23/04/2023
এক নজরে QR এর মাধ্যমে ক্যাশআঊট।
=============================
মাননীয় চেয়্যারম্যান স্যার, মাননীয় এমডি স্যার এর সার্বিক তত্বাবধানে, ডিএমডি স্যার, সিআইটিও স্যার ও জহিরুল ইসলাম (ডিজিএম, বিজনেস আইটি) স্যার এর নির্দেশনায় ই-ওয়ালেট টিম দ্রুত সময়ে বাস্তবায়ন হয়েছে ব্রাঞ্চ থেকে QR কোড এর মাধ্যমে ক্যাশ আউট এর সুবিধা।
QR এর যে সকল সুবিধা পাবেন গ্রাহকগন
========================
১. যে কোন ব্রাঞ্চ থেকে রিয়েল টাইম ক্যাশ আউট।
২. লাগবে না চেক বুক।
৩. রিয়েল টাইম ক্যাশ আউট সুবিধা।
৪. রিয়েল টাইম সেন্ড মানি করা যাবে ওয়ালেট টু ওয়ালেট।
৫. অ্যাপ্স এর একটি QR অপশনে বিল পে, ক্যাশ আউট, সেন্ড মানি করা যাবে।
৬. ভবিষ্যতে ই-কমার্স পেমেন্ট হবে QR এর মাধ্যমে।
৭. অন্যান্য সুবিধাও যুক্ত হবে যা গ্রাহক বান্ধব হবে।
ব্রাঞ্চ পর্যায়ে যা করতে হবেঃ
===================
১. গ্রাহক এর জন্য ব্রাঞ্চ এর QR কোড দৃশ্যমান স্থানে ঝুলিয়ে বা অন্য কোন উপায়ে রাখতে হবে।
২. গ্রাহক শুধু মাত্র ই-ওয়ালেট থেকে QR স্কান করে ক্যাশ আউট করবে।
৩. ই-ওয়ালেট CMS এ পেন্ডিং লিষ্ট এর তথ্য যাচাই সহ এপ্রুভ বা এক্সসেপ্ট করে গ্রাহককে ক্যাশ টাকা দিয়ে দিবেন।
৪. (অবশ্যক নয়) গ্রাহকের নিকট ফরম তথ্য সংরক্ষণ করতে পারেন।
৫. দিন শেষে ব্যালেন্সিং করবেন।
ব্রাঞ্চ এর আয়ের উৎস ও সুবিধাঃ
======================
১. চার্জ যুক্ত হলে সম্পুর্ন চার্জ ব্রাঞ্চের আয় হিসাবে গন্য হবে।
২. কম সময়ে কাজ শেষ করতে পারবেন।
৩. গ্রাহক ও কর্মকর্তার যাচাই বাচাই কমে গেছে।
৪. এক ক্লিকেই রিপোর্ট সহ যাবতীয় তথ্য পাবেন।
ব্যাংক এর অর্জনঃ
=============
ডিজিটাল থেকে স্মার্ট ব্যাংকিং এ পদার্পণ করবে আমাদের প্রিয় সোনালী ব্যাংক লিমিটেড।
খুব দ্রুত সময়ে মাননীয় চেয়্যারম্যান স্যার ও মাননীয় এমডি স্যার QR কোড এর মাধ্যমে ক্যাশ আউট অপশন এর শুভ উদ্ভোধন করবেন।
ছবিঃ QR Code of Sonali e-Wallet ও আজকের কিউআর কোড এর মাধ্যমে ক্যাশ আউট এর ট্রেনিং।
অভিনন্দন সোনালী ই-ওয়ালেট টিম। বিশেষ করে বিজনেস আইটির আবু বকর সিদ্দিক স্যার (এজিএম), হাসান মনসুর স্যার (সিনিয়র প্রোগ্রামার), রাজিয়া মার্জিয়া (প্রোগ্রামার), ধীমান রায় (প্রোগ্রামার), মুহিন (এপি) সহ অন্যান্য ই-ওয়ালেট টিম মেম্বারগন।