20/08/2023
আকতার মাহমুদ বলেন, 'আমাদের যে সুনাগরিক হওয়ার ব্যাপার আছে, এ কথাটা সঠিক। আমরা ভালো নাগরিকের আচরণ করি না। আমরা নিজস্ব সম্পদের ভেতরে এবং এর আশপাশে নানা জায়গায়, যেমন: কনস্ট্রাকশন সাইট, আন্ডারগ্রাউন্ড, পার্কিং, ছাদ—এমন অবস্থা করে রাখি, যেখান থেকে ডেঙ্গু মশার জন্ম হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায়ও আমরা ভালো কিছুর পরিচয় দেই না। যেখানে-সেখানে ডাবের খোসা, প্লাস্টিকসহ বিভিন্ন ময়লা ফেলে রাখি। সেখানে ডিএনসিসি জরিমানা করছে।'
'তবে, নাগরিককে সুনাগরিক হিসেবে তৈরিতেও সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আছে। মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছানো, ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মালিক সমিতির মাধ্যমে স্থানীয় পর্যায়ের মানুষকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতা তৈরির মতো কাজগুলো করতে হবে।'
সিটি করপোরেশনের জরিমানা করার এখতিয়ারই নেই উল্লেখ করে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, 'জনগণের ওপর দায় দিয়ে মন্তব্যও তারা করতে পারে না। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পেরে তারা অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে।'
‘তারা তো “মশা কমে গেলে ডেঙ্গু কমে যাবে, ডেঙ্গু কমে গেলে রোগী সেরে যাবে”—এমন সব থিউরি দিচ্ছেন, যা খুবই হাস্যকর।’