Tithy Dakua Puza

Tithy Dakua Puza Digital Marketer | Entrepreneur

15/01/2025

রাঁধে রাঁধে 💜

14/01/2025

সুন্দর একটি কথা...

🌸 Eid is a time to celebrate, cherish memories, and strengthen bonds. Wishing you a wonderful Eid-ul-Fitr with your fami...
10/04/2024

🌸 Eid is a time to celebrate, cherish memories, and strengthen bonds. Wishing you a wonderful Eid-ul-Fitr with your family and friends. Eid Mubarak! 🌸

"If it doesn't challenge you, it doesn't change you."
01/01/2024

"If it doesn't challenge you, it doesn't change you."

শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন;------------------------------------এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে ...
04/12/2023

শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন;
------------------------------------
এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন:
-আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে?
কিন্তু শর্ত হচ্ছে একে মুছতে পারবে না।
-ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো। কারণ, মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!
-এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়;
--------------------­--------------------­--------------------­,
ব্যস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো!
শিক্ষক:
-বুঝতে পারলে তোমরা?
কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, ক্যারিয়ার গড়ো, তাহলে অন্যের সমালোচনা-দুর্নাম করে তাকে ছোট করতে হবে না, তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে!!!

আঙ্গুর থেকে কিসমিস হয়, আবার বিয়ার তৈরিও হয়। আবার আলু থেকে ফ্রেঞ্চ ফ্রাই হয়, আরও অনেক কিছু হয়। একটা জিনিস থেকে এইরকম...
30/10/2023

আঙ্গুর থেকে কিসমিস হয়, আবার বিয়ার তৈরিও হয়। আবার আলু থেকে ফ্রেঞ্চ ফ্রাই হয়, আরও অনেক কিছু হয়। একটা জিনিস থেকে এইরকম ভাবে অনেক কিছু তৈরী করা যায়।

আপনি এখন যেমন আছেন সেখান থেকে
যে কোন কিছু হতে পারেন। আপনার মাইন্ড সেট আপনাকে সেই পথে নিয়ে যাবে যেদিকে আপনি যেতে চান। আপনার চিন্তা ঠিক করুন, মাইন্ড সেট ঠিক করুন। নিজেকে বদলে নতুন একজন মানুষে পরিণত করুন।

আপনি ভাল কিছু করতে চাইলে ভাল কিছু হবে, আর খারাপটা চাইলে খারাপ কিছু হবে।

আপনার মাইন্ড সেট হচ্ছে আপনার সবচেয়ে বড় চালিকা শক্তি।

©️Mehedi Hasan

ভবিষ্যতের অপেক্ষা হোক কর্মের মাধ্যমে..মাকড়সা আমরা সবাই চিনি। কিন্তু আমরা কি কখনো মাকড়সার জাল বুনতে দেখেছি?আমরা যদি একট...
09/02/2023

ভবিষ্যতের অপেক্ষা হোক কর্মের মাধ্যমে..

মাকড়সা আমরা সবাই চিনি। কিন্তু আমরা কি কখনো মাকড়সার জাল বুনতে দেখেছি?

আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই আমরা দেখতে পাবো একটা মাকড়সা কতো কষ্ট করে একটা জাল বানায়।

একটা মাকড়সা আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়।যেমন মাকড়সা জাল বানিয়ে তার খাবারের জন্য অপেক্ষা করে কারণ তার জালে যা আটকা পড়বে তাই সে খাবার হিসেবে খেতে পারবে আর তাতে সে কখনো ধৈর্য হারায়‌ না।সে কারো জন্য অপেক্ষা করে না যে এসে তার জালটা বুনতে সাহায্য করবে বা বুনে দিয়ে যাবে। সে তার নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে নিজের জাল তৈরি করে।
তদ্রুপ আমাদেরও উচিত নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কারো জন্য অপেক্ষা না করে নিজের কাজটা খুব ভালো ভাবে করা।

😲মোবাইলে এবার যুক্ত করা যাবে ক্যামেরার লেন্স💫মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বলতে দিতে ক্যামেরার নতুন ধারণা নিয়ে আসছে Xiaomi ।...
06/11/2022

😲মোবাইলে এবার যুক্ত করা যাবে ক্যামেরার লেন্স

💫মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বলতে দিতে ক্যামেরার নতুন ধারণা নিয়ে আসছে Xiaomi । Xiaomi - এর নতুন মডেল 12S Ultra Edition - এ জার্মানির বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারী সংস্থা Leica -এর Attachable লেন্স যুক্ত থাকবে এবং প্রয়োজন শেষে লেন্সটি খুলে রাখতে পারবেন ব্যবহারকারীরা । এ ফোনে Leica M সিরিজের যেকোনো লেন্স ব্যবহার করা যাবে।
তবে ফোনটি এখনো বানিজ্যিকভাবে Launch হয়নি।

What is coming is betterThan what is gone....
28/10/2022

What is coming is better
Than what is gone....

ফেসবুকের নতুন  ফিচার 😲 Sub Account যা যা সুবিধা থাকছে এই নতুন ফিচারে ১. আপনি আপনার আইডি থেকে চাইলেই আরো ৫ টি আইডি ক্রিয়ে...
19/10/2022

ফেসবুকের নতুন ফিচার 😲 Sub Account

যা যা সুবিধা থাকছে এই নতুন ফিচারে

১. আপনি আপনার আইডি থেকে চাইলেই আরো ৫ টি আইডি ক্রিয়েট করতে পারবেন ।
২.এক আইডি অন্য আইডির সাথে লিংক থাকায় থাকছে না লগ আউট করার ঝামেলা।
৩. সেই সাথে প্রতিটি অ্যাকাউন্টেই থাকছে আলাদা আলাদা নিউজফিড।

👉এই ফিচারটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ফেইক অ্যাকাউন্ট ক্রিয়েট করা বন্ধ করা...

👉Sub Account ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে Profile > Profile Settings > Create Another Profile...

16/10/2022

A little progress each day adds up to big results......💫

জীবনে সফল হওয়ার কোন শর্টকাট নাই। শর্টকাট আছে কিবোর্ডে ctrl+ c > ctrl+v. আর আপনি কিবোর্ড না আপনি সৃষ্টির সেরা জীব মানুষ। ...
09/10/2022

জীবনে সফল হওয়ার কোন শর্টকাট নাই। শর্টকাট আছে কিবোর্ডে ctrl+ c > ctrl+v. আর আপনি কিবোর্ড না আপনি সৃষ্টির সেরা জীব মানুষ। তাই চেষ্টা চালিয়ে যান। সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বেই।

Even if this is the end of the day, but soon there will be a fresh day. Keep your spirits up as there are always more an...
07/10/2022

Even if this is the end of the day, but soon there will be a fresh day. Keep your spirits up as there are always more and more opportunities to grab.

প্রথম সরকারি সার্টিফিকেটপ্রথম কোনোকিছু অর্জন সত্যিই অনেক আনন্দের আর সেটা যদি হয় সরকারি কোনো certificate তাহলে তো আনন্দট...
04/10/2022

প্রথম সরকারি সার্টিফিকেট
প্রথম কোনোকিছু অর্জন সত্যিই অনেক আনন্দের আর সেটা যদি হয় সরকারি কোনো certificate তাহলে তো আনন্দটা দ্বিগুন।

নিরাপদ ডিজিটাল লাইফ নিশ্চিত করার লক্ষ্যে সফলভাবে ডিজিটাল লিটারেসি সেন্টার এর কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন।



"Dreams are not those which comes while we are sleeping, but dreams are those when u don't sleep before fulfilling them....
29/09/2022

"Dreams are not those which comes while we are sleeping, but dreams are those when u don't sleep before fulfilling them.”
― A.P.J. Abdul Kalam

PASSWORD FINDআমাদের সবারই বিভিন্ন Account থাকে মোবাইলে। যেটা হতে পারে ফেসবুক, টুইটার, লিংকডইন, পিন্টরেস্ট ইত্যাদি। সেগুল...
27/09/2022

PASSWORD FIND

আমাদের সবারই বিভিন্ন Account থাকে মোবাইলে। যেটা হতে পারে ফেসবুক, টুইটার, লিংকডইন, পিন্টরেস্ট ইত্যাদি। সেগুলোর পাসওয়ার্ড আমাদের সবসময় মনে থাকে না। মাঝে মাঝে এমনও হয় মোবাইলে লগইন আছে কিন্তু আপনি জানেন না বা আপনাকে কোনো প্রয়োজনে জানতে হবে। এই সমস্যার সমাধান কি হতে পারে?🤔🤔

👉👉এই সমস্যাটির খুব সহজ একটি সমাধানটি হলো আপনি আপনার মোবাইলের Settings >Privacy >Advance>Auto Fill Service From Google>Password..
সেখানে আপনি আপনার মোবাইলে যতো Account Login আছে সবগুলোর পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন।

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tithy Dakua Puza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tithy Dakua Puza:

Videos

Share