Afsana

Afsana Always Alhamduallah ❤️

30/06/2024
💙
23/02/2024

💙

23/02/2024

আর বোলবি মেয়েরা আটা ময়দা মাখে😒

আমরা মেয়েরা একটা ফাউন্ডেশন যে টাকায় কিনি সেই টাকায় তোরা সারাবছরের আট ময়দা কিনা খাইতে পারবি 🥱

15/08/2023

💛🧡

🖤
15/08/2023

🖤

🖤🖤

13/08/2023

🖤

🙂
13/08/2023

🙂

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট কিনে। পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে।

অথচ যৌবনে এতে ছিলো বড্ড ভয়। বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়! তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না। বাবা মা জীবিত থাকলে কোন পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তাই পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোন অপশন নেই। যৌবন থাকতে বউকে বলে আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার কোন কিছুই তোমার নয়। আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার, প্লিজ আমার সেবা করো।

বোকা পুরুষ এটা বুঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ! বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে।‌ এতো সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবণে একটা শখ পূরণ করতে সারারাত কাঁ'দতে হয়েছে!

post by - Tahmina Jannat

11/08/2023

💜

08/08/2023

✨💜

07/08/2023

❤️✨

30/07/2023

একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কথা বলার কোনই বিকল্প নাই। মানুষ কাউকে প্রিয় বানায় আপন বানায় তার ভেতরের জমে থাকা দুঃখকষ্ট, আনন্দগুলো ভাগাভাগি করার জন্য৷ মানুষ চাই তার প্রিয় মানুষটা তাকে বুঝুক। তার রাগ, অভিমানগুলো বুঝুক। কেউ তাকে প্রচন্ড ভালোবাসুক।

এই ভালোবাসার মূল মন্ত্র হলো, কথা বলা। টাইম দেওয়া। প্রিয় মানুষটা আপনার থেকে কিচ্ছু চায় না কিন্তু, শুধু একটু কথা বলা। একটু সময়। এটাও যদি দিতে না পারেন তবে শুধু শুধু কাউকে ভালোবাসবেন না। কারো চাওয়া গুলো ডাস্টবিনে ফেলে রাখার দরকার আছে?

সবকিছুর পরও। সব কিছু মেনে নিয়ে যে, আপনার কাছে থাকতে চায়, তাকে রেখে দিন। আর নয়তো স্ট্রেইট বলে দিন। এ্যানাফ। ওই ফালতু ন্যাকাদের মতো হ্যাঁ, না কিছু না বলে ঝুলিয়ে রাখবেন না। মানুষের আবেগ নিয়ে খেলা বন্ধ হোক। মানুষকে ভালোবাসতে নাই পারেন, অনন্ত তাকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন। যার সাথে আপনি যেমন করবেন, প্রকৃতি ঠিক তেমনটাই আপনার সাথে করবে। যেমন কর্ম, তেমন ফল ।🙂

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana:

Videos

Share