Bangla Band Music Family-BBMF

Bangla Band Music Family-BBMF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Band Music Family-BBMF, Khulna.

18/12/2024

এলাকাভিত্তিক টিম আত্মরক্ষা প্রশিক্ষণ নেওয়া উচিত আমাদের সকলের।এলাকাভিত্তিক একটা টিম তৈরী করা দরকার। আমাদের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের।আমাদের এ বিপ্লবী বিজয় হাতছাড়া হতে দেওয়া যাবেনা।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক কমেন্ট এ

05/12/2024

ওকে?

17/09/2024
১৮তম জন্মদিনে ফাইয়াজ -এর মায়ের চিঠি… পড়তে পড়তে চোখে পানি এসে গেল... প্রিয় ফাইয়াজ,আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার ...
16/09/2024

১৮তম জন্মদিনে ফাইয়াজ -এর মায়ের চিঠি… পড়তে পড়তে চোখে পানি এসে গেল...

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা, মাইরীনও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাঁধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা, এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!

জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রাণ দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌, বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️।

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

If Farhan Faiyaz was alive would have turned 18

07/09/2024

রাইত হইলে মনে পড়ে আমার একটা প্রেম করা উচিৎ।

05/09/2024

-আপু, আন্দোলনে যাচ্ছেন?
- হ্যাঁ
- একা? সাথে কেউ নেই কেন?
-বন্ধুবান্ধব চত্বরে আছে। ওখানে মিট করব।
- এভাবে একা যাওয়া ঠিক হবে না। আসুন আমার সাথে। ভয় পাবেন না। আমাকে আপনার ভাই মনে করুন।

ভাইয়ের মতো ঢাল হয়ে নিরাপত্তা নিশ্চিত করল সম্পূর্ণ অপরিচিত ছেলেটা। একটু আঁচ লাগতে দিল না। বন্ধুদের পেয়ে দলবিভাজন। তারপর স্লোগান, গোলাগুলি। তখন প্রাণের তাড়ানায় দৌঁড়াতে দৌড়াতে হুট করে পিছলে পড়লাম। এই শুকনো রাস্তা পিচ্ছিল হবে কেন? তাকিয়ে দেখি, রক্ত জমাট বাঁধা। গলগল রক্ত বইছে, সামনেই পড়ে আছে একটা ছেলে। সাদা শার্ট রক্ত লাল। কপালে বাঁধা পতাকার লাল বৃত্তে একটা ছিদ্র। নিষ্প্রাণ চেহারায় চোখ পড়তেই পৃথিবী থমকে গেল। এ তো আমার সকালের সেই ভাই। যাকে কখনো দেখিনি আগে, আজই দেখলাম। শেষ দেখা!

আমরা বেঁচে আছি। আমাদের হয়ে প্রাণ দিচ্ছে আমাদের ভাইয়েরা। চাকরির ওই চেয়ারে কিভাবে বসব আমরা? ওমন রক্তেভেজা চেয়ারে বসা যায়?

কোটা আন্দোলন
৪ই আগস্ট ২০২৪
দুপুর ১টা ৩২মিনিট।

04/09/2024

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-পাকিস্তান ভাগাভাগি ই দেখে যেতে পারেনাই। আর বাংলাদেশ সৃষ্টি ত বহুত দুরের বিষয়।

ঠাকুর ব্রো মারা যান 1941 সালে।

" বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে নুরেমবার্গে এক কাপ চা! "
03/09/2024

" বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে নুরেমবার্গে এক কাপ চা! "

03/09/2024

মা🥺😭😭

04/08/2024

খুলনায় সাধারণ জনতার উপর গুলি চালালো এডভোকেট সাইফুল।প্রত্যক্ষদর্শী দৌড়াতে গিয়ে ফোন ভেঙে গেছে।

17/07/2024

শ্রদ্ধা কিংবা ভালোবাসার অল্টারনেটিভ খুজে পাওয়ার ব্যাপার টা খুবই স্যাটিসফাইং। এতদিন আপনি একজন হিপোক্রিট লেখক কে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন তার কল্পনায় সৃষ্টি করা চরিত্র "আমার বন্ধু রাশেদ" কে। তবে এখন আপনি নিশ্চিতভাবেই তার অল্টারনেট পেয়ে গিয়েছেন। আপনার ভালোবাসা আর শ্রদ্ধা এখন "আমার ভাই আবু সাইদ" কিংবা "আমার বোন তন্নি" পেতেই পারে।ইনফ্যাক্ট তারা ডিজার্ভ করে এইটা।

Unity Is Strength!🤝
17/07/2024

Unity Is Strength!🤝

This🫀❤️‍🔥
17/07/2024

This🫀❤️‍🔥

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল...
17/07/2024

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে।

তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল।
তার বিশ্বাস হলোনা , ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…

কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে
বন্ধুরা কী বলবে! একটা গুলির আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ!

আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গুলি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা,বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা।

হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে বৃত্তি পেয়েছিল, এইটে পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।

আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।

দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধ টা বারুদের মত হয়ে গেল কী করে?

১৬/০৭/২০২৪


©️লামিয়া ইসলাম

অস্তিত্বের মিছিলে,খোলা দেয়ালের ওপারের**ক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।💔🇧🇩©Meet with Momi
17/07/2024

অস্তিত্বের মিছিলে,খোলা দেয়ালের ওপারে
র**ক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।💔🇧🇩

©Meet with Momi

Address

Khulna

Telephone

+8801707046449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Band Music Family-BBMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Band Music Family-BBMF:

Videos

Share