Somoy Khulna - সময় খুলনা

Somoy Khulna - সময় খুলনা দেশ ও দশের সংবাদ

12/04/2024

লিটু মেম্বারকে গুলি করে হত্যার চেষ্টা।।

ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিটু মেম্বারকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।
তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

08/04/2024

খুলনায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দখলের পায়তারা ।।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দশ গেট এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের ১টি ঘর দখলের পায়তারা করছেন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম ও তার অনুসারী সাইফুল নামের এক ব্যক্তি। ভেজা চোখ আর ভাঙা ভাঙা কন্ঠে এমনি অভিযোগের কথা জানালেন মোসাঃ শামীমা খাতুন নামের এক ভুক্তভোগী।
ভুক্তভোগী শামীমা জানান, এক বছরেরও অধিক সময় ধরে স্বামী সন্তান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরটিতে বসবাস করছিলেন তিনি।তার অনুপস্থিতিতে তার ঘরের তালা ভেঙে ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম এবং সাইফুল নামের তার এক অনুসারীর নেতৃত্বে নতুন একটি তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।কারন জানতে তিনি একাধিক বার ঐ ইউপি সদস্যের মুঠো ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেন নি। মাথা গোজার শেষ ঠিকানাটুকু হারিয়ে ভুক্তভোগী শামীমা এখন স্বামী ও ৫বছরের সন্তান নিয়ে প্রতিবেশিদের আশ্রীতা হয়ে দিন পার করছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম বলেন- আমি যা করেছি সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে করেছি।
এবং সাইফুল বলেন- আমি এসবের কিছুই জানি না। মেম্বার আশরাফুল আমাকে ডেকেছেন তাই আমি ঐখানে গিয়েছি মাত্র।।

07/04/2024

রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ২ ।।

খুলনার রূপসা নদীতে রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ রোববার (০৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্গো জাহাজের বাবুর্চি ও গ্রিজার নিখোঁজ হয়েছেন।

কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়।

তিনি জানান, এমভি থ্রি লাইট-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি।

রূপসা নৌ পুলিশের ওসি নুরুল ইসলাম শেখ জানান, তারা ডুবে যাওয়া জাহাজটি শনাক্ত করার এবং নিখোঁজ ২ জনকে উদ্ধারের চেষ্টা করছেন।

06/04/2024

২৪নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানালেন- কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।।।

২৪নং ওয়ার্ডবাসী সহ খুলনাবাসীকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এবং বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। কিউ টিভিকে দেয়া শুভেচ্ছা সাক্ষাৎকারের তিনি বলেন- জাতি ধর্ম বর্ন নির্বিশেষে এই উৎসব আমাদের সকলের।আমরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারলে পবিত্র ঈদ-উল-ফিতর যথাযথ পবিত্রতা এবং মহিমার সাথে উদযাপন করা হবে।

05/04/2024

পিতা আলহাজ্ব আবুল হোসেনকে আরেকবার নির্বাচিত করার অনুরোধ জানালেন-
পুত্র সমাজসেবক ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম।।

আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনকে আরেকবার নির্বাচিত করার অনুরোধ জানালেন পুত্র বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম।গতকাল উপজেলার কামারখোলা ইউনিয়নের ঠাকুর বাড়িতে গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করেন তিনি। এ সময় মানুষের সতস্ফূর্ত অংশ গ্রহণে পথসভা স্থল জনসভায় রূপ নেয়। পথসভায় বক্তৃতা কালে আব্দুল্লাহ আল মাসুম উপস্থিত সকলের কাছে তার পিতার জন্যে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

05/04/2024

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৪ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কেএমপি’র পুলিশ কমিশনার।।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৪ উপলক্ষে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এটিএম বুথ, শপিংমল এবং বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

পুলিশ কমিশনার এ সময় ডাকবাংলা ও বড়বাজার এলাকার বিভিন্ন মার্কেট ও বিপণি বিতান, জুয়েলারি মার্কেট,ফলের দোকান, ইলেকট্রনিক মার্কেট, খাবারের দোকান এবং শপিংমল গুলোতে আগত ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ঈদ শপিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান।

এছাড়াও পুলিশ কমিশনার মহানগরীর ফেরীঘাট মোড়ে সোনালী ব্যাংকের গার্ড ডিউটি, ট্রেজারি গার্ড ডিউটি এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেএমপি'র সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল, অফিসার ইনচার্জ খুলনা থানা- কামাল হোসেন খাঁন।

#

03/04/2024

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) বলেছেন, আমাদের একমাত্র উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে কোন প্রকার সহিংসতা ছাড়া একটি নির্বাচন উপহার দেয়া। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিদের্শনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন বলে আজ আমাকে অবহিত করেছেন।

আজ বুধবার (০৩ এপ্রিল) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার এসকল কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেয়ার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নির্বাচনে নমিনেশন পেপার অনলাইনে জমা দেয়ার ব্যবস্থা থাকছে, ফলে নমিনেশন জমাদানে বাঁধা প্রদানের সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা অনুসরণ করে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে নির্বাচনী সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন।

এর আগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম এবং খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

02/04/2024

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন -
কেসিসি ২৮নং ওয়ার্ড মোঃ জিয়াউল আহসান টিটো।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন - কেসিসি ২৮নং ওয়ার্ড মোঃ জিয়াউল আহসান টিটো। কিউ টিভিকে দেয়া এক শুভেচ্ছা সাক্ষাৎকারে তিনি বলেন- দীর্ঘ ১টি মাস সিয়াম সাধনার পরে বাঁধ ভাঙা আনন্দ উল্লাস নিয়ে ঈদ-উল-ফিতর আমাদের মাঝে আসে।আসুন আমরা সকলে মিলে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সুশৃঙ্খল ভাবে ঈদ-উল- ফিতর উদযাপন করি।

01/04/2024

এক শারীরিক প্রতিবন্ধীকে নতুন ভ্যান উপহার দিলেন কে.এম.পি পুলিশ কমিশনার ।।

গত ২৯ শে মার্চ মধ্যরাতে একদল কতিপয় দুর্বৃত্তরা শারীরিক প্রতিবন্ধী মোঃ মিজানুর রহমানের ঘরে ঢুকে দেশি অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ৭হাজার টাকা এবং একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে যায়। এ ঘটনায় খানজাহান আলী থানায় অভিযোগের পরে ভ্যান সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে শারীরিক প্রতিবন্ধী মিজানুর রহমানকে একটি নতুন ইঞ্জিন চালিত ভ্যান উপহার দেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবন্ধী মিজানুরকে একটি ভ্যান উপহার দিচ্ছি এবং তাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চুরি হওয়া ভ্যান উদ্ধার হয়েছে । উদ্ধারকৃত ভ্যানটি মেরামতের মাধ্যমে উপযোগী করে সে এটি ভাড়া প্রদান করবে এবং নতুনটি দিয়ে নিজে উপার্জন করবে। খুলনা মেট্রোপলিটন পুলিশে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমাদের সাধ্য অনুযায়ী নিম্নবিত্ত, অসহায় মানুষের পাশে থাকবো।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার এম.এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার মিয়া মোঃ আশিস বিন হাসান-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

30/03/2024

প্রকৌশলী বায়োজিদ হাসানকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে খুলনায় মানববন্ধন।।

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী আকবর টিপু। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বায়োজিদ হাসানের মা দিলরুবা বেগম, স্ত্রী তাকিয়া সুলতানা, বড় ভাই আব্দুল আহাদসহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বায়োজিদ হাসানের হত্যা মামলায় অভিযুক্ত যশোরের খান রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ অন্যান্য জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন। এ সময় নিহত বায়োজিদের মা ও স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কান্না জড়িত কণ্ঠে হত্যাকারীদের অবিলম্বে বিচার দাবি করেন। উল্লেখ্য, গত সোমবার (২৫ মার্চ) রাতে যশোরে খান রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের লোন অফিসপাড়ার চালের আড়ত থেকে বায়োজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুল্লুক চাঁদের ঢাকায় একটি নির্মাণাধীন বাড়ির ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন বায়োজিদ। এ হত্যার ঘটনায় রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ নয়জনের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানায় মামলা করা হয়। নিহত বায়োজিদের মা দিলরুবার করা এ মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার এজাহারনামীয় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান খোকাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। তিনি এ ঘটনায় জড়িত স্বীকার করে এবং অপর জড়িতের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির।। ঈদকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ...
29/03/2024

ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর
ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির।।

ঈদকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এবারের ঈদে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণী শেষে এসব কথা জানান আইজিপি।স একই সঙ্গে ঈদযাত্রায় কেউ বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে সব বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতু মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভা শেষে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন।। অবশেষে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির নতুন আলোচনায় অনুমোদন দিয়েছেন ইসরায়...
29/03/2024

অবশেষে যুদ্ধবিরতির আলোচনায়
নেতানিয়াহুর অনুমোদন।।

অবশেষে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির নতুন আলোচনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
শুক্রবার (২৯ মার্চ) নেতানিয়াহুর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা হবে। নেতানিয়াহু ইতোমধ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে নতুন আলোচনা নিয়ে কথা বলেছেন। তবে মোসাদপ্রধান নিজে যুদ্ধবিরতির আলোচনায় উপস্থিত কি না, সেটি স্পষ্ট করেনি তারা।
এর আগে, গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। ওইদিন যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে আনেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পর দিন মঙ্গলবার মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পানি, খাবার ও নিরাপদ স্থানের অভাবে উপত্যকাটির বাসিন্দারা মৃত্যুর দ্বারপ্রান্তে।

স্কুলছাত্রকে হত্যার অভিযোগ,৪ সহপাঠী আটক । নাটোরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠ...
29/03/2024

স্কুলছাত্রকে হত্যার অভিযোগ,
৪ সহপাঠী আটক ।

নাটোরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ সহপাঠীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে নলডাঙ্গা উপজেলার পরিত্যক্ত একটি ভবন থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম হিমেল হোসেন। তার বয়স ১৫ বছর। হিমেলে উপজেলার পিপরুল গ্রামের ফারুক সরদারের ছেলে। সে পাটুল-হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।

নলডাঙ্গা থানার ওসি মোহা. মনোয়ারুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হিমেলকে তার সহপাঠী মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে হিমেলের মোবাইল ফোনটি বন্ধ পান স্বজনরা। পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। তবে কোথাও সন্ধান না পেয়ে পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ হিমেলকে উদ্ধারে অভিযানে নামে। অভিযানে হিমেলের বন্ধু পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পার্থের দেয়া তথ্যমতে রাত সাড়ে ১২ টার দিকে পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করা হয়।ওসি জানান, হিমেলের মাথায় আঘাত, গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মেহেদী, শিমুল ও সুজন নামে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভিকারুননিসায় মিথ্যা তথ্য-জাল সনদে৩৬ ছাত্রী ভর্তি।। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফের অবৈধভাবে শিক্ষার্থী ...
29/03/2024

ভিকারুননিসায়
মিথ্যা তথ্য-জাল সনদে
৩৬ ছাত্রী ভর্তি।।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফের অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির অভিযোগ ওঠেছে। মিথ্যা তথ্য ও জাল সনদে প্রথম শ্রেণিতে ৩৬ ছাত্রীকে ভর্তির ঘটনা ঘটে। খোদ প্রতিষ্ঠানটির ভর্তি কমিটির একজন সদস্য গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনারকে এ অভিযোগ করেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতাও পেয়েছে।
জানা গেছে, অবৈধভাবে ৩৬ ছাত্রী ভর্তির ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ভর্তি সংশ্লিষ্টদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মমিনুর রহমান। ২৫ মার্চ চিঠি দিয়ে জবাব চাওয়া হয়। চিঠি হাতে পাওয়ার পর চার কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে হবে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসার প্রথম শ্রেণিতে ১৬৯ জন ছাত্রীকে অবৈধভাবে ভর্তির অভিযোগ ওঠে। পরে তাদের ভর্তি বাতিল করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর মূল ক্যাম্পাসের দিবা শাখা (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে বরখাস্ত করা হয়। তাকে ঘটনা ফাঁসের জন্য দায়ী করা হয়।
নিজে বরখাস্ত হওয়ার পর শাহ আলম খান ভর্তি কমিটির অনিয়মের বিষয়টি লিখিতভাবে গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনারকে জানান। ১৮ ফেব্রুয়ারির লিখিত অভিযোগে শাহ আলম জানান, মূল প্রভাতি বাংলা ভার্সনে ৯ জন, মূল দিবা বাংলা ভার্সনে ২ জন, মূল প্রভাতি ইংরেজি ভার্সনে ২ জন, মূল দিবা ইংরেজি ভার্সনে ৪ জন, ধানমন্ডি দিবা শাখায় ৩ জন, বসুন্ধরা প্রভাতি শাখায় ২ জন, বসুন্ধরা দিবা শাখায় ৩ জনসহ মোট ৩৬ জনকে ভর্তি করা হয়। এসব শিক্ষার্থীদের মিথ্যা তথ্যের মাধ্যমে জাল সনদ ব্যবহার করা হয়। ভর্তির ফরম বাছাইয়ে নীতিমালার ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাদের ভর্তি বাতিলযোগ্য।এদিকে, ভিকারুননিসার ৬ সদস্যের ভর্তি কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ধানমন্ডি প্রভাতি শাখা প্রধান মাহমুদ আহমদ, মূল দিবা শাখার প্রধান শাহ আলম, বসুন্ধরা দিবা শাখার প্রধান জগদীস চন্দ্র পাল, মূল দিবা শাখার সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা ও আজিমপুর প্রভাতি শাখার সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক আকন্দ।জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘এখনো এটা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এখন এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না।’

ওমরাহ করতে গিয়েছেলেকে খুঁজে পেলেন মা।। ২০১৩ সালে গৃহযুদ্ধে নিজেদের ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেছিলেন এক সিরীয় মা। এরপর একে...
29/03/2024

ওমরাহ করতে গিয়ে
ছেলেকে খুঁজে পেলেন মা।।

২০১৩ সালে গৃহযুদ্ধে নিজেদের ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেছিলেন এক সিরীয় মা। এরপর একে একে কেটে গেছে ১১টি বছর। এত বছরে আদরের সন্তানটিকে কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ওমরাহ পালন করতে গিয়ে নিজের যক্ষের ধনকে ফিরে পেলেন ওই মা।গালফ নিউজ বলছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যখন ভয়াবহ বোমা হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নিজেদের ছোট্ট সন্তানটিকে হারিয়ে ফেলেন এক দম্পতি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। কিন্তু এ মাসে ওমরাহ করতে গিয়ে দেখা হয়ে যায় মা-ছেলের।

১১ বছর পর মাকে দেখে ছেলের দৌঁড়ে এসে জড়িয়ে ধরার আবেগঘন দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

গত মে মাসে প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে। ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

ফেক আইডিতে প্রেম, দেখা করতে গিয়ে যুবক....সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে প্রেমের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে ...
29/03/2024

ফেক আইডিতে প্রেম,
দেখা করতে গিয়ে যুবক....

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে প্রেমের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তুলাই শিমুল এলাকা থেকে বরগুনার তালতলী উপজেলায় ছুটে আসেন আলআবি মৃধা নামের এক যুবক। এসে জানতে পারেন তিনি প্রতারণার শিকার
হয়েছেন।ফেসবুকে যে নামের আইডির সঙ্গে কথা বলছেন তিনি, সেই নামের নারী বিবাহিত এবং এ বিষয়ে ওই গৃহবধূ কিছুই জানে না। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

তালতলী উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল‌্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আলআবি মৃধাকে তার মা খোরশেদা বেগমের জিম্মায় দিয়ে দেয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলার কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে বরগুনার তালতলী উপজেলার নায়াপাড়া এলাকার এক কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। আলাপের মাধ্যমে দুজনের মধ্যে প্রেম হয়। প্রেমের টানে ওই কিশোর বান্ধবীকে একনজর দেখতে ছুটে আসেন তালতলীতে।ভুক্তভোগী আলআবি মৃধা বলেন, ফেসবুকের একটি গ্রুপ থেকে আরিফা ইসলামের সাথে পরিচয় হয়। এরপর ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে তার সাথে মেসেজে সবসময় কথা হয়েছে। তার ফেসবুক আইডির নাম ছিল আরিফা ইসলাম। সে আমাকে আসতে বলেছে আমি এই এলাকায় এসেছি তার সাথে দেখা করতে। আমি এসে জানতে পারি ওটা একটি ফেক আইডি ছিলো। রাতে আমাকে আশ্রয় দিয়েছিলো স্থানীয়রা। পরের দিন সকালে পুলিশ আমাকে আটক করে।

ওই গৃহবধুর শ্বশুর আবুল মিয়া বলেন, কে বা কারা ফেসবুকে আমার ছেলের স্ত্রীর ছবি নাম ব্যবহার করে ওই ছেলের সাথে কথা বলেছে। আমার ছেলের বউ এ ব্যাপারে কিছুই জানে না।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পর এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় আলআবি মৃধাকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। পরে তার পরিবারকে খবর দিয়ে আসতে বলা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আলআবিকে তার মা ও বোনের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীর কানে গোপন ডিভাইস ভাই-বোন আটক।। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় কানের গোপন ডিভাইসসহ ভাই-বোনকে আ...
29/03/2024

পরীক্ষার্থীর কানে গোপন ডিভাইস
ভাই-বোন আটক।।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় কানের গোপন ডিভাইসসহ ভাই-বোনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২৯ মার্চ) সকালে শহরের মেড্ডায় পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।আটককরা হলেন, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে রিনা আক্তার (২৩) ও তার বড় ভাই আব্দুল জলিল (২৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, সকাল ১০টা থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে এক মেয়ে পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার কানের ভেতরে থাকা ডিভাইস ও এরসঙ্গে থাকা সিম সেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় ডিভাইসটি তার বড় ভাই দিয়েছে পরীক্ষা দিতে। এ তথ্যের ভিত্তিতে তার ভাইকে খবর দিয়ে আনা হয়। দুইজনকে পাশাপাশি জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়।তিনি আরও জানান, ঘটনায় যেহেতু একটি ডিভাইস জব্দ করা হয়েছে, এর সঙ্গে কে কে জড়িত তা তদন্ত করে জানতে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ বাদি হয়ে মামলা করবেন। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরন ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধার সন্তান বিজলী আক্তার (৫০) কে মারপিটের ঘটনায় মহিষ চরণী জামে মসজিদে...
29/03/2024

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরন ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধার সন্তান বিজলী আক্তার (৫০) কে মারপিটের ঘটনায় মহিষ চরণী জামে মসজিদের ইমাম আবুল আইচ (৫৫)কে আটক করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।

নরসিংদীতে কয়েকশ’ বিঘা কৃষিজমি নষ্ট।। নরসিংদীর পলাশে ডাঙ্গা ইউনিয়নে একটি কোম্পানির পক্ষ হয়ে কৃষকদের কয়েকশ’ বিঘা কৃষিজমি ন...
29/03/2024

নরসিংদীতে কয়েকশ’
বিঘা কৃষিজমি নষ্ট।।

নরসিংদীর পলাশে ডাঙ্গা ইউনিয়নে একটি কোম্পানির পক্ষ হয়ে কৃষকদের কয়েকশ’ বিঘা কৃষিজমি নষ্ট করে বালু ভরাট করছে প্রভাবশালী মহল। এর প্রতিবাদ করতে গেলেই নানা হুমকি ও মারধরের শিকার হচ্ছেন কৃষকরা। তবে জেলা প্রশাসক বলছেন, খুব দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রাম। এখানকার বিস্তির্ণ এলাকাজুড়ে চাষ হতো ধানসহ নানা রকমের সবুজ শাক সবজি। তবে এখন বালু ছাড়া আর কিছুই দেখা যায় না। কৃষকদের জমির ফসল নষ্ট করে বালু দিয়ে ভরাট করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। কৃষকরা বলছেন, তাদের কোনো কিছু না জানিয়েই একটি কোম্পানিকে জায়গা দিতে ফসলের উপরেই বালু ফেলে ভরাট করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলেই প্রাণ নাশের হুমকি সহ মারধরের শিকার হচ্ছেন তারা।

স্থানীয় কৃষি বিভাগ বলছে ওইখানে বালু ফেলার ব্যাপারে আগেই নিষেধ ছিল। স্থানীয় জনপ্রতিনিধি জানান, জমি নিতে হলে কৃষকদের ন্যায্যমূল্য দিয়ে নিতে হবে।

কৃষিজমি নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে সংবাদ সংগ্রহের পর ওই স্থানে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক দন্ড দিয়ে বালু ফেলার কাজ বন্ধ করে দিলেও আবারো শুরু হয়েছে বালু ফেলা।

সবুজে ছেয়ে যাচ্ছে মরুভূমি।। আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য। নির্ধারিত সময়ের পর আল্লাহ তায়...
29/03/2024

সবুজে ছেয়ে যাচ্ছে
মরুভূমি।।

আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য। নির্ধারিত সময়ের পর আল্লাহ তায়ালা পৃথিবী ধ্বংস করে দেবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে- একটি মাত্র ফুঁক; তখন জমিন ও পর্বতমালাকে উড়ানো হবে। মাত্র একটি আঘাতে সব চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

ফলে সে দিন মহাপ্রলয় সংঘটিত হবে। আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত। ফেরেশতারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোনো গোপনীয়তাইগোপন থাকবে না। (সূরা আল হাক্কাহ, আয়াত, ১৩-১৮)।
অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে। ’ (সূরা মুজ্জাম্মিল, আয়াত, ১৪)।

কেয়ামত নিকটবর্তী হওয়ার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে। যার মাধ্যমে বোঝা যাবে যে, কেয়ামত নিকটবর্তী। কোরআনে বর্ণিত হয়েছে, তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?’ (সূরা মুহাম্মদ, আয়াত, ১৮)

কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসে কেয়ামতের আলামতগুলো বর্ণিত হয়েছে। আলামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে; প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।

আবার মরু অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে।

হজরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মত লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী-নালায় পরিণত হবে। (সহিহ মুসলিম, হাদিস, ২২২৯)

হাদিস বিশারদদের মতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনায় শুধু বর্তমান সৌদি আরব উদ্দেশ্য নয়। কোরআন-হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। শুধু সৌদ রাষ্ট্রকে নয়। আরব উপদ্বীপকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়ে গঠিত ছিল, যা পরবর্তী সময়ে আলাদা আলাদা দেশে বিভক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের যেসব আলামতের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে বড় আলামতগুলো হলো- ইমাম মাহদির আত্মপ্রকাশ, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব-পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরণের তিনটি ভূমিধ্বস, বিশাল ধোঁয়া, পশ্চিম গগণে সূর্যোদয়, অদ্ভুত জন্তুর প্রকাশ, ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। -(সহিহ জামে আস্-সগীর, হাদিস ৭৭৫২)।

ট্রাকচাপায় প্রাণ গেলসালমান খানের ।। ফরিদপুরে ট্রাকচাপায় সালমান খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে...
29/03/2024

ট্রাকচাপায় প্রাণ গেল
সালমান খানের ।।

ফরিদপুরে ট্রাকচাপায় সালমান খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আকাশ প্রামাণিক নামে আরো একজন।সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার গঙ্গাবর্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান খান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।জানা গেছে, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন সালমান ও আকাশ। পথে খুলনাগামী একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার গঙ্গাবর্দি এলাকায় তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালমান। এ সময় গুরুতর আহত হন আকাশ প্রামাণিক।করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আকাশ প্রামাণিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। নিহত সালমান খানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দুর্নীতির টাকায় কেনাপ্রধানমন্ত্রীর বিলাসবহুলফ্ল্যাট জব্দ ।। মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড দুর্নীতির...
29/03/2024

দুর্নীতির টাকায় কেনা
প্রধানমন্ত্রীর বিলাসবহুল
ফ্ল্যাট জব্দ ।।

মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে দু’টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তদন্তকারীরা এখন নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত সেই বিশাল সম্পত্তি জব্দ করতে চাইছেন, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ ডলার।

অভিযুক্ত সুখবাতার বাটবোল্ড ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার পরিবার-নিয়ন্ত্রিত ফার্ম বড় এক খনির চুক্তি পাওয়ার পর তিনি ফ্ল্যাট দু’টি কিনেছিলেন।তবে তার বিরুদ্ধে আনা এসব মি. ব্যাটবোল্ড এই অভিযোগ অস্বীকার করেছেন

৬০ বছর বয়সী এই রাজনীতিবিদ এখনও বমঙ্গোলিয়ার সংসদে রয়েছেন।

রয়টার্সে প্রকাশিত তার আইনজীবী অরিন স্নাইডারের এক বিবৃতি অনুযায়ী, “মি. বাটবোল্ড আদালতে তার সেই দিনের অপেক্ষায় আছেন, যখন তিনি এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।”

মার্কিন ফেডারেল প্রসিকিউটররা বলেন যে তিনি সেন্ট্রাল পার্ক থেকে মাত্র কয়েক ব্লক দূরে দু’টি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেগুলোর একটি কার্লটন হাউজে, আরেকটি ৭০ তলা কাঁচঘেরা আকাশচুম্বী ভবন দ্য পার্ক ইম্পেরিয়ালে।জনগনের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে দুর্নীতির মাধ্যমে মুনাফা অর্জন করার অভিযোগ আনা হয়েছে বাটবোল্ডের বিরুদ্ধে,” বলেন এফবিআই’র দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জেমস স্মিথ।

মার্কিন প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী- বাটবোল্ড যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানিকে ছয় কোটি ৮০ লাখ ডলারের খনির চুক্তি দেওয়া হয়েছিল। যদিও ক্যাট্রিসন নামে পরিচিত সেই প্রতিষ্ঠানটির কোনও খনি কার্যক্রম পরিচালনার ইতিহাস ছিল না। এর একমাত্র পরিচালক ছিলেন একজন প্রাক্তন ভাষাতত্ত্বের শিক্ষক।

সেই খনির চুক্তি থেকে লক্ষ লক্ষ ডলার তখন বিদেশী ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল এবং শেল কোম্পানি মাধ্যমে সরানো হয়েছিল। এই অর্থের কিছু অংশ ম্যানহাটনের ফ্ল্যাট কেনার পেছনে ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রসিকিউটররা।

আদালতের দাবী, ওই অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে একটি বাটবোল্ডের বড় ছেলে ব্যবহার করতেন।

মি. বাটবোল্ড নিজে এই অভিযোগের মুখোমুখি হচ্ছেন না; তবে আদালত যদি রায় দেয় যে প্রসিকিউটরদের দাবী সত্য, তাহলে মি. ব্যাটবোল্ডের সম্পত্তি রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত হতে পারে।অভিযোগে যেমনটা বলা হয়েছে, সুখবাতার বাটবোল্ড, মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী তার পদের অপব্যবহার করে নিজ দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রির মাধ্যমে মুনাফা করেছেন। তিনি এবং তার পরিবার দুর্নীতির মাধ্যমে অর্জিত সেই অর্থের ১৪ মিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের সম্পত্তি ক্রয় করেছেন"এক বিবৃতিতে বলেন যু‌ক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অপরাধ বিভাগের প্রধান নিকোল এম আর্জেন্টিয়েরি।

"এই কারণে এসব সম্পত্তি জব্দ হবার যোগ্য। যারা জনগণের অর্থ চুরি করে তাদের জেনে রাখা উচিত যে অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ উদ্ধার করার জন্য অপরাধ বিভাগ দ্ব্যর্থহীনভাবে কাজ করে যাবে" যোগ করেন তিনি।

সুখবাতার বাটবোল্ডের রাজনীতি
মি. বাটবোল্ড ব্যবসায়ী থেকে মঙ্গোলিয়ার রাজনীতিতে প্রবেশ করেন ২০০০ সালে।

২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তাকে মঙ্গোলিয়ার শিল্প এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০০৬ সাল পর্যন্ত তিনি

হাতে মেহেদির রংশুকানোর আগেই.....নিজস্ব প্রতিনিধি-হাতে বিয়ের মেহেদির রং শুকানোর আগেই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ...
29/03/2024

হাতে মেহেদির রং
শুকানোর আগেই.....

নিজস্ব প্রতিনিধি-
হাতে বিয়ের মেহেদির রং শুকানোর আগেই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন অনিক (২২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের টোকিও কাবাব রেস্তোরাঁর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মাজারুল হক মন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের ইফতার পার্টিতে যোগ দিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে জেলা শহর মাইজদীতে আসেন অনিক। সন্ধ্যা ৬টার দিকে জেলা শহর মাইজদীর টোকিও কাবাব রেস্তোরাঁর সামনের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের বাবা মন্টু মিয়া জানান, অনিক দুমাস আগে বিয়ে করেন। তিনি আবুধাবি প্রবাসী ছিলেন। দুমাস পাঁচ দিন আগে তিনি দেশে ফিরে আসেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাথার ওপর দিয়েচলে গেল চাকা। নিজস্ব প্রতিনিধি-যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) ন...
29/03/2024

মাথার ওপর দিয়ে
চলে গেল চাকা।

নিজস্ব প্রতিনিধি-
যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশের ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।

শামীম উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

জানা গেছে, যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন শামীম। দুপুরে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এএ আফ্রিদি নামে একটি বাসে করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন তিনি। ফিলিং স্টেশনে পৌঁছে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেনচৌগাছা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।।

কেএমপির লবণচরা থানায় যোগদান করলেন ওসি মমতাজুলনিজস্ব প্রতিবেদকখুললা মেট্রোপলিটন পুলিশ কেএমপির লবণচরা থানায় যোগদান করেছে...
20/03/2024

কেএমপির লবণচরা থানায়
যোগদান করলেন ওসি মমতাজুল
নিজস্ব প্রতিবেদক
খুললা মেট্রোপলিটন পুলিশ কেএমপির লবণচরা থানায় যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ: মমতাজুল হক। দক্ষ ও
চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে তার খ্যাতি রয়েছে।
তিনি সোনাডাঙ্গা মডেল থানায় দীর্ঘদিন ওসির দায়িত্ব পালন করেছেন। এছাড়া কেএমপির খান জাহানআলী থানায়ও তিনি ওসির দায়িত্ব পালন করেন। কেএমপির সূত্রমতে তিনি লবণচরা থানায় ওসি হিসেবে যোগদান করেছেন।

16/03/2024

রোটারীয়ান পিপি এস এম আবু হানিফ-এর তত্ত্বাবধানে গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরন।

06/01/2024

'আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন।আপনাদের পবিত্র নাগরিক আমানত ভোটাধিকার প্রয়োগ করবেন। সার্বিক সহযোগিতায় আমরা থাকবো আপনাদের পাশে'-
জেড এ মাহমুদ ডন
কাউন্সিলর-২৪নং ওয়ার্ড
খুলনা সিটি কর্পোরেশন।

13/11/2023

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনা'র জনসভাকে সাফল্য মণ্ডিত করতে খুলনা মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং
২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন-এর
নেতৃত্বে ওয়ার্ড আওয়ামীলীগের বিশাল মিছিল।

13/11/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র জনসভা সফল করতে ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বিশাল মিছিল।
(পার্ট-১)

03/10/2023

নগরীর ২৭নং ওয়ার্ডে কঠিন বর্জ্য ব্যবস্হাপনা অবহিতকরণ কর্মশালা।

খুলনা সিটি কর্পোরেশন ও আইসিসিডি, সিআরডিপি-২, এলজিইডি'র আয়োজনে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও এলজিইডি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থায়নে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সঠিক উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রচার অভিযানের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনর ২৭নং ওয়ার্ড পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০টায় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।কর্মশালায় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন, এলজিইডি,সিআরডিবি-২ এর ট্রেনিং স্পেশালিস্ট এম সাখাওয়াত হোসেন, ফেসিলিটেটর মোঃ আরিফুল হক, ফেসিলিটেটর মনজুরুল আলম এবং খুলনা সিটি কর্পোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আবদুর রকিব।

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Khulna - সময় খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Khulna

Show All

You may also like