
22/08/2024
বন্যা পরিস্থিতি সবাই জানেন। দেশের এই অন্তিম মুহুর্তে আমরা চাই আমাদের বান ভাসি মানুষের পাশে দাড়াতে। তাই বন্যা পরবর্তী অবস্থা হবে খুবি আশংকাজনক। যার যা সামর্থ আছে আমাদের পাশে দাড়ান।
আমাদের দরকার প্রয়োজনীয় মেডিসিন, শুকনো খাবার, পরিষ্কার শুকনো কাপড়, জীবন বাঁচানোর সামগ্রিক জিনিসপত্র যেমন - লাইফ জ্যাকেট বা লাইফ সেভিং ফ্লোয়েটিং ডিভাইস।
আপনার অংশগ্রহণ সম্পুর্ণ ভলান্টিয়ারি। আমরা খুলনার সকল ভার্সিটি, রানিং, সাইকেলিং এবং সাধারণ মানুষের সম্বনয়ে ভলান্টিয়ারিং করছি। আপনি চাইলে যুক্ত হতে পারেন, বাড়াতে পারেন আপনার সাহায্যের হাত। কি কি সাহায্য লাগবে আমাদের?
১. খাবার হতে হবে অপচনশীল। প্যাকেটজাত হলে বেস্ট। সম্ভব না হলে পলিথিনে দিতে হবে। পাট/চটের ব্যাগ পরিহার করতে হবে। পরিবেশ বাঁচলেও, ইনফেকশনের ভয় থাকে।
২. বোতলজাত খাবার পানি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। হাত ধোয়ার জন্য সাবান (এটা পরবর্তীতে ডায়রিয়া এবং পানিবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক কাজে দেয়)
৩. সাধারণ খাবার স্যালাইন, স্যাভলন/ডেটল অ্যান্টিসেপটিক (লিকুইড, ক্রিম), ব্যান্ডেজের গজ, ভায়োডিন, তুলা, ব্যান্ড এইড, মেট্রোনিডাজল ট্যাবলেট, প্যারাসিটামল, মসকিটো রিপেল্যান্ট।
এগুলো বেসিক।
#মেডিসিন লিস্ট -
1. Oral Rehydration Salts - ORSaline
2. Water Purification Tablets - (Names - Aqua-tabs, WaterGuard e.tc.)
3. Antibiotics - (Names - Amoxicillin (Amoxil, Moxacil), Ciprofloxacin (Ciprocin), Metronidazole (Flagyl).
4. Antidiarrheal Medication - Lomotil, Loperamide (Imodium) et.c
5. Antipyretics/Analgesics - Paracetamol (Napa, Fevadol), Ibuprofen (Ibufen, Neoprofen)
6. Antihistamines - Cetirizine (Cetrine, Alergin), Loratadine (Loratin)
7. First Aid Supplies - Bandages, antiseptic cream (Savlon, Betadine), cotton, adhesive tapes
8. Mosquito Repellents and Nets - Odomos, mosquito coils, insecticide-treated nets
9. Multivitamins - Nutrilife, Zincovit e.t.c.
10. Antimalarials - Chloroquine, Artesunate e.t.c.
11. Antiseptics/Disinfectants - Dettol, Savlon
12. Cough and Cold Medicines - Antihistamine decongestants (Neocof, T-Act) e.t.c
13. Sanitary Pads for Women
#শুকনো খাবার -
১। চাল
২। ডাল
৩। আটা
৪। চিড়া
৫। মুড়ি
৬। বিস্কিট
৭। গুড়ো দুধ
৮। সুজি
৯। গুড়
১০। খাবার পানি
#শুকনো কাপড়-
১। লুঙ্গি
২। ট্রাউসার
৩। গেঞ্চি (বড় এবং বাচ্চাদের)
৪। শাড়ি
৫। তোয়ালে বা গামছা
৬। বাচ্চাদের কাপড়
লাইফ জ্যাকেট বা ভাসোমান জিনিসপত্র ।
চাইলে আপনি কিনে দিতে পারেন বা আর্থিক অনুদান দিতে পারেন- খুলনার মদ্ধে আপনি এগিয়ে দিতে না পারলে আপনার দেওয়া ঠিকানা থেকে আমরা সংগ্রহ করে নিব।
আর্থিক অনুদান পাঠাতে পারেন নিচের দেওয়া মাদ্ধম গুলোতে -
(personal) - 01911422298 , 01676485950
- 01676485950
- Fazle Rabby Chowdhury -AC - 120.151.0503209
- Tahomin Ara Bonni - AC- 2001440008076
যে কোন দরকারে যোগাযোগ করতে পারেন -
01867860114 (Rabby- Banglalink, Ex-DIU), 01601169007 (Talha- North Western University), 01676485950(Rana - BL College)
https://web.facebook.com/share/kmAyBCj1VLSA4Wvq/