Life story with Arshi

Life story with Arshi personal Daily Life Blogger

কিছু শখের জিনিস,,,,,,যা মায়ের শোকেজ এ কাচের থালা বাটি তুলে রাখার মতোই তুলে রেখেছি বহুদিন 🥴🥴🥱🥱---Bread box & Rice contai...
29/01/2025

কিছু শখের জিনিস,,,,,,
যা মায়ের শোকেজ এ কাচের থালা বাটি তুলে রাখার মতোই তুলে রেখেছি বহুদিন 🥴🥴🥱🥱
-
-
-
Bread box & Rice container …from ….Bella Casa Décor
Coffee tea set …from ….. Decorall

28/01/2025
শেষের পথে কাজ,,,✌🏻
22/01/2025

শেষের পথে কাজ,,,✌🏻

সব সুতোর রং গুলো যখন মায়ের ভালবাসার কথা বলে। -----
21/01/2025

সব সুতোর রং গুলো যখন মায়ের ভালবাসার কথা বলে।
-
-
-
-
-

জিভে জল আসার মতো কদবেল মাখা ,,,,,,,,,,----
25/12/2024

জিভে জল আসার মতো কদবেল মাখা ,,,,,,,,,,
-
-
-
-

কুয়াশা ভরা এক ভোর সকাল ও তার সাথে আমার califonia gold 🌸
24/11/2024

কুয়াশা ভরা এক ভোর সকাল ও তার সাথে আমার califonia gold 🌸

কোনোও এক মিষ্টি সকালের রোদ পোহানোর মুহূর্ত আর তার সাথে আমার বাসার নতুন সদস্য যে কিনা বাসায় আসতে না আসতে তার সুন্দর্য্য ...
21/11/2024

কোনোও এক মিষ্টি সকালের রোদ পোহানোর মুহূর্ত আর তার সাথে আমার বাসার নতুন সদস্য যে কিনা বাসায় আসতে না আসতে তার সুন্দর্য্য মেলে ধরেছে।
বাগান বিলাস আমার খুব শখের ও প্রিয় ফুলের একটি।
একজন ভাবির কাছ থেকে এইতো সেদিন উপহার পেলাম
ছোট্ট এই গাছ টা। ভাবতে পারিনি একটা ডালেই সে ফুল দিবে।
মানুষ যখন এক্সপেকটেশন এর বাইরে কিছু পেয়ে যায় তখন
সে খুশি টা একটু অন্য রকম বেশি আনন্দের।
যাই হোক তার রং টা ভীষণ সুন্দর।
যুগ যুগ ধরে সে আমার বারান্দায় তার বৃদ্ধি ঘটাতে থাকুক।
ফুল দিক।

আর আমি সুন্দর সুন্দর ছবি তার সাথে তুলতে থাকি।

ঝোপের ভেতর নাম না জানা এক বুনো ফুল,,,,
17/11/2024

ঝোপের ভেতর নাম না জানা এক বুনো ফুল,,,,


শীতের সকালে মিষ্টি রোদের মিষ্টি  শুভ সকাল,,,,,
14/11/2024

শীতের সকালে মিষ্টি রোদের মিষ্টি শুভ সকাল,,,,,

সকালের মেনু : যদি হয় আলু ভর্তা, ডিম ভাজি, ডাল আর একটু জলপাই আচার 😋😋নতুন বাড়িতে এই কর্নার টা আমার বেশ পছন্দের।না হয় একদি...
13/11/2024

সকালের মেনু : যদি হয় আলু ভর্তা, ডিম ভাজি, ডাল আর একটু জলপাই আচার 😋😋

নতুন বাড়িতে এই কর্নার টা আমার বেশ পছন্দের।না হয় একদিন সুন্দর করে সাজিয়ে শেয়ার করবো। যাইহোক
মাঝে মাঝে খুব সকালে ক্ষুদা লেগে যায়। আবার কখনও ১১/১২ টা বেজে যায় খাইতে ইচ্ছে হয়না।
তো আজ সকালে একটু বেশি ক্ষুদা লাগছিল। পছন্দের কর্নার এ বসে মোজ করে নাস্তা টা সেরে ফেললাম কারণ আয়াজ আয়নাজ ঘুম এখনোও। সব সময় এমন রিলক্সিং সময় পাওয়া হয়ে ওঠেনা।
তো আপনাদের মেনু আজ কি ছিল সকালে???

নতুন জায়গায় নতুন পরিবেশএ খাপ খাইতে একটুকু সময় তো লাগেই। জীবন চলার পথে আমাদের অনেক পরিবর্তন আনতে হয়। পরিবর্তন টা হয় প্...
12/11/2024

নতুন জায়গায় নতুন পরিবেশএ খাপ খাইতে একটুকু সময়
তো লাগেই। জীবন চলার পথে আমাদের অনেক পরিবর্তন আনতে হয়। পরিবর্তন টা হয় প্রয়োজনের তাগিদে।
শহর থেকে গ্রামে,,গ্রাম থেকে শহরে!!!!!
ছোট বেলা থেকেই আলো ঝকমক করা শহর এ মানুষ। হওয়া। বেশির ভাগ সময় গেলই আধুনিকতার মাঝে জীবন যাপন কিন্ত এবার একটু পরিবেশ টা অন্য রকম আমাদের জন্য। একটু গ্রামীণ পরিবেশ।
তবে বাসা চেঞ্জ করার মতো ঝামেলার কাজ আর নেই, গুছিয়ে নিয়ে এসে আবার গোছানো , সাজানো, তার পর নতুন বাসায় আসার পর ছেলে মেয়ে গুলোর অসুস্থতা, পরিবেশ এর সাথে খাপ খাইয়ে নিয়ে একটু করে সুস্থ হওয়া।
সব মিলিয়ে একটা যাতা অবস্থা তৈরি হয়।
সব মিলিয়ে ১৪/১৫ দিনের মতো হলো আমরা বাসা চেঞ্জ করেছি।
তো আজ প্রথম নতুন বাসা থেকে পড়ন্ত দুপুরে এক কাপ চায়ের কাপ চা আর কিছু মুহূর্ত শেয়ার করার সুযোগ পেলাম।
——বাসার একটি কর্নার থেকে বাইরের ভিউ।😍

ইলিশ ভাজার গল্প কথন,,,,,,, ইলিশ ভাজা পছন্দ না রান্না পছন্দ?? কে কিভাবে ইলিশ খেতে পছন্দ করেন??----
11/10/2024

ইলিশ ভাজার গল্প কথন,,,,,,,

ইলিশ ভাজা পছন্দ না রান্না পছন্দ?? কে কিভাবে ইলিশ খেতে পছন্দ করেন??
-
-
-
-

আমার বারান্দায় ওরা ফুটে রইবে আর আমি ছবি তুলবনাওদের তা কি করে হয়। বাগানবিলাস-----
07/10/2024

আমার বারান্দায় ওরা ফুটে রইবে আর আমি ছবি তুলবনাওদের তা কি করে হয়।
বাগানবিলাস
-
-
-
-
-

কার বাসায় এই ছোট্ট একটি হাত আছে? যে হাতে ফুল বেশি মানায়। যার ছোঁয়ায় প্রতিটা মায়ের সারাদিনের ধকল এক নিমিষেই কেটে যায...
02/10/2024

কার বাসায় এই ছোট্ট একটি হাত আছে? যে হাতে ফুল বেশি মানায়। যার ছোঁয়ায় প্রতিটা মায়ের সারাদিনের ধকল এক নিমিষেই কেটে যায়!!! আমার কাছে আছে দুই জোড়া😀😀

শাপলা বিলে ইলিশ।।। তরকারি: শাপলা ও ইলিশ মাছের মাথা লেজ দিয়ে।
26/09/2024

শাপলা বিলে ইলিশ।।।

তরকারি: শাপলা ও ইলিশ মাছের মাথা লেজ দিয়ে।

25/09/2024

সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুলনাতে। এই বৃষ্টি তে অনেক কিছুই খেতে মন চায়। দুপুরের আয়োজনের একটি তরকারি ছিল আজ ইলিশ মাছের মাথা লেজ দিয়ে শাপলা রান্না। কে কে পছন্দ করেন জানাবেন,,,

ফুল ভালোবাসো কি???----- ゚
24/09/2024

ফুল ভালোবাসো কি???
-
-
-
-
-

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Life story with Arshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share