01/12/2025
ঘন ঘন প্রস্রাব ফোঁটা ফোঁটা প্রস্রাব বন্ধ করে দেয়। প্রোস্টেট গ্রন্থি বিপি এইচ নামে পরিচিত এটি পুরুষের প্রস্রাবের রাস্তার উপর চাপ ফেলে প্রস্রাব করতে সমস্যা হয় ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন অনুভব হয় প্রসাব আটকে যায় ইত্যাদি লক্ষণ তৈরি করে পোস্টেট বা মূত্রাশ্রয়ের মসৃণ পেশিগুলো শিথিল করে এর ফলে প্রসাবের রস্তা প্রশস্ত হয় এবং প্রস্রাব সহজ হয়ে যায়।