacin (Ciprocin), Metronidazole (Flagyl).
4. Antidiarrheal Medication - Lomotil, Loperamide (Imodium) et.c
5. Antipyretics/Analgesics - Paracetamol (Napa, Fevadol), Ibuprofen (Ibufen, Neoprofen)
6. Antihistamines - Cetirizine (Cetrine, Alergin), Loratadine (Loratin)
7. First Aid Supplies - Bandages, antiseptic cream (Savlon, Betadine), cotton, adhesive tapes
8. Mosquito Repellents and Nets - Odomos, mosquito coils, insecticide-treated nets
9. Multivitamins - Nutrilife, Zincovit e.t.c.
10. Antimalarials - Chloroquine, Artesunate e.t.c.
11. Antiseptics/Disinfectants - Dettol, Savlon
12. Cough and Cold Medicines - Antihistamine decongestants (Neocof, T-Act) e.t.c
13. Sanitary Pads for Women
#শুকনো খাবার -
১। চাল
২। ডাল
৩। আটা
৪। চিড়া
৫। মুড়ি
৬। বিস্কিট
৭। গুড়ো দুধ
৮। সুজি
৯। গুড়
১০। খাবার পানি
#শুকনো কাপড়-
১। লুঙ্গি
২। ট্রাউসার
৩। গেঞ্চি (বড় এবং বাচ্চাদের)
৪। শাড়ি
৫। তোয়ালে বা গামছা
৬। বাচ্চাদের কাপড়
লাইফ জ্যাকেট বা ভাসোমান জিনিসপত্র ।
চাইলে আপনি কিনে দিতে পারেন বা আর্থিক অনুদান দিতে পারেন- খুলনার মদ্ধে আপনি এগিয়ে দিতে না পারলে আপনার দেওয়া ঠিকানা থেকে আমরা সংগ্রহ করে নিব।
আর্থিক অনুদান পাঠাতে পারেন নিচের দেওয়া মাদ্ধম গুলোতে -
(personal) - 01911422298 , 01676485950
- 01676485950
- Fazle Rabby Chowdhury -AC - 120.151.0503209
- Tahomin Ara Bonni - AC- 2001440008076
যে কোন দরকারে যোগাযোগ করতে পারেন -
01867860114 (Rabby- Banglalink, Ex-DIU), 01601169007 (Talha- North Western University), 01676485950(Rana - BL College)

https://web.facebook.com/share/kmAyBCj1VLSA4Wvq/

এক যে ছিল রাজ্য। রুপকথার গরীব রাজ্য। হরেক তামাশার কারখানা। কিন্তু খুব অস্থির তামাশা। কোনো তামাশাই বেশিদিন স্থায়ী হয় না। ...
11/07/2024

এক যে ছিল রাজ্য। রুপকথার গরীব রাজ্য। হরেক তামাশার কারখানা। কিন্তু খুব অস্থির তামাশা। কোনো তামাশাই বেশিদিন স্থায়ী হয় না। আজ এই ঘটনা ,কাল সেই ঘটনা। রাজ্যের জনগন কেমন যেন। কখনো মজার, কখনো আবেগে অস্থির , কখনো তীব্র হিংসাত্মক, কখনো আবার মারাত্মক হিংস্র। এবং মজার ব্যাপার হচ্ছে একজন মানুষের মাঝেই সব গুলো গুনাবলী বিদ্যমান। সকালে এক, বিকালে আর এক, এভাবে দিন যায়...

রাজ্যে প্রতিদিন ই কিছু না কিছু ঘটনা ঘটে । কিন্তু ঐ যে বললাম ঘটনা গুলো শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। কারন এত ঘটনা ,প্রজারা বুঝে উঠতে পারে না আসলে - কোন টা রেখে কোন টা তে জাম্প করলে ডোপামিন বেশি তৈরী হবে। এভাবে দিন যায়....

গরীব রাজ্য, তাতে কি? প্রজাদের কে কোনোভাবেই আনন্দ থেকে দূরে রাখা যাবে না। ভিটামিন এ, ডি , খনিজের এর অভাব থাকবে কিন্তু সেরোটনিন ডোপামিনের ঘাটতি থাকা যাবে না ।

এজন্য রাজ্যে ৭ দিনে গড়ে ১৪ টা ঘটনা ঘটে , এবং দিনে দিনে ঘটনার পরিমান ও বেড়ে যায়। রাজা , প্রজা ,উজির নাজির সবাই এত এত ডোপামিন পাচ্ছিল যে সবাই মজায় মজায় দিন কাটাচ্ছিল। এভাবে দিন যায়....

হঠাৎ একদিন ঘটনার অভাব দেখা দিল। সবাই অসুস্থ বোধ করা শুরু করলো। কি যেন মিসিং! জরুরী মিটিং কল করা হলো। উজির কে ফোন করে জানতে চাওয়া হলো - উজির কি ব্যাপার? এত শীথিল কেন যাচ্ছে? জমছে না ব্যাপার টা। প্রজারা অসুস্থ হয়ে যাচ্ছে। ডোপামিন আসছে না।

উজির বললো মহাশয় - এত ঘটনা কোথায় পাবো? একটু সময় দিন। ঘটনা বানাতে এবং প্রচারে সময় লাগে। তাছাড়া কোন ঘটনা আগে যাবে কোনটা পরে যাবে , কোন ঘটনা কোন টা কে কাভার করবে সবকিছুর হিসাব নিকাশ আছে।

না না সময় দেয়া যাবে না। এটাই রাজ্যের এন্টারটেইনমেন্ট। ঘটনার টান পড়া যাবে না। দরকার হলে ঘেটেঘুটে যা পাও সব সামনে নিয়ে আসো। হরেক রকমের ঘটনা চাই এবং প্রত্যেক টা ঘটনার সময়সীমা একদিন। এভাবে দিন যায়।

যাঁদের উপর দায়িত্ব , তারা এটা পালন করতে যেয়ে জগাখিচুড়ী পাকিয়ে ফেলে। দিনে এত এত নান ধাঁচের ঘটনার প্রকাশ ঘটায় যে প্রজারা এই আবেগী হয়, এই কান্দে, এই কাউকে উপরে তুলে ধরে, এই কথা দিয়ে টেনে নামায়, এই গালি দেয়, এই বাহবা দেয়, এই মারামারি করে, এই হাসাহাসি করে।

কিন্তু একদিনে এতবার মুড স্যুইং হতে হতে প্রজারাও টায়ার্ড হয়ে যায়। ডোপামিন আর আগের মত কাজ করে না। বাই পোলার ক্রাইটেরিয়া সবার। এভাবে একটু একটু করে সবাই ডিপ্রেশনে চলে যায়। একদিন উজির সহ সবাই পাগল হয়ে রাস্তায় নেমে যায়।

কিন্তু উজির এখনো ঘটনা খুঁজে বেড়ায়.... আর যাকে সামনে পায় তাঁকেই বলে - Next you! 🫵🫡
😒🤓😁

আল্লাহ দুনিয়া ঠান্ডা করে দিয়েছেন। আলহামদুল্লাহ ।😇
11/05/2024

আল্লাহ দুনিয়া ঠান্ডা করে দিয়েছেন। আলহামদুল্লাহ ।😇

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে...
18/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।
56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছই জীবন ❤️

© ভালো কাজের অংশীদার

কিছুদিন বাদে শাড়ির মডেলিং করব আর কী । 🥰 শ’ খানেক শাড়ি আলমারিতে বন্দি থাকুক এটাই এখন স্বপ্ন 🤗Beautiful শাড়ি -Choice ga...
02/02/2024

কিছুদিন বাদে শাড়ির মডেলিং করব আর কী । 🥰 শ’ খানেক শাড়ি আলমারিতে বন্দি থাকুক এটাই এখন স্বপ্ন 🤗

Beautiful শাড়ি -Choice galleryy

Beautiful Anika in her Mehedi Makeup by The Makeup Gallery
13/12/2023

Beautiful Anika in her Mehedi

Makeup by The Makeup Gallery

This absolute diva .. We just wanted to keep things minimal , hence the overall warm tones for win ❤️Taking appointments...
12/12/2023

This absolute diva .. We just wanted to keep things minimal , hence the overall warm tones for win ❤️

Taking appointments for bridal and party makeover booking ❤️❤️

আমার শখের কাজ । ❤️❤️❤️
07/12/2023

আমার শখের কাজ । ❤️❤️❤️

That’s why I love her ❤️💕 Sale is going on Huda Beauty btw 🙏
12/11/2023

That’s why I love her ❤️💕

Sale is going on Huda Beauty btw 🙏

01/11/2023

টমেটো আলুর তরকারি ,আমার সাহেবের ভাষায় শাকশুকা। আলু দিতে হয় না, কিন্তু আমি দিলাম ।😊

মা না হলে হয়তো কখনও , দায়িত্ব কি বুঝতাম না। অগোছালো , ভুলে ভাতেখাওয়া মানুষটা আমি এখন  এই ছোট্ট মানুষটার সব কিছু করি। ...
21/10/2023

মা না হলে হয়তো কখনও , দায়িত্ব কি বুঝতাম না। অগোছালো , ভুলে ভাতেখাওয়া মানুষটা আমি এখন এই
ছোট্ট মানুষটার সব কিছু করি। মা কেন বলত ,” মা হ তারপর বুঝবি,” এখন বুঝি, দুনিয়ার সব ভয়াবহ চিন্তা এখন অকারণে মাথাই ভর করে। ভালো থাকুক পৃথিবীর সকল মা। শারীরিক ও মানুষিক দু ভাবেই। 💕
এই সুন্দর শাড়ী টা খাঁচা থেকে নেওয়া। এত আরাম পরে। অত হালকা শাড়ি। ☺️❤️

13/10/2023

our soul start fighting to protect Masjid AL Aqsa.. ALLAH accept us Ameen

Address

Khulna
9001

Telephone

+8801701121413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oishe’s vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oishe’s vlog:

Share

Life is all about Chilling

Shop-1 Hot & Fast

Shop -2 Oregano

Shop -3 Wendys, Cell: 01975008453

Shop 4 Masala Secrets, Cell: 01866742046