Mousumi Sikder

Mousumi Sikder আমার প্রতিটা মোনাজাতে🤲
তুমি ছিলে আছো আর থাকবে...💝
(97)

কাছে গিয়ে দেখলাম দূরত্ব"ই সুন্দর। যেমন সুন্দর চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী। ছুঁয়ে দেখার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষা"টাই বেশি সুন্দ...
18/02/2025

কাছে গিয়ে দেখলাম দূরত্ব"ই সুন্দর। যেমন সুন্দর চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী। ছুঁয়ে দেখার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষা"টাই বেশি সুন্দর।
অতি প্রিয় কিছু ছুঁয়ে ফেলতে নেই,, দূরত্ব"ই সুন্দর!🖤

ফুলের চেয়েও পবিত্র ছিলো যার চরিত্র তিনি হলেন আমাদের প্রিয় নবী 'হযরত মোহাম্মদ (সা:)'আলহামদুলিল্লাহ! 🥰❤️‍🩹
17/02/2025

ফুলের চেয়েও পবিত্র ছিলো যার চরিত্র তিনি হলেন আমাদের প্রিয় নবী 'হযরত মোহাম্মদ (সা:)'
আলহামদুলিল্লাহ! 🥰❤️‍🩹

পরিশ্রম করতে হবে, খারাপ সময়ে ধৈর্য ধারণ করতে হবে, ইনশাআল্লাহ জীবনে সফলতা আসবেই।🤍
16/02/2025

পরিশ্রম করতে হবে, খারাপ সময়ে ধৈর্য ধারণ করতে হবে, ইনশাআল্লাহ জীবনে সফলতা আসবেই।🤍

একজন নারী যখন কথা বলে,তখন ভেবে নিবেন সবটাই ঠিক আছে...!একজন নারী যখন ঝ'গড়া করে,তখন ও ভাববেন সবটাই ঠিক আছে...!কিন্তুু...?...
15/02/2025

একজন নারী যখন কথা বলে,
তখন ভেবে নিবেন সবটাই ঠিক আছে...!
একজন নারী যখন ঝ'গড়া করে,
তখন ও ভাববেন সবটাই ঠিক আছে...!
কিন্তুু...?
যখন কোন নারী চু'প হয়ে যাবে,
তখন ভেবে নিবেন যে একটা ঝা'মেলা হয়ে গেছে...।
কারণ,
নারীদের জন্য চু'প হয়ে যাওয়াটা হচ্ছে লাস্ট একটা স্টেজ...।
একটা নারী ব্যাখ্যা করে, কথা বলে, কনভেন্স করে,
সেক্ট করে, রাগ করে, আবার কা'ন্না করে...।
কিন্তুু...?
যখন তার কাছে মনে হবে,
যে সবকিছুই বৃথা জাস্ট ওয়েস্ট, সিগেস্ট
সাইলেন্স সে একবারে চু'প হয়ে যাবে...।
একটা নারী কখন বাহির থেকে শান্ত হয়ে যায় জানেন...?
যখন সে ভেতর থেকে ভে'ঙে চুরে একদম ত'ছ'ন'ছ হয়ে যায়...।
একদম শে'ষ হয়ে যায়...!
একটা নারীর নীরবতাকে কখনো হালকা ভাবে নেবেন না...।
কারণ...?
যেই নারী যত বেশি ভালবাসতে পারে,
সেই নারী তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে পারে...।

©

নারী ফুলের মতো, যত্ন পেলে ফুটে উঠে আরও বেশি।🌷দামি গিফট নয়, নারীর মন আটকায় যত্নে, সম্মানে, আর নিঃস্বার্থ ভালোবাসায়!✨🌸💗
15/02/2025

নারী ফুলের মতো, যত্ন পেলে ফুটে উঠে আরও বেশি।🌷
দামি গিফট নয়, নারীর মন আটকায় যত্নে, সম্মানে, আর নিঃস্বার্থ ভালোবাসায়!✨🌸💗

ঝ'গড়া Day হলে জানাইয়ো ওটা ছাড়া আমার কিছু Celebrate করার নাই!🫶
14/02/2025

ঝ'গড়া Day হলে জানাইয়ো ওটা ছাড়া আমার কিছু Celebrate করার নাই!🫶

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Robiul Islam, Md Syful Islam Soha...
14/02/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Robiul Islam, Md Syful Islam Sohag

নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি, পরামর্শও বলতে পারেন বিশেষ করে আপুরা। যাদের ছোট ছোট দুইটা বাবু আছে আর একা হাতে সংসার স...
13/02/2025

নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি, পরামর্শও বলতে পারেন বিশেষ করে আপুরা। যাদের ছোট ছোট দুইটা বাবু আছে আর একা হাতে সংসার সামলাতে হয়,আমার মতে তাদের অনলাইনে কাজ না করাটাই ভালো। আপনি দুইটা বাচ্চা সামলে, সংসার সামলে অনেক কষ্ট করে ফেসবুকের সবকিছু সবুজ করবেন,দুইদিন পর বাবুরা অসুস্থ হয়ে পড়ে তখন ফেসবুকে সময় দেওয়া হয়না আগের মতো, আর সবকিছু আবার ডাউন হয়ে যায়। ফেসবুক এমন একটা জায়গা যেখানে আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, কোন কারনে না দিতে পারলে পাবেন না, এখানে কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে না যতই বলুক।
এত কষ্ট করে ভিডিও মেইক করে,এডিট করে,ভয়েস দিয়ে...দিনশেষে ২৩ হাজার পরিবার থেকে মাত্র ১০০/১৫০ ভিউ দেখলে সত্যিই খারাপ লাগে। আপনি একটিভ থাকতে না পারলে ভিউ হবে না এটাই স্বাভাবিক।
যাই হোক আমার বাবুরা যখন অসুস্থ হয়, দুজন একসাথে হয়, তখন চাইলেও ফেসবুক সময় দেওয়া সম্ভব হয় না তাই সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ফেসবুক থেকে আর্ন করা আমার স্বপ্ন তবে সবকিছুর আগে আমার সন্তান আমার সংসার। সবাই একটু দোয়া করবেন যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।❤️‍🩹

একজন মা পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয়, তারচেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশপাশের মানুষের কারণে!আপনি  সারাদিন সংসার আর বাচ্চার...
12/02/2025

একজন মা পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয়, তারচেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশপাশের মানুষের কারণে!

আপনি সারাদিন সংসার আর বাচ্চার জন্য শ্রম দেন, সেটা শরীরের জন‍্য ভালো। মনের জন‍্য ও ভালো!
আপনার মানসিক শান্তি, ঘুম, খাওয়া সব কিছুর জন্য ভালো।
কিন্তু আপনার আশেপাশের কিছু মানুষ আপনাকে মানসিকভাবে যতটুকু ক্লান্ত করবে, সেটা আপনার খাওয়া, ঘুম সব কেড়ে নিবে। আপনার কাজের ফোকাস ধ্বং'স করবে , আনন্দ নষ্ট করবে!

সারাদিন কঠোর পরিশ্রমের চেয়ে, সে ক্লান্তি অনেক বেশি ক্ষতিকর! টক্সিক! নোংরা!
এই ক্লান্তি আমাদের জীবনের সুখ মুছে ফেলে। পারিবারিক অ'শান্তি সৃষ্টি করে!

কি নির্মম তাইনা!

তাই আপনি যদি ক্লান্ত হন, তাহলে ভাবুন, কোন মানুষগুলো আপনাকে ক্লান্ত করছে। কোন সম্পর্কগুলো আপনাকে ক্লান্ত করছে!

একজন মা নিজেকে ক্লান্তি মুক্ত না রাখতে পারলে, তার মাতৃত্বের আনন্দ ধ্বং'স হয়!😓💔

আপুরা ঠিক কথাতো ??🥺

゚ ゚

শুকরিয়া, ঐ 'রবের' প্রতি, যিনি অন্ধকার রাত কাটিয়ে,আবার সকাল দেখান।-আলহামদুলিল্লাহ্‌। 🖤🤲
12/02/2025

শুকরিয়া, ঐ 'রবের' প্রতি, যিনি অন্ধকার রাত কাটিয়ে,আবার সকাল দেখান।
-আলহামদুলিল্লাহ্‌। 🖤🤲

11/02/2025

থাক না কিছু অপূর্ণতা..!
সব পেয়ে গেলে আফসোস করবো কি নিয়ে..💔❤️‍🩹

খারাপ সময় কাটিয়ে উঠা মানুষটা আর তার উপরওয়ালা ছাড়া পৃথিবীর আর কেউ জানবেনা, কতটা কষ্টে এসময় পার করতে হয়েছিলো!🖤
11/02/2025

খারাপ সময় কাটিয়ে উঠা মানুষটা আর তার উপরওয়ালা ছাড়া পৃথিবীর আর কেউ জানবেনা, কতটা কষ্টে এসময় পার করতে হয়েছিলো!🖤

আমার মন খা'রাপে যাকে সবচেয়ে বেশি দরকার ছিলো, সে আমাকে শিখিয়েছে যে আমার কারো প্রয়োজন নেই!😅💔
10/02/2025

আমার মন খা'রাপে যাকে সবচেয়ে বেশি দরকার ছিলো, সে আমাকে শিখিয়েছে যে আমার কারো প্রয়োজন নেই!😅💔

আপনিও একদিন দোয়া কবুলের আনন্দে হাসবেন! বিশ্বাস করুন প্রচুর হাসবেন! শুধু রাব্বে করিমের উপর ভরসা রাখুন! তিনি বান্দাকে নিরা...
10/02/2025

আপনিও একদিন দোয়া কবুলের আনন্দে হাসবেন! বিশ্বাস করুন প্রচুর হাসবেন! শুধু রাব্বে করিমের উপর ভরসা রাখুন! তিনি বান্দাকে নিরাশ করেন না! ইনশাআল্লাহ! 🖤

হে আরশের মালিক ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠা এমন প্রতিটা অন্তরে আপনি প্রশান্তির জোয়ার এনে দিন।আল্লাহুম্মা আমীন!
09/02/2025

হে আরশের মালিক ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠা এমন প্রতিটা অন্তরে আপনি প্রশান্তির জোয়ার এনে দিন।
আল্লাহুম্মা আমীন!

সবশেষে একদিন বুঝতে পারবেন যে আপনি শুধুমাত্র প্রয়োজনের খাতিরে কিছু মানুষের প্রিয় হয়ে ছিলেন।😅
08/02/2025

সবশেষে একদিন বুঝতে পারবেন যে আপনি শুধুমাত্র প্রয়োজনের খাতিরে কিছু মানুষের প্রিয় হয়ে ছিলেন।😅

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category