পরিকল্পনা সমাচার

পরিকল্পনা সমাচার Urban, Rural and Regional Planning news, researches and articles on Bangladesh

Without immediate and sustained intervention, the waterlogging crisis will worsen, as climate change means the city may ...
21/12/2024

Without immediate and sustained intervention, the waterlogging crisis will worsen, as climate change means the city may experience unusually high rainfall anytime -- already seen in many places near Dhaka this year, according to experts, policymakers, and planners.

Throughout this month, we have published six reports on Dhaka’s canals, detailing how these water bodies, once the lifeblood of the capital’s drainage system, are now clogged, encroached upon, and reduced to narrow, polluted channels.

🙏🏼🙏🏼
21/12/2024

🙏🏼🙏🏼

ঢাকা শহরের আটটি পুকুর নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় পা...
11/12/2024

ঢাকা শহরের আটটি পুকুর নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় পাওয়া তথ্য নিয়ে আজ বুধবার সকালে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাকক্ষে ‘স্থানীয় পর্যায়ে শহুরে পুকুর ব্যবস্থাপনা ও অংশীজনদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।

রাজধানী ঢাকার অধিকাংশ পুকুরের পানি দূষিত। পাড় দখল ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরগুলোর অবস্থা এখন সংকটাপন্ন। মালিকানা নিয়ে সমস্যা থাকায় কিছু পুকুরের রক্ষণাবেক্ষণ নিয়েও জটিলতা রয়েছে।

যদিও এসব পুকুর মোগল ও ব্রিটিশ আমল থেকে স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণ করে আসছে। এমনকি বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় এসব পুকুরের পানি আগুন নেভাতে ভূমিকা রেখেছে। পুকুরগুলো এখনো স্থানীয় বাসিন্দাদের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

রাজধানী ঢাকার অধিকাংশ পুকুরের পানি দূষিত। পাড় দখল ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরগুলোর অবস্থা এখন সংকটাপন্ন...

কক্সবাজার শহরের পশ্চিম পাশে বাঁকখালী নদীর কস্তুরাঘাট ছিল একসময়ের প্রধান বাণিজ্যকেন্দ্র। এই ঘাট দিয়ে চট্টগ্রাম পর্যন্ত চল...
28/09/2024

কক্সবাজার শহরের পশ্চিম পাশে বাঁকখালী নদীর কস্তুরাঘাট ছিল একসময়ের প্রধান বাণিজ্যকেন্দ্র। এই ঘাট দিয়ে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ। এখন সবই স্মৃতি। আড়াই বছর আগে নদীর ওপর প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৫৯৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। তখন থেকে ভূমিদস্যুদের নজর পড়ে সেতুর দুপাশের প্যারাবনের দিকে। এ পর্যন্ত অন্তত ৬০০ একরের বেশি প্যারাবন ধ্বংস করে তাতে নির্মিত হয়েছে চার শতাধিক পাকা-সেমিপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা।

উচ্চ আদালতের নির্দেশে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ যৌথ অভিযান চালিয়ে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। তখন দখলমুক্ত করা হয় বাঁকখালী নদীর ৩০০ একরের বেশি প্যারাবনের জমি। গত মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, উচ্ছেদ করা প্যারাভূমিতে ফের নির্মিত হয়েছে চার শতাধিক ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা। অনেকে টিনের বেড়া দিয়ে শত শত একর জলাভূমি ঘিরে রেখেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর টানা ৪৫ দিনে প্যারাবনের উচ্ছেদ করা জায়গায় ফে.....

সমন্বিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেমের কথা কীভাবে মাথায় এল, জানতে চাইলে তিনি বলেন, বোয়ালখালীতে পদায়নের পর সেবাগ্রহীত...
01/07/2024

সমন্বিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেমের কথা কীভাবে মাথায় এল, জানতে চাইলে তিনি বলেন, বোয়ালখালীতে পদায়নের পর সেবাগ্রহীতাদের ভূমিসংক্রান্ত জটিলতা সমাধানে হিমশিম খেতে হতো তাঁকে। তখন মাথায় চিন্তা আসে একাধিক জরিপের নকশার দাগ ও গুগল ইমেজ যদি সমন্বয় করা যায়, তাহলে ক্লিকেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জিটিসিএলে কাজ করার সময় ভূমি জরিপের জিওরেফারেন্সিং শিখেছিলেন। সেই শিখনকে কাজে লাগিয়ে তিনি পদায়নের চার মাসের মাথায় প্রথম বোয়ালখালীতে এই সিস্টেম তৈরি করেন। সীতাকুণ্ডে আসার পরও একই কাজ করেছেন।

সমন্বিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে সহজে মিলছে সেবা

প্রথম আলো: এই যে নিয়ম মানা হয়নি, এসব দেখার দায়িত্ব কাদের? জালাল আহমেদ: ভবনের নিরাপত্তা নিশ্চিতে অনেকগুলো পক্ষ থাকে। একজন...
11/03/2024

প্রথম আলো: এই যে নিয়ম মানা হয়নি, এসব দেখার দায়িত্ব কাদের?

জালাল আহমেদ: ভবনের নিরাপত্তা নিশ্চিতে অনেকগুলো পক্ষ থাকে। একজন ব্যক্তি যখন ঢাকা শহরে কোনো ভবন তৈরি করতে যান, তখন রাজউক ঠিক করে দেয় ওই ভবন আবাসিক হবে নাকি বাণিজ্যিক, তার উচ্চতা, ফ্লোর স্পেস কতটুকু হবে। কত জায়গা ছাড়তে হবে। সব শর্ত মেনে ভবন তৈরির পর রাজউক অকুপেন্সি সার্টিফিকেট দেয়, অর্থাৎ ভবনটি ব্যবহারোপযোগী কি না জানায়। এই অকুপেন্সি সার্টিফিকেট পাঁচ বছর পরপর নবায়ন করার কথা। তার আগে নিয়ম অনুযায়ী রাজউকের ভবন পরিদর্শন করার কথা। সেই কাজ ঠিকমতো হয় না। ভবনের মালিক, ব্যবহারকারীরাও বেপরোয়া। ভবনের নিরাপত্তার ব্যাপারে তাদের খুব এটা ভ্রুক্ষেপ নেই।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি জালাল আহমেদ!

বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মারা গেছেন। এই দুর্ঘটনা কি এড়ানো যেত? কোনো কারণে আগুন লাগলেও ...

দেশের প্রথম আবাসিক হোটেলের যাত্রা শুরু হয় সরকারি এই প্রতিষ্ঠানের হাত ধরে। ২০১৮-১৯ অর্থবছর থেকে টানা লোকসানে ঘুরপাক খাচ্ছ...
11/03/2024

দেশের প্রথম আবাসিক হোটেলের যাত্রা শুরু হয় সরকারি এই প্রতিষ্ঠানের হাত ধরে। ২০১৮-১৯ অর্থবছর থেকে টানা লোকসানে ঘুরপাক খাচ্ছে প্রতিষ্ঠানটি। গত অর্থবছর (২০২২-২৩) পর্যন্ত গড়ে ১০ কোটি টাকা করে লোকসান গুনতে হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্বের ঘাটতিসহ রয়েছে অব্যবস্থাপনা

ঢাকা শহর যে মারাত্মক ঝুঁকিপূর্ণ এর দায় আসলে কার? কোনো ঘটনা ঘটার পর একপক্ষ অন্যপক্ষকে দায়ী করার সংস্কৃতি বন্ধ হবে কবে? দু...
09/03/2024

ঢাকা শহর যে মারাত্মক ঝুঁকিপূর্ণ এর দায় আসলে কার? কোনো ঘটনা ঘটার পর একপক্ষ অন্যপক্ষকে দায়ী করার সংস্কৃতি বন্ধ হবে কবে? দুর্নীতির কারণেই কি সারাদেশে বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ থেকে যাচ্ছে?

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: আগুনের পরে৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান এবং নগর পরিকল্পনাবিদদের সংগঠন Bangladesh Institute of Planners - BIP এর সভাপতি আদিল মুহাম্মদ খান।

ঢাকা শহর যে মারাত্মক ঝুঁকিপূর্ণ এর দায় আসলে কার? কোনো ঘটনা ঘটার পর একপক্ষ অন্যপক্ষকে দায়ী করার সংস্কৃতি বন্ধ হবে ক...

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথম থেকেই কাজ করছেন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত...
07/03/2024

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথম থেকেই কাজ করছেন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পারলে মেডিকেল কলেজগুলোয় ভিড় হবে না। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ আর ঢাকা মেডিকেল কলেজই বলেন—সেগুলোয় শুধু সেবা নয়, শিক্ষা ও গবেষণার কাজ হয়। এ জন্য পরিবেশ দিতে হবে। এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে।’

কর্মস্থলে না থাকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করা ....

Md Ashraful Islam, chief town planner of Rajdhani Unnayan Kartripakkha, said, "Of the 66 ponds in Rajuk areas, 55 are on...
02/03/2024

Md Ashraful Islam, chief town planner of Rajdhani Unnayan Kartripakkha, said, "Of the 66 ponds in Rajuk areas, 55 are on khas land, seven are vested properties, and two each are under Dhaka north and Narayanganj city corporations."

Anyone visiting Dhaka’s Dania area will find several rickshaw garages on land, which several decades back used to be a large pond.

“গ্রিন কোজি কটেজের মত একটা বাণিজ্যিক ভবন পরিচালনার জন্য সরকারের যে আটটি সংস্থার অনুমোদন লাগে, এসব সংস্থার প্রত্যেকটিকেই ...
02/03/2024

“গ্রিন কোজি কটেজের মত একটা বাণিজ্যিক ভবন পরিচালনার জন্য সরকারের যে আটটি সংস্থার অনুমোদন লাগে, এসব সংস্থার প্রত্যেকটিকেই এই অবহেলাজনিত হত্যার আসামি হওয়ার উচিত।”

চার বছর আগে রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যুর পরেই প্রকাশ পায় ভবনের নানা গুরুতর অনিয়মের কথ....

কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প এবং এয়ারপোর্টের বর্ধিতাংশের আগে (২০১১) এবং পরের চিত্র (২০২৩)। ছবিঃ গুগল আর্থ প...
29/02/2024

কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প এবং এয়ারপোর্টের বর্ধিতাংশের আগে (২০১১) এবং পরের চিত্র (২০২৩)।

ছবিঃ গুগল আর্থ প্রো

গ্রাম হবে শহর!২০০৪ সালে কেমন ছিলো রামচন্দ্রপুর গ্রাম?২০২১ সালে কেমন হয়েছে দেখতে ঢাক উদ্যান? এভাবেই আমরা ভূমি উন্নয়ন করবো...
14/02/2024

গ্রাম হবে শহর!
২০০৪ সালে কেমন ছিলো রামচন্দ্রপুর গ্রাম?
২০২১ সালে কেমন হয়েছে দেখতে ঢাক উদ্যান?

এভাবেই আমরা ভূমি উন্নয়ন করবো, এবং পরবর্তীতে বন্যা নিয়ন্ত্রন এবং ব্যবস্থাপনা নিয়ে প্রকল্প গ্রহন করবো। এভাবেই এগিয়ে যাবে আমাদের নগর উন্নয়ন।

গবেষণাঃ
PlannB এবং পরিকল্পনা সমাচার
https://www.facebook.com/PlannB.org
https://www.facebook.com/planningnewsbd

‘পরিকল্পিত নগরায়ণের জন্য শহরে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আনতে হবে। বিশ্বের বড় শহরগুলোতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায়...
15/01/2024

‘পরিকল্পিত নগরায়ণের জন্য শহরে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আনতে হবে। বিশ্বের বড় শহরগুলোতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়। নিউইয়র্ক শহরে সড়ক থেকে শুরু করে আবাসন ও সব ধরনের সেবা সিটি করপোরেশনের আওতায়। আমাদের রাজধানী ঢাকায় দুটি সিটি করপোরেশন থাকলেও শহরের বেশির ভাগ সেবা ও গুরুত্বপূর্ণ খাত সিটি করপোরেশনের আওতায় নেই। যে কারণে নগরায়ণের ক্ষেত্রে সিটি করপোরেশনগুলো তেমন ভূমিকা রাখতে পারছে না। তাই বিশ্বের উন্নত শহরগুলোর মধ্যে নগর ব্যবস্থাপনায় একক কর্তৃপক্ষের আওতায় সবকিছু চলতে হবে।’

মূল প্রবন্ধে বেন–এর প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, ঢাকা শহরের অতিবৃদ্ধি অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।

আকতার মাহমুদ বলেন, 'আমাদের যে সুনাগরিক হওয়ার ব্যাপার আছে, এ কথাটা সঠিক। আমরা ভালো নাগরিকের আচরণ করি না। আমরা নিজস্ব সম্প...
20/08/2023

আকতার মাহমুদ বলেন, 'আমাদের যে সুনাগরিক হওয়ার ব্যাপার আছে, এ কথাটা সঠিক। আমরা ভালো নাগরিকের আচরণ করি না। আমরা নিজস্ব সম্পদের ভেতরে এবং এর আশপাশে নানা জায়গায়, যেমন: কনস্ট্রাকশন সাইট, আন্ডারগ্রাউন্ড, পার্কিং, ছাদ—এমন অবস্থা করে রাখি, যেখান থেকে ডেঙ্গু মশার জন্ম হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায়ও আমরা ভালো কিছুর পরিচয় দেই না। যেখানে-সেখানে ডাবের খোসা, প্লাস্টিকসহ বিভিন্ন ময়লা ফেলে রাখি। সেখানে ডিএনসিসি জরিমানা করছে।'

'তবে, নাগরিককে সুনাগরিক হিসেবে তৈরিতেও সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আছে। মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছানো, ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মালিক সমিতির মাধ্যমে স্থানীয় পর্যায়ের মানুষকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতা তৈরির মতো কাজগুলো করতে হবে।'

সিটি করপোরেশনের জরিমানা করার এখতিয়ারই নেই উল্লেখ করে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, 'জনগণের ওপর দায় দিয়ে মন্তব্যও তারা করতে পারে না। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পেরে তারা অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে।'

‘তারা তো “মশা কমে গেলে ডেঙ্গু কমে যাবে, ডেঙ্গু কমে গেলে রোগী সেরে যাবে”—এমন সব থিউরি দিচ্ছেন, যা খুবই হাস্যকর।’

অবকাঠামো উন্নয়নে যে ধরনের উৎসাহ দেখি, জলাধার সংরক্ষণ বা পুনরুদ্ধারে তা দেখি না।চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সাড়ে ১০ ...
05/08/2023

অবকাঠামো উন্নয়নে যে ধরনের উৎসাহ দেখি, জলাধার সংরক্ষণ বা পুনরুদ্ধারে তা দেখি না।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সাড়ে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড প্রকল্পগুলোর পেছনে এখন পর্যন্ত ব্যয় করেছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। কিন্তু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হচ্ছে। কেন জলাবদ্ধতা হচ্ছে, কী কারণে এ পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান।

সমস্যার গুরুত্ব অনুধাবন করে সরকারি সংস্থাগুলো যদি সমন্বয়ের মাধ্যমে কাজ করত, সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে .....

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গরিব মানুষকে ‘তাড়িয়ে’ দিয়ে বড়লোকদের আরও বড়লোক বানিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত...
15/07/2023

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গরিব মানুষকে ‘তাড়িয়ে’ দিয়ে বড়লোকদের আরও বড়লোক বানিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাঁর মতে, প্লট বরাদ্দের মাধ্যমে রাজউক এ কাজ করেছে।
আজ শনিবার অধ্যাপক আদনান জিল্লুর মোর্শেদের ‘ঢাকা ডেলিরিয়াম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাজউক নগর উন্নয়ন কতটা করেছে, কতটা গরিব তাড়িয়েছে, তা চিন্তার বিষয়। গরিব তাড়িয়ে, অল্প দামে জ...

পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ২৫৫টির মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করেছে সরকার। এসবের মধ্যে স্থান...
07/07/2023

পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ২৫৫টির মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করেছে সরকার। এসবের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রণীত ২৫০টি পৌরসভার মাস্টারপ্ল্যানের মেয়াদ গেজেট প্রকাশের আগেই শেষ হয়ে গেছে। পাঁচটি পৌরসভার গেজেট মেয়াদের মধ্যেই হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘এলজিইডি পৌরসভা নিয়ে যেসব মাস্টারপ্ল্যান করেছে সেসবের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন করে এগুলোর গেজেট প্রকাশের উদ্যোগ নিয়েছে। এতে তেমন কোনো কাজ হবে না।’ তার অভিমত, ‘মাস্টারপ্ল্যান তৈরি এলজিইডির কাজ নয়। প্রকল্পের সুবিধা নিতে তারা এ কাজ করে থাকে। এতে সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে অথচ সুফল মিলছে না।’

গেজেটের আগেই মেয়াদ শেষ

Address

Gollamari
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিকল্পনা সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share