Hafizur rahman

Hafizur rahman public figure

12/01/2023
10/01/2023

সাংবাদিক ইলিয়াস ভাইয়ের তথ্যবহুল সুন্দর একটি প্রতিবেদন,আল্লাহ তায়ালা সকলকে হিদায়ত দান করুক।

08/01/2023

মাশাল্লাহ,কনকনে শীত ও তুষারপাতের মধ্যেও মাসজিদুশ শুহাদা,মস্কো,রাশিয়ার মুসল্লিরা জুমুয়ার সালাত আদায় করছেন।

Alhamdulillah, green scenery after recent flood in Makkah.
07/01/2023

Alhamdulillah, green scenery after recent flood in Makkah.

05/01/2023

আলহামদুলিল্লাহ, একই মসজিদে ৩৫ বছর ইমামতি করে বিদায় বেলায় হাদিয়া হিসেবে ১৫ লক্ষ টাকা দিলেন কতৃপক্ষ।
কত বড় মধ্যে মনের অধিকারী হলে এমন উদ্যোগ নেয়া যায়।সকলকে আল্লাহ সম্মানিত করুক।

03/01/2023

2022 is a sorrow year for my family because my father is no more in this world(he left this year the day of 26/01/2022) on the other side 2022 is a special year for me and my family because Allah give me a daughter.Everyone pray for my father,daughter and my family."Stay safe, stay healthy"

31/12/2022

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনার কয়রা উপজেলার হরিণখোলায় ধসে যাওয়া বেড়িবাধের সর্বশেষ চিত্র।

কপোতাক্ষ নদীতে নৌকা বাইজ, উপচে পড়া ভীড়।কয়রা খুলনা।
20/12/2022

কপোতাক্ষ নদীতে নৌকা বাইজ, উপচে পড়া ভীড়।
কয়রা খুলনা।

26/11/2022

কয়রা দেউলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে, নিয়ন্ত্রণে উপজেলা ফায়ার সার্ভিস।

16/11/2022

টাঙ্গাইলে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

16/11/2022

Madrasatus Sunnah-র বালক ও বালিকা শাখার জন্য শিক্ষক-শিক্ষিকা ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহীদেরকে সিভি পাঠানোর অনুরোধ জানাচ্ছি।

নিয়োগ সম্পর্কিত প্রয়োজনে: 01409979951
ভর্তি সম্পর্কে জানতে: 01409979959
(বাংলাদেশ সময় সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত, জুমাবার ব্যতীত)

বিআইডব্লিউটিএ লঞ্চঘাট খুলনা।
16/11/2022

বিআইডব্লিউটিএ লঞ্চঘাট খুলনা।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা।ছবি সংগ্রহঃDhakapost.
16/11/2022

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা।
ছবি সংগ্রহঃDhakapost.

14/11/2022

মাশাল্লাহ, ছোট্ট ভাগ্নে মামার চুল/দাড়ি আচড়িয়ে দিচ্ছে।আজকাল পোলাপানের মাথায় এত বুদ্ধি তা কল্পনাতীত।

06/11/2022

আমি স্কুলে। বাবা অফিসে। ফালাক্বকে নিয়ে মা চলে এসেছেন লাইব্রেরীতে।

এখন আমরা যদি মনে করি, এত অল্প বয়সে লাইব্রেরীতে নিয়ে কি হবে, এখনওতো ফালাক্ব পড়তেই পারে না, সেই ভাবনাটাই হবে ভুল। কারণ, লাইব্ররীতে মা ফালাক্বকে পড়াতে নিয়ে যায় না। ডিজিটাল ডিভাইসের ক্ষতিকর প্রভাব থেকে প্রতিটি শিশুকে দূরে রাখতে বাবা-মায়ের চাই আর্লি এইজ থেকেই তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা।

আসলে, ভালো জায়গায় নিয়মিত যাওয়ার অভ্যেস শিশুর অবচেতন মনেই গড়ে তুলতে হয়। সে বড় হওয়ার পর এটা করা কঠিন। তখন তার ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে গেলে সে বিগড়ে যায়। নিষেধ করা কাজ লুকিয়ে লুকিয়ে করে।


©Faatiha Aayat

05/11/2022

এইসএসসি ও আলিম/সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া রইল।

03/11/2022

পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চে হামলা, ইমরান খান পায়ে গুলিবিদ্ধ, আহত অন্তত ৩ জন, সন্দেহভাজন হামলাকারী আটক।

30/10/2022

আবহাওয়ার খবর আজকের || ১৪ই নভেম্বর ঘূর্ণিঝড় আসছে || Bangladesh weather Report today || Weather ReportBengali news,today bangla news,bengali news today,bangla ...

28/10/2022

জুমুআর দিনের আমল "সূরা কাহাফের"১-১০ আয়াত।
ফজরের নামাযের পরে সূরা কাহাফের প্রথম ১১ আয়াত তেলাওয়াত করলাম।

27/10/2022

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাক্ষাৎকার।
হরিণখোলা বেড়িবাঁধ ,কয়রা,খুলনা।
২৫/১০/২০২২

আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের পরে একটি হেমন্ত সকাল।
27/10/2022

আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের পরে একটি হেমন্ত সকাল।

26/10/2022

...

25/10/2022

হরিণখোলা বেড়িবাঁধ নিয়ে সময়--somoy সংবাদকে দেয়া এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু মহোদয়ের সাক্ষাৎকার।
২৫/১০/২০২২ ইং
কয়রা খুলনা।

25/10/2022

হরিণখোলা থেকে

24/10/2022

জনস্বার্থে পোষ্টটি শেয়ার করুন৷
বন্ধ্যাত্ব রোগীদের জন্য সুখবর৷ কষ্ট করে আর ঢাকা বা ইন্ডিয়া যেতে হবে না৷
গাজীপুরের Elite Care Hospital চালু হতে যাচ্ছে গাজীপুরের প্রথম ইনফার্টিলিটি সেন্টার৷

ডাঃ নাফিসা আনোয়ার মারিয়ানা
স্ত্রীরোগ,প্রুসূতিবিদ্যা ও বন্ধ্যাত্বরোগ বিশেষ‍‌জ্ঞ সার্জন
ইনফার্টিলিটিতে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত৷
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য) এমএস (গাইনী&অবস্)
পিজিটি(ইউএসজি)
চেম্বারঃ
এলিট কেয়ার হাসপাতাল
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ সংলগ্ন (সদর হাসপাতাল)
জয়দেবপুর,গাজীপুর৷
যোগাযোগ নাম্বার: 01710646621

 #সতর্কবার্তা হরিণখোলা(কয়রা,খুলনা) ওয়াবদারভাঙ্গনের কাজ আজকের মত আপাতত বন্ধ করা হয়েছে।আল্লাহ সকলকে হেফাজত করুক
24/10/2022

#সতর্কবার্তা হরিণখোলা(কয়রা,খুলনা) ওয়াবদারভাঙ্গনের কাজ আজকের মত আপাতত বন্ধ করা হয়েছে।
আল্লাহ সকলকে হেফাজত করুক

24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে হরিণখোলা বেড়িবাঁধ ধস।
আতংকে কয়রা বাসী।
২৪/১০/২০২২ ইং
কয়রা খুলনা

24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে হরিণখোলা গ্রামে ১২০ ফুট বেড়িবাঁধ ধস।
আতংকে কয়রা বাসী।
২৪/১০/২০২২ ইং
কয়রা সদর ইউনিয়ন, কয়রা, খুলনা।

আগামী ২০ তারিখের পরে সুপার সাইক্লোন সিত্রাং উপকূলে আঘাত হানার বেশ সম্ভাবনা,সবাই সতর্ক থাকবেন বাকিটা আল্লাহ ভরসা,আল্লাহ আ...
13/10/2022

আগামী ২০ তারিখের পরে সুপার সাইক্লোন সিত্রাং উপকূলে আঘাত হানার বেশ সম্ভাবনা,সবাই সতর্ক থাকবেন বাকিটা আল্লাহ ভরসা,আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।

12/10/2022

ধেয়ে আসছে সুপার সাইক্লোন সিত্রাং,সতর্ক হতেই হবে,জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আলহামদুলিল্লাহ
09/10/2022

আলহামদুলিল্লাহ

জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসার। অভিনয়ে দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়ে বহু আগে। ভোজপুরি এই নায়িকা বেশ জনপ্রিয় ছিল...

08/10/2022

দের লাখ টাকার বিনিময়ে ভোলার দৌলতখানে মুসলিম মেয়েকে হিন্দু পরিবারে জোরপূর্বক তুলে দিচ্ছেন এলাকার নেতারা।

 #মূর্তিপূজাকারীদের জন্য অশনী সংকেত21:98اِنَّکُمۡ وَ مَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ حَصَبُ جَہَنَّمَ ؕ اَنۡتُمۡ  ل...
07/10/2022

#মূর্তিপূজাকারীদের জন্য অশনী সংকেত

21:98

اِنَّکُمۡ وَ مَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ حَصَبُ جَہَنَّمَ ؕ اَنۡتُمۡ لَہَا وٰرِدُوۡنَ ﴿۹۸﴾
Bengali - Mujibur Rahman
তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদাত কর সেগুলিতো জাহান্নামের ইন্ধন; তোমরা সবাই তাতে প্রবেশ করবে।

৯৮-১০৩ নং আয়াতের তাফসীর:

আল্লাহ তাআলা মক্কাবাসী কুরায়েশ মুশরিকদেরকে সম্বোধন করে বলছেনঃ তোমরা ও তোমাদের উপাস্য মূর্তিগুলি জাহান্নামের আগুনের ইন্ধন হবে। যেমন মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “ওর ইন্ধন হবে মানুষ ও পাথর।” হাবশী ভাষায় (আরবী) শব্দকে (আরবী) বলা হয়, যার অর্থ হলো ইন্ধন বা খড়ি। এমনকি একটি কিরআতে বা পঠনে (আরবী) এর স্থলে (আরবী) রয়েছে।

মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত কর সেগুলি তো 'জাহান্নামের ইন্ধন; তোমরা সবাই তাতে প্রবেশ করবে। তারা যদি মা'রূদ হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করতো না। তাদের সবাই তাতে স্থায়ী হবে। সেথায় থাকবে তাদের আর্তনাদ। যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবী) অর্থাৎ “ সেথায় তাদের জন্যে থাকবে আর্তনাদ ও চীৎকার।" সেথায় তারা (এই আর্তনাদ ও চীৎকার ছাড়া) কিছুই শুনতে পাবে না। হযরত ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন শুধু মুশরিকরাই জাহান্নামে রয়ে যাবে তখন তাদের আগুনের বাসে বন্দী করে দেয়া হবে। তাতে থাকবে আগুনের পেরেক। ওর মধ্যে অবস্থান করে প্রত্যেকেই মনে করবে যে, জাহান্নামে সে ছাড়া আর কেউ নেই।" অতঃপর তিনি- (আরবী) এই আয়াতটি পাঠ করেন। (এটা মুসনাদে ইবনু আবি হাতিমে বর্ণিত হয়েছে। ইমাম ইবনু জারীরও (রঃ) এটা বর্ণনা করেছেন)

(আরবী) দ্বারা করুণা ও সৌভাগ্য বুঝানো হয়েছে। জাহান্নামীদের এবং তাদের বর্ণনা দেয়ার পর আল্লাহ তাআলা এখন সৎ লোক ও তাদের পুরস্কারের বর্ণনা দিচ্ছেন। তিনি বলেনঃ যাদের জন্যে আমার নিকট হতে পূর্ব হতে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে ঐ জাহান্নাম হতে দূরে রাখা হবে। তাদের সৎ আমলের কারণে সৌভাগ্য তাদের অভ্যর্থনার জন্যে পূর্ব হতেই প্রস্তুত ছিল। যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবী) অর্থাৎ “সৎকর্মশীলদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে এবং অতিরিক্ত প্রতিদানও বটে।" (১০:২৬) আর এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “উত্তম কাজের জন্যে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? (৫৫:৬০) তাদের দুনিয়ার আমল ছিল ভাল, তাই তারা আখেরাতে পুরস্কার ও উত্তম বিনিময় লাভ করলো। আর শাস্তি থেকে রক্ষা পেলো ও আল্লাহর করুণা প্রাপ্ত হলো।

তাদেরকে জাহান্নাম হতে এতো দূরে রাখা হবে যে,তারা ওর ক্ষীণতর শব্দও শুনবে না এবং জাহান্নামীদেরকে জ্বলতে পুড়তেও দেখতে পাবে না। পুলসিরাতের উপর দুখীদেরকে বিষাক্ত সাপে দংশন করবে এবং ওটা হিসৃহিস্ শব্দ করবে। জান্নাতীরা এই শব্দও শুনতে পাবে না। তাদেরকে কষ্ট ও বিপদ আপদ থেকে দূরে রাখা হবে শুধু এটাই নয়, বরং সেখানে তারা তাদের মন যা চায় চিরকাল ভোগ করবে। বর্ণিত আছে যে, একদা হযরত আলী (রাঃ) (আরবী) (যাদের জন্য আমার নিকট হতে পূর্ব থেকে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে তা হতে (জাহান্নাম হতে) দূরে রাখা হবে) এই আয়াতটি পাঠ করেন এবং বলেনঃ “আমি, ওমর (রাঃ), উছমান (রাঃ) এই লোকদেরই অন্তর্ভুক্ত।” অথবা তিনি হযরত সা’দের (রাঃ) নাম নিয়েছিলেন। এমন সময় নামাযের জন্যে তাকবীর দেয়া হয় এবং তিনি। (আরবী) এ উক্তিটি পাঠরত অবস্থায় স্বীয় চাদরখানা টানতে টানতে দাড়িয়ে যান। (এটা ইবনু আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)

অন্য রিওয়াইয়াতে আছে যে, হযরত উছমান (রাঃ) ও তাঁর সঙ্গীরা তাদেরই অন্তর্ভুক্ত।

হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, এই লোকগুলিই আল্লাহর বন্ধু। বিদ্যুত অপেক্ষাও দ্রুত গতিতে তারা পুলসিরাত পার হয়ে যাবে। পক্ষান্তরে কাফিররা হাঁটুর ভরে পড়ে যাবে। কেউ কেউ বলেন যে, এর দ্বারা ঐ বুযর্গ ব্যক্তিদেরকে বুঝানো হয়েছে যারা আল্লাহ ভক্ত ছিলেন এবং মুশরিকদের প্রতি ছিলেন অসন্তুষ্ট। কিন্তু তাদের পরবর্তী লোকেরা তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের পূজা শুরু করে দিয়েছিল। যেমন হযরত উযায়ের (আঃ), হযরত ঈসা (আঃ), ফেরেশতা মণ্ডলী, সূর্য, চন্দ্র, হযরত মারইয়াম (আঃ) ইত্যাদি।

হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা আবদুল্লাহ ইবনু যাবআ’রী নবীর (সঃ) নিকট আগমন করে এবং বলতে শুরু করেঃ “আপনি ধারণা করছেন যে, আল্লাহ তাআলা (আরবী) এই আয়াতটি অবতীর্ণ করেছেন। যদি এটা সত্য হয় তবে কি সূর্য, চন্দ্র, ফেরেশতা মণ্ডলী, হযরত উযায়ের (আঃ), হযরত ঈসা (আঃ) প্রভৃতি সবাই আমাদের মূর্তিগুলির সাথে জাহান্নামে চলে যাবে?” তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা (আরবী) (৪৩:৫৭-৫৮) এই আয়াত দুটি অবতীর্ণ করেন। এরপর তিনি (আরবী) এই আয়াত নাযিল করেন। (এটা আবুবকর ইবনু মিরদুওয়াই (রঃ) বর্ননা করেছেন)

একদা রাসূলুল্লাহ (সঃ) ওয়ালীদ ইবনু মুগীরার সাথে মসজিদে বসে ছিলেন। এমন সময় নায়র ইবনু হারিছ তথায় আগমন করে। ঐ সময় মসজিদে আরো বহু কুরায়েশও বিদ্যমান ছিল। নাহ্র ইবনু হারিছ। রাসূলুল্লাহর (সঃ) সাথে কথা বলছিল। কিন্তু সে নিরুত্তর হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (সঃ) (আরবী) হতে (আরবী) পর্যন্ত আয়াতগুলি পাঠ করেন। যখন তিনি ঐ মজলিস হতে উঠে চলে যান তখন আবদুল্লাহ ইবনু যাবআ’রী আগমন করে। লোকেরা তাকে বলেঃ আজ নাফর ইবনু হারিস রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে আলাপ-আলোচনা করেছে কিন্ত শেষে একেবারে নিরুত্তর হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ্ (সঃ) আমাদের সম্পর্কে একথা বলে উঠে গেছেন যে, আমরা এবং আমাদের এই উপাস্য দেবতারা সবাই জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যাবো।” তাদের এই কথা শুনে আবদুল্লাহ ইবন যাবআ’রী বলেঃ “আমি থাকলে তাঁকে উত্তর দিতাম যে, আমরা ফেরেশতাদের পূজা করে থাকি, ইয়াহুদীরা উযায়েরের (আঃ) পূজা করে এবং খৃস্টানরা ঈসার (আঃ) পূজা করে। তাহলে এরা সবাই জাহান্নামে যাবেন। তার এই উত্তর সবারই খুব পছন্দ হয়। রাসূলুল্লাহর (সঃ) সামনে এটা বর্ণনা করা হলে তিনি বলেনঃ “যে নিজের ইবাদত করিয়েছে সে ইবাদতকারীদের সাথে জাহান্নামে যাবে। কিন্তু এই বুযুর্গ ব্যক্তিরা নিজেদের ইবাদত করান নাই। আসলে তো এই লোকগুলি তাঁদের নয়, বরং শয়তানদের পূজা করছে। শয়তানই তাদেরকে তাদের ইবাদতের পন্থা হিসেবে বাতলিয়ে দিয়েছে। তাঁর জবাবের সাথে সাথেই আল্লাহ তাআলা জবাব হিসাবে পরবর্তী আয়াত (আরবী) অবতীর্ণ করেন। সুতরাং অজ্ঞ লোকেরা যে সব সৎ লোকের উপাসনা করতো তাঁরা পৃথক হয়ে গেলেন। মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “তাদের মধ্যে যে বলেঃ তিনি (আল্লাহ) ছাড়া আমিই মাবুদ, তার প্রতিফল জাহান্নাম এবং এই ভাবেই আমি অত্যাচারীদেরকে প্রতিফল দিয়ে থাকি।” হযরত ঈসার (আঃ) ব্যাপারে তাদের তর্ক-বিতর্কের কারণে আল্লাহ তাআলা নিম্নের আয়াতগুলি অবতীর্ণ করেনঃ (আরবী) অর্থাৎ “যখন মারইয়াম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমাদের সম্প্রদায় শোর গোল শুরু করে দেয়। তারা বলেঃ আমাদের দেবতাগুলি শ্রেষ্ঠ, না ঈসা (আঃ)? এরা তো বাক বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে একথা বলে। বস্তুত এরা তো এক বিতণ্ডাকারী সম্প্রদায়। সে তো ছিলে আমারই এক বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং তাকে করেছিলাম বানী ইসরাঈলের জন্য দৃষ্টান্ত। আমি ইচ্ছা করলে তোমাদের মধ্য হতে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো। ঈসা (আঃ) তো কিয়ামতরে নিদর্শন; সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ পোষণ করো না এবং আমাকে অনুসরণ কর। এটাই সরল পথ।” (৪৩:৫৭-৬১)

ইবনু যাবআ’রী বড়ই ভুল করেছিল। কেননা, এই আয়াতে সম্বোধন করা হয়েছে মক্কাবাসী কাফিরদেরকে এবং উক্তি করা হয়েছে তাদের প্রতিমা ও পাথরগুলি সম্পর্কে যেগুলির তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করতো। এ উক্তি হযরত ঈসা (আঃ) প্রভৃতি পবিত্র ও একত্ববাদী লোকদের সম্পর্কে নয়। তাঁরা তো গায়রুল্লাহর ইবাদত হতে মানুষকে বিরত রাখতেন!

ইমাম ইবনু জারীর (রঃ) বলেন যে, এখানে যে (আরবী) শব্দটি রয়েছে তা আরবে নির্জীব ও বিবেকহীনদের জন্যে এসে থাকে। এই ইবনু যাবআ’রী এর পরে মুসলমান হয়ে গিয়েছিল। সে প্রসিদ্ধ কবিদের একজন ছিল। প্রথমতঃ সে মুসলমান হওয়ার পর সে বড়ই ক্ষমাপ্রার্থী হয়।

মহান আল্লাহ বলেনঃ মহা-ভীতি তাদেরকে বিষাদষ্টি করবে না। অর্থাৎ মৃত্যুর ভয়, শিঙ্গার ফুৎকারের আতংক, জাহান্নামীদের জাহান্নামে প্রবেশের সময়ের ভীতি বিহবলতা এবং জান্নাতী ও জাহান্নামীদের মাঝে মৃত্যুকে যবাহ্ করে দেয়ার আতংক ইত্যাদি কিছুই তাদের থাকবে না। তারা চিন্তা ও দুঃখ হতে বহু দূরে থাকবে। তারা হবে পুরোপুরি ভাবে উৎফুল্ল ও আনন্দিত। অসন্তুষ্টির চিহ্নমাত্র তাদের মধ্যে পরিলক্ষিত হবে না। ফেরেশতা মণ্ডলী তাদেরকে অভ্যর্থনা করে বলবেঃ এই তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল।

For getting Quran app:

লও ঠেলা,হাইয়ো মারো হাইয়ো।
06/10/2022

লও ঠেলা,হাইয়ো মারো হাইয়ো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোশক বেগম রওশন এরশাদ। বললেন, সারাব...

05/10/2022

Beautiful azan by qari muktarul islam.

Address

Madinabad
Khulna

Telephone

+8801951903830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafizur rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafizur rahman:

Videos

Share


Other Digital creator in Khulna

Show All

You may also like