Voice of Tonmoy

Voice of Tonmoy [ Voice artist ]
( ক্ষুদ্র লেখক )

বাস্তব জীবন তুলে ধরার চেষ্টা. You Tube channel - Voice of Tonmoy
(6)

17/11/2023

কিছুদিন পরীক্ষা তারপর অসুস্থ থাকার কারনে কোন ভিডিও দিতে পারছি না। আমি এখনো অসুস্থ। সবাই দোয়া ও প্রার্থনা করবেন।
আশা করি, খুব তাড়াতাড়ি আবার ভিডিও আসবে

14/11/2023

প্রতিটি ছেলের ক্ষয়ে যাওয়া জুতা জানে ৫ টাকার মূল্য কতখানি, সকালের নাস্তা হিসাবে এক কাপ চা আর রুটি জানে টাকার মূল্য, একই টি শার্ট পড়ে কাজে যাওয়ার সময় জানে টাকার মূল্য কতটা, নির্ঘুম রাতে পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর ঘর টা জানে কতটা বেদনাদায়ক এ জীবন..

এসব কষ্ট কিসের জন্য?

যাদের জন্য এই কষ্ট তারা কি কখনোই বুঝবেনা?
যদি বুঝতে পারতো প্রতিটি ছেলে জীবনে কত পরিশ্রম করে তাহলে তাদের রিদয় কেপে উঠতো .......

ছেলে হওয়া এতটা সহজ নয়, ছেলে হলে মৃত্যুযন্ত্রণার মতো অসীম কষ্ট হাসিমুখে মেনে নিতে হয়.....।।

🖋️জরাজীর্ণতার ক্ষুদ্র লেখক

12/11/2023

[ ২ ].. আমি নিজেকে কখনোই এই পৃথিবীর বাস্তব মঞ্চে খুজি নি.....!

আমি ফুলকে বর্ণনা না করে করেছি তারই কাটাকে বর্ণনা,আমি তোমাকে না দেখে, দেখেছি এক মায়াবীসৃষ্ট কন্যাকে..।।
আমি জমে থাকা ধুলা না সরিয়ে সরিয়েছি নিজেকে, আমি জীবনের মানে না খুজে,খুজেছি মৃত্যু নামক আধ্যাত্মিক শব্দকে..।।
আমি ভালোবাসার মানে না খুজে খুজেছি বিচ্ছেদের যন্ত্রণাময় মুহুর্তকে, আমি নিজেকে না চিনে চিনতে চেয়েছি এই অবাক পৃথিবীর নিয়মে চলা মানুষকে,
আমি নিজেকে না ভালোবেসে বেসেছি এক জীবনভর মায়াময় মানুষকে..।।

আমি এই মায়াময় নৃকষ্ট পৃথিবীর এক ছন্নছাড়া পথিক বলছি-
আমি নিজেকে না খুজে হারিয়েছি আমি সব, আমি আজ শূন্য হাতে তাই পৃথিবীর এই মঞ্চে দাড়িয়ে ভালোবাসা ভিক্ষা করে চলছি অনন্তকাল ধরে ..।।

কিন্তু এই ভালোবাসা যে ভিক্ষা দ্বারা পাওয়া সম্ভবপর নয় কখনোই, মায়ার দ্বারাই একমাত্র তাকে নিজের করে পাওয়া যেতে পারে .।।

এই মায়া এই নিকৃষ্টতম পৃথিবীর বুকে কি সত্যিই আছে...!!!!..

🖋️জরাজীর্ণতার ক্ষুদ্র লেখক...

11/11/2023

[ ১. ] "মৃত্যু" আমাকেও তুমি এই সৃষ্টির গভীরে তলিয়ে দিবে ........

আমার দেহ শীতল হবার পর
আমাকে সবাই ই পর করে দিবে,,
রেখে আসবে একাকী অন্ধকার ওই শহরে
যেখানে,
ভোরের শিশিরে পা ভেজানো আর হবে না , পাখির সুন্দর কিচিরমিচির শব্দ আর শোনা যাবে না,
আমার স্মৃতির চাদরে ধুলা জমবে,
সে ধূলার গভীরেই হারিয়ে যাবো তখন আমি।

খুজবে না কেউ আর এই আমাকে..
খুজবে না সেই ছোটবেলার বন্ধুটাও,
সেও মুছে ফেলবে আমি নামক অধ্যায়টা,
পরিবর্তনের এই তাড়নায় আমি গভীরে তলিয়ে যাবো।।

আহ!! মৃত্যু, তুমি সত্যিই অসম্ভব রকমের সুন্দর অবাক এক মহীমাময় সৃষ্টি,
তোমার মাঝে এরকম কত কোটি জীবনের হাহাকারের গল্পগাথা যে আছে,
যা তুমি সব মুছে দিয়েছো সৃষ্টির এই আজব সময়ের পরিবর্তনে.........।।।।।

আহ "মৃত্যু" তুমি সত্যিই আধ্যাত্মিক........

🖋️ জরাজীর্ণতার ক্ষুদ্র লেখক...

09/11/2023

মানুষ আপনাকে দেখবে না দেখবে আপনার যোগ্যতাকে। আপনার যোগ্যতাই আপনার পরিচয়, এই কথাটা তিতা হলেও বাস্তবতা এইটাই....

07/11/2023

৩. ভালোলাগা আসলে কি???

আসলে এই ভালোলাগা ব্যাপারটা আমরা অনেকেই বুঝিনা। ভালোবাসার সাথে ভালোলাগার একটা সম্পর্ক আছে অবশ্যই কিন্তু তবুও দুটির দূরত্ব আমাদের শরীরের পা থেকে মাথার দূরত্বের মতন ।

আমাদের যে কেউকেই ভালো লাগতে পারে, কিন্তু কেন ভালো লাগে ?
"আমরা তখন বলবো যে, তার হাসিটা সুন্দর, তার চেহারা সুন্দর, তার মনটা তুলোর মতন নরম এসব কারণে তাকে ভালোলাগে। এই যে কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়ে বললাম ভালোলাগে এই টাই হলো ভালোলাগা, ভালোলাগা খুবই ক্ষণস্থায়ী। কারণ, যে জিনিসের প্রতি আসক্ত হয়ে আমাদের ভালো লাগে বা ভালো লেগেছিলো তাকে। তার সেই জিনিসটা নষ্ঠ হয়ে গেলে তার প্রতি ভালোলাগাটার ইতি হয়ে যাবে সেখানেই ।

দেখোই না এই পৃথিবীর কত কিছুই আমাদের ভালো লাগে তাই না। তার মানে কি বোঝায়?

"ভালোলাগা এই জিনিসটা আসলে সসীম, হাজার হাজার জিনিস আমাদের সময়ের সাথে ভালোলেগে যায়। আবার ঐ জিনিসটার প্রতি যখন সেই মোহটা কেটে যায় তখন আর সেই জিনিসটা ভালো লাগেনা ।

আসলে, ভালোলাগার এই যে সেই ব্যাপারটা এটা হচ্ছে ভালোবাসার একটি পথস্বরুপ বা মাধ্যম।

পৃথিবীর সব থেকে কুৎসিত জিনিসটাও আমাদের ভালোলাগতে পারে। কিন্তু এই ভালো লাগার অবশ্যই একটি সময়ের সীমা আছে। কিছু জিনিস / কেউ আমাদের সাথে কিছু মাস থাকার পর এক ঘেয়ামি লাগে, তার সব কথাতে থাকে কাঠালের আঠার মতন বিশ্রী একটা অনুভব। তার কাজকর্ম আর পছন্দ হয়না।

আসলে এসবের একমাত্র কারণ হচ্ছে তাকে এখন আর আপনার ভালোলাগেনা। তার প্রতি সেই মোহটা আর নেই। যখন এই মোহটা তার উপর থেকে উঠে যায় তখন মনে হয় সে যেন বদলে গেছে। কিন্তু না, বদলে যায় আমাদের ভালোলাগা " "ছিন্নভিন্ন হয়ে যায় তার প্রতি সেই মোহ টা।

একটি গোলাপ গাছকে আমাদের ঠিক ততো সময়ই ভালোলাগে ঠিক যতসময় গাছে গোলাপ ফুলটি থাকে। যখন গাছ থেকে গোলাপ ফুলটি মাটিতে পড়ে যায়, তখন গোলাপ গাছ আমাদের চোখে আর সেই মায়াবীভাবে ধরা দেয়না।

" ভালোলাগা খুবই ক্ষণস্থায়ী"

🖋️ জরাজীর্ণতার ক্ষুদ্র লেখক...

01/11/2023

২. আবেগ দিয়ে জীবন চলে না....

এই আবেগ শব্দটি আমাদের জীবনে প্রতিটি সময়ে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে। আসলে, সবার জীবনেই এই আবেগ নামক শব্দটি বাসা বাধে কিন্তু এই বাসা স্থায়ী হয় না কখনোই, আর যদি স্থায়ী হয়েও যায় তাহলে এর শেষ পরিণাম কখনো ভালো হয়না।

আমরা বলি, আমাদের আবেগের বয়স ১৬-২১ বছর বা এর আশেপাশে। এই বয়সে আমরা এই আবেগের বশে অনেক ভুল সিন্ধান্তকে সঠিক হিসাবে গন্য করে থাকি। এই বয়সটাই আমরা প্রেম নামক নেশায় আসক্ত হই, বন্ধুদের সাথে নেশা করি, রাজনীতির খাতায় নিজের নামটি লিখতে চাই, মারামারি করি। আসলে, এই বয়সটায় আমরা একটু নিজেদেরকে বড় মনে করে থাকি৷ কারণ, তখন আমরা স্কুলের গন্ডি পার হয়ে কলেজের গন্ডিতে সীমাবদ্ধ হই। তখন আমরা ভাবি যেটা করছি সেটাই হয়তো ঠিক। এর ফলে আমাদের পরিণামটা ভালো হয়না। পরে নিজের ভুল বুঝে আবার ঠিক পথেই আমরা হাটি।

আসলে ১৬-২১ বা কোনো বয়সের সীমার মধ্যে এই আবেগ থাকেনা। আবেগ সারাজীবন থাকে আমাদের। আবেগ জিনিস টা ছোট থেকে বড় সবারই আছে৷

আসলে " আবেগ ছাড়া দুনিয়া চলে না "
আবার " বেশি আবেগ জীবন ধ্বংসের কারণ "

আসলে এই আবেগ হলো - নিজের মনের কথাটা ঠিক নাকি ভুল এই সিন্ধান্ত থেকে ভুল সিন্ধান্ত গ্রহন করে সেটার প্রতি অগ্রসর হওয়া।

আমরা সবসময় ভাবি ছোটরাই আবেগে চলে। আসলে কথাটা একদমই ভুল৷ মধ্যবয়সী একটি যুবকও আবেগে গা ভাসিয়ে দিতে পারে। নিজের জীবনকে নিজ হাতে শেষ পথে নিয়ে যেতে পারে।

" আবেগের কোনো বয়স হয়না"

আমরা যারা এই আবেগ কে বিবেক দিয়ে দঃশন না করতে পারি তাদের কাছে এই আবেগের শেষ ঠিকানা হয়ে থাকে অনেক ভয়াবহ। হারিয়ে যেতে পারে জীবনের আলোময় সময়গুলো,জীবনে বয়ে যেতে পারে অন্ধকার সময়গুলো, নিজেকে নিয়ে যেতে পারে সমুদ্রের মধ্যকার গভীর জলে যেখানে মৃত্যু নিশ্চিত। আবেগ মানুষকে অন্ধ করে দেয়। এই আবেগের কারণে কত যুবক ঝড়ে গেলো,যাদের সপ্ন ছিলো এই পৃথিবীর উচ্চ শিখরে নিজের নাম লিখাবে।

"আবেগে বশিভূত হইয়ো না, আবেগকে বশিভূত করো।"

বেশি আবেগ মৃত্যু অবধি তোমাকে নিয়ে যেতে পারে।
আবেগের আংগুল না ধরে বিবেক কে অনুসরণ করো তাও ভালো।
যেটা করবে সেটা আবেগের তাড়নায় নয়, বিবেকের তাড়নায় করো। জীবন অতি স্বল্পস্থায়ী তাই ভুল করলে সেটা শুধরানোর জন্য সময়টুকুও পাবেনা।।

🖋️ জরাজীর্ণতার ক্ষুদ্র লেখক...

01/11/2023

জীবন থেকে চেনা মানুষ হারিয়ে গেলে আমাদের ভীষণ কষ্ট হয়। হারিয়ে যাবার সাথে সাথে আমাদেরকে দিয়ে যায় একরাশ বিষন্নতার পাহাড়। দিয়ে যায় কিছু রাত জাগার গল্প, রেখে যায় হাজারো স্মৃতি।।

লেখা- কাজল পারভেজ

29/10/2023

১. আচ্ছা মায়া কি??

আসলে এইযে মায়া,এইটা এক একজনের কাছে এক এক রকম অনুভূতি প্রকাশ করে। আমার কাছে মায়া মানে হচ্ছে,পৃথিবীর শ্রেষ্ঠতম ভয়ংকর নেশা।যা মানুষকে সুস্থ থাকতে দেয়না। হাসিখুশি মানুষকে খুব সহজেই বোবা,অনুভূতিশূন্যহীন এক পাথর মানুষে পরিণত করে। মায়া নামক এই ভয়ংকর নেশা আমরা যতদিন বেচে থাকবো ততোদিন আমাদের নেশাক্ত করে রাখবে।
আসলে মানুষ কখনোই মায়াশূন্য হয়ে বাচতে পারে না, এই পৃথিবীর বুকে মায়াশূন্য মানুষ কখনোই সৃষ্টি হবেনা। কারণ, কোনকিছুর প্রতি মায়া না থাকলে তার মায়া থাকবে অন্তত মৃত্যুর প্রতি। কিন্তু এই মায়া জিনিসটা থাকবেই।
আর এমন নয় যে, মায়া জিনিসটা শুধুমাত্র প্রিয় মানুষটার প্রতি থাকে। মায়া জিনিসটা থাকে মা-বাবা, আপনজন, নিজের প্রতি, পৃথিবীর প্রতি, এমনকি আমাদের মায়া থাকে পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় ক্ষুদ্র কোনো না দেখা ধুলিকণার প্রতিও। আর যখন এই পৃথিবীর সবকিছু থেকে মায়া উঠে যায়, তখন মায়া সৃষ্টি হয় নিজেকে নিজে হত্যা করার উপর।

আসলে মায়া নামক এই ভয়ংকর জিনিসটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়। আজ আমরা যেমন কোন মানুষের মায়ায় বা কোন জড় পদার্থের মায়ায় আসক্ত এমনও হতে পারে যে, কাল আর এই মায়াগুলো আমাদের স্পর্শ করবে না। নতুন কোনোকিছুর প্রতি মায়া আমাদের আলিজ্ঞন করে নিবে।

মায়া পরিবর্তনশীল, মায়া ক্ষণস্থায়ী, আবার মায়া দীর্ঘস্থায়ী, মায়া ভয়ংকরতম নেশা।

" আসলে মায়াই পারে মামাকে ভুলিয়ে দিতে"
"মায়াশূন্য কোনো মানুষ হয় না"
"মায়া এই ক্ষুদ্র শব্দটি ছাড়া এই পৃথিবী কখনোই পূর্ণতা পাবে না "

🖋️ তন্ময় পাল

14/10/2023

যে মানুষটার মনে হবে তুমি তার প্রয়োজনে লাগতে পারো সে মানুষটা যেকোন জায়গা থেকেই তোমাকে খুজে বের করবে। তুমি তোমার মতন এগিয়ে চলো মানুষ তোমাকে খুজবে তোমার খোজার প্রয়োজন নেই।

#বাস্তবতা

নিজেকে অভিশপ্ত রাজ্য থেকে মুক্ত করে আকাশের অসীমে ছুটে যাওয়ার প্রেরণা আমার।। সীমাহীন আকাশ থেকে সফলতা ছিনিয়ে জীবনের যুদ্ধ ...
14/10/2023

নিজেকে অভিশপ্ত রাজ্য থেকে মুক্ত করে আকাশের অসীমে ছুটে যাওয়ার প্রেরণা আমার।।
সীমাহীন আকাশ থেকে সফলতা ছিনিয়ে জীবনের যুদ্ধ করবো শেষ.......
জীবনের এই যুদ্ধক্ষেত্রে যে শেষ অবধি টিকে থাকতে পারবে সেই সফল.....

14/10/2023

..সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা..

11/10/2023

স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না সেটা যতই আপনার আপন মানুষ হোক না কেন। স্বার্থবিহীন কোন মানুষ এই পৃথিবীতে নেই।।।

09/10/2023

কেমন আছেন সবাই?
প্রতি সপ্তাহের মঙ্গলবার আর শুক্রবার রাত ৮ টা তে ভিডিও পেজে আপলোড দেওয়া হবে।

বিঃদ্র- কেউ লেখা পাঠাতে চাইলে ইনবক্সে নক করবেন, বা কোন জীবন কাহিনি।

06/10/2023

জীবনে যা হয়ে যাক তাও ছেলেরা কান্না করতে পারবে না। ছেলেরা বুঝি পাথর, তাদের বুঝি কোন অনুভূতি নেই???
#ছেলে #বাস্তবতা #জীবন #কষ্ট

03/10/2023

গ্রাজুয়েশন শেষ করার পর চাকরির অফার আসে ১২০০০ টাকার, আর একজন সিএনজি চালায় তার মাসিক আয় ১৫০০০+ টাকা।।। তাহলে আমাদের শিক্ষার অবস্থা চিন্তা করুন একবার।

#শিক্ষা_ব্যাবস্থা #বেকার #চাকরিজীবি #বাস্তবতা #জীবন

30/09/2023

আপনার আশেপাশে থাকা সকল মানুষ কিন্তু আপনার আপন না।।।
লেখা - ফাহাদ উদ্দিন

27/09/2023

আমার ক্ষয়ে যাওয়া জুতা জানে আমার গল্পটা,
আমার না খাওয়া দুপুর জানে আমার ব্যাস্ত সময়টা,
আমার হাহাকারে জড়ানো বিষন্ন রাতগুলো জানে
কতশত আপন মানুষের তীক্ষ্ণ কথা জমেছে এ বুকে......

26/09/2023

নেটওয়ার্ক এর বাইরেই জীবনের সব শান্তি....
#জীবন #বাস্তবতা

25/09/2023

"অপ্রাপ্তিতে ঘেরা আমাদের এই জীবন"

জীবনের শেষ পথচিহ্নে এসে দেখি আমার প্রতিটি পৃষ্ঠাতে ভুল, কি এই জীবনের প্রাপ্তি, সবইতো ভুল। অপ্রাপ্তিতেই ভরে যায় এই জীবন। মন বলে, কি প্রাপ্তি নিয়ে এই জীবনের বিষন্ন মায়া ছিন্ন করবো। কি উপহার রেখে যাবো এই পৃথিবীতে আমার ভবিষ্যত প্রজন্মের কাছে। কি এমন আছে আমার যা আমি উৎসর্গ করবো এই অপ্রাপ্তির শহরে। আমার নিজের প্রতিটি পৃষ্ঠাইতো অপ্রাপ্তিতে ঘেরা। অপ্রাপ্তিতেই জীবনের পৃষ্ঠার ইতি টানলাম।।।।

24/09/2023

হাত ধরে চলতে শেখানো মানুষগুলো কেন আজ বৃদ্ধাশ্রমে? কেন আজ তারা রাস্তাতে?
#বাস্তবতা #জীবন #মা_বাবা #বৃদ্ধাশ্রম

22/09/2023

আচ্ছা, আমরা কি সত্যিই বাস্তব জীবন নিয়ে খুশি থাকি? নাকি শুধু খুশি থাকার অভিনয় করে চলি প্রতিনিয়ত??

21/09/2023

ছেলেদের জীবনে একান্ত কিছু দুঃখ থাকে, যা কারো কাছে কখনো আমরা প্রকাশ করতে পারি না। নিজের ভেতরে সারাটা জীবন পুষে রেখে দিতে হয়।

লেখা- কাজল পারভেজ

এই ছেলেটির নাম-মেহেদি হাসান ইয়ামিন।  ফুলবাড়িগেট রাস্তাতে বসে কান্না করছিল শুধুমাত্র কয়টা ভাত খাওয়ার জন্য।  কত মানুষের হা...
02/06/2023

এই ছেলেটির নাম-মেহেদি হাসান ইয়ামিন। ফুলবাড়িগেট রাস্তাতে বসে কান্না করছিল শুধুমাত্র কয়টা ভাত খাওয়ার জন্য। কত মানুষের হাত পা ধরলো আমার সামনে তাও কেউ টাকা দিলো না।

ছেলেটির বাবা মাটির কাজ করে আর তার মা ছেলেটি হবার পর ছেড়ে চলে গেছে। ছেলেটির বাড়ি দিঘলিয়া মজিদ কলেজ ( ঈদগাহ থেকে ভিতরে)।

সে পড়াশোনা করতে চায় আমাকে বলেছে কিন্তু তার বাবা তাকে পড়াতে পারছে না টাকার জন্য । আমাদের সংগঠন থেকে ছেলেটির দায়িত্ব নিতে যাচ্ছি আমরা দোয়া করবেন।

"জনসেবায় নিয়োজিত আমাদের এই তুচ্ছ প্রাণ
হাসিমুখ সৃষ্টি হোক এই পৃথিবীর বুকে"

26/03/2023

এই রমজান মাসে সামর্থ্য অনুযায়ী নিজ স্থান থেকে কমপক্ষে একজন দরিদ্র নিরীহ মানুষকে সাথে নিয়ে হলেও একদিন ইফতার করুন।❤️

23/09/2022

এডিসন বলেন, সাফল্য হলো
৯৫% কঠোর পরিশ্রম আর
৫% অনুপ্রেরণার ফল।

পৃথিবীতে ভালোবাসার কোনো জন্ম নেই, নেই কোনো বিচরণ, নেই কোনো মৃ-ত্যু। যেটা আছে সেটা শুধুই মায়া, টান, আবেগ। যার সম্মিলিত মি...
20/07/2022

পৃথিবীতে ভালোবাসার কোনো জন্ম নেই, নেই কোনো বিচরণ, নেই কোনো মৃ-ত্যু। যেটা আছে সেটা শুধুই মায়া, টান, আবেগ। যার সম্মিলিত মিশ্রণকেই আমরা "ভালোবাসা" বলে চালিয়ে দেই এবং "ভালোবাসি" বলেই নিজের ভালোবাসার প্রমাণ দিয়ে ইতি টেনে নেই।

অথচ আমাদের এই মায়া, টান, আবেগ প্রকাশক চিহ্ন যে শুধুই, "I Love You" তেই সীমাবদ্ধ নয়, দায়িত্ববোধেও অনেকটা রটায় সেটি আজকাল যেনো ভুলতেই বসেছি প্রায়। পৃথিবীর সর্বত্তম ভালোবাসার সংজ্ঞা শুধু একটাই হতে পারে, "সারাজীবন পাশে থাকা, কথা দিয়ে কথা রাখা।"

প্রিয় মানুষ সাথে থাকলে যেকোনো অবস্থানে শান্তির ঘুম ঘুমানো যায়। বুক ভরে শান্তির নিশ্বাস নেয়া যায়। ভালোবাসা তো সেটাই যেই ভালোবাসায় কখনো তিক্ততা অনুভব হয়না। কয়েক যুগ এক সাথে পার করার পরেও প্রিয় মানুষের চেহারা দেখলেই যেনো বলতে মন চায় ভালোবাসি। ❤️

12/07/2022
04/01/2022

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে,আমাদের ঘর নাই সেই কথা কে বলবে 😊

07/12/2021

রবীন্দ্রসংগীত গান শুনতে চাওয়ায় 😇😇😇😇

গানের কন্ঠ- শ্রাবন্তী 😇

Address

Fulbarigate, Kuet Road
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Tonmoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Tonmoy:

Videos

Share

Category

Nearby media companies