Nusaiba Zannat Rafa

Nusaiba Zannat Rafa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nusaiba Zannat Rafa, Digital creator, Khulna.
(11)

30/06/2024

আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা 🥀🌹

22/11/2023

আমি কথা দিলাম" ক্রিকেট ফুটবল যা লাগে আমি পাঠাই দেবো" এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।

নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব' মাশরাফী বিন মোর্ত্তজা" নির্বাচনী এলাকার' লোহাগড়া উপজেলার' কোটাকোল এলাকাবাসীর খোঁজ খবর নিতে ছুটে যান" তিনি কোটাকোল ইউনিয়নের 'ঘাগা' গ্রামের একটি বাড়িতে পথসভা করেন" এবং শেখ হাসিনার উন্নয়ন নিয়ে কথা বলেন ও এলাকাবাসীর সমস্যার কথাগুলো শুনেন এবং যুবক ভাইদের কথা দেন' ক্লাব-ক্রিকেট ফুটবল" যা লাগে আমি পাঠাই দেবো" গ্রামবাসী হাতে তালি দিয়ে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা'কে ধন্যবাদ জানান।

সম্পূর্ণ ভিডিওটি দেখুন" ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ।

#এমপিমাশরাফী Bin Mortaza #মাশরাফী #ম্যাশ #নড়াইল



#জননেতামাশরাফী

সুবহানাল্লাহ মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩...
21/11/2023

সুবহানাল্লাহ
মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

13/11/2023

ফি/লি.স্তি/নি যুবকের মৃ*ত্যু দেখে অবাক পুরো বিশ্ব😱 কী বলছে আলেমরা⁉🥹

Mustafiz Rahmani
মুস্তাফিজ রহমানী

একজন মাকে দেখলাম, সন্তান শহীদ হয়েছেন এই আনন্দে রাস্তা দিয়ে ছুটছেন আর অশ্রুসিক্ত চোখে, হাসিমাখা মুখে সবাইকে এই খবর দিচ্ছে...
14/10/2023

একজন মাকে দেখলাম, সন্তান শহীদ হয়েছেন এই আনন্দে রাস্তা দিয়ে ছুটছেন আর অশ্রুসিক্ত চোখে, হাসিমাখা মুখে সবাইকে এই খবর দিচ্ছেন।
দশকের পর দশক ধরে প্রতিদিন এই মায়ের সন্তানেরা নিহত হচ্ছে।
প্রতি মুহূর্তে হাত, পা, চোখ হারাচ্ছে।
পরিবার নেই, স্বামী নেই, স্ত্রী নেই, সন্তান নেই, খাবার নেই, পোশাক নেই।
কোনো কিছু নেই, কেবল যখন তখন ভয়ানক বুলেটে ঝাঝরা হয়ে যাওয়ার নিশ্চয়তা আছে।
দেশে দেশে মানবতার পক্ষে কথা বলা কোনো সংস্থা তাদেরকে নিয়ে কথা বলে না।
তাদের জন্য জাতিসংঘের ব্যবস্থাপনায় অপরিমাণ ত্রাণ সামগ্রী আসে না।
তাদের বসতিতে অক্সিজেনের সরবরাহ হয় কি না, শিশুরা বিকশিত হওয়ার পরিবেশ পায় কি না, নারীরা স্বাস্থ্যসেবা পায় কি না, এমনকি বেঁচে থাকার জন্য ন্যুনতম খাবার পায় কি না, তা নিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্র, জাতি বা সংস্থাকে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় না।
বুলেটের আঘাতে তাদের নিহত হওয়া, সবখানে সর্বত্র অপদস্থ হওয়া, আহত হওয়া, বিকলাঙ্গ হওয়া - সবকিছু বিশ্ববিবেকের কাছে একটি স্বাভাবিক ঘটনা। এগুলোকে তো এখন আর কেউ মানবাধিকার লংঘনও মনে করে না।!
এরা তো গত কয়েক দশক ধরে ক্রমাগত মরছেই।
নতুন করে এরা আর কি মারা যাবে?
অনেকেই বলছে, এরা আক্রমণ করেছে! মুসলিমরা আবার আক্রমণকারী হয় কীভাবে?
অথচ এই যে দশকের পর দশক ধরে তারা ঘরে-বাইরে তারা অবিরাম হামলার শিকার হলো, তা নিয়ে আমাদেরকে একটা খণ্ডবাক্যও ব্যয় করতে দেখা গেলো না।
এরা হামলাকারী হবে কেনো? এরা তো সবসময় হামলার মধ্যেই ছিলো।
এরাতো সবসময় আক্রান্ত হচ্ছিলো। প্রতিটা নিরাপদ সকাল দেখার জন্য প্রতিদিন কী অপরিমাণ যুদ্ধের ভেতর দিয়ে তাদের যেতে হয়েছে এবং হচ্ছে এর হিসাব লেখা আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম জাতিগত হত্যাকাণ্ডের খুনরাঙা ইতিহাসে।
সকল নিহত, বিকলাঙ্গ ও জীবনমৃত লোকেরা আরেকবার বাঁচার চেষ্টাই তো কেবল করছে।
আপনার অক্ষম পৌরষ তাদেরকে সমর্থন করার সাহস দেখাতে ব্যর্থ হলে, আপনি অবশ্যই ভণ্ড। আপনার সবকিছু মেকি। আপনার মানবপ্রেম সন্দেহাতীতভাবে পক্ষপাতিত্বের বীভৎস দোষে দুষ্ট।
আপনার যতটুক সাধ্য, ততটুকু দিয়ে তাদেরকে সমর্থন দিন। তাদের পাশে দাঁড়াতে না পারলেও সুবহি সাদিকের আগে তাঁদের জন্য রাব্বুল আলামিনের দরবারে হাত তুলুন।
সন্তানের শাহাদাতের খবরে খুশি হওয়া মায়েদেরকে মহান আল্লাহ যেনো জীবিত বিজয়ী সন্তানের কপালে অশ্রুসিক্ত স্নেহচুম্বন করার সুযোগ দিন।
অগণিত নিস্পাপ শিশু, অসংখ্য কিশোর, নববধু, স্বামী, মা-বাবা, সন্তান এবং অসংখ্য বয়োবৃদ্ধদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তাঁদেরকে স্বাধীন আকাশে মাথা উচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন।

৭ দশক ধরে অবিরাম বয়ে যাওয়া রক্তসাগরের অবসান ঘটুক।
মজলুম মুক্তি পাক। যালিম নিপাত যাক।

Big shout out to my newest top fans! 💎 Kawsar Hossen
14/10/2023

Big shout out to my newest top fans! 💎 Kawsar Hossen

"পরাজয়ে ডরে না বীর,ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। হে বীর, বল চির উন্নত মমশীর।”আরবি ক্যাপশনটা সেই না?كل شيء صنع في ال...
12/10/2023

"পরাজয়ে ডরে না বীর,ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। হে বীর, বল চির উন্নত মমশীর।”

আরবি ক্যাপশনটা সেই না?
كل شيء صنع في الصين
إلا الرجولة صنعت في فلسطــ..ن 🇵🇸🙏

সবকিছু তৈরি হয় চীনে..
কিন্তু বীর পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।

কতটা দেশপ্রেম, ঈমানি শক্তি থাকলে মজলুম জনতা
জীবন বাজি রেখে লড়ছে 💐আল্লাহ তায়ালা ফিলিস্তিনকে হেফাজত করুন। আমিন 🤲


আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানানভাবে ফিলিস্তিনের আল-আকসার প্রতি মহাব্বত প্রকাশ করে পোষ্ট শেয়ার করছি...!!অথচ খোঁজ নিল...
12/10/2023

আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানানভাবে ফিলিস্তিনের আল-আকসার প্রতি মহাব্বত প্রকাশ করে পোষ্ট শেয়ার করছি...!!
অথচ খোঁজ নিলে দেখবেন আমরা অনেকে জানিই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এতোটা গুরুত্বপূর্ণ 💔

যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এতো অত্যাচার এতো নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে...
আপনাদের মনে কি সেই প্রশ্ন জাগে না❓

তাহলে জানুন আর শুনুন এর উত্তর 👇

১. এই সেই ভূখণ্ড যেখানে রয়েছে হযরত ইব্রাহিম এবং হযরত মূসা (আ:) সহ অসংখ্য নবী রাসুলদের কবর..!!

২. এখানেই আল্লাহর হাবীব মহানবী হযরত মুহাম্মদ (সা:) সকল নবী রাসুল এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন...!!
এবং সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..!!
এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল উপস্থিত ছিলেন..!!

৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ (সা:) বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন..!!

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান (আঃ) এর নাম..!!

৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা:) এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা..!!

৬. এই ভূখণ্ডের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট
সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি..!!

৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে
পরিপূর্ণ সূরা ইয়াসিন..!!

৮. এই মসজিদ নির্মাণের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছিলো সেই গহীন সাগরের তলদেশ থেকে....যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব...!!

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করলে আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হয়...!!

১০. পবিত্র কুরআন মাজিদের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ তায়ালা এই মসজিদ নিয়ে আলোচনা করছেন..!!

তাই শুধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না..!!
আমাদের উচিৎ ওই দূর প্রান্তে লড়ে যাওয়া মুসলিম মুজাহিদদের আমাদের মোনাজাতের একটি অংশে রাখা... আল্লাহ যেনো তাদের এই লড়াইয়ে কামিয়াবী দান করেন । আমিন 🤲🏻🌼

অভিশপ্ত ইহুদী জাতির উপর আল্লাহর লান'ত বর্ষিত হোক!!!
12/10/2023

অভিশপ্ত ইহুদী জাতির উপর আল্লাহর লান'ত বর্ষিত হোক!!!

10/10/2023

এত বড় ঈমান‌ওয়ালা সবাই হতে পারে না।

(উনি আরবিতে বলছেন- ঝাওজী ইশতাশহাদা, ইশতাশহাদা আবীকি)

আমার স্বামী শহীদ হয়েছেন। তোমার বাবা শহীদ হয়েছেন। আর মুখে এমন চমৎকার হাসি।

08/10/2023

হে আল্লাহ তুমি সর্ব শক্তিমান,,
আমিন 🤲

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,আপনি যতোবার আমার নিকট এসেছেন, ততোবার-ই আপনার কপালে শোক...
05/10/2023

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবার-ই আপনার কপালে শোক ও
দুশ্চিন্তার ছাপ ছিলো......এর কারণ কী ?

জিবরাঈল (আ.) নবীজী সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম - এর প্রশ্নের জবাবে বললেন,
‘ জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি।

জাহান্নাম কেমন হবে?

১।জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে
জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে।
বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল
৭০ হাজার ফেরেশতা বহন করবেন।

২।জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।

৩।জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে
যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়,
তাদের শরীরে আরও থাকবে তিল
যার এক একটি উহুদ পাহাড়ের সমান।

৪।প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।

৫।জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল।এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতো বেশী হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।

৬।জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে,
জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
এই জন্যই বলছি ভাই / বোন
আসুন আমরা দীনের পথে চলি
ইসলাম মেনে চলি, আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ আমার সাথে যাবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে, দুনিয়া টা একটা ধোকা, লালসাময়,
তাই আসুন জাহান্নাম থেকে আমরা বাঁচি আমাদের পরিবার কে বাচাঁই।
আমীন।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahbub Rohman, Medha Pathan, S M Sumaya ...
03/10/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahbub Rohman, Medha Pathan, S M Sumaya Zaman, Madina Jannat Amin, Md Jamal Hossain, Md Amierhosien, Sadika Parvin, Didarul Islam

02/10/2023

জীবনে সফল হতে চাইলে একবার হলেও এই কথাগুলো শুনুন ♥️

02/10/2023

মনের সুখ টাই আসল সুখ♥️

প্রকৃতি যখন কথা বলে,,চোখ হালকা বন্ধ করে দেখুন। ♥️
01/10/2023

প্রকৃতি যখন কথা বলে,,
চোখ হালকা বন্ধ করে দেখুন। ♥️

জনতার সেবক মাশরাফি বিন মোর্তজা।♥️♥️এমপি নড়াইল ২
30/09/2023

জনতার সেবক মাশরাফি বিন মোর্তজা।♥️♥️
এমপি নড়াইল ২

চোখ হালকা বন্ধ করে দেখুন। ক্রিকেট প্রেমিরাই চিনবে।
30/09/2023

চোখ হালকা বন্ধ করে দেখুন। ক্রিকেট প্রেমিরাই চিনবে।

29/09/2023

Jumma Mobarak
🥀🥀🥀

22/09/2023
22/09/2023

Jumma mobarak

20/09/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Ellaine Joy Diaz Babiera

Mashaallah ♥️My Little princess♥️
17/09/2023

Mashaallah ♥️
My Little princess♥️

♥️Alhamdulillah ♥️
16/09/2023

♥️Alhamdulillah ♥️

🎉 Facebook recognized me as a top rising creator this week!
13/09/2023

🎉 Facebook recognized me as a top rising creator this week!

09/09/2023

Thanks everyone♥️
06/09/2023

Thanks everyone♥️

06/09/2023

আলহামদুলিল্লাহ ♥️

😢
03/09/2023

😢

Address

Khulna

Telephone

+8801989328252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusaiba Zannat Rafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusaiba Zannat Rafa:

Videos

Share


Other Digital creator in Khulna

Show All