You’ve Go

You’ve Go Life is too Short, Enjoy it and Explore it in your own Eyes...�

📖 পদ্মজা 📖নষ্ট জীবন তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম,,, তোমাকেতো ভালোটাই দেখিয়েছি,,, তুমি চাদর তুলতে গেলেকেন??_আমির হাওলাদা...
16/01/2025

📖 পদ্মজা 📖
নষ্ট জীবন তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম,,, তোমাকে
তো ভালোটাই দেখিয়েছি,,, তুমি চাদর তুলতে গেলে
কেন??
_আমির হাওলাদার

15/01/2025

😊😊😊😊😊

11/01/2025

প্রেমের সম্পর্ক হোক কিংবা বিয়ের সম্পর্ক যেটাই হোক,
সবার আগে দুজন ভালোবাসার সম্পর্কে থাকা মানুষের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক তৈরি হওয়াটা সবচেয়ে বেশি জরুরি।
দুজনকে দুজনার সবচেয়ে ভালো বন্ধু হতে হবে।
বন্ধুত্ব সম্পর্কের মাঝের সবরকম টানাপোড়েন কাটিয়ে তোলে।
তখন তারা দুইজন মানুষ একে অপরের প্রতিচ্ছবি হয়ে যায়।
কারন, তাদের সম্পর্কটা এমন
"যে তোমার সম্পর্কে সবটা জানে এবং যাকে তুমি মন খুলে নিজের সব কিছু ,সবরকম অনুভূতি, নিজের সমস্ত অন্যায় ,অপরাধ, দূর্বলতাগুলোও স্বাচ্ছন্দ্যে বলতে পারো!'🖤🌸

মানুষ আসলেই বড় অদ্ভুত প্রাণী 😆😆😆😆আল্লাহ পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দিক.... 🤲
06/01/2025

মানুষ আসলেই বড় অদ্ভুত প্রাণী 😆😆😆😆
আল্লাহ পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দিক.... 🤲

10/10/2024

দেখুন #ডেনিম (জিন্স) ওয়াশ এবং ড্রাই প্রোসেসিং
কিভাবে হয়

অহংকার সব কিছু নষ্ট করে দেয় টা অসম্ভব রকমের একটা সত্যি কথা
02/10/2024

অহংকার সব কিছু নষ্ট করে দেয় টা অসম্ভব রকমের একটা সত্যি কথা

একজন মায়ের জীবন কখনোই এতটা সহজ হয়না। মা মানেই এক অপরাজেয় যোদ্ধা 💝🥰
02/10/2024

একজন মায়ের জীবন কখনোই এতটা সহজ হয়না।
মা মানেই এক অপরাজেয় যোদ্ধা 💝🥰

02/10/2024

কিছু হিজড়া দেখবেন টাকা না দিলে কাপড় তুলে ফেলে। ভারত ঠিক তাদের মতো, কিছু করতে না পারলে বাঁধ খুলে দেয়!

ওর নাম ছিলো জোসনা, চাঁদের আলো! হুমায়ূন আহমেদ যে জোসনায় হিমুকে মুগ্ধ করাতেন, এই জোসনা তেমনি মায়াবী, লীলাবতী জোসনা। হিমু ক...
02/10/2024

ওর নাম ছিলো জোসনা, চাঁদের আলো! হুমায়ূন আহমেদ যে জোসনায় হিমুকে মুগ্ধ করাতেন, এই জোসনা তেমনি মায়াবী, লীলাবতী জোসনা। হিমু কল্পনায় ময়ূরাক্ষী নদে ঘুরে বেড়াত, জোসনা ঘুরতে গিয়েছিল তিস্তায়, ত্রিস্রোতা তিস্তায়!

কিছু কিছু মুহুর্ত আছে, মেয়েরা মুচকি হাসে। মুচকি হাসলেও সেই হাসিতে প্রচণ্ড উৎফুল্লতা কাজ করে। এই মুহুর্তটা সবচেয়ে ভালো ফুটে আসে, মেয়েরা যখন হাতে মেহেদী দেয়, তখন।

হাতে মেহেদী দেয়ার সময় উৎফুল্ল হবার কি আছে, আমি বুঝতাম না। তবে, আমার ধারণা, হাতে মেহেদী দেয়ার সময় মেয়েরা কল্পনায় ডুবে থাকে। হাতে মেহেদীর রেখা বাড়তে থাকে, বাড়তে থাকে তাদের কল্পনার গভীরতা! কল্পনায় চলে আসে স্বামী, প্রেমিকের মুখ। মেহেদী দেয়া সুন্দর হলে নিশ্চয়ই সে খুশি হবে। সেই খুশি আরো বাড়াতে কেউ কেউ লিখে নাম। অমুক+তমুক লিখেও কেউ কেউ স্বামীকে / প্রেমিককে বোঝাতে চায়,
❝ এই অঙ্গে,
এই পবিত্র মেহেদির রঙে আমি ঘোষণা দিচ্ছি,
এই হৃদয়ে শুধু তুমিই আছো সখা, আর কেউ নেই।❞

বাঙালি মেয়েরা মেহেদীকে পবিত্র হিসেবে মান্য করে। এতোটাই পবিত্র যে, পায়ে মেহেদী দিতে চায় না অনেকে। এই পবিত্র রঙকে পায়ে জায়গা দিবে কীভাবে? যে রঙ নারীকে সাজায়, সুন্দর করে, ভালোবাসা প্রকাশ করে, সেই রঙকে পায়ে দেয়া যায়?

জোসনার কথা বলি, কিছুদিন হলো বিয়ে হয়েছে। স্বামীর নাম জাহিদ। ভেকু গাড়ি চালায় সে। তো, নতুন বউয়ের নানান আবদার থাকে। জোসনাও আবদার করে বসলো, স্বামীর সঙ্গে থাকবে সে।

বউ তো বিয়ের পর স্বামীর সাথেই থাকতে চাইবে। এ আবার আবদার হয় কীভাবে? এ তো স্বাভাবিক ঘটনা, বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে সংসার করবে।

উঁহু, জোসনার স্বামীর সাথে থাকতে চাওয়া শুধু আবদার হয়নি, মস্তবড় অপরাধ হয়েছে। সেই অপরাধের মাশুল দিতে হয়েছে জোসনাকে জীবন দিয়ে!

জাহিদ জোসনাকে বলেছে ঘুরতে নিয়ে যাবে তিস্তা নদীর মহিপুর ব্রিজে। জোসনা স্বামীর সাথে ঘুরতে যাবার জন্য সেজেছে, হাতে মেহেদী দিয়েছে। পবিত্র রঙ মেহেদী দিয়ে লিখেছে, ❝ I Love you Jahid❞।

আমি কল্পনায় দেখি, ❝I Love you Jahid❞ লিখতে গিয়ে জোসনা মুচকি হাসছে। স্বামী জাহিদের কথা ভাবছে। পবিত্র রঙ অঙ্গে মেখে ঘোষণা করছে, ❝ জাহিদ, পৃথিবীতে কোটি পুরুষের মাঝে আমি শুধু তোমাকেই ভালোবাসি।❞

ওদিকে জাহিদ পরিকল্পনা করছে, ❝ প্রথমে হাতটা বাঁধতে হবে। হাঁত বাঁধতে কিছুটা কষ্ট হবে হয়তো। কিন্তু হাতটা বাঁধতে পারলেই কাজ শেষ। তারপর একটা ধাক্কা দিলেই নিচে পড়ে যাবে। ব্যস, ঝামেলা বিদায়।❞

জোসনার প্রেম হেরে গেছে। জিতে গেছে জাহিদের পরিকল্পনা।

জাহিদ কি জোসনার হাত বাঁধার সময় দেখেনি, জাহিদের উদ্দেশ্যে জোসনা লিখেছিলো,
❝ I Love you Jahid ❞ ?

হাত বাঁধা জোসনাকে ধাক্কা দেবার সময় হাত কাঁপে নাই জাহিদের?
বোকা জোসনা, কাকে ভালোবেসেছিলে তুমি?

©মাহমুদ_হাসান

প্রথমে দেখে ভাবলাম পদ্মা ব্রিজ 😆😆😆😆
01/10/2024

প্রথমে দেখে ভাবলাম পদ্মা ব্রিজ 😆😆😆😆

30/09/2024

😆😆😆😆😆

29/09/2024

ভৈরবের পড়ন্ত বিকালের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর 💝💝💝💝

28/09/2024

জাহাজের জাহাজ
বড় বড় জাহাজ এক যায়গা থেকে আরেক যায়গা তে বহন করে নিয়ে যায় এই দানবীয় জাহাজ 💝

24/09/2024

Love this Song....💝💝💝
Ignore noise 😊
#শুধুই_প্রেম_ছিলো

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when You’ve Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share