Naeem Adnan

Naeem Adnan Content Creator

02/02/2025

শিক্ষিত লোকটা বললো...... "যাবি"?

তখন অশিক্ষিত রিকশাওয়ালা লোকটা বললো.... "কোথায় যাবেন আপনি স্যার"?

বি:দ্র: পড়াশোনায় বড় বড় ডিগ্রী আপনাকে সম্মানিত করবে,, কিন্তু মনুষ্যত্ব আসে মন থেকে, পরিবার থেকে।
Not every educated person is self-educated. Only well-educated people are self-educated.

01/02/2025

আমেরিকার AI মডেলের নাম Chatgpt, চীনের deepseek..!
বাংলাদেশের হলে নাম হতো 'শেখ রাসেল বুদ্ধিমত্তা'..!

28/01/2025

ChatGPT সবার জব খেয়ে দিবে বলতে বলতে, আরেক Deepseek AI আইসে ChatGpt এর জব খেয়ে দিছে 🤣🤣🤣

ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম”...
25/01/2025

ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।

আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম” শব্দটা দিয়ে মূলত কোন জিনিসটা বুঝাতে চেয়েছে? যোগ্যতা?

হাস্যকর। চরম হাস্যকর। আজকাল একজন টিকটকার এসে আপনাকে আমাকে যোগ্যতার জ্ঞান দিচ্ছে। আবার তার স্বার্থকতার দৃশ্য দেখে অনেকে আবেগের বশে বলেই বসছে “ইশশশ যদি পড়াশুনা না করে টিকটকটা করতাম”।

কি অবাক করা বিষয়! নির্ঘাত রম্যক।

প্রকৃত যোগ্যতা কারে বলে জানেন? তাহলে আসেন একটা গল্প শুনেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে একটা চমৎকার ব্যাপার ঘটছে।

পা থেকে একটা ফিবুলা (পায়ের একটি হাড়) নিয়ে ৬ টা টুকরা করে স্ক্রু লাগিয়ে একটা ম্যান্ডিবল (মুখের নিচের চোয়াল) বানিয়ে দিয়েছেন একজন OMS সার্জন।

হ্যা...এটা একজন ডেন্টাল সার্জনের হাতে করা সার্জারি। এখন আপনি ভাবতে পারেন,,হয়তো পৃথিবীর অনেক উন্নত কোনো দেশে যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেখানে এই সার্জারি করা হয়েছে।

কিন্তু না,,,,মুখের চোয়াল হারিয়ে ফেলা এই মানুষটিকে এভাবে তার চোয়াল ফিরিয়ে দিয়ার সার্জারি হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যার নেতৃত্ব দিয়েছেন ডেন্টাল ইউনিটের প্রিয় শিক্ষক Dr.Nitish Krishna Das স্যার এবং তার টিম।❤️

This is called Talent.
This called Aura.
This is called “হ্যাডম”! ❤️

- অপূর্ব সীমান্ত

এটা সৌদি বাদশা বাইক এর নামইয়াহামা বিনতে ওয়াল্টন আলী এফজেট বিন আবু জিক্সার 😎🥴
06/01/2025

এটা সৌদি বাদশা বাইক এর নাম
ইয়াহামা বিনতে ওয়াল্টন আলী এফজেট বিন আবু জিক্সার 😎🥴

🌍✨ Experience Travel Like Never Before! ✈️🌟Proud to share my latest project: Jadoo - Travel Booking Landing Page 🏖️🚀This...
23/12/2024

🌍✨ Experience Travel Like Never Before! ✈️🌟

Proud to share my latest project: Jadoo - Travel Booking Landing Page 🏖️🚀

This fully responsive landing page is crafted with:
💻 HTML for structure
🎨 CSS for stunning design
📜 TypeScript for reliable functionality
⚛️ React for dynamic interactivity

Key Features:
✔️ Highlighted travel destinations
✔️ Easy-to-use interface
✔️ Best services section to plan your trips
✔️ Simple 3-step process for hassle-free bookings

👉 Whether you’re a solo backpacker or planning a family getaway, this design ensures a seamless experience!

💬 Let me know your thoughts! Feedback is always welcome. 😊

Bangladesh 2.0
15/12/2024

Bangladesh 2.0

🚀 I’m thrilled to showcase my new E-commerce website project: ShopTyle!Built with:✅ React.js for a dynamic and smooth fr...
14/12/2024

🚀 I’m thrilled to showcase my new E-commerce website project: ShopTyle!
Built with:
✅ React.js for a dynamic and smooth frontend
✅ TypeScript & JavaScript for reliability
✅ HTML/CSS for an engaging and responsive design

This website focuses on user experience, trendy design, and accessibility. Perfect for fashion lovers! 🛒💻

If you need a developer for your next project, let’s connect!

13/12/2024

নিজের প্রায়োরিটি বুঝতে পারাটা, খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়!

২০ বছরের একটা ছেলে বা মেয়ে; তার প্রায়োরিটি ঠিকঠাক বুঝে উঠতে পারে না বলেই কিন্তু, ভুল সঙ্গ বাছাই করে!

চিন্তায় কনফিউশন তৈরি হয়, কোনটা আগে করবো - কোনটা পরে করবো আর কোনটা করা উচিত বা উচিত নয়; শুধুমাত্র প্রায়োরিটিকে, প্রায়োরিটি না দেয়ার কারণেই!

যে সিদ্ধান্তগুলো ভ্যালুয়েবল, প্যাশনের সাথে যায় এবং লং টার্মে যে সিদ্ধান্তগুলো আপনাকে স্যাটিসফাইড করবে; সেগুলোকে প্রায়োরিটি দেয়াটা - একটা ২০/২১ বছর বয়সী'র মূল লক্ষ্য হওয়া উচিৎ!

ভুলে যাবেন না, Self-Reflection = Succes.

জার্নাল অফ পজিটিভ সাইকোলজির একটা রিসার্চ মতে, নিজের শখ, পছন্দ আর প্যাশনকে ঘিরে ক্যারিয়ার গড়তে পারলে, সেটা আপনার লাইফে স্ট্রেস কমিয়ে নিয়ে আসতে পারে!

FJH অর্থাৎ, Fear of Judgment Handling; আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়!

মানুষের কথাগুলোকে, শুধুমাত্রই 'মতামত' হিসেবে হ্যান্ডেল করতে পারাটা - খুবই ভালো একটা স্কিল!

প্রায়োরিটি দেয়া উচিত, আপনার সিদ্ধান্তে - আপনার মতামতে; মানুষেরটায় নয়!

ক্যারিয়ার আপনার, তাদের নয় ❌

♻ অ্যাকশন প্ল্যানঃ

✔ আপনার জন্য ভ্যালুয়েবল কোনটা, কোনটা আপনার মূল লক্ষ্য - সেটা খুঁজে বের করুন
✔ প্যাশন, খোঁজার জন্য সময় দিন; খুঁজে পেলে, সেটাকে ঘিরে সিদ্ধান্ত নিন
✔ সিদ্ধান্ত নেয়ার সময়, সেটা আপনার নাকি অন্য কারো; সেটা আগে ভাবুন
✔ দ্রুত খাপ খাইয়ে নেয়ার ক্ষমতাটা শেখা খুবই জরুরী

সময় কতটা দ্রুত চলে যায়, সেটা চলে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না! প্রায়োরিটি ঠিক না থাকলে, সারাজীবন সিদ্ধান্তের প্যাঁচেই পড়ে থাকতে হয়!

নিজের ব্যর্থ জীবন থেকে নেওয়া......

🚀 ডেভেলপার, ডিজাইনার এবং উদ্ভাবকদের জন্য গুরুত্বপূর্ণ টুলস এবং রিসোর্স 🎨💻আপনি যদি স্কেলেবল অ্যাপ তৈরি করেন, অসাধারণ ইউজা...
11/12/2024

🚀 ডেভেলপার, ডিজাইনার এবং উদ্ভাবকদের জন্য গুরুত্বপূর্ণ টুলস এবং রিসোর্স 🎨💻

আপনি যদি স্কেলেবল অ্যাপ তৈরি করেন, অসাধারণ ইউজার ইন্টারফেস ডিজাইন করেন, বা AI-চালিত ওয়ার্কফ্লো নিয়ে কাজ করেন, সঠিক টুলস ব্যবহার করাই সাফল্যের চাবিকাঠি। এখানে টেক এবং ডিজাইনের পেশাজীবীদের জন্য নির্বাচিত টুলস, প্ল্যাটফর্ম এবং রিসোর্সের তালিকা দেওয়া হলো:

🌐 ডেভেলপার টুলস এবং প্ল্যাটফর্ম:

Supabase: ওপেন-সোর্স Firebase বিকল্প, যা Postgres, auth এবং storage সাপোর্ট করে।

PayloadCMS: Node.js এবং MongoDB দিয়ে তৈরি হেডলেস CMS।

LangChain: শক্তিশালী LLM-চালিত অ্যাপ তৈরি করার জন্য।

Cloudflare: DNS, CDN, এবং সিকিউরিটি সল্যুশন।

🎨 ফ্রন্টএন্ড এবং UI লাইব্রেরি:

Tailwind UI: দ্রুত ডেভেলপমেন্টের জন্য প্রি-বিল্ট কম্পোনেন্ট।

Mantine: Rich React UI কম্পোনেন্ট।

Tremor Blocks: ডেটা-রিচ প্রোজেক্টের জন্য ড্যাশবোর্ড কম্পোনেন্ট।

🤖 AI এবং LLM টুলস:

LlamaIndex: আপনার ডেটার সাথে LLM ইন্টিগ্রেশনের জন্য ফ্রেমওয়ার্ক।

DreamStudio AI: উন্নত টেক্সট-টু-ইমেজ জেনারেশন।

Continue.dev: IDE-র জন্য AI-চালিত কোডিং সহায়ক।

📊 অ্যানালিটিক্স এবং মার্কেটিং:

PostHog: সেল্ফ-হোস্টেড প্রোডাক্ট অ্যানালিটিক্স।

Segment: ইউনিফাইড কাস্টমার ডেটা ট্র্যাকিং।

Mixpanel: ব্যবহারকারীর আচরণের ইনসাইট।

📦 ই-কমার্স এবং পেমেন্টস:

Medusa Commerce: ওপেন-সোর্স কমার্স ইঞ্জিন।

Thirdweb: Web3 এবং NFT টুলস।

আরও অনেক কিছু! 🌟

কেন গুরুত্বপূর্ণ: এই টুলসগুলো ডেভেলপার, ডিজাইনার এবং উদ্যোক্তাদের আরও সহজ, দক্ষ, এবং স্কেলেবল সমাধান তৈরি করতে সহায়তা করে।

💡 অন্বেষণ করুন। তৈরি করুন। উদ্ভাবন করুন। আসুন একসঙ্গে নতুন দিগন্ত উন্মোচন করি!

আপনার প্রিয় কোনো টুল বা প্ল্যাটফর্ম এই তালিকায় আছে? অথবা এমন কিছু আছে যা আপনি যুক্ত করতে চান? মন্তব্য করুন নিচে! 👇👇




09/12/2024

If you are not paying for the product, then you are the product.

05/12/2024

আমেরিকায় পড়তে এসে একটা বিষয় আমাকে সবসময় অবাক করে। এদের এডুকেশন সিস্টেমটাই এমন যে টপ টু বটম সকল শিক্ষার্থীকে পড়তেই হয়; ফাঁকিবাজির কোনো সুযোগই এখানে নেই। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, গ্রুপ-ওয়ার্ক, মিডটার্ম আর ক্লাস ডিসকাশনের চাপে দম ফেলারই সুযোগ পাওয়া দায়!

তাছাড়াও, এখানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা খুবই ব্যয়বহুল, তাই অধিকাংশ শিক্ষার্থীকে ঋণ করে পড়তে হয় এবং এর কিস্তি গ্র‍্যাজুয়েশনের পরপরই শুরু হয়। তাই সবাই পাশ করার আগেই জব খোঁজা শুরু করে। পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্ট, সুপারশপে কাজ করে কিংবা পার্ট-টাইম জব করে। সেই সাথে, এখানকার জব মার্কেটে শুধু সার্টিফিকেটই যথেষ্ট না; ইন্টার্নশিপ, স্কিল, রেকমেন্ডেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস- সব কিছুই ওরা দেখে। তাই ভাল জব পাওয়ার জন্য শিক্ষাজীবনেই সবাই ইন্টার্নশিপ করে, নেটওয়ার্কিং করে, স্কিল ডেভেলপ করে।

তাই এখানে আন্ডারগ্র‍্যাড কিংবা গ্র‍্যাজুয়েট স্টুডেন্ট- সবাই খুবই ব্যস্ত। আমাদের দেশে কয়েকজন ক্লাসমেট কোথাও বসলে যেসব টপিক নিয়ে আলোচনা করতেই হবে, এদেরকে কখনো এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে দেখিনি। ক্লাসের ফাঁকে কিংবা ক্লাসশেষে হয়তো মিনিট কয়েক কথাবার্তা বলবে, কিন্তু লম্বা সময় ধরে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট দিবে/নিবে, নয়তো বলবে: পরে একসময় কফি খেতে খেতে/ লাঞ্চের সময় কথা হবে।

আমাদের দেশে গোটা শিক্ষাব্যবস্থাই গড়ে উঠেছে সার্টিফিকেট আর মার্কস/সিজিপিএ-র ইঁদুর দৌঁড়কে কেন্দ্র করে। স্কিল ডেভেলপমেন্ট, রিলেভ্যান্ট এক্সপেরিয়েন্স, নেটওয়ার্কিং-এর এখানে কোনো বালাই নাই। নিজেকে প্রেজেন্ট করা, নিজের Resume/CV তৈরি করা, ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলার কোনো চেষ্টা এখানে নাই। ক্লাস করো, পরীক্ষার আগে শিট ফটোকপি করো, এরপর সারারাত পড়ে কিছু একটা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসো- ব্যস, হয়ে গেল পড়ালেখা। সবাই এমন না, তবে অনেকেই এমন।

প্রিন্সটনে গত সেমিস্টারের সাইকোলজি কোর্সের মূল ফোকাস ছিল Behavioral Intervention, Nudging-এর মাধ্যমে পলিসি তৈরি করে কাউকে দিয়ে কাঙ্খিত কাজ করিয়ে নেয়া, সেটাও কোনো প্রকার জোর-জবরদস্তি ছাড়া। এমন একটা কম্প্রিহেনসিভ শিক্ষাব্যবস্থা থাকা দরকার, যেখানে মিনিমাম স্কিল ডেভেলপমেন্ট আর ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে, নেটওয়ার্কিং, প্রেজেন্টেশন আর ল্যাঙ্গুয়েজের দক্ষতার ওপর আলাদা নম্বর থাকবে। জব-মার্কেটেও এগুলোকে গুরুত্বের সাথে দেখা হবে। দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আলাদাভাবে গ্রুমিং করা হবে। তখন দেখবেন শিক্ষার্থীরাও আর আনপ্রোডাক্টিভ কাজে সময় নষ্ট করবে না।

বলতে পারেন- দেশে লক্ষ লক্ষ বেকার যেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এসব চিন্তাভাবনা অলীক স্বপ্ন। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে গোটা সিস্টেমকে যদি ঢেলে সাজানো যায়, তবে অসম্ভব কিছুও না।

আর পরিবারকেও সন্তানকে স্বাবলম্বী হবার শিক্ষা দিতে হবে। কোনো কিছু চেয়ে নেয়া আর কষ্ট করে অর্জন করার পার্থক্য বোঝাতে হবে। আপনি আপনার বাচ্চাকে হাতে ধরে রেখে যেমন হাঁটতে শেখাবেন, তেমনিভাবে তার হাতটা ছেড়েও দিতে হবে, যাতে সে দৌঁড়াতে শিখে।

© Md Rahmat Ali

04/12/2024

A photography portfolio website! 📸 It’s designed to showcase beautiful nature and landscape photos, with a clean and simple design. I built it using TypeScript, JavaScript, HTML, and CSS.
The site is fully responsive, easy to navigate, and even has a contact form for inquiries.
Check it out here: https://subtle-pika-7f1418.netlify.app/
I’d love to hear your thoughts! 😊

🌟 Generate Professional University Assignment/Lab Report Cover Pages in Seconds! 🌟🚀 Introducing NWU Cover Page Generator...
23/11/2024

🌟 Generate Professional University Assignment/Lab Report Cover Pages in Seconds! 🌟

🚀 Introducing NWU Cover Page Generator – a simple and efficient way to create stunning cover pages for your university assignments and lab reports.

🖱️ How it Works?
1️⃣ Enter your details (e.g., University Name, Course Title, Assignment Title, etc.).
2️⃣ Choose your desired border style (No Border, Simple, or Double).
3️⃣ Upload your university logo if needed.
4️⃣ Download your customized cover page instantly in PDF format.

💼 Who is it for?
📚 Students who want hassle-free and professional-looking cover pages.
🎓 Universities or departments looking for a standardized cover page solution.

🔗 Try it now: https://nwu-cover-page.netlify.app/

💡 Share this with your classmates and friends to make their academic life easier!

10/11/2024

ক্রনিক স্ট্রেস মানুষকে ধীরে ধীরে বদলে দেয়।

মানুষের নরম মন, ভালোবাসা মেরে ফেলে।

প্রতিনিয়ত অপমান,
গালি গালাজ, তীব্র গাল মন্দ,

মানুষকে কঠিন করে।

আমাদের বাংলাদেশে যে জীবন মানুষ কাটায়
তা কিন্তু কোনভাবেই একটা নরমাল হিউম্যান লাইফ না!

বাইরে বের হলেই আমরা একটা অনিরাপদ, তীব্র স্ট্রেসের সমুদ্রে গিয়ে পড়ি।

এইখানে যে কোন একটা দিনে যদি ত্রিশটা মানুষের সাথে আপনার ইন্টারেকশন হয়, তার মধ্যে কমপক্ষে সাতাশ জন আপনাকে স্ট্রেস দিবে।

কিছু একটা বলবে।
মুখের উপর একট বাজে কথা,
একটা অত্যন্ত ব্যক্তিগত অস্বস্তিকর প্রশ্ন, নইলে কোন একটা সূক্ষ্ণ অপমানের শব্দ বাক্য আপনার দিকে ছুড়ে দেয়া হবে!

এর মাঝে প্রতিমুহূর্তে ঠকে যাওয়ার চিন্তা,
ধরা খাওয়ার সম্ভাবনা
কোন একটা অন্যায়ের মুখোমুখি হওয়া।

প্রতিদিন এই ধরনের তীব্র নারকীয় জীবন যাপন, আমাদেরকে কঠিন করেনা?

মানবিক বোধ মেরে ফেলেনা অজান্তেই?

রুড হই আমরা।
তীব্র হই।
অস্থির হই।

এই ধরনের জীবনে থেকেও আমাদের দেশেযে জলাতঙ্ক রোগীর মতন একজন আরেকজনকে এমনিই কামড়ে ধরছেনা এইটাই অনেক!

এই স্ট্রেসে পাগল হয়ে গিয়ে, বাইরে বের হয়ে এলোপাথাড়ি কোপাইতেছেনা, এইটাই একটা বিষ্ময়।

সংগৃহীত

21/10/2024

ব্রেকিং নিউজ!
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর গদিতে নাই।
সূত্র: প্রথম কমেন্টে!!

হাজার বছরের শ্রেষ্ঠ গুজব এবং লো লেভেলের কথাগুলোর গুলোর একটা হচ্ছে - "সাকিব আল হাসানের কারণে মানুষ বাংলাদেশকে চিনে, মানুষ...
21/10/2024

হাজার বছরের শ্রেষ্ঠ গুজব এবং লো লেভেলের কথাগুলোর গুলোর একটা হচ্ছে -

"সাকিব আল হাসানের কারণে মানুষ বাংলাদেশকে চিনে, মানুষ বাংলাদেশকে না চিনলেও সাকিব আল হাসানকে চিনে"

আপনি যদি থাইল্যান্ডে এসে Random ১০০ জনকে জিজ্ঞাসা করেন তারা বাংলাদেশকে চিনে কিনা! ৭০ জন বলবে বাংলাদেশকে চিনে! যদি জিজ্ঞাসা করেন সাকিব আল হাসানকে চিনে কিনা? ১০০ জনেই বলবে - "What is this?" Not "Who is this?"

থাইল্যান্ডের ৯০% মানুষই জানে না ক্রিকেট বলতে একটা খেলা আছে!

এবার ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ডের দিকে তাকাই!

ইংল্যান্ডে যখন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ চলতেছিল তখন তাদের দেশের ৫০% জনগন জানত না তাদের দেশে ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে! বাকি ৫০% জানলেও তাদের দেশের ৫ জন ক্রিকেটারের নাম বলতে পারতো না! সেখানে তারা সাকিব আল হাসানকে চিনবে!

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া যখন ভা/রতকে হারায় তখন তাদের দেশের জনগন বিভোর ঘুমে, কোথাও একটা শব্দ নাই! ক্রিকেটাররা যখন বিশ্বকাপ জিতে দেশে ফিরে তখন একদম এতিমের মতো যে যার বাড়িতে চলে যায়! দেশের একটা সাধারণ মানুষও তাদের বরণ করার জন্য বিমানবন্দরে ফুল নিয়ে যায় নাই।

ক্রিকেটের উন্মাদনা ও ক্রিকেটারদের পূজা করার কালচার মূলত ৩ টা দেশে:

১। ভারত
২। বাংলাদেশ
৩।পাকিস্তান

- এটার অন্যতম কারণ হচ্ছে এই ৩টা দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র, বেকার এবং অশিক্ষিত! তাই তাদের একঘেয়ে অফুরন্ত সময়ের একমাত্র বিনোদন হচ্ছে সারাদিনব্যাপী ক্রিকেট খেলা দেখা আর খেলা শেষ হওয়ার পর খেলোয়ারদের নিয়ে আলোচনা করা, মাতামাতি করা!

- তাছাড়া ক্রিকেট এই ৩টা দেশে রাজনৈতিক কারণেও ব্যবহার হয়! জনগণকে দেশের প্রকৃত সমস্যার আলাপ থেকে দূরে রাখার জন্য ক্রিকেট নামক আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার জন্য সরকারীভাবে ক্রিকেট উন্মাদনার ব্যবস্থা করা হয়।

©Tanvir Ahmad Arjel

Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germa...
20/10/2024

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi

Address

PTI Mor (Beside Shahin School And College)
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naeem Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category