সাংবাদিক ইলিয়াস ভাইয়ের তথ্যবহুল সুন্দর একটি প্রতিবেদন,আল্লাহ তায়ালা সকলকে হিদায়ত দান করুক।
মাশাল্লাহ,কনকনে শীত ও তুষারপাতের মধ্যেও মাসজিদুশ শুহাদা,মস্কো,রাশিয়ার মুসল্লিরা জুমুয়ার সালাত আদায় করছেন।
আলহামদুলিল্লাহ, একই মসজিদে ৩৫ বছর ইমামতি করে বিদায় বেলায় হাদিয়া হিসেবে ১৫ লক্ষ টাকা দিলেন কতৃপক্ষ।
কত বড় মধ্যে মনের অধিকারী হলে এমন উদ্যোগ নেয়া যায়।সকলকে আল্লাহ সম্মানিত করুক।
2022 is a sorrow year for my family because my father is no more in this world(he left this year the day of 26/01/2022) on the other side 2022 is a special year for me and my family because Allah give me a daughter.Everyone pray for my father,daughter and my family."Stay safe, stay healthy"
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনার কয়রা উপজেলার হরিণখোলায় ধসে যাওয়া বেড়িবাধের সর্বশেষ চিত্র।
কয়রা দেউলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে, নিয়ন্ত্রণে উপজেলা ফায়ার সার্ভিস।
মাশাল্লাহ, ছোট্ট ভাগ্নে মামার চুল/দাড়ি আচড়িয়ে দিচ্ছে।আজকাল পোলাপানের মাথায় এত বুদ্ধি তা কল্পনাতীত।
জুমুআর দিনের আমল "সূরা কাহাফের"১-১০ আয়াত।
ফজরের নামাযের পরে সূরা কাহাফের প্রথম ১১ আয়াত তেলাওয়াত করলাম।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাক্ষাৎকার।
হরিণখোলা বেড়িবাঁধ ,কয়রা,খুলনা।
২৫/১০/২০২২
হরিণখোলা বেড়িবাঁধ নিয়ে সময়--somoy সংবাদকে দেয়া এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু মহোদয়ের সাক্ষাৎকার।
২৫/১০/২০২২ ইং
কয়রা খুলনা।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে হরিণখোলা বেড়িবাঁধ ধস।
আতংকে কয়রা বাসী।
২৪/১০/২০২২ ইং
কয়রা খুলনা
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে হরিণখোলা গ্রামে ১২০ ফুট বেড়িবাঁধ ধস।
আতংকে কয়রা বাসী।
২৪/১০/২০২২ ইং
কয়রা সদর ইউনিয়ন, কয়রা, খুলনা।
আগামী সপ্তাহে ধেয়ে আসছে সুপার সাইক্লোন সিত্রাং,জানিয়েছে আবহাওয়াবিদরা
ধেয়ে আসছে সুপার সাইক্লোন সিত্রাং,সতর্ক হতেই হবে,জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দের লাখ টাকার বিনিময়ে ভোলার দৌলতখানে মুসলিম মেয়েকে হিন্দু পরিবারে জোরপূর্বক তুলে দিচ্ছেন এলাকার নেতারা।
Beautiful azan by qari muktarul islam.
Raining moments at koyra in khulna.
ছোট শিশুর মন জোড়ানো কুরআন তেলাওয়াত।
আল্লাহু আকবর,এমন সন্তান আল্লাহ প্রতিটি ঘরে দান করুন।
আল্লাহু আকবর,নামাযের জন্য কোন অযুহাত নেই।
নামাযের জন্য কোন অযুহাত চলবে না।
প্রাকৃতিক কিছু ফলমূলের উপকারিতা।
প্রাকৃতিক কিছু ফলমূলের উপকারিতা
অসাধারণ একটি হামদ পরিবেশন।
অসাধারণ একটি হামদ পরিবেশন।
শিল্পীঃ জহুরুল ইসলাম
ঘাটাখালি ওয়াবদার স্লোপে ধস নিয়েছে।
কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাটাখালি ওয়াবদার স্লোপ ধসে পড়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হবে।
সেনেগালের বিখ্যাত ক্বারী শেখ হাদি তুরের কন্ঠে অসাধারণ তেলাওয়াত।
সেনেগালের বিখ্যাত ক্বারী শেখ হাদি তুরের কন্ঠে অসাধারণ তেলাওয়াত
ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কর্ণাটকে।
ভারতে কর্ণাটক জেলার মধ্যে "যোগ" waterfall।
মাওলানা আমির হামজার পিতার বুকভরা আর্তনাদ।
মজলুম আলেম হাফেজ মাওলানা আমির হামজার পিতার আর্তনাদ।
হে আল্লাহ! সকল কারাবন্দী আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন।
মক্কা-মদিনায় যেখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ সেখানে ইহুদি সাংবাদিক খিল তামারির অবাধ প্রবেশ।
ইহুদি সাংবাদিক খিল তামারির মক্কা প্রবেশে মুসলিম বিশ্বে নিন্দার ঝড়।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
জননেতা শেখ আফিল উদ্দিনের মমতাময়ী মায়ের বিদায়ে আবেগঘন বক্তব্য।
আজিক ফাউন্ডেশনের কর্ণধার শেখ আকিজ উদ্দিনের অন্যতম প্রভাবশালী সন্তান আফিল গ্রুপের কর্ণধার শেখ আফিল উদ্দিন তার মায়ের বিদায়ে এক আবেগঘন বক্তব্য প্রদান করেন।
তারা মসজিদের এসি বন্ধে চাই কিন্তু সরকারি-বেসরকারি অফিসের অবস্থা দেখেছেন?
পানি উন্নয়ন বোর্ড নয় এ যেন এসি উন্নয়ন বোর্ড।
কাটকাটা পর্যটন কেন্দ্র(সুন্দরবন), কাটকাটা,কয়রা খুলনা। যোগাযোগঃ রিপন ভাই(+8801922697668)
সুন্দরবন ভ্রমণ করুন যেকোন স্থান থেকে এসে।
তেলবাজি একটু কম করা উচিৎ।
উপস্থাপক যখন কড়া জবাব দেয় তখন চোখ আকাশে উঠে।