Qawmi Information

Qawmi Information কওমী মাদ্রাসার প্রচুর তথ্যাবলী। ঈমান

09/05/2020

রমজানের গুরুত্ব ও ফজিলত, রোজা ভঙ্গের কারণ সমূহ, স্বপ্নদোষ হলে কি রোযা ভেঙ্গে যায়, রমজানের রোযা ফরজ হয় কত হিজরীতে,....

যারা যাকাতের হকদারঃ-*ফকির অর্থাৎ যাদের নিকট প্রয়োজন সমাধা করার মতো সম্পদ নেই, অথবা যাদের নিকট যাকাত, ফিৎরা ওয়াজিব হওয়...
15/04/2020

যারা যাকাতের হকদারঃ-

*ফকির অর্থাৎ যাদের নিকট প্রয়োজন সমাধা করার মতো সম্পদ নেই, অথবা যাদের নিকট যাকাত, ফিৎরা ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ নেই।
* মিসকিন অর্থাৎ যারা সম্পূর্ণ রিক্ত থাকে।
* ইসলামী রাষ্ট্র হলে তার যাকাত তহবিলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ।
* যারা ঋণগ্রস্থ।
* যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত বা দ্বীনি ইলম শিক্ষারত ছাত্ররা।
* মুসাফির ব্যক্তি। সফরে রিক্তহস্ত হয়ে গেলে, যদিও সে সম্পদশালী হয়।
মাসয়ালাঃ যাকাত দাতার ভাই-বোন ও তাদের সন্তান, ভগ্নিপতি, চাচা-চাচি, খালা-খালু, ফুফা-ফুফু, মামা- মামি, শশুর-শাশুড়ি, জামাতা, সৎ মা- বাবা ও সৎ ভাই-বোন এদেরকে যাকাত দেওয়া জায়েজ হবে যদি এরা গরীব হয়।

যে সমস্ত সম্পদের যাকাত আসেনাঃ-ব্যবসায়ীক পন্য ছাড়া ঘরের যেসব আসবাবপত্র কাপড়-চোপড়, থালা-বাটি, হাড়ি-পাতিল, আলমারী-সোকেজ, পড়...
14/04/2020

যে সমস্ত সম্পদের যাকাত আসেনাঃ-

ব্যবসায়ীক পন্য ছাড়া ঘরের যেসব আসবাবপত্র কাপড়-চোপড়, থালা-বাটি, হাড়ি-পাতিল, আলমারী-সোকেজ, পড়ার বই ইত্যাদিতে যাকাত আসে না। নিজে বসবাস করা বা ভাড়া দেয়ার উদ্দেশ্যে যে ঘর-বাড়ি নির্মাণ করা হয় কিংবা যে জমি ক্রয় করা হয়, সে ঘর-বাড়ী ও জমির মূল্যের উপর যাকাত আসেনা। তবে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ী ও জমির মূল্যের উপর যাকাত আসবে।

১/ কারখানার উৎপাদনের কাজে যে মেশিন, যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার হয়, অনুরূপভাবে যে সমস্ত গাড়ি ও যানবাহন ব্যবহার হয় তার মূল্যের উপর যাকাত আসেনা; বরং এ কারখানা থেকে উৎপাদিত পন্যের উপর যাকাত আসবে।

২/ রিকশা, বেবি, বাস, ট্রাক ও লঞ্চ ইত্যাদি যা ভাড়ায় চালানো হয় তার মূল্যের উপর যাকাত আসেনা। আবশ্য এসব যানবাহন যদি কেউ ব্যবসার নিয়তে রাখে তাহলে তার মূল্যের উপর যাকার আসবে। এক কথায় উৎপাদনের জন্য যে সমস্ত বস্তু মধ্যস্ততা হয় তার উপর যাকাত আসবে না, (তবে এ বিষয়ে বিশেষ লক্ষনীয়, যে ব্যক্তির একাধিক কলকারখানা বা একাধিক গাড়ি বাড়ি রয়েছে তার যাকাতে বিষয়টি ভিন্নরূপ অর্থাৎ যে কারখানার উৎপাদন দ্বারা এবং যে গাড়ি বাড়ির উৎপাদন দ্বারা তার অধীনস্ত লোকজনের জীবিকা নির্বাহের জন্য অপরিহার্য সে গাড়ি বাড়ি ও কলকারখানা ব্যতিত সমস্ত কলকারখানা ও গাড়ি বাড়ির সরঞ্জামের মূল্যের উপর যাকাত আসবে) শুধুমাত্র উৎপাদিত বস্তু এবং অর্থ-কড়ি ও অপ্রয়োজনীয় বস্তু যা ব্যবহার করার জন্য নয়, এমন জিনিসের মূল্যের উপর যাকাত আসবে। আর সোনা-রূপার ক্ষেত্রে ব্যবহারের হোক বা ব্যবসার জন্য হোক সর্বাবস্থায় তার উপর যাকাত ওয়াজিব হবে।

৩/ যদি কারো নিকট ব্যবহারের উদ্দেশ্যে হীরা, মণি-মুক্তা বা দামি কোন পাথর ইত্যাদি থাকে, তাহলে তার মূল্যের উপর যাকাত আসবে না। আর যদি এ নিয়ত রাখা হয় যে, এটা একটা সঞ্চয়, প্রয়োজনে বিক্রি করে নগদ অর্থ অর্জনকরা যাবে, তবে তাতে যাকাত ওয়াজিব হবে।

৪/ ঋনগ্রস্থের উপর যাকাত ওয়াজিব নয়। হ্যা, যদি এ পরিমাণ সম্পদ থাকে যে, ঋন পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের মূল্য সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য সমপরিমাণ হয়, তবে যাকাত ওয়াজিব হবে।

৫/ সরকারী চাকরীজীবির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে না পাওয়া পর্যন্ত তার উপর যাকাত ওয়াজিব হবে না। তবে যে টাকা চাকরীজীবি স্বেচ্ছায় অতিরিক্ত জমা রাখে তার উপর যাকাত ওয়াজিব হবে।

13/04/2020
আল্লামা শাহ আহমদ শফি সাহেব দাঃ বাঃ খুবই অসুস্থ।আমরা সবাই তার সুস্থতা কামনা করি।
12/04/2020

আল্লামা শাহ আহমদ শফি সাহেব দাঃ বাঃ খুবই অসুস্থ।
আমরা সবাই তার সুস্থতা কামনা করি।

06/04/2020

#হে আমাদের প্রতিপালক!
বিশ্বের ১৮০ কোটি মুসলমানের মধ্যে,যার হাতটি
আপনার পছন্দ হয়,

তার হাতের উচিলায় করােনা ভাইরাস থেকে আমাদের
সবাইকে মুক্ত করে দেন।

#আমীন।

06/04/2020

এতদ্বারা আল-হাইআতুল উলয়া লিল-
জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সংশ্লিষ্ট
সকলকে জানানাে যাচ্ছে যে, করােনাভাইরাস
উদ্ভুত বর্তমান পরিস্থিতিতে ৪ এপ্রিল ২০২০
ঈসাব্দ হতে ১১ এপ্রিল ২০২০ ঈসাব্দ পর্যন্ত
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল
কওমিয়া বাংলাদেশ-এর সকল কার্যক্রম বন্ধ
থাকবে।

আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বাংলাদেশঃ"আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বাংলাদেশ" হল,সরকার স্বীকৃত কওমী মা...
04/04/2020

আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বাংলাদেশঃ

"আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বাংলাদেশ" হল,সরকার স্বীকৃত কওমী মাদ্রাসাগুলোর ইসলামি শিক্ষা বোর্ড। বাংলাদেশ সরকার বেগম শেখ হাসিনা ১১ এপ্রিল ২০১৮ সালে এই বোর্ডের আওতায় কওমী মাদ্রাসাগুলোর সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে (তাকমীল) মাস্টার্সের সমমান মর্যাদা প্রদান করে। কওমী মাদ্রাসার ৬ টি বোর্ডের অন্তর্ভুক্ত সবগুলো দাওরায়ে হাদীস বর্তমানে আল-হাইআতুল উলয়ার অধিনে নিবন্ধিত।

কওমী মাদ্রাসার ৬টি বোর্ড হচ্ছেঃ-

১/বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
২/বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা।
৩/ আনজুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া।
৪/ আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ।
৫/ তানযীমুল মাদারিসিল কওমিয়া, বাংলাদেশ।
৬/ জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

উলামায়ে কেরামের উপস্থিতিতে বাংলাদেশ সরকার কওমী মাদ্রাসাগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলূম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি করে কওমী মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে (তাকমীল) মাস্টার্স এর সমমানের মর্যাদা প্রদানের ঘোষণা দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৩ এপ্রিল ২০১৭ তারিখে সহকারী সচিব (স.বি.-১) আব্দুস সাত্তার মিয়া এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেন। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ “আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বাংলাদেশ" এর আওতায় কওমী মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি এর সমমান প্রদান বিল ২০১৮” জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ জাতীয় সংসদে এ বিল পাস হয়। অতপর ৮ অক্টোবর ২০১৮ তারিখে বিলটি রাষ্ট্রপতির অনুমিত পায়। এবং সর্বসাধারণের অবগতির জন্য সংসদ সচিবালয় কর্তৃক গেজেট আকারে প্রকাশ পায়।

উদ্দেশ্যঃ

একটি আদর্শ পাঠ্যক্রম নিশ্চিত করা এবং কাওমী মাদ্রাসার ছয়টি বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর কেন্দ্রের অধীনে পরীক্ষা নেয়া। আর এ উদ্দেশ্য পূরণের জন্য সরকারি স্বীকৃতি লাভ করা।

03/04/2020

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকল মুসলিম ভাই-বোনকে বেশি বেশি করে দোয়াটি পড়ার আহ্বান জানাচ্ছি।
(আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন)

اللَّهُمَّ إِنِّيْ أَعُوُذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُوْنِ، والْجُذَامِ، وَمِنْ سَيِّءِ الْأَسْقَامِ.

উচ্চারণ :- আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।

অর্থ: -হে আল্লাহ, আমি আপনার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।

প্রশঃ যদি কোন ব্যক্তি সিরিন্জ দিয়ে রক্ত বের করে তাহলে তার ওজু ভাঙবে কি না?উত্তরঃ সিরিন্জ দ্বারা আক্রান্ত স্থান অতিক্রম ক...
01/04/2020

প্রশঃ যদি কোন ব্যক্তি সিরিন্জ দিয়ে রক্ত বের করে তাহলে তার ওজু ভাঙবে কি না?

উত্তরঃ সিরিন্জ দ্বারা আক্রান্ত স্থান অতিক্রম করে এতটুকু পরিমাণ রক্ত বের করলে ওজু ভেঙ্গে যাবে। অন্যথায় নয়।

-রদ্দুল মুহতার ১/১৩৫; আল হেদায়াহ ১/২৩; আহসানুল ফাতাওয়া ২/২৭;

প্রশঃ জুতা পরিধান করে বা জুতার উপর দাড়িয়ে জানাজা নামাজ পড়ার নিধান কি?উত্তরঃ যদি জুতা পাক হয় তাহলে তা পরিধান করে বা তার উ...
01/04/2020

প্রশঃ জুতা পরিধান করে বা জুতার উপর দাড়িয়ে জানাজা নামাজ পড়ার নিধান কি?

উত্তরঃ যদি জুতা পাক হয় তাহলে তা পরিধান করে বা তার উপর দাড়িয়ে জানাজা নামায পড়া বৈধ আছে। অনুরূপভাবে যদি জুতার নিচের অংশ নাপাক হয় তাহলে জুতা খুলে তার উপর দাড়িয়ে জানাজা নামায পড়াও বৈধ আছে। তবে জুতার উপরের অংশে নাপাক থাকলে তার উপর দাড়িয়ে জানাজা নামায পড়া বৈধ নয়।
-বাহরুর রায়েক ২/১৯৩; হা: ত্বহত্বাবী পৃ: ৩১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৯

যে কোন জাতির আর্থ-সামাজিক ও রাজনৈতিক উৎকর্ষ সাধনের মূল মাধ্যম হচ্ছে শিক্ষা। যে কোন জাতির বৃহত্তর জনগোষ্ঠীর লালিত আকীদা-ব...
01/04/2020

যে কোন জাতির আর্থ-সামাজিক ও রাজনৈতিক উৎকর্ষ সাধনের মূল মাধ্যম হচ্ছে শিক্ষা। যে কোন জাতির বৃহত্তর জনগোষ্ঠীর লালিত আকীদা-বিশ্বাস ও জীবনবোধের বাস্তব দর্পণ হচ্ছে শিক্ষা।। শিক্ষাই বলিষ্ঠ সমাজ গড়ার মূলমন্ত্র, জাতির মেরুদন্ড। জাতীয় আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে প্রানীত নৈতিকতাসমৃদ্ধ সুশিক্ষাই এই মেরুদণ্ড সুদৃঢ় করতে আদর্শ বিবর্জিত নীতি-নৈতিকতাহীন শিক্ষা কিছুতেই প্রকৃত মনুষ্যত্ব উপহার দিতে পারে না। বৃরিশ প্রবর্তিত পাশ্চাত্যের শিক্ষা ব্যাবস্থা কেড়ে নিচ্ছিল পাক ভারতের সরল প্রাণ মুসলমানদের ঈমান-আকিদা। উপমহাদেশের অনগত প্রজন্মকে যখন বৃটিশ বেনিয়ারা চিন্তা, মেধা ও মননে ইংরেজ বানাতে তৎপর। এমনই এক নাজুক মুহুর্তে সাংস্কৃতিক এই আগ্রাসন থেকে ইসলামি তাহজিব-তামাদ্দুন ও জাতির স্বার্থ রক্ষার্থে ইসলামি শিক্ষার ব্যাপক প্রসারের দৃঢ় প্রত্যয় নিয়ে ১৮৬৬ সালে প্রটিষ্ঠিত হয় বিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল ঊলুম দেওবন্দ।

মূলত দারুল ঊলুম দেওবন্দ ছিল ইসলাম ও স্বাধীনতা রক্ষা আন্দোলনে উৎসর্গিত প্রাণ এক প্রতিষ্ঠান। তৎকালীন উপমহাদেশের দূরদর্শী ওলামায়ে কিরামের আজম্ম লালিত চেতনার প্রতিষ্ঠানিক রূপায়ন। উপমহাদেশে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আদর্শিক রাজনৈতিক, মনস্তাত্ত্বিক সকল প্রকার গোলামীর শৃঙ্খল থেকে দেশ ও জাতিকে মুক্ত করাই ছিল দারুল ঊলুম দেওবন্দের মূল চেতনা। ধীরে ধীরে এ চেতনার বিস্তর ঘটতে থাকে মাযাহেরে ঊলুম, সাহারানপুর এর মত প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে।
পর্যায়ক্রমে এ ধারার অসংখ্য মাদ্রাসা ছড়িয়ে পড়ে উপমহাদেশের আনাচে-কানাচে। আমাদের বাংলাদেশে এই প্রচলিত লাখো কওমী মাদ্রাসা তারই নমুনা।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Qawmi Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qawmi Information:

Share


Other News & Media Websites in Khulna

Show All

You may also like