বাবুমশাই

বাবুমশাই I make people smile..🤡


Instagram : _rupofficial95
YouTube : Rupofficial
(4)

01/01/2025

২০২৪ সালে আমি ৯০% টাইম খুশি থেকেছি তোমাদের জন্য, আশাকরি ২০২৫ সালেও তোমাদের সাথে এভাবেই হাসিখুশি থাকতে পারবো।

Happy new year my lovely Audience 😘

30/12/2024

আমার প্রতিবেশী, বংশের ১৪ গুষ্টি, বন্ধু বান্ধব, কাছের আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন, ভাই, বোন, মামা, চাচা, কাকা, খালা যে যেখান থেকে আমার এই পোষ্টটি
দেখছেন সকলের উদ্দেশ্য একটাই কথা :

আমি আর কারো বিয়েতে যাবোনা।।

আপনি ১ হাজার বার কল করে, একবস্তা কার্ড পাঠিয়ে
অথবা বাসায় এসে বসে থাকলেও নয়

তবে পেমেন্ট করলে যেতে পারি।
ধন্যবাদ 🖤

28/12/2024

কি জামানা পড়লো ভাই চ্যাট না করলে বলে অহংকারী 😕

26/12/2024

আমরা খুলনার মানুষ
আমরা শীতকালের সন্ধ্যায় বা'ঘের দু'ধ দিয়ে চা খাই 😋

25/12/2024
24/12/2024

প্রথমবার খুলনা থেকে গেলাম শ্রীমঙ্গল, ক্লান্ত চোখে সন্ধ্যে গড়ালো Himkuri - হিমকুঁড়ি বনবাংলোয়।।
Song : Susmita

23/12/2024

ওও বেহুলা আআ
তুমি ম'রলে ভ্যালায় ভা'সিয়ে করবো আরেকটা বিয়া 😌

21/12/2024

বাসায় এসে ২ বেলা খেয়ে যেতে বলবেন কিন্তু টাকা ধার দেবেন না, যতই পিরীতের লোক হোক না মানে
না।

১০ টাকা হোক ৫ টাকা হোক বা ১০০ একমাত্র আপনিই
জানেন সেটার পিছনে আপনার পরিশ্রমটুকু। কিছু মানুষ ভাববেই আপনি বহুত বড়লোক এরকম কিছু টাকা না হলে আপনার চলবে এবং বেমালুম ভুলে যাবে
আপনি বিপদে তাকে সাহায্য করেছেন, না ফেরত দেওয়ার শর্তে ভিক্ষা দেননি।

তাই ধার কে না বলুন
প্রয়োজনে ২ বেলা ভাত অফার করুন।
ধন্যবাদ দিতে হবে না 😌

ভালো আছেননি?😌
21/12/2024

ভালো আছেননি?😌

বলেন কি ভাবতেছি ?😐
19/12/2024

বলেন কি ভাবতেছি ?😐

Hello শ্রীমঙ্গল 😌
18/12/2024

Hello শ্রীমঙ্গল 😌

17/12/2024

You have to see how someone treats you on a fight and that really matters..

যখন সবকিছু ঠিকঠাক চলছে, হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলছে তখন people can treat you very well But when you disagree with someone or something then you see the character of a person সে আপনাকে respect এর সাথে treat করছে কি না!!

15/12/2024

ফিডার খাওয়া ছাড়ছে কি না ছাড়ছে ঠিক নাই বিয়ে করে বাপ মা হয়ে বসে আছে। আবার এই পুং"টা গুলোরে দেখিয়ে লোকজন জিগায় ওর বিয়ে হলো তুমি করবা কবে? বাহ ক্যা সিন হেএএএএ 🙂

12/12/2024

থা'প্পড় মারুঙ্গি শা'লা থা'প্পড় মারুঙ্গি
খিস, খিস, খিস!! হ্যাঁ এইটাও একটা গানের লাইন 🙂

10/12/2024

আজকাল অনলাইনে ট্রেনের টিকিট কাটতেও এলার্ম দিয়ে ঘুম থেকে ওঠা লাগে ভাই। না মানে ডিসেম্বর আসলেই তোমাগো গু"ষ্টি ধরে ঘুরতে যাওয়া লাগে? 🙂

Cake niben? পেইজ থেকে আমাকে কেক পাঠিয়ে সেলিব্রিটি বানাই দিলো ত্যাত 😒খুলনার বেশির ভাগ ছা'তার মা'থা বেকারির চেয়ে এই হোমমেড...
09/12/2024

Cake niben? পেইজ থেকে আমাকে কেক পাঠিয়ে সেলিব্রিটি বানাই দিলো ত্যাত 😒

খুলনার বেশির ভাগ ছা'তার মা'থা বেকারির চেয়ে এই হোমমেড কেকের স্বাদ ১০০ গুণ ভালো। ম্যানোকা আবার অরেঞ্জ কেকের বাটি নিয়ে ভে'গে গেছে, বে'ডিরে খুঁজতে যাচ্ছি বাকি কথা ভ্লগে বলবো, বাই।।

08/12/2024

সন্ধ্যা বেলা পড়তে বসে ফোনটা হাতে নিছিলাম ডিকশনারি দেখবো তাই, তারপর এখন ১১ টা বাজে 🙂

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when বাবুমশাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share