Prince Ahsan

Prince Ahsan Alhamdulillah

Present situation.....
10/10/2023

Present situation.....

10/10/2023
09/10/2023

লোকে বলে,
কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়,
আমি বলি
ইচ্ছা লাগে....

🤣🤣🤣
07/10/2023

🤣🤣🤣

 # # #
01/10/2023

# # #

আযান              – কায়কোবাদকে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুরআকুল হইল প্রাণ, নাচিল ধমন...
25/09/2023

আযান
– কায়কোবাদ

কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
আমি তো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে
কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।
হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে,
কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে-
কত সুধা আছে সেই মধুর আযানে।
নদী ও পাখির গানে তারই প্রতিধ্বনি।
ভ্রমরের গুণ-গানে সেই সুর আসে কানে
কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী।
ভূধরে, সাগরে জলে নির্ঝরণী কলকলে,
আমি যেন শুনি সেই আযানের ধ্বনি।
আহা যবে সেই সুর সুমধুর স্বরে,
ভাসে দূরে সায়াহ্নের নিথর অম্বরে,
প্রাণ করে আনচান, কি মধুর সে আযান,
তারি প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে।
নীরব নিঝুম ধরা, বিশ্বে যেন সবই মরা,
এতটুকু শব্দ যবে নাহি কোন স্থানে,
মুয়াযযিন উচ্চৈঃস্বরে দাঁড়ায়ে মিনার ‘পরে
কি সুধা ছড়িয়ে দেয় উষার আযানে!
জাগাইতে মোহমুদ্ধ মানব সন্তানে।
আহা কি মধুর ওই আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।

24/09/2023

দেখবেন অশিক্ষিত কেউ বেকার নেই।
যত বেকার আছে সব শিক্ষিত.....

দুঃখজনক.......
24/09/2023

দুঃখজনক.......

24/09/2023

ছেলেরা দাঁড়ি রাখলে বৃদ্ধ মনে হয় না,বরং আগের তুলনায় আরো বেশি স্মার্ট মনে হয়।

24/09/2023

Teamwork

অনেক বার পরছি.....
24/09/2023

অনেক বার পরছি.....

Address

Roypara
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prince Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prince Ahsan:

Videos

Share