Abdur Rouf Rasel

Abdur Rouf Rasel I'm a Digital Marketing Professional with 5+ years of experience. If you have any question, ask me!

দুটো ব্র্যান্ড একটা A আরেকটা B.. তাদের বিজিনেস ক্যাটাগরি, ভিশন, প্রোডাক্ট, সোর্স, ডেডিকেশন, প্রাইস রেঞ্জ ইত্যাদি পইপই কর...
20/11/2023

দুটো ব্র্যান্ড একটা A আরেকটা B.. তাদের বিজিনেস ক্যাটাগরি, ভিশন, প্রোডাক্ট, সোর্স, ডেডিকেশন, প্রাইস রেঞ্জ ইত্যাদি পইপই করে সেইম। দুটোরই শুরু একই সময়ে, একই লোকেশনে.. কিন্তু ব্র্যান্ড দুটোর গ্রোথ সিমিলার নয়। কারন কি.??

ব্র্যান্ড A প্রথম দিন থেকেই সেল অরিয়েন্টেড। যাবতীয় সকল মেথড ইউস করে শুধু সেল বাড়ানোর জন্য। তাদের প্লান, প্রোগ্রাম মার্কেটিং, স্ট্যাটেজি বলতে শুধুই সেল করা এবং রেভিনিউ জেনারেট করা.!! প্রথম ৬ মাসে অপর ব্র্যান্ডের তুলনায় তাদের চাহিদা তুঙ্গে, কাস্টমার সবটাই তাদের.!!!

ব্র্যান্ড B একটু বোকাসোকা টাইপের। শুরুতে উঠেই সেল করায় তার খুব একটা আগ্রহ না। একজন কাস্টমার আসলে হাসিমুখে তার সাথে কথা বলে, সম্পর্ক তৈরি করে ফেলে, পজেটিভ রিভিউ কালেক্ট করে, তার জন্য প্রথম পারচেজে ছাড় দেয়, তার জন্য কুপন দিয়ে রাখে যেটাতে পরেরবার পারচেজ করলে ছাড় পাবে, কন্টাক নং কালেক্ট করে রাখে, প্রোডাক্টে প্রোবেলেম থাকলে এক্সচেঞ্জের ব্যবস্থা রাখে ইত্যাদি ইত্যাদি।

এতে করে ব্র্যান্ড A দিনে ১০০ ইউনিট সেল করলে ব্র্যান্ড B সব মিলে করে মাত্র ১৫ - ২০ টা.! পরিচিত মহলে ব্র্যান্ড B কে নিয়ে সবাই হাসি তামশা করে, পাগলের আখ্যা দিতে শুরু করে.!!

৬ মাস দুটো ব্র্যান্ড কন্টিনিউ করার পর সিচুয়েশন বদলাতে শুরু করে। ব্র্যান্ড B'র ট্যাস্টের জায়গা তৈরি করে ফেলে দারুনভাবে। কেউ একবার শপে আসলে সে তো বটেই বরং তার বাইরে তার পরিচিত মহলকে চোখ বুজে ব্র্যান্ড B কে সাজেস্ট করা শুরু করে। ফলে ব্র্যান্ড B কাস্টমার বাড়তে শুরু করে একই সাথে ব্র্যান্ড A'র সেল ডাউন হতে শুরু করে। ব্র্যান্ড A'র কাস্টমাররা ব্র্যান্ড B'র কাস্টমারে পরিনত হতে শুরু করে.!!

২ বছর পর গিয়ে দেখা যায় ব্র্যান্ড B টপ মোস্ট ব্র্যান্ড গুলোর একটা। সেল বাড়তে থাকে জ্যামিতিক হারে, রেভিনিউ আপাতত মাথা ব্যাথার বাইরে। ব্র্যান্ড B নিজস্ব প্রোডাকশন শুরু করেছে, আউটলেট সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। বিপরীতে ব্র্যান্ড A'র অবস্থা শোচনীয়.!! মানুষ জানে ব্র্যান্ড A নামে কিছু একটা আছে, কিন্তু আরেকজনের জনপ্রিয়তার কাছে পরাস্ত হয়ে ব্র্যান্ড A'র কথা দ্রুতই ভুলে গিয়ে ব্র্যান্ড B'র দিকে দৌড়াতে শুরু করে.!

এটা শুধু একটা স্টোরি কিন্তু বাস্তবতায় এই কেইস স্টাডি প্রচুর পাওয়া যায়। যেকারনে মার্কেটার যিনি মার্কেটিংটা ভিতর থেকে ফিল করেন তিনি কখনোই উঠেই সেল করার দিকে ফোকাস করতে চান না। ধীরে ধীরে কাস্টমার সাইক্লোজি বুঝে তাদের সাথে এঙ্গেজড হতে চেষ্টা করেন। একটা গুড আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করে ট্রাস্টের জায়গাটা পোক্ত করার কাথা বারংবার বলতে থাকেন।

কিন্তু মুশকিল হলো ব্র্যান্ড B'র মত বিজিনেস ওনার খুজে পাওয়া খুব খুব খুব টাফ। বাংলাদেশে তো হাতে গোনা পাওয়াও মুশকিল!

ইকমার্স তো বটেই বরং যেকোন বিজিনেসে ট্রাস্ট বিল্ড করেন, কাস্টমারকে ভ্যালু প্রোভাইড করেন, এঙ্গেজ হতে চেষ্টা করেন, কাস্টমার ওরিয়েন্টেড পলিসি মেক করেন, কমিউনিকেশন স্কিল বাড়ান.. শুরুতে হয়তো মনে হতে পারে বাজে কাজে সময় নষ্ট করছেন, পাগলামো করছেন!! কিন্তু সময় ঠিকই আপনার অ্যাপ্রোচকে ভ্যালু প্রোভাইড করবেই এবং বিজিনেসে অথবা ইকমার্সে এটা অলিখিত সংবিধানও বেট.!!!

© আব্দুর রউফ রাছেল
ইকমার্স এক্সপার্ট (ডিজিটাল মার্কেটিং)

লক্ষ্য যদি চা খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ হয় তাহলে জিভ পুড়লেই কি আর না পুড়লে কি.?
20/11/2023

লক্ষ্য যদি চা খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ হয় তাহলে জিভ পুড়লেই কি আর না পুড়লে কি.?

চ্যাট জিপিট বহু মানুষের চাকরি খেয়ে দিবে বলে প্রচন্ড হাইপ ছিলো। কথা সে রেখেছে স্বয়ং OPEN AI অর্থাৎ নিজের CEO কে খেয়ে মিশন...
19/11/2023

চ্যাট জিপিট বহু মানুষের চাকরি খেয়ে দিবে বলে প্রচন্ড হাইপ ছিলো। কথা সে রেখেছে স্বয়ং OPEN AI অর্থাৎ নিজের CEO কে খেয়ে মিশন শুরু করেলো অফিসিয়ালি।

যদিও স্যামের স্যাকড হওয়া নিয়ে নানা ইস্যু সামনে আসছে এখন পর্যন্ত :)

কেকা আপার দ্বায়িত্ব বোধহয় প্রথম আলো নিয়ে নিলো এবার :)
15/11/2023

কেকা আপার দ্বায়িত্ব বোধহয় প্রথম আলো নিয়ে নিলো এবার :)

ধরেন আপনি যে নিশ বা সাব নিশে ( ক্যাটাগরি) ইকমার্স বা এফ কমার্স বিজিনেস করছেন। কিন্তু মার্কেটে আপনার কম্পিটিটর আছে ২০ জন,...
14/11/2023

ধরেন আপনি যে নিশ বা সাব নিশে ( ক্যাটাগরি) ইকমার্স বা এফ কমার্স বিজিনেস করছেন। কিন্তু মার্কেটে আপনার কম্পিটিটর আছে ২০ জন, যাস্ট ইমাজিন..!

আপনি অরগানিক মেথডে সেল জেনারেট করেন বেশ ভালো, এখন সেল বাড়াইতে চাচ্ছেন অরগানিক তো বটেই প্রয়োজনে পেইড মেথডে মুভ করবেন। বেশ ভালো ডিসিশন, প্রত্যেক বিজিনেসের আলটিমেট গোলই তো সেল জেনারেট, রাইট.?

কিন্তু পেইড বা PPC তে আপনার নিশে ২০ জন কম্পিটিটর আছে যারা পেইড বা PPC তে রয়েছে। PPC বিভিন্ন উপায়ে হতে পারে কিন্তু বাংলাদেশে একমাত্র Facebook Ads বা বুস্ট ম্যাক্সিমাম বিজিনেস ওনার ট্রাই করেন..!!

আপনি সহ ২০ জন যে Faceboo Ads বা বুস্ট করলেন কিন্তু ফেসবুক কি সবার অ্যাডস অডিয়েন্সকে একই সাথে দেখাবে.? ছোট্ট উত্তর, না.!! কারো অ্যাডস ফিডের যেতেই শো করাবে, কারোটা ৪ - ৫ টা অরগানিক পোস্টের পরে, কারোটা বা আরো পরে.. প্রত্যেকের অ্যাডসই Facebook রিচ বা ইম্প্রেশন দিবে কিন্তু কেউ ২০ জনের মধ্যে সবার উপরে rank পাবে কেউ পাবে ২০ নাম্বারে.!! আজব না বিষয়টা.?

তাহলে প্রশ্ন হচ্ছে Meta কি কারো থেকে কম বা কারো থেকে বেশি চার্জ করবে.? ছোট্ট উত্তর, মোটেও না.!! মজার ব্যাপার হলো কেউ ০.০২ সেন্টের বিনিময়ে প্রথমে rank পায় কিন্তু ১৫ নাম্বার বিজিনেস $৩ ডলারের দিয়েও নিচের দিকে পড়ে যায়.!!

অবাক করা কথাবার্তা মনে হতেই পারে, তবে মেটা সহ সকল PPC প্লাটফর্ম মোটামুটি এই মেথডটাই ফলো করে..!!

ও বলাই তো হয়নি, Meta কিভাবে এই rank ডিস্ট্রিবেউট করে.? মোট ৪ টা বিষয়ের ওপর ভিত্তি করে Meta সহ সকল PPC প্লাটফর্ম অ্যাডসের rank নির্ধারন করে। যেটা সম্পূর্ন হয় অকশনের মাধ্যমে..!!!

বিস্তারিত জানতে আগ্রহী হলে নক দিতে পারেন এনি টাইম ইনবক্সে অথবা About সেকশনে ইনফোতে....

মাগনা ভেবে বসবেন না দয়া করে। এই রকম একখান ছবি তুলতে চাইলেও মেলা টেকাটোকা দিতে হয় কিন্তু মাগনা বাড়ির কাছে.!!!  শালা ইনফ্ল...
08/11/2023

মাগনা ভেবে বসবেন না দয়া করে। এই রকম একখান ছবি তুলতে চাইলেও মেলা টেকাটোকা দিতে হয় কিন্তু মাগনা বাড়ির কাছে.!!!

শালা ইনফ্লুয়েন্স মার্কেটিং :)

সিচুয়েশন অ্যাওয়ারনেস যার যত শার্প ইন্ডাস্ট্রিতে ইমপ্রুভের স্কোপ তার তত বেশি এবং দ্রুত :)
07/11/2023

সিচুয়েশন অ্যাওয়ারনেস যার যত শার্প ইন্ডাস্ট্রিতে ইমপ্রুভের স্কোপ তার তত বেশি এবং দ্রুত :)

ঠিক এমন কড়া অডিয়েন্স টার্গেট ফোকাসে রাখতে হবে  রিসার্স & স্ট্যাটেজি মেকিংয়ে। তাহলে পরবর্তী লাইফ সো ইজি..ইকমার্স রেভিনিউ ...
07/11/2023

ঠিক এমন কড়া অডিয়েন্স টার্গেট ফোকাসে রাখতে হবে রিসার্স & স্ট্যাটেজি মেকিংয়ে। তাহলে পরবর্তী লাইফ সো ইজি..ইকমার্স রেভিনিউ ইমপ্রুভমেন্ট যাস্ট পর্যাপ্ত ডাটা হাতে আসার অপেক্ষা মাত্র :)

প্রোফেশনাল কমিউনিটি বিল্ড এবং মেন্টেইনের জন্য লিঙ্কডিন দুনিয়া সেরা। বিশেষত যারা ফ্রিল্যান্স বা চুক্তি ভিত্তিক কাজ করেন ব...
06/11/2023

প্রোফেশনাল কমিউনিটি বিল্ড এবং মেন্টেইনের জন্য লিঙ্কডিন দুনিয়া সেরা। বিশেষত যারা ফ্রিল্যান্স বা চুক্তি ভিত্তিক কাজ করেন বা করতে পছন্দ করেন তাদের জন্য। হাই টিকেট ক্লায়েন্ট হান্টিং হয়ই মুলত এই প্লাটফর্ম থেকে সহজে..!!

কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে প্রোফেশনাল একটা প্রোফাইল তৈরি করা, ইন্ডাস্ট্রি ফোকাস করে অপটিমাইজ করা।

তবে মুশকিল হলো প্রোপার গাইডলাইন.. বাংলাদেশে লক্ষ কোটি কোর্স পাবেন, কিনবেন ট্রাই করবেন কিন্তু খুব একটা আমলে আসবে কিনা জানিনা.. আমার আসেনি। গত বছর খানেক গোটা ১০'শের মত কোর্স গাইডলইন ফলো করে ১০০+ কানেকশন পর্যন্তই পৌছাতে পারিনি। অথচ লিংকডিনের নিজস্ব কোর্স মডিউল ফলো করে মাত্র ১ মাসেই ৫০০+ কানেকশনে পৌছাতে পেরেছি খুব সহজেই..!! যদের বড় অংশ ইকমার্স CEO বা OWNER..!!

ছোট্ট অভিজ্ঞতা থেকে একটা মতামত শেয়ার করি। লিংকডিন থেকে যদি ক্লায়েন্ট ম্যানেজ করতে চান, নিজের ব্যান্ডিং করতে চান, কমিউনিটি বিল্ড করতে চান, দেশের বাইরের কাজ করতে চান.. তাহলে লিংকডিন লানিং থেকে তাতের নিজস্ব কোর্স মডিউল ফলো করতে পারেন। আশা করি খুব দ্রুতই দারুন একটা কমিউনিটি বিল্ড করতে পারবেন এবং কমিউনিটিতে নিজের ব্র্যান্ডিং ঠিকঠাক করতে পারলে কাজ তো বটেই বাইরের বড় বড় কোম্পানি থেকেও জব অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ...

এক্সপার্ট যখন অডিয়েন্স টার্গেট করে :)
05/11/2023

এক্সপার্ট যখন অডিয়েন্স টার্গেট করে :)

05/11/2023
কবিদেরও চ্যাতবোধ আছে :)
04/11/2023

কবিদেরও চ্যাতবোধ আছে :)

Strategy ডেভেলপ করে Data-Driven Module এ  কম্পিটিটরের ম্যাসিভ Growth দেখে সেই মেথড ফলো করার টুকরো চেষ্টা :)Ecom. Busines...
01/11/2023

Strategy ডেভেলপ করে Data-Driven Module এ কম্পিটিটরের ম্যাসিভ Growth দেখে সেই মেথড ফলো করার টুকরো চেষ্টা :)

Ecom. Business Owner বি লাইক

31/10/2023

E-commerce, Digital Marketing, PPC নিয়ে কাজ করেন, যতই ভালো পজিশনে যান বাঙ্গালিকে দুটো জিনিস বুঝাইতে পারবেন না..!!

১. বিজিনেস ওনার। এই শ্রেনীকে প্রোপার ই - কমার্সে আসার যতই পরামর্শ দেন বুঝাতে পারবেন না। ওনাদের ম্যাসেজ লাগবে, সেল না হলেও চলবে.. বাট ম্যাসেজ লাগবেই।

২. বিসিএস চিন্তা ওয়ালা মানুষজন.. যাই করেন শেষ লাইন অনেকটা এরকম, "যাই বলো বাচা ওসব এই আছে এই নাই"..!! বিসিএস হয়নি ভালো কথা চারকি করো, এসব করে পেটের ভাত জুটবে না..!!!

Address

Satkhira
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rouf Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Rouf Rasel:

Share