Mousumy's World

Mousumy's World নিজেকে ভালো রাখতেই পছন্দ করি

12/08/2023





সুখি হতে গেলে প্রচুর টাকার দরকার হয় না, শুধু দরকার নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসার, যা ওদের মধ্যে আছে  ||♥♥ #সুখিপরিবার   ...
08/08/2023

সুখি হতে গেলে প্রচুর টাকার দরকার হয় না, শুধু দরকার নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসার, যা ওদের মধ্যে আছে ||♥♥

#সুখিপরিবার











13/12/2022

বাবা ছেলের মজার ভিডিও

05/12/2022

ব্রাজিল সাপোর্টর বাবার জন্য এক বালতি সমবেদনা||

কোনো কথা হবে না শুধু কাচ্চি বিরিয়ানি হবে ||

19/10/2022

গ্রামীণ পরিবেশে আমার ছোট দেবর এর বিয়ে ||

#বিয়ে

23/09/2022

মুখে লেগে থাকার মত কদবেল মাখা ||

21/09/2022

২১ কেজি ওজনের বাঘা আইড় মাছ কিনলাম ||মাছটা পুরাই হলুদ ||

19/09/2022

আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর সকালের আগমন। পাখির ডাক, মেঘযুক্ত আকাশ যেন অসম্ভব সুন্দর একটা সকাল।

14/09/2022

কুমড়া ফুলের চপ ||

12/09/2022

চিংড়ি ও লইট্টা মাছের রেসিপি || কচি ডাবে চিংড়ির রেসিপি || লইট্টা মাছের ফ্রাই ||

11/09/2022

কলা পাতায় বাইন মাছ ভাজা রেসিপি || জিভে পানি আনার মত খাবার ||

হরিনটা সুন্দর
11/09/2022

হরিনটা সুন্দর

08/09/2022

চিংড়ি মাছ ভর্তা রেসিপি 😋

03/09/2022

শুক্রবার এ আমাদের বাহিরে খাওয়া দাওয়া ও খুব মজা করলাম।সাহান তো অনেক মজা করে খেলো ||

02/09/2022

সাহান বাবা খেলার ফাকে আরবি পড়া|| মাশাআল্লাহ ||

01/09/2022

পটলের খোসা ভর্তা || খেতে অসাধারন মজা|| পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এমন মজা||

আমাদের রাতের খাবার 🤤🤤😋😋
31/08/2022

আমাদের রাতের খাবার 🤤🤤😋😋

31/08/2022

গ্রামে বাপের বাড়িতে মাছ ধরাসহ অনেক মজা করলাম|| বরিশালের ঐতিহ্যবাহী খাবার খেলাম||

মাশাআল্লাহ || বাবা ছেলে
31/08/2022

মাশাআল্লাহ || বাবা ছেলে

☘️ ছেলেকে দেওয়া লুকমান (আ) এর ৭৬টি উপদেশ______১। বেটা! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং ...
30/08/2022

☘️ ছেলেকে দেওয়া লুকমান (আ) এর ৭৬টি উপদেশ______

১। বেটা! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা।
♻️২। বেটা ! তুমি মোরগের চাইতে বেশী অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো।
♻️৩। বেটা! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক হওয়া হইতে বাঁচিয়া থাকিও।
♻️৪। বৎস আল্লাহর সান্নিদ্ধ অবলম্বন করবে।
♻️৫। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর।
♻️৬। নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে।
♻️৭। ভাল মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে।
♻️৮। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে।
♻️৯। গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না।
♻️১০। বিপদে বন্ধুর পরীক্ষা নিবে।
♻️১১। বন্ধুদের ভাল মন্দ উভয়টাই পরীক্ষা করবে।
♻️১২। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে।
♻️১৩। ভাল কাজে পুণঃপুণঃ অংশগ্রহণ করবে ।
♻️১৪। নিজের কথা প্রমাণ করে দিবে।
♻️১৫। বন্ধুদের সাধ্যমত ভালবাসবে।
♻️১৬। শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে।
♻️১৭। মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে।
♻️১৮। শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে।
♻️১৯। আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে।
♻️২০। কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে।
♻️২১। বীরত্ব কে নীতি হিসাবে গ্রহণ করবে।
♻️২২। শরীর এবং পোষাক পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
♻️২৩। ঐক্যবদ্ধ হয়ে থাকবে।
♻️২৪। প্রচলিত অস্ত্র সস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে।
♻️২৫। প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে।
♻️২৬। রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে।
♻️২৭। দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে।
♻️২৮। কম কথা বলা কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে।
♻️২৯। নিজের জন্য যা পচন্দ করো না তা অন্যের জন্য পচন্দ করবে না।
♻️৩০। বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে।
♻️৩১। উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না।
♻️৩২। অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না।
♻️৩৩। নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না।
♻️৩৪। কোনো কাজেই চিন্তামুক্ত হইও না।
♻️৩৫। যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না।
♻️৩৬। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না।
♻️৩৭। বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না।
♻️৩৮। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না।
♻️৩৯। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না।
♻️৪০। বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না।
♻️৪১। অতীতের তিক্ততা মনে রেখো না ।
♻️৪২। নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না।
♻️৪৩। সৎ লোকদের নিন্দা করবে না ।
♻️৪৪। আপনজনদের কাছ থেকে কখনও বিচ্ছিন্ন হইও না।
♻️৪৫। অহংকার করবে না।
♻️৪৬। মানুষের সামনে দাঁত খেলাল করবে না।
♻️৪৭। মানুষের সামনে মুখে বা নাকে অঙ্গুল প্রবেশ করবে না।
♻️৪৮। শব্দ করে থুতু ফেলবে না।
♻️৪৯। হাই তোলার সময় মুখে হাত রাখবে।
♻️৫০। কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না।
♻️৫১। চোখ দিয়ে ইঙ্গিত করবে না।
♻️৫২। এক কথা বারবার বলবে না।
♻️৫৩। তামাশা মূলক অবাস্তব কথা বলবে না।
♻️৫৪। ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে।
♻️৫৫। অন্যের সামনে নিজের প্রশংসা করবে না।
♻️৫৬। মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না।
♻️৫৭। কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না।
♻️৫৮। আপনজনদের শত্রুর সাথে উঠাবসা করবে না।
♻️৫৯। কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না।
♻️৬০। যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে।
♻️৬১। সৎলোকের প্রতি সুধারণা রাখবে।
♻️৬২। নিজের খানা অন্যের দস্তারখানায় নিয়ে যাবে না।
♻️৬৩। কোনো কাজেই তাড়াহুড়ো করবে না ।
♻️৬৪। পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল না।
♻️৬৫। রাগান্বিত অবস্থায়ও ধীর শান্ত ভাবে কথা বলবে।
♻️৬৬।জামার আস্তিন দ্বারা নাক পরিস্কার করবে না।
♻️৬৭। সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে।
♻️৬৮। পথ চলার সময় বড়দের আগে চলবে না।
♻️৬৯। এদিক সেদিক উকি মেরে দেখবে না ।
♻️৭০। অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না।
♻️৭১। মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না।
♻️৭২। সন্দেহ প্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না।
♻️৭৩। বেটা ! তুমি এত মিষ্ট হইও না যে, মানুষ তোমাকে গিলিয়া ফেলে। আরএত তিক্ত হইও না যে মানুষ তোমাকে থুথুর মতো ফেলিয়া দেয়।
♻️৭৪। বেটা! নিজের খানা আল্লাহভীরু লোকদের ব্যতীত কাহাকেও খাওয়াইও না। আর নিজের কাজে আলেমগনের নিকট হইতে পরামর্শ লইতে থাকিও।
♻️৭৫। বেটা! মূর্খের সহিত বন্ধুত্ব করিও না। এমন না হয় তাহার মূর্খতা সুলভ কথাবার্তা তোমার ভালো লাগিত আরম্ভ করে। আর জ্ঞানী লোকের সহিত শত্রুতা করিও না। এমন না হয় যে, সে তোমার দিক হইতে মুখ ফিরাইয়া রাখে।
♻️৭৬। বেটা ! তুমি যেদিন হইতে দুনিয়াতে আসিয়াছ, প্রতিদিন আখেরাতের নিকটবর্তী হইতেছে।

30/08/2022

কলা পাতায় মাছ ভাজা বা মাছের পাতুরি ||

আমাদের জান পাখি দুইটা 🥰🥰
30/08/2022

আমাদের জান পাখি দুইটা 🥰🥰

29/08/2022

আমার বড় ছেলের আদো আদো কন্ঠে কোরআন তিলাওয়াত ও ছোট ভাইয়ের সাথে দুষ্টুমি ||

আমার দুইটা প্রিন্স। আলহামদুলিল্লাহ ||
29/08/2022

আমার দুইটা প্রিন্স। আলহামদুলিল্লাহ ||

29/08/2022

আম্মুর সবজি বাগানের সবজি দিয়ে তাজা মাছের ঝোল||

মনে চাচ্ছিল না চলে আসি মায়ের কাছ থেকে।তারপরও কর্মময় জীবনে ফিরতেই হবে অনিচ্ছা শর্তেও ||
28/08/2022

মনে চাচ্ছিল না চলে আসি মায়ের কাছ থেকে।তারপরও কর্মময় জীবনে ফিরতেই হবে অনিচ্ছা শর্তেও ||

28/08/2022

সাহানকে সারপ্রাইজ পেয়ে খুবই খুশি ||

আমার আমরাই তো
28/08/2022

আমার আমরাই তো

27/08/2022

কমলা, মাল্টার বাগানে

18/08/2022

#মিঠাই

সাহান এর বন্ধুর সাথে হঠাৎ দেখা
16/08/2022

সাহান এর বন্ধুর সাথে হঠাৎ দেখা

সাফানকে নিয়ে ডাক্তার এর কাছে যাওয়ার সময়||
10/08/2022

সাফানকে নিয়ে ডাক্তার এর কাছে যাওয়ার সময়||

Address

Khulna
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mousumy's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category