Gazi Sayed

Gazi Sayed সময় চোখে দেখা যায়না,
তবে সময় অনেককিছু দেখিয়ে দিয়ে যায়।

Eid Mubarak
11/04/2024

Eid Mubarak

10/04/2024

আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আল্লাহ প্রদত্ত মু'মিন মুসলিমের জন্য আনন্দের দিন। আনন্দের এই দিনটি উদযাপনের জন্য নবীজি (সা) যে কাজগুলো করতেন সেগুলো করার মাধ্যমে আমরা বাড়তি সওয়াব লাভ করতে পারি। দিনটি আমাদের জন্য ইবাদতে পরিণত করতে পারি। চলুন জেনে নিই ঈদের দিনের সুন্নাহসমূহ।

ঈদ উল ফিতরের দিনের ১০টি সুন্নাহ:

ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা ও ঈদগাহে দ্রুত যাওয়া
খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগায়ে যাওয়া
গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও মিসওয়াক করা
উত্তম কাপড় পরিধান করা (নতুন কাপড় আবশ্যক নয়)
ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া (যদি অসুস্থ্যতা বা অন্য কোনো সমস্যা না থাকে)
তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ)
যে পথে ঈদগাহে যাওয়া হয় সেটা বাদ দিয়ে অন্য পথে বাড়ি ফিরে আসা। বিকল্প রাস্তা না থাকলে রাস্তার যে পাশ দিয়ে ঈদগাহে গিয়েছি তার বিপরীত পাশ দিয়ে বাড়ি ফিরব
ঈদের দিন যথা সম্ভব হাসিখুশি ও আনন্দিত থাকা
উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। তবে সেরকম কোনো জায়গা পাওয়া না গেলে আবদ্ধ বা মসজিদেও সালাত আদায় করা যাবে
একে অন্যকে শুভেচ্ছা-অভিনন্দন জানানো। সাহাবাগণ ঈদের দিন একজনের সাথে অন্যজনের সাক্ষাতে এভাবে শুভেচ্ছা জানাতেনঃ
تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ

আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে সকল নেক আমলগুলোকে কবুল করে নিন।

আমাদের সমাজে ঈদ মুবারক কথাটি প্রচলিত রয়েছে। এটিও বলা যাবে। তবে অভিবাদন জানানোর পূর্বে সালাম দিতে হবে।

09/04/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اِنْ تَجْتَنِبُوْا كَبَآىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَ نُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِیْمًا۝

তোমাদেরকে যেই বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চল। তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দেব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব।

সূরা আন-নিসা, আয়াত ৩১

08/04/2024

ইবনু উমার রা. থেকে বর্ণিত,

عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، أَنَّهُ لَعَنَ الْوَاصِلَةَ ، وَالْمُسْتَوْصِلَةَ ، وَالْوَاشِمَةَ ، وَالْمُسْتَوْشِمَةَ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার প্রতি লানত করেছেন, যে কৃত্রিম চুল সংযোজন করে এবং যে তা করায় এবং যে দেহের বিভিন্ন অঙ্গে উল্কি অংকন করে এবং যে তা করায়।

সুনানে ইবনে মাজাহ ১৯৮৭

07/04/2024

জাবির ইবনু ‘আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

رَحِمَ اللَّهُ رَجُلاً سَمْحًا إِذَا بَاعَ ، وَإِذَا اشْتَرَى ، وَإِذَا اقْتَضَى

যে ব্যক্তি ক্রয়-বিক্রয় ও পাওনা তাগাদায় নম্র ব্যবহার করে, আল্লাহ তার ওপর রহম করুন।

সহীহ বুখারী, হাদীস ২০৭৬

06/04/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَ لَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًاؕ۝۱۳۷

যারা ঈমান আনল, অতঃপর কুফরী করল, আবার ঈমান আনল, আবার কুফরী করল, অতঃপর কুফরিতে অগ্রসর হলো। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং সঠিক পথপ্রদর্শন করবেন না।

সূরা আন-নিসা, আয়াত ১৩৭

06/04/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قَارِبُوا ، وَسَدِّدُوا ، فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْكُمْ يُنْجِيهِ عَمَلُهُ ، قَالُوا : وَلاَ أَنْتَ ؟ يَا رَسُولَ اللهِ ، قَالَ : وَلاَ أَنَا ، إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ مِنْهُ ، وَفَضْلٍ.

তোমরা ভারসাম্য বজায় রাখো এবং এর ওপর সুপ্রতিষ্ঠিত থাকো। জেনে রেখো, তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনিও না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তাঁর রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন।

সুনানে ইবনে মাজাহ, হাদীস ৪২০১

05/04/2024

আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ ، فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَيَّتِهِنَّ البَرَكَةُ.

তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন তার আঙ্গুল চেটে নেয়। কারণ সে জানে না, এগুলোর কোনটিতে বরকত নিহিত রয়েছে।

জামে আত-তিরমিযী, হাদীস ১৮০১

কোরআনের পাখিদের আজ বাংলা পরিক্ষা চলছে সবাই দোয়া করবেন তাদের জন্য।
05/04/2024

কোরআনের পাখিদের আজ বাংলা পরিক্ষা চলছে সবাই দোয়া করবেন তাদের জন্য।

04/04/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ

যে ব্যক্তি মানুষের মাল (ধার) নেয় পরিশোধ করার নিয়তে, আল্লাহ তা’আলা তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে তা নেয় বিনষ্ট করার নিয়তে আল্লাহ তা’আলা তাকে ধ্বংস করেন।

সহীহ বুখারী, হাদীস ২৩৮৭

02/04/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَ تُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ۝۲۷

হে মুমিনগণ! নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ কর ও তার বাসিন্দাদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায়, তোমরা লক্ষ রাখবে।

সূরা আন-নূর, আয়াত ২৭

01/04/2024

আবূ হুরায়রা রা. সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন,

اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا : يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ.

সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহ্‌র সাঙ্গে শরীক করা (২) যাদু (৩) আল্লাহ তা‘আলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাব সতী-সাধ্বী মু’মিন নারীদের অপবাদ দেয়া।

সহীহ বুখারী, হাদীস ২৭৬৬

31/03/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَ النَّهَارِ سِرًّا وَّ عَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَ لَا هُمْ یَحْزَنُوْنَؔ۝

যারা নিজেদের সম্পদ দিনে ও রাতে ব্যয় করে, প্রকাশ্যেও এবং গোপনেও। তারা তাদের প্রতিপালকের কাছে নিজেদের সওয়াব পাবে এবং তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো দুঃখও পাবে না।

সূরা বাকারা, আয়াত ২৭৪

30/03/2024

ছাত্রদের শেখানোর চেষ্টা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে।

ভালো লাগলে পেজটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।

29/03/2024

আবু হুরায়রা রা. বলেন,

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا قَالَ : أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى ، وَلاَ تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا وَلِفُلاَنٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلاَنٍ.

জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! কোন সদকায় সওয়াব বেশি? তিনি বললেন, এমন অবস্থায় সদকা করা, যখন তুমি সুস্থ-সবল, সম্পদের জন্য লালায়িত, দরিদ্রতার ভয় কর এবং সচ্ছলতার আশা রাখ। এমন গড়িমসি করো না যে, শেষপর্যন্ত যখন প্রাণ কণ্ঠনালিতে পৌঁছে যাবে তখন বলবে, অমুকের জন্য এত এবং অমুকের জন্য এত। অথচ তা অমুকের হয়েই গেছে।

সহীহ বুখারী, হাদীস ১৪১৯

28/03/2024

আইশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ ابْتُلِيَ بِشَيْءٍ مِنَ البَنَاتِ فَصَبَرَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ

মেয়ে দিয়ে যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা (বাধা) হয়ে দাঁড়াবে।

জামে আত-তিরমিযী ১৯১৩

27/03/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلاَةِ الضُّحَى وَنَوْمٍ عَلَى وِتْرٍ.

আমার খলীল ও বন্ধু (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি কাজের ওসিয়্যাত (বিশেষ আদেশ) করেছেন। আমৃত্যু তা আমি পরিত্যাগ করব না। (কাজ তিনটি হল) ১. প্রতি মাসে তিন দিন সিয়াম (পালন করা), ২. সালাতুদ দোহা (চাশত এর সালাত আদায় করা) এবং ৩. বিত্‌র (সালাত) আদায় করে ঘুমানো।

সহীহ বুখারী, হাদীস ১১৭৮

26/03/2024

উসামা ইবনু শারীক রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

قالت الأعراب يا رسول الله ألا نتداوى ؟ قال نعم يا عباد الله تداووا فإن الله لم يضع داء إلا وضع له شفاء أو قال دواء إلا داء واحد قالوا يا رسول الله وما هو ؟ قال الهرم

বেদুইন আরবরা একবার বলল, হে আল্লাহর রাসূল ! আমরা কি চিকিৎসা করব না? তিনি বললেন, হ্যাঁ, হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা কর। আল্লাহ তা‘আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোনো প্রতিষেধক তিনি রাখেননি। কিন্তু একটি রোগের কোন প্রতিষেধক নেই। সাহাবীগণ বললেনঃ হে আল্লাহর রাসূল ! সে রোগটি কি? তিনি বললেনঃ বার্ধক্য।

জামে আত-তিরমিযী, হাদীস ২০৩৮

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies