Move with Sagor Iqbal

Move with Sagor Iqbal Videography.photography.Nature vlog.daily event Life style & moto bloging.

আল্লাহুমা মাগফিনীহিম বিমা শিহতা "!!
25/07/2024

আল্লাহুমা মাগফিনীহিম বিমা শিহতা "!!

বাবার সাথে শেষ কথা ২০০২ইংসালে মার্চের সন্ধ্যায়।আমার মনে হচ্ছে আজ রাতে বাড়ি ফেরা হবেনা,তোমরা কোন পরিস্তিতে ভয় পেয়না,তবে খ...
25/05/2024

বাবার সাথে শেষ কথা ২০০২ইংসালে মার্চের সন্ধ্যায়।

আমার মনে হচ্ছে আজ রাতে বাড়ি ফেরা হবেনা,তোমরা কোন পরিস্তিতে ভয় পেয়না,তবে খবু সাবধান আমি না থাকলে তোমাদেরও আর কেউ থাকবেনা,সকলে তখন বন্ধু হতে শত্রুতে পরিনত হবে,তবে খুব খারাপ লাগছে তোমাদের জন্য কিছু করে যেতে পারলাম না,জীবনে কোন কিছুতে আপছোস রাখবানা,তবে তোমাদের দেখার অনেক মানুষ আসবে,বেশি দিনের জননে নয়।তোমারা একা হয়ে যাবা সবার কাছ থেকে, মনে হয় একজন আছে সে তোমাদের দেখবে,সে আসবে তোমাদের দেখতে,,,,,,,,,,,,,,,,,,,,,।

তিনি এসেছিলো আমাদের দু:খ ভাগ করে নিতে,আমাদের দায়িত্ব নিতে,তিনি যা আমার পরিবারের জ্ন্য করেছে তা হয়তো এক জনমে শোধ হবার নয়। সাংবাদিক হারুন অর-রশীদ খোকনের পরিবার কৃতঞ্জ আওয়ামী লীগ সভাপতি ও সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

তুমি তোমার মতো,আমি নিজেরই মতো,পাওয়া না চাওয়াতে,চাওয়া না পাওয়ারই ঠিকানা,মুছে গিয়েছে সব সীমানা,বিবাগি বাতাসে উড়ছে ভালোবাসা...
06/03/2024

তুমি তোমার মতো,আমি নিজেরই মতো,পাওয়া না চাওয়াতে,
চাওয়া না পাওয়ারই ঠিকানা,মুছে গিয়েছে সব সীমানা,
বিবাগি বাতাসে উড়ছে ভালোবাসা,তুমি তা দেখেও কি দেখছো না।

01/10/2023
interview on Desh TV today.
10/08/2023

interview on Desh TV today.

25/05/2023
06/01/2023

খুলনায় মায়ের নামে কেনা জমি দেখে গেলেন প্রধানমন্ত্রী।
খুলনার ভৈরব নদের তীরে নগরঘাট এলাকায় মা ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা জমি ও পাটের গোডাউন দেখে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছান।

ঘাট পার হয়ে প্রধানমন্ত্রী বিকেল ৩টা ৫৫ মিনিটে দিঘলিয়ার নগরঘাট এলাকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাটের গোডাউনে পৌঁছান।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোটবোন শেখ রেহানা ছাড়াও চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়সহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। খুলনায় প্রধানমন্ত্রীর দলীয় বা সরকারি কোনো অনুষ্ঠান না থাকায় নগরঘাট এলাকায় উল্লেখযোগ্য কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।
তবে প্রধানমন্ত্রী খুলনায় প্রবেশের সঙ্গে সঙ্গে সড়কের দুইপাশে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে তাকে স্বাগত ও অভিবাদন জানান।

আওয়ামী লীগ নেতা বাবুল রানা আরও জানান, দিঘলিয়া থেকে প্রধানমন্ত্রী খুলনা নগরীর শেরেবাংলা সড়কে অবস্থিত চাচা শেখ আবু নাসেরের বাড়িতে যান। বঙ্গবন্ধু খুলনায় এসে এই বাড়িতে অবস্থান করতেন।

সেখানে খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকসহ দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বাড়িতে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় শেষে সড়কপথে খুলনা ত্যাগ করেন। রাতে তিনি গোপালগঞ্জে অবস্থান করবেন।
News music - is a aspire instrumental background music
for videos, television and radio shows, broadcasts,
documentaries, websites, social media, Linkedin,
Facebook, Instagram, YouTube videos, Vimeo videos, for
commercial projects etc.

Address

Sagor
Khulna

Telephone

+8801711339012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Move with Sagor Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Move with Sagor Iqbal:

Videos

Share