খুলনার শাফিলের কথা মনে আছে আপনাদের।
তার নিজের মুখে শুনুন তাঁর বর্তমান অবস্থার কথা।
শেরপুর জেলার লালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার মানুষ বন্যাকবলিত। টানা বৃষ্টি হওয়ার কারনে বন্যা প্রবলিত হয়েছে। এখন ভয়াবহ আকার ধারণ করেছে ।
মোটরসাইকেলের সাইলেন্সারে হলার লাগিয়ে উচ্চশব্দ সৃষ্টি করার কারণে তাকে একটু শাসন এর ব্যবস্থা করেছে সাধারণ জনতা।
দেশ বরণ্য ইসলামিক আলোচক কোটি জনতার হৃদয়ের স্পন্দন মাওলানা মিজানুর রহমান আজহারি এর আগমনে আনন্দে উচ্ছ্বাসিত সাধারণ জনতা।
পলিথিন মুক্ত সুপার শপ বাস্তবায়নে মাঠে উপদেষ্টা ও সচিবগন ।
খুলনার নবাগত ডিসি জনাব মোঃ সাইফুল ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলন ও বিভাগীয় কমিশনার মহোদয় এর নিকট স্মারক লিপি প্রদান।
#khulnacity #khulnanews #khulnadc
খুলনার নবাগত ডিসি অপসারণের দাবিতে আন্দোলন ও বিভাগীয় কমিশনার মহোদয় এর নিকট স্মারক লিপি প্রদান।
#khulnacity #khulnanews #khulnadc #dc
খুলনা জেলা দিঘলিয়া থানার দৌলতপুর খেয়াঘাট এর টাকা তোলা নিয়ে অভিযোগ তুলেছে এক ভুক্তভোগী।
তার অভিযোগ একটা চক্র দীর্ঘ ১৫ টা বছর বিভিন্ন ভাবে সাধারন মানুষকে হেনস্ত করে টাকা ইনকাম করে আসছে। একজন মানুষ যদি একটা ২১ ইঞ্চি টেলিভিশন কিনে ঘাট পার হয় তার জন্যও এদের ইঞ্চিতে এক টাকা করে দিতে হয়েছে। এরা কোথায় টাকা দিয়েছে? কে টাকা নিছে টাকা কোথায় ইনভেস্ট করা হয়েছে এসকল প্রশ্ন তুলেছে।
আশা করছি প্রশাসন দ্রুত এই বিষয়টি নজরে নিয়ে সমস্যা
গুলোর সমাধান করবে।
যথাযোগ্য মর্যাদায় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন ।
আজ, (২৪ সেপ্টেম্বর ২০২৪) মঙ্গলবার জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মৃত'দেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে তারনিজ বাড়ি জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
খুলনা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ কার্যক্রম।
ব্রেকিং নিউজ
চট্টগ্রামের নতুন ব্রিজ/শাহ আমানত সেতু এলাকায় ভয়াবহ ট্রাক দু'র্ঘট'না। এখন পর্যন্ত ৮ জন নি হত ও অনেকে আহত হবার খবর পাওয়া গেছে।
বাংলার অন্যরকম মনোমুগ্ধকর দৃশ্য যা হারিয়ে যাওয়ার পথে।
আজ মিয়া বাজার কাশিনগর রোডের মাথায় ভয়াবহ এক্সি'ডে'ন্ট ঘটেছে। সিএনজি আর ট্রাক মুখোমুখি সং'ঘ'র্ষ ঘটেছে। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাঙামাটি বনরুপা মসজিদে হামলা!
মসজিদের মাইকে ঘোষণা হামলা থেকে বিরত থাকবার আহবান সবাইকে। আল্লাহ ঘরে এ সকল নেককারজনক ঘটনা মুসলিম জনতা কখনো মেনে নেবে না। বাংলার মাটিতে সকল ঘটনার প্রশ্রয় দেয়া হবে না।