Rg Paban

Rg Paban Live for Life

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রা...
15/12/2023

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পারবো না' অথচ তুমি পারো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টাই তোমাকে বাঁচিয়ে রাখে।

🪷জয় শ্রীকৃষ্ণ 🙏

12/11/2023
🧨।।শুভ দীপাবলি।।🎆অসতো মা সদ্‌গময়তমসো মা জ্যোতির্গময়মৃত্যোর্মামৃতং গময়।আবিরাবীর্ম এধি।অনুবাদ : অসত্য হতে আমাকে সত্যে নিয়া...
12/11/2023

🧨।।শুভ দীপাবলি।।🎆

অসতো মা সদ্‌গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়।
আবিরাবীর্ম এধি।
অনুবাদ : অসত্য হতে আমাকে সত্যে নিয়া যাও, অন্ধকার হতে আমাকে আলোতে নিয়া যাও, মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়া যাও। হে স্বপ্রকাশ ব্রহ্ম (ঈশ্বর), আমার নিকটে প্রকাশিত হও।

।। শুভ দীপাবলি ।।

সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা।

 #মহাসপ্তমীতে #গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সহযোগিতায়  #সনাতন_ইয়ূথ_ফাউন্ডেশন-সাতক্ষীরা এর আয়োজনে শিক্ষা উপকরণ...
22/10/2023

#মহাসপ্তমীতে
#গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সহযোগিতায়
#সনাতন_ইয়ূথ_ফাউন্ডেশন-সাতক্ষীরা এর আয়োজনে
শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
সনাতন ইয়ূথ ফাউন্ডেশন-সাতক্ষীরা
Sanatan Youth Foundation

আপন গন্ধ ঢেলেএহৃদয় ছুঁয়ে গেলে,,,,সে মায়ায়     আপনাকে ধরা দিয়েছি।7❤️
16/10/2023

আপন গন্ধ ঢেলে
এহৃদয় ছুঁয়ে গেলে,,,,
সে মায়ায়
আপনাকে ধরা দিয়েছি।7❤️

২০২৩ সালে এসে ও যখন মানুষের খাদ্যের অভাব, একটু শান্তির অভাব।।সেখানে অর্থ সম্পদ, টাকার পেছনে ছুটতে থাকা বৃথা ছাড়া আর কিছু...
16/10/2023

২০২৩ সালে এসে ও যখন মানুষের খাদ্যের অভাব, একটু শান্তির অভাব।।

সেখানে অর্থ সম্পদ, টাকার পেছনে ছুটতে থাকা বৃথা ছাড়া আর কিছুই না।।

পৃথিবীতে আর কখনো যুদ্ধ বন্ধ হবে না, কখনো মানুষে মানুষ কে ভালোবাসবে না,
আর কখনো পৃথিবীতে শান্তি ফিরবে না।।

এখন প্রতিটা দিন কেবল যুদ্ধ আর ঠিকে থাকার লড়াই করতে হবে।।

পথ চলতে চলতে যেটুকু ভালোবাসা আর শান্তি মেলে তা সঠিক কর্মের মাধ্যমে উপলব্ধি করতে হবে।।

ইয়া কে বাঙালী হিন্দু বলে,,,,,
12/10/2023

ইয়া কে বাঙালী হিন্দু বলে,,,,,

09/10/2023

#বোকামানুষ

১০০% মিছা কথা😄
08/10/2023

১০০% মিছা কথা😄

 #মহাকাল #ভোলানাথ #হরহরমহাদেব
08/10/2023

#মহাকাল
#ভোলানাথ
#হরহরমহাদেব

কে কি নামে চিনেন তাকে??
07/10/2023

কে কি নামে চিনেন তাকে??

09/09/2023

যার কেউ নেই এই দেশের কোনো সুযোগ সুবিধা তার জন্য না,,,,,,

গণভবনে হিন্দু নেতাদের উপস্থিতি বলে দিচ্ছে এরা একটুতে কতো খুশি 🥴গণভবনে ঢুকতে পেরে এরা বহুত কিছু জয় করে ফেলছে।।আর যাই হোক ...
07/09/2023

গণভবনে হিন্দু নেতাদের উপস্থিতি বলে দিচ্ছে এরা একটুতে কতো খুশি 🥴

গণভবনে ঢুকতে পেরে এরা বহুত কিছু জয় করে ফেলছে।।

আর যাই হোক এই সব চাটা নেতাগো দিয়ে হিন্দুর সুূদিন ফিরবে না।।

নেতা হওয়ার আগে রাজনীতি টা বোঝা দরকার রে পা গ লা😊😊

দেশে ৩১ হাজার + দুর্গাপূজা হয় কিন্তু ৩ দিনের ছুটির দাবিতে ৩১শ লোক এক লাইনে পাওয়া যায় না।।
এতো এতো সরকারি / উচ্চপদস্থ চাকুরীজীবী,,কাউকে কখনো লাইনে পাবেন না।।

তবে কি পূজার ৩দিন ছুটি এদেশের কৃষক,, ব্যবসায়ী, গাড়িচালক,, ছাত্র কিংবা গ্রামের মানুষের দরকার??

একটু ভাবুন, ভাবতে শিখুন 😇

সমগ্র হিন্দুদের আজ উচিত ছিলো গণভবনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করা।।
----®পা ব ন।।
Rg Paban

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিত্যাক্ত কিছু ভবন।।
01/08/2023

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরিত্যাক্ত কিছু ভবন।।

কিছুই ভাল্লাগেনা,,,,
02/07/2023

কিছুই ভাল্লাগেনা,,,,

Address

Satkhira
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rg Paban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rg Paban:

Videos

Share