27/11/2024
তুর্কি সিরিজে আমার দেখা পাক্কা ৩ জন জাত অভিনেতা।
আমার দৃষ্টিতে জাত অভিনেতা সেই—যে পজিটিভ এবং নেগেটিভ যেকোনো চরিত্রে নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে আর এই গুণগুলো এই ৩ জন অভিনেতার মধ্যে বেশ ভালোভাবেই দেখলাম। এরা পজিটিভ চরিত্রে অভিনয় করে যেমন সবার মন প্রফুল্ল করে দিয়েছে ঠিক তেমনি নেগেটিভ চরিত্রে অভিনয় করে সবার মাথা গরম করে দিয়েছে। এক কথায়, চরিত্রের সাথে নিখুঁতভাবে মিশে গিয়ে নিজেদের ফুটিয়ে তোলার গুরু এই ৩ জন।
(১) Gürkan Uygun—যিনি ‘পায়িতাথ আব্দুল হামিদ’ সিরিজে পজিটিভ চরিত্র ‘হালিল হালিদ’, বুযুক সেলজুক্লু সিরিজে নেগেটিভ চরিত্র ‘হাসান সাব্বাহ’, ‘মেহমেদ বীর চিহান ফাতিহি’ সিরিজে পজিটিভ চরিত্র ‘দেলিবাস’ এবং ‘তেশকিলাত’ সিরিজে নেগেটিভ চরিত্র ‘ইলদিরিম কোরাল’ এবং পজিটিভ চরিত্র ‘এফকার বাবা’ ভূমিকায় অভিনয় করেছেন।
(২) Barış Bağcı—যিনি ‘দিরিলিস আর্তুগ্রুল’ সিরিজে নেগেটিভ চরিত্র ‘বাইজু নয়ান’, আল্প আরসালান’ সিরিজে পজিটিভ চরিত্র ‘সুলতান তুগরুল বেগ’ এবং ‘কুদুস ফাতিহি সালাহউদ্দিন আইয়ুবী’ সিরিজে নেগেটিভ চরিত্র ‘রাশিদউদ্দিন সিনান’ ভূমিকায় অভিনয় করেছেন।
(৩) Ozman Sirgood/Osman Soykut—যিনি ‘দিরিলিস আর্তুগ্রুল’ সিরিজে পজিটিভ চরিত্র ‘ইবনুল আরবী’, ‘মেহমেদ ফাতিহলার সুলতানি’ সিরিজে নেগেটিভ চরিত্র ‘মেগাদুক নোতারাস’ এবং ‘আল সানজাক’ সিরিজে নেগেটিভ চরিত্র ‘মিথাত’ ভূমিকায় অভিনয় করেছেন।