Gm Bayzid Hussin

Gm Bayzid Hussin ❤️ـــﮩـ٨ـﮩـــღــﮩ٨ﮩﮩﮩﮩــ٨ـﮩـ❤

┊┊┊
┊┊┊
┊┊★
┊☆


┊┊┊
┊┊┊
┊┊☆
┊★


❤️ـــﮩـ٨ـﮩـــღــﮩ٨ﮩﮩﮩﮩــ٨ـﮩ❤

04/11/2024

°
- tumar Bf nai মানেই তুমি আমার! 🥹🫶🙈

°

15/10/2024

তুমাগো ভাবি ফেইল😅

08/10/2024

বালিয়াডাঙ্গা ইউনিয়নের জুন মাসের ৪৫০ বস্তুা (আনুমানিক) VGF এর চাউল এখন পর্যন্ত বিতরণ হয়নি।
সুষ্ঠ তদন্ত ও জবাবদিহির মধ্য দিয়ে অতি দ্রুত চাউল হাজির করার অনুরোধ।
কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

05/10/2024

পীপিলিকা পাখা গজায় মরিবার তরে!
No Chance Dad of way,,
ধন্যবাদ।

আমার দুঃখ গুলো আমার কাছে,পাহাড় সমান অন্যের কাছে,,দু এক লাইন গল্প মাত্র....
26/12/2023

আমার দুঃখ গুলো আমার কাছে,
পাহাড় সমান অন্যের কাছে,,
দু এক লাইন গল্প মাত্র....

09/10/2023
09/10/2023

🥲

04/08/2023

1st Question and answer 👇

আগের স্বামীর তালাক না নিয়ে বিয়ে করলে কি জায়েজ হবে?

মানবজীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনের অত্যাবশ্যকীয় এক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে পবিত্র এক বন্ধনের নাম বিয়ে।

স্রষ্টার নির্দেশিত ও অনুমোদিত পন্থায় মানবসন্তানের বংশবৃদ্ধির একমাত্র হাতিয়ার।

দাম্পত্য সম্পর্কের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন, স্ত্রীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ। (সূরা বাকারা, আয়াত- ১৮৭)

বৈবাহিক সম্পর্কের অনিবার্যতা প্রমাণিত হয় কোরআনের আরো একটি আয়াতের মাধ্যমে।

আল্লাহতায়ালা ইরশাদ করেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি (স্বামী স্ত্রীরূপে) জোড়ায় জোড়ায়। (সূরা নাবা, আয়াত- ৮)

ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু জৈবিক প্রয়োজন পূরণের মাধ্যম নয়- বরং একটি মহান ইবাদত। এটি ধর্মীয় অনুশাসন ও রিচুয়ালের অন্যতম অংশ।

রাসূলুল্লাহ (সা.) দ্ব্যর্থহীনকন্ঠে ঘোষণা করেছেন, বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমাদের দলভুক্ত নয়। (সুনানু ইবনি মাযাহ, হাদিস নং-১৯১৯)

ইসলামে প্রতিটি বিষয়ে যেমন দিকনির্দেশনা রয়েছে তেমনি বিবাহের জন্যও রয়েছে অনেক বিধি নিষেধ।

কাকে বিয়ে করা যাবে আর কাকে করা যাবেনা তা নিয়েও রয়েছে বিস্তারিত পর্যালোচনা।

যাদেরকে বিবাহ করা যাবেনা তাদের অন্যতম হচ্ছেন ১৪জন মাহরাম। (সূরা নিসা, আয়াত-২৩) এছাড়া সকল কাফের মুশরিককেও বিবাহ করা অবৈধ।

আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। ইসলাম গ্রহনকারী ক্রীতদাসীও মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে (মুশরিক রমনী) তোমাদের কাছে ভালো লাগে।

এবং তোমরা (নারীরা) কোন মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। (সূরা বাকারা,আয়াত-২২১)

এছাড়া অন্য পুরুষের বিবাহে থাকা স্ত্রীও অপর পুরুষের জন্য নিষিদ্ধ।

বিবাহিতা নারীরা নিশ্চিত ও কার্যকরী পন্থায় তালাকপ্রাপ্তা/বিধবা হয়ে ইদ্দত পালনের আগে দ্বিতীয় কোন পুরুষের ঘরণী হতে পারবেনা। এটাই আল্লাহ তায়ালার ফয়সালা।

কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, এবং সব সধবা নারীরাও বিবাহের ক্ষেত্রে তোমাদের জন্য নিষিদ্ধ। (সূরা নিসা, আয়াত-২৪)

কোন বিবাহিতা নারী যদি তার স্বামীর পক্ষ থেকে তালাকপ্রাপ্তা হন এবং তিন মাস (তিনটি পিরিয়ড) ইদ্দত পালন শেষ করেন শুধুমাত্র তাহলেই তিনি নতুন করে বিবাহের বৈধতা পাবেন।

এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীনের সুস্পষ্ট নির্দেশ, আর তালাকপ্রাপ্তা নারীরা নিজেদেরকে অপেক্ষায় রাখবে তিন হায়েজ পর্যন্ত। (সূরা বাকারা, আয়াত-২২৪)

বিবাহ যেহেতু আল্লাহ তায়ালা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় রিচুয়াল। তাই তার নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিছু করলে সেই বিবাহ শুদ্ধ হিসেবে গন্য হবেনা।

যেমন, কোরআন হাদিসের বাইরে মনগড়া কোন পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবেনা। তেমনি বিবাহের ক্ষেত্রেও মুসলমানদের জন্য আল্লাহ কর্তৃক প্রদত্ত এই নির্দেশগুলো মানা জরুরী।

কেউ এর বিপরীত করলে তার বিবাহ অশুদ্ধ ও বাতিল বলেই গন্য হবে। ইসলামের সূচনালগ্ন থেকে বিগত প্রায় দেড় হাজার বছরে এ ব্যাপারে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নেই।

তালাক প্রদানের অধিকার আল্লাহ তায়ালা শুধুমাত্র পুরুষকেই দিয়েছেন। তবে কোন স্বামী যদি তার স্ত্রীকে কোন প্রেক্ষাপটে সচেতনভাবে তালাক গ্রহণের অধিকার প্রদান করেন তাহলে স্ত্রী নিজের ওপরে তালাক নিতে পারবেন।

কোরআনে কারীমে পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, তালাক (প্রথমত সর্বোচ্চ) দুইবার। (অর্থাৎ রজয়ী বা বায়েন তালাক দুয়ের বেশি হতে পারেনা। দুই তালাকের বেশি দিলে আর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার সুযোগ বাকি থাকেনা)

এরপর ন্যায়সঙ্গতভাবে রাখো অথবা অনুগ্রহ সহকারেই বিদায় দাও। (অর্থাৎ ইচ্ছে হলে এরপরে পূর্ণ বিচ্ছেদকে গ্রহন করো।) সূরা বাকারা, আয়াত-২২৯।

এখন কারো যদি পূর্বের স্বামীর সঙ্গে শরীয়তসম্মতভাবে ছাড়াছাড়ি না হয়ে থাকে, তাহলে কোনভাবেই এ বিয়ে বৈধ নয়। তবে এর জন্য দুটি বিষয় নিশ্চিত করতে হবে।

প্রথম বিষয় হলো, প্রথম স্বামীর ছাড়াছাড়িটা ইসলামী শরীয়ত সম্মতভাবে হয়েছে কি-না। আর তালাকনামা পাঠানো এবং সেটি ইসলামী শরীয়ত সম্মতভাবে বিয়ে বিচ্ছেদ হওয়া পর্যন্ত পৌঁছেছে কি-না, এই বিষয়টি বিবেচনা করতে হবে।

আররেকটি হলো, যদি শরীয়তসম্মতভাবে ছাড়াছাড়ি বা বিচ্ছেদ হয়ে থাকে, তবুও তিন মাস অথবা তিন পিরিয়ডের সময় পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। সেটি হয়েছে কি-না নিশ্চিত করতে হবে।

এই দুটি বিষয়ের কোন একটি বিষয় যদি অনুপস্থিত থাকে, তাহলে বিয়ে শুদ্ধ হবে না। বরং এটি একটি অবৈধ বিয়ে।

সূত্র: ইসলামী আইনের বিখ্যাত গ্রন্থ রদ্দুল মুহতার- ৪/৪৫৬, কানযুদ দাকায়েক-৯/১৮৭, কিতাবুন নাওয়াযিল-৯/১৫২, ফাতওয়ায়ে মাহমুদিয়া-১০/৪০৮-৪৪৩, বাহরুর রায়েক-৯/৩৯৭

2nd Question and ans👇👇

প্রশ্ন : আমি শুনেছি যে স্বামী-স্ত্রী চার মাস আলাদা থাকলে তাঁদের তালাক হয়ে যায়, এটা কি সঠিক?

উত্তর : চার মাস নয়, চার বছর বা ১৬ বছর পর্যন্ত আলাদা থাকলেও তালাক হবে না। সুস্পষ্টভাবে তালাক দিলে তালাক হবে।

02/08/2023

😓😥😭

আমার যেটাকে ক্রাশ বলি ইসলাম সেটাকে চোখের যিনা বলে😌😌🥲"চোখের যেনা"🙂🌸বর্তমানে চোখের যেনার নতুন নাম করণ করা হয়েছে "ক্রাশ"(না...
22/10/2022

আমার যেটাকে ক্রাশ বলি ইসলাম সেটাকে
চোখের যিনা বলে😌😌🥲
"চোখের যেনা"🙂🌸
বর্তমানে চোখের যেনার নতুন নাম করণ করা হয়েছে "ক্রাশ"(নাউজুবিল্লা)।
চোখের যেনা সব থেকে বড় যেনা।😢
একবার যদি অনিচ্ছাকৃতভাবে কারো দিকে নজর পরে যায় তাহলে সে গুণাহ্ ক্ষমা করা হবে,কিন্তু ২য় বার আবার যদি ইচ্ছাকৃতভাবে নজর দেয়া হয় সেটা হয়ে যাবে চোখের যেনা।🙂
★ইবান বুরাইদা ( রাঃ) হতে বর্ণিত।হয়রত আলী (রাঃ)কে নবীজি করিম (সাঃ)বলেছেন, ‘হে আলী! (হঠাৎ) দৃষ্টি পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তাকিয়ো না। কারণ, (হঠাৎ অনিচ্ছাকৃত পড়ে যাওয়া) প্রথম দৃষ্টি তোমাকে ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি ক্ষমা করা হবে না। (তিরমিজি: ২৭৭৭)
একবার নিচের এই ছবিটির জায়গায় নিজেকে কল্পনা করে দেখুনতো,একটু ভয় অনুভব কি হচ্ছে না??
আচ্ছা কল্পনা করতে যদি না পারেন তাহলে একটি পিন নিয়ে হাতে একটু গুতো দিয়ে দেখুন তো কেমন ব্যাথা অনুভব হয়,তারপর এই ছবিটায় নিজেকে কল্পনা করে দেখুন।
আসলে ছবিটাতো মানুষের তৈরি মানুষের ধারণা কিন্তু চোখের যিনার শাস্তি যে এর থেকেও কত বেশি ভয়ঙ্কর তা আমাদের মত মানুষের চিন্তার ও বাহিরে।
★আর চোখের যিনা যে কত নিকৃষ্ট কত ঘৃণীত তা যদি আমরা বুঝতাম তাহলে হয়তো কখনো কোনো পর-পুরুষ বা পর-নারীর দিকে আমরা চোখ তুলেও তাকাতাম না।
আমরা এতোটাই নিচে নেমে গিয়েছে যে আমরা এখন এই চোখের যিনাকেও হালাল বানিয়ে ফেলার চেষ্টা করছি আর তাই এখন এর নতুন নাম করণ করে ফেলেছি "ক্রাশ"(নাউজুবিল্লাহ)।
বর্তমানে তরুন-তরুণীদের মুখের বুলি হয়ে গেছে অমুক সেলিব্রিটি আমার ক্রাস অমুক ছেলে বা মেয়ে আমার ক্রাস,কথাগুলো এখন আমাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে গেছে।
আর খুব স্বাভাবিক ভাবেই আমরা আল্লাহর বলা হারাম কে হালাল ভেবে মেনে নিচ্ছি ;
কিভাবে আমরা আল্লাহ্‌র এতটা অবাধ্য হতে পারছি??
সবশেষে কি তার কাছেই আমাদের ফিরে যেতে হবেনা?
তখন কি জবাব দিবো আল্লাহর কাছে?কি নিয়ে দাঁড়াবো তার সামনে?
একবারও কি এটা ভেবে দেখেছি??
চোখ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নেয়ামতে মধ্যে একটি।আমরা কি আল্লাহর নেয়ামত সঠিক ব্যবহার করছি?
সবশেষে বলবো আল্লাহ আমাদের সবাইকে সঠিক টা বুঝার তৌফিক দান করুক,শয়তানের এসব ধোঁকা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক আমিন ❤️🌸

04/09/2022

নাইচ 😹

17/08/2022

🙏
#আজকের_পোস্ট_টা_মেয়েদের_জন্য


আসা করি সবাই পড়বেন,,
আচ্ছা তোমার কি লজ্জা করেনা ??
তোমার বয়ফ্রেন্ডের সাথে
অবাধ মেলামেশা করো,
বাসায় ফিরে সেই নষ্ট শরীর নিয়ে
নিজের মা- বাবার সামনে দাঁড়াও
ঘন্টার পর ঘন্টা আবাসিক হোটেলে
অথবা বন্ধুর বাসায় মেলামেশায় ব্যস্থ
এবং কোন কারণে ব্রেকাপ হওয়ার পর
অবশেষে অপরিচিত একজনের
সাথে যখন সেজে গুজে
বিয়ের পিড়িতে বসো !!

তখন একবারও কি লজ্জা লাগেনা,
একবারও কি ভাবোনা,
আমি কেন এত সাজুগুজু করছি,
কি আছে আমার কাছে,
আমি তো চরিত্রহীনা,
আমি তো আমার স্বামীর হক
নস্ট করে ফেলেছি,
আমি তো তাকে ঠকিয়ে ফেলতেছি !!
একবারও কি মনে হয় না,
কিসের এত আয়োজন ??
এই নস্ট শরীরটাকে
লাল কাপড়ে পেচিয়ে,

সোনার হার/ বালা কানের দুল পরে
এবং শরীরের উচুভূমিকে
জোর করে সমতল ভূমি বানিয়ে
বিয়ের আসর পার করে দিলেই
কি তুমি নিজেকে সতী মেয়ে
প্রমাণ করে ফেলছো !

জানি তখন তোমার বিবেকে নাড়া দিবে
, তুমি চোখের জল ফেলবে
এবং বলবে যে কেন আগে
এসব করলাম ।

হয়তো স্বামীর কাছে অস্বীকার
করে পার পেয়ে যাবে,.
হয়তো তোমার স্বামী সব বুঝেও
কিছু জিজ্ঞেস করবে না,
কারণ স্বামী মেনে নিতে বাধ্য,
কিন্তু সারাটিজীবন তো

কলংকের দাগ থেকেই যাবে !! . .
তাইতো বলছি,
নিজের সতীত্বের সম্মান
দিতে শিখো,
সামান্য একটা বয়ফ্রেন্ডের
দু চারটা মিস্টি কথা শুনে
যে সব বিলিয়ে দিতে হবে
এমন তো নয় !!
নিজের মনকে শক্ত করো,
আল্লাহ কে ভয় করো !

মেয়েদের জীবন বড়ই কঠিন !!
সতীত্ব ঠিক রাখা সেই কঠিন
জীবনের সবচেয়ে কঠিন কাজ !!
আজকাল অনেক ছেলে
মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স!!

২/৩ মাসের সর্ম্পকের পরই নাকি
এটা প্রয়োজন হয়ে দাড়ায়!!
কিছু মাস বা ১/২ বছর পর
এমন এক পরিস্থিতি দাড়ায়,,
এক জিনিস কয়দিন ভালো লাগে???
নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ!!

কিন্তু এটা চরম সত্য যে,,
৯৪% ছেলেই কোন স্বার্থ ছাড়া
শারীরিক সর্ম্পকের পর কোন
মেয়েকে তার ঘরের বউ হিসেবে
মেনে নিতে চায়না !!

( আমি একজন ছেলে হয়েও
সত্যি টা আজ উপস্থাপন করলাম।)

#মেয়েদের_বলছিঃ
আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম,,
একবার ভেবে দেখো তোমাকে
বিয়ে করতে একটা ছেলের
চাকরি জোগাড়,

পরিবারকে রাজি করানো,
মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি
কত ঝামেলা আর টাকার ব্যাপার,,
এর পর সে তোমাকে পাবে,

এখন তুমি যদি তার আগেই
তাকে সব দিয়ে দাও
আর এত ঝামেলা করতে
কি তার মন চাইবে???
বিয়ে না করে ২টা মিষ্টি কথায়
সব হলে পাগলেও
বিয়ে করবে না তোমাকে!!

★ বোন গো,,
নিজেকে সস্তা করো না!!
বোন,, তুমি নিজেও জানোনা যে,
তুমি তোমার মা-বাবার
কত দামী আর কত কষ্টের
অর্জিত মূল্যবান সম্পদ!!

#ছেলেদের_বলছিঃ
যে মেয়েটার ক্ষতি করছো,, !!
একবার ভাবো,
তোমার আদরের লক্ষি বোনটাকে
যে কিনা আজ আবদার ধরেছে
ভাইয়া আমার জন্য চটপটি আনিস,,
আর তুমিও তাকে
অনেক ভালোবাস ----

অনেক কষ্ট করে খুজে
একটি ভাল পাত্র জোগার করলে
তাকে সুখি দেখতে চাও!!
এখন সে এসে বললো ভাইয়া
নেটে আমার ভিডিও আসছে!!
★ও ভাই,, কেমন লাগবে
তোমার ভিতরটায়???
তাই বলি,

আসো সময় থাকতে সাবধান হই!!
আসো আমরা একটু ভাবি!!
আসো আমরাই শুরু করি,,
একদিন সমাজটাই পাল্টে যাবে ---?

জীবন কিন্তু একটাই
তাই সময় থাকতে আমরা সবাই
আল্লাহ কে ভয় করি ----?

তাইতো বলিতেছি.........
ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিওনা !!

——————————————লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন„„„ ভিডিও এর জন্য আমি দুঃখিত
Tàwßíf Émàm musulli
❤️❤️❤️❤️
ভিডিও সংগ্রহীত

26/07/2022

আমি তো আমার আছি,
তুই আছিস তোর 💔🥀💔

Singer

Address

Khulna
Khulna
25

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gm Bayzid Hussin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gm Bayzid Hussin:

Videos

Share