অবিচল প্রকাশনী

অবিচল প্রকাশনী পুস্তক প্রকাশনা ,খুলনা

দৈনিক পাঞ্জেরী ( ২৮/১০/২০২৪ ইং) আজ সোমবারের কাগজ নিয়মিত “ দৈনিক পাঞ্জেরী "  পড়ুন - বিজ্ঞাপন দিন।প্রেস বিজ্ঞপ্তি ও খুলনার...
27/10/2024

দৈনিক পাঞ্জেরী ( ২৮/১০/২০২৪ ইং) আজ সোমবারের কাগজ
নিয়মিত “ দৈনিক পাঞ্জেরী " পড়ুন - বিজ্ঞাপন দিন।
প্রেস বিজ্ঞপ্তি ও খুলনার যে কোন নিউজ
দিতে ই-মেইল করুন -
E mail - [email protected]

23/10/2024

আলহামদুলিল্লাহ
সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সরকার, প্রজ্ঞাপন জারি..

https://www.dailypanjeree.com/
23/10/2024

https://www.dailypanjeree.com/

The Daily Panjeree started its journey in 25th March 2012. Because of its courageous journalism, rich content, and presentation with unique layout and design,

।। এ দেশ আমার না  ।।       ✍️  মোঃ সাইফুল্লাহ বাবু  বলতে পারিসকবে তোরা মানুষ হবি কি বর্বর কি অসভ্য জাতি।ছি, ধিক্কার জানা...
20/09/2024

।। এ দেশ আমার না ।।
✍️ মোঃ সাইফুল্লাহ বাবু
বলতে পারিস
কবে তোরা মানুষ হবি
কি বর্বর কি অসভ্য জাতি।
ছি, ধিক্কার জানাই তোদের
এভাবে মানুষ মানুষকে মারে !
জানিনা এ মৃত্যুর খেলা কবে বন্ধ হবে।
বিচারের কাঠগড়ায় খুনিরা নৃত্য করে
আর বিচারপতিরা দাবাড়ু,র চাল চালে।
এ দেশ আমার না
বিশ্বাস করো এটা আমার দেশ না।
আমি কলম কালির স্বাধীনতা চাই
বেঁচে থাকার অধিকার চাই
লাল সবুজের সমান ভাগ চাই
না হলে আমি আমার
জন্মভূমির মৃত্যুদণ্ড চাই। #
( লেখা - ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং)

19/09/2024
।। কলমিলতা।।       ✍️  মোঃ সাইফুল্লাহ বাবু বিশ্বাস করো এখন আর বিপ্লবী হতে চাইনা জীবনের নিভে যাওয়া ঐ স্বপ্নগুলো আর জ্বালা...
19/09/2024

।। কলমিলতা।।
✍️ মোঃ সাইফুল্লাহ বাবু
বিশ্বাস করো
এখন আর বিপ্লবী হতে চাইনা
জীবনের নিভে যাওয়া ঐ স্বপ্নগুলো
আর জ্বালাতে চাইনা।

চারিদিকে দোসর আর চামচিকাদের আনাগোনা
জানিনা কোথায় গিয়ে আশ্রয় নিবে এতো ছারপোকা।

কারা স্বাধীন আর কারা এনেছে স্বাধীনতা
আপোষের সাথে সন্ধি করিনি
নির্ভয়ে গেঁথেছি পংতিমালা।

রাজপথে সেদিন দেখেছি ফুটন্ত রক্তের ফেনা
আর বিদ্রোহ দেখেছি আহত বর্নমালা।

ভুলে গিয়েছিলাম আমি হারানো সেই কলমি লতা
কবিতার কাননে নির্বাক ছবি আঁকা।

সেদিনও থামেনি আমার দুরন্তপনা
তিতুর ঘোড়ায় চড়ে লিখেছি
বদর থেকে ওহুদের কবিতা। #
( লেখা - 19 sep 24)

https://www.dailypanjeree.com/archives/153270
08/09/2024

https://www.dailypanjeree.com/archives/153270

কনস্টেবল সুমন কুমার ঘরামী হত্যায় সদ্য অবসরে পাঠানো (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক, এডিশনাল কমিশনার সরদার রাকিকুল .....

গণঅধিকার পরিষদএবংগণঅধিকার পরিষদ(জিওপি)২ টি ভিন্ন দল। আমরাই গণঅধিকার পরিষদ ( রেজা কিবিরিয়া ) । যাদের বুঝতে কস্ট হয় আশা কর...
02/09/2024

গণঅধিকার পরিষদ
এবং
গণঅধিকার পরিষদ(জিওপি)
২ টি ভিন্ন দল।
আমরাই গণঅধিকার পরিষদ ( রেজা কিবিরিয়া ) ।
যাদের বুঝতে কস্ট হয়
আশা করি তারা এবার ক্লিয়ার বুঝবেন >>>

মনে আছেতো সবার। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সাংবাদিকদের নামে প্রতিবাদ মানব বন্ধন পালিত হয়েছিল ....
19/08/2024

মনে আছেতো সবার।
কোটা বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সাংবাদিকদের নামে প্রতিবাদ মানব বন্ধন পালিত হয়েছিল ....

গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর সাধারন সভা অনুষ্ঠিত।আজ (১৯ আগস্ট ২০২৪ ইং ) সোমবার গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর নিজস্ব কার...
19/08/2024

গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর সাধারন সভা অনুষ্ঠিত।
আজ (১৯ আগস্ট ২০২৪ ইং ) সোমবার গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর নিজস্ব কার্যালয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর সদস্য সচিব মো: সালাউদ্দীন রাজিবের সভাপতিত্বে সাধারন সভায় উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদ খুলনা মহানগরীর যুগ্ন - আহবায়ক মোঃ সাইফুল্লাহ বাবু , মোঃ আলাউদ্দীন খান, মোঃ ইসরাফিল, মোঃ সোহেল, মোঃ ফয়জুল আলম, কাজী হামিদুর রহমান (রাজিব) প্রমুখ ।
সভায় বক্তারা বলেন , খুলনায় কোথাও কোনো দুষ্কৃতিকারীরা যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। সাধারণ সভায় শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

14/08/2024

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
সবাই আনন্দ করুন..

আমরা জানতে পেরেছি , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার অন্যতম নেতা  সাজিদুল ইসলাম বাপ্পি কে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীরা ...
16/07/2024

আমরা জানতে পেরেছি , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার অন্যতম নেতা সাজিদুল ইসলাম বাপ্পি কে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীরা আজ সকালে (১১.৩০ মিনিট ) খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে অপহরন করে নিয়ে গেছে। সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড অটো থেকে তাকে জোর করে অপহরন করে নগরীর গল্লামারীর দিকে নিয়ে গেছে বলে জানা যায়। আমি প্রশাসন ও সংবাদ কর্মী সহ সকলের দৃস্টি আকর্ষণ করছি।
মোঃ সাইফুল্লাহ বাবু
যুগ্ন আহবায়ক
গণঅধিকার পরিষদ
খুলনা মহানগর

12/07/2024

মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে
মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি;
আমি তখন স্বপ্নের ভেতর
জেহাদ, জেহাদ বলে জেগে উঠি।...কবি আল মাহমুদ

06/07/2024

আমাদের সাহিত্য দলবাজদের হাতে ধ্বংস হচ্ছে ..🥲

।। বিদায়।।         মোঃ সাইফুল্লাহ বাবু  বিদায় বন্ধু, চলে যাচ্ছি তোমাদের গ্রামের মেঠোপথ ছেড়ে অচেনা কোন শহরেফেরা হবে না আর...
16/06/2024

।। বিদায়।।
মোঃ সাইফুল্লাহ বাবু
বিদায় বন্ধু,
চলে যাচ্ছি তোমাদের গ্রামের
মেঠোপথ ছেড়ে অচেনা কোন শহরে
ফেরা হবে না আর হয়তো চিরচেনা গোয়ালে।

ভাবলেই বুকটা কেমন যেন ধড়ফড় করে ওঠে
মোচর মারে ক্ষতবিক্ষত বুকের পাটাতনে।

আর দেখা হবেনা পরিবারের সাথে
দেখা হবেনা সবুজের সমারোহে
ঐ সবুজ দিগন্ত রেখার পাশে
শিশিরে ভেজা দুবলা ঘাসের সাথে।

এইতো আর একটু পরেই চিরতরে
হারিয়ে যাবো পৃথিবীর বুক থেকে।

ছুরি চালানো হবে আমার তুলতুলে গলাতে
রক্তমাংস নিয়ে সবাই ছুটোছুটি করবে হেসে।

এভাবেই আমাদের উপন্যাস বিলুপ্ত হয়ে যাবে।
আবার নতুন আরেকটা দীর্ঘশ্বাসের জন্ম হবে। #

Channel S । চ্যানেল এস-এর সাথে -- আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
14/06/2024

Channel S । চ্যানেল এস-এর সাথে -- আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

আসসালামু আলাইকুম, আপনারা জেনে খুশি হবেন - খুুলনা থেকে ম্যাগাজিন " অবিচল " বের করছি। কাজ চলছে। পরে মাসিক বের করা হবে ইনশা...
27/05/2024

আসসালামু আলাইকুম, আপনারা জেনে খুশি হবেন - খুুলনা থেকে ম্যাগাজিন " অবিচল " বের করছি। কাজ চলছে। পরে মাসিক বের করা হবে ইনশাল্লাহ। দোয়া চাই আর আপনার / আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং লেখা প্রত্যাশা করছি।
ধন্যবাদান্তে
সাইফুল্লাহ বাবু
কবি ও সাংবাদিক
01301336889

Address

Khulna
9201

Telephone

+8801934707264

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবিচল প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অবিচল প্রকাশনী:

Videos

Share

Category