10/07/2021
প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত ঘুমাবে না পাইকগাছা উপজেলা প্রশাসন |
মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে মুজিব বর্ষে দেশকে গৃহহীন মুক্ত করার যুদ্ধে সারা দেশের অন্যান্য উপজেলার মত শামিল আছে পাইকগাছা উপজেলাও। বন্ধুর প্রকৃতি, বৈরী আবহাওয়া, নদী খাল বেষ্টিত গ্রামীন দুর্গম রাস্তা, অসাধু সিন্ডিকেট দ্বারা নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দক্ষ নির্মাণ শ্রমিকের অভাব, লোনা পানি, ঘূর্নিঝড়ে ইয়াশ এর প্রভাব, অতি জোয়ার সর্বোপরি অবৈধ দখলদার কর্তৃক খাস জমি দখলে রাখার প্রাণান্তকর প্রচেষ্টা সত্ত্বেও উপজেলা প্রশাসন, পাইকগাছা জেলা প্রশাসনের নিবিড় তদারকিতে বাস্তবায়ন করে চলেছে এই বিশাল কর্মযজ্ঞ।
শুনতে সহজ শোনালেও বাস্তবের কাজ ছিলো প্রচন্ড চ্যালেঞ্জের। দখলকৃত খাস জমি উদ্ধার ছিলো এই পর্যায়ের সব থেকে কঠিন কাজ। পাইকগাছার অধিকাংশ জায়গাই নিচু এবং জলমগ্ন। এর মধ্যে থেকে গ্রোথ সেন্টারের নিকটবর্তী সর্বোত্তম জায়গাগুলো বেছে বেছে এই সমস্ত ঘরগুলোর নির্মাণ এলাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি জায়গাতেই উন্নয়ন করা হয়েছে। বালি দ্বারা পূরণ করে, বালুর জিও ব্যাগ দিয়ে কৃত্রিম বাঁধ নির্মাণ করে, বাঁশ দ্বারা প্যালাসাইডিং করে ঘরগুলোর সর্বোচ্চ সুরক্ষার চেষ্টা করা হয়েছে। এসমস্ত কাজ গুলোও করা হয়েছে কোন রকম অতিরিক্ত বরাদ্দ ব্যতিরেকে। উপকারভোগীদের সুবিধার্থে এমনও কিছু জায়গায় ঘর করা হয়েছে যেখানে প্রতিটি ইট মাথায় করে এক থেকে দেড় কিলোমিটার পথ হেটে যেতে হয়েছে।
অসংখ্য প্রতিকূলতার মধ্যে আমাদের সম্বল ছিলো অকুতোভয় মনোবল, মাননীয় সংসদ সদস্য জনাব আকতারুজ্জামান মহোদয়, উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু ভাই সহ পাইকগাছার সকল স্তরের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষের অকুন্ঠ সহযোগিতা।
আমরা কথা দিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘুমাবো না। আমরা জেগে আছি অতন্দ্র।
এবিএম খালিদ হোসেন সিদ্দিকী
উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা।