দৈনিক গল্লামারি নিউজ

দৈনিক গল্লামারি নিউজ খুলনা বিভাগীয় প্রবাহমান সর্বাধিক প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র

শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস, সারজিস আলমের।*পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য শান্তিতে নোবেল বিজয়ী অর...
23/11/2024

শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস,
সারজিস আলমের।

*পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দুষছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। পদ্মা সেতু উদ্বোধনের পর ২০২২ সালে ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে ‘চুবানি’ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে ‘টুস করে’ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এবার পদ্মা সেতু থেকে শেখ হাসিনা টুপ করে নদীতে পড়ে গেলেন কি না, তা দেখতে গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন সারজিস আলম। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, ‘ইউসুফ সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পড়ে গেলেন কি না, তা দেখতে সরেজমিনে পদ্মা সেতুতে...।

শনিবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে সারজিসের করা পোস্টটি মুহুর্তেই ভাইরাল হয়। পোস্টটি শেয়ার করা প্রতিক্রিয়া জানিয়েছেন হাজারো ফেসবুক ব্যবহারকারী। মন্তব্য এসেছে ১৪ হাজারের বেশি, আর পোস্ট শেয়ার করেছেন দুই হাজারের বেশি ব্যবহারকারী।*

07/11/2024

বাগেরহাটে মূল হত্যাকারীদের বাদ দিয়ে নিরপরাধ মানুষের
নামে মামলা,প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মো সোহরাব হোসেন রতন,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় পলাশ শেখের মূল হত্যাকারীদের আসামী না করে নিরপরাধ মানুষদের আসামী করে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।গোপনে হত্যাকারীদের সাথে আততাদের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মামলা করেছেন হত্যার শিকার পলাশের বোন সালমা বেগম। ষড়যন্তমূলক মামলার প্রতিবাদে মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন মহাসড়কে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও নিরপরাধ আসামীদের স্বজনরা। মানববন্ধন শেষে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ জনতা।
এসময়, বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা সরদার শাহনেওয়াজ, মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি আব্দুর রব ও হুমায়ুন কবিরের নির্দেশে এবং নেতৃত্বে তাদের ভাগ্নে পলাশকে হত্যা করা হয়েছে। পলাশদের সাথে তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে এটা দিনের আলোর মত সত্যি। পলাশের মা ও বোন স্পষ্টভাবে এই বক্তব্য দিয়েছেন। কিন্তু মামলায় তাদেরকে আসামী না দিয়ে সব নিরপরাধ মানুষকে আসামী দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই, প্রকৃত আসামীদের খুজে বের করে শাস্তি দাবি করেন মানবন্ধনকারীরা।
উল্লেখ,২৯ অক্টোবর রাতে ফতেপুর বাজার এলাকায় পলাশ শেখ (৩৬) নামের এক যুবক কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন বুধবার (৩০ অক্টোর)সকালে থানার সামনে বসে পলাশের মা, বাবা, বোন ও স্ত্রী বলেছিলেন জমি সংক্রান্ত বিরোধের কারণে পলাশের মামা বিএনপি নেতা আব্দুর রব ও হুমায়ুন কবিরের নির্দেশ এবং নেতৃত্বে এই হত্যাকান্ড ঘটেছে। কিন্তু গেল ৩ নভেম্বর পলাশের বোন সালমা বেগম বাদী হয়ে ৫৩ জনকে আসামী করে বাগেরহাট আদালতে একটি মামলা করেন। যে মামলার বেশির ভাগ আসামী ঘটনাস্থলে ছিলেন না এবং বিএনপির নেতা। বুধবার সালমা বেগমও বলেছিলেন, তাদের মামা আব্দুর রব ও হুমায়ুন কবিরের নেতৃত্বে ও নির্দেশে এই হত্যার ঘটনা ঘটেছে।
নিহতের মা হেলেনা বেগম বলেছিলেন, বাবার বাড়িতে পাওয়া প্রায় দেড় বিঘা জমি জাল দলিল করে আমার ভাই বিএনপি নেতা আব্দুর রব ও কবির জাল দলিল করে নিয়েছেন। এই জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাইদের সাথে আমাদের পরিবারের বিরোধ ছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে রব আমার ছেলেকে ডেকে তার সাথে নিয়ে বিভিন্ন অপরাধ করিয়েছে। কয়েককদিন আগে জমি ফেরত চাইলে রব ও কবির আমার ছেলে পলাশকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে। গতকালও আমার ছেলে বাড়িতে ছিল। স্থানীয় শিমুল কয়েকবার ফোন করে, কুমারগাড়িয়া ঘেরের (সরকারি জমিতে দখল করা ঘের) ভাগের টাকা দেওয়ার কথা বলে ডেকে নেয়। বাইরে থেকে আনা ৫জন লোক এবং স্থানীয় অনেক লোককে দিয়ে রব ও কবির আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে। পরে পুলিশ খবর পেয়ে আমার ছেলেকে নিয়ে আসছে। আমি রব-কবির এবং যারা আমার ছেলেকে মেরেছে তাদের ফাসি চাই।আমার ছেলেকে কেউ একটু পানিও দেয়নি বলে বিলাপ করতে থাকেন সন্তান হারা মা।
মামলার নথিতে দেখা যায়, উপজেলা যুবদল নেতা শেখ মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হাসান রাবু, কচুয়া প্রেসক্লাবের সদস্য দৈনিক জবাবদিহি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি শামীম হাসানকেও আসামী করা হয়েছে। অন্যদিকে আব্দুর রব ও তার ভাই হুমায়ুন কবিরসহ হত্যার সাথে জড়িতদের এই মামলায় স্বাক্ষী রাখা হয়েছে।
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, এই মামলায় অনেক নিরপরাধ বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে। নিরপরাধ মানুষদের নামের মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে মূল হত্যাকারীদের্ শনাক্ত এবং গ্রেপ্তারের দাবি জানান এই নেত্রী।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রাশেদুল আলম বলেন, আদালতের আদাশে আমরা মামলা নথিভুক্ত করেছি। তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন নিরাপরাধ ব্যক্তিকে আসামী করা হয়, তাকে অব্যাহতি দেওয়া হবে। কোন অপরাধি যদি আসামী না হয়, তাকেও আসামী করে গ্রেপ্তার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
তবে এ বিষয়ে কথা বলার জন্য পলাশের স্বজনদের সাথে যোগাযোগ করা হলেও, তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি এবং ফোন রিসিভ করেননি। #

এই লোকটির অবস্থা খুবই খারাপ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে তার কোন পরিচয় পাওয়া যায়নি সবাই যার যার আইডি থেকে ...
12/10/2024

এই লোকটির অবস্থা খুবই খারাপ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে তার কোন পরিচয় পাওয়া যায়নি সবাই যার যার আইডি থেকে পোস্ট করেন
কারণ তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার করবে কিন্তু পরিচয় না পাওয়ায় চিকিৎসা ঠিক মতো হচ্ছে না

09/10/2024

যদি রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A-Negative 01860201346
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB- Negative 01650186591
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01992617240
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793

দয়া করে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাচলো।

22/09/2024

আমি নিজের সাম্প্রতিক সেরা পোস্টে 1টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

21/08/2024

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ শহীদ মীর মুগ্ধ তোরণ |

04/05/2024

খুলনার ভৈরব, রূপসা, আতরাই, হাড়ি খালি নদীসহ বিভিন্ন নদীতে অনেক কুমীর এসেছে।

আইচগাতী, বড়বাজার, চরের হাট, খালিশপুর, মধুপুর, সেনহাটি, গাজীরহাট, বারাকপুর, নিশিপুর, রুপসা, দিঘলিয়া, তেরখাদা, মল্লিকপুর, গেমাডাঙ্গা, মোকামপুর, লস্কারপুর, ফুলতলা, এমনকি নড়াইলের কালিয়া সহ বিভিন্ন যায়গায় কুমীর দেখা গেছে। সকলে সাবধান।

12/04/2024

🌙 ঈদ মোবারক ❤️

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা।
শেখ মোঃ রাসেল ইসলাম
খুলনা প্রতিনিধি,
সদস্য:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)
Bangladesh Mofossol Journalists society

খুলনা প্রতিনিধি কেএমপি'র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) টি ওয়ান শুটার গান ও ০১ (এক) টি মোটরসাইকেল সহ খুলনার ...
08/04/2024

খুলনা প্রতিনিধি

কেএমপি'র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) টি ওয়ান শুটার গান ও ০১ (এক) টি মোটরসাইকেল সহ খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সহ ০২ (দুই) জন সন্ত্রাসী গ্রেফতারঃ
এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেক পোস্ট স্থাপন করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়। গত ০৭ এপ্রিল দিবাগত রাত অর্থাৎ ০৮/০৪/২০২৪ খ্রিঃ তারিখ সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম হাফিজনগর এলাকায় চেকপোস্ট ডিউটি করা কালে রাত্র অনুমান ০৩:৩০ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে আসা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। আগত দুইজন ব্যক্তির সন্দেহজনক এবং অসংলগ্ন কথাবার্তা দরুণ পুলিশ সন্দেহ হওয়ায় তাদের দেহ তল্লাশি করে। তল্লাশিকালে আসামী (১) আব্দুল বাছেদ বিকুল(২৭), পিতা-আব্দুল আউয়াল, সাং-মহেশ্বরপাশা পশ্চিমপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী, এ/পি সাং-পূর্ব রূপসা বাগমারা, থানা-রূপসা, জেলা-খুলনার হেফাজতে থাকা ০১ (একটি) টি ওয়ান শুটার গান এবং (২) সোলাইমান ইকবাল ইশান(২১), পিতা-ইকবাল হোসেন, সাং-বাকসার, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা এর হেফাজতে থাকা ০১ (একটি) টি ওয়ান শুটার গানসহ সর্বমোট ০২ টি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত ০১ (এক) টি Apache RTR 4v মোটরসাইকেল যাহার রেজিঃ নং-বাগেরহাট মেট্রো-ল-১১-৭৩১৬ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০৫, তাং-০৮/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-19 A The Arms Act, 1878 রুজু করা হয়েছে।
অপর আসামী সোলাইমান ইকবাল ইশানের জন্ম এবং বেড়ে উঠা কুমিল্লায়। তারা পিতা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক সংশ্লিষ্ট ব্যপারে বিকুলের সাথে সোলাইমান ইকবাল ইশানের পরিচয় হয় এবং পরবর্তীতে সে বিকুলের হাত ধরে নূর আজিম গ্রুপে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, পুলিশ রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করে অবৈধ অস্ত্রের উৎস, অস্ত্র সরবরাহে কারা জড়িত, কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিলো তার রহস্য উদঘাটন করে এই প্রক্রিয়ায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন ঈদসহ সামনের দিন গুলোতে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওয়াহিদুজ্জামান-সহ পুলিশ অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দের উপস্থিত ছিলেন।

হারানো বিজ্ঞপ্তিআমাদের খুলনা বিশ্ববিদ্যালয় হলরোডের পরিচিত ভ্যানচালক। হাসিখুশি আর মিশুক মনের মানুষ। সবসময়ই সালাম দিয়ে হাত...
08/04/2024

হারানো বিজ্ঞপ্তি

আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় হলরোডের পরিচিত ভ্যানচালক। হাসিখুশি আর মিশুক মনের মানুষ। সবসময়ই সালাম দিয়ে হাত বাড়িয়ে কথা বলতেন।

এই ভ্যানচালক ব‍্যক্তি সাতক্ষীরা থেকে খুলনা আসতে গিয়ে আর ফিরে আসেনি। লোকটি বাকপ্রতিবন্ধি। তার সঙ্গে একটা অটোভ‍্যান আছে। পরনে ছিলো লুঙ্গি ও টিশার্ট। যদি কোন হৃদয়বান ব‍্যক্তি তার সন্ধান পান তাহলে এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

01911616463
01973887790

মতামতপরীক্ষাকাল’_থেকে মুক্তি পাওয়া ৩৫ শিশুআমাদের যেভাবে শেখাল !সোহরাব হাসান,,প্রথম আলোর যুগ্ম–সম্পাদক ও কবি২০১৯ সালে রাজ...
26/03/2024

মতামত

পরীক্ষাকাল’_থেকে মুক্তি পাওয়া ৩৫ শিশু
আমাদের যেভাবে শেখাল !

সোহরাব হাসান,,
প্রথম আলোর যুগ্ম–সম্পাদক ও কবি

২০১৯ সালে রাজশাহীর দুর্গাপুরে জমিজমা নিয়ে দু্ই পরিবারে মারামারি হয়। সেই মারামারির সঙ্গে একাদশ শ্রেণিতে পড়া ছেলেটির কোনো সংযোগ ছিল না। কিন্তু প্রতিপক্ষ অভিভাবকদের পাশাপাশি তাকেও মামলার আসামি করে। তখন ছেলেটির বয়স ছিল ১৭ বছর। আইনের চোখে শিশু। সেই মামলা চলে ২০২৩ সাল পর্যন্ত। ১৩ মাস আগে আদালত তাকে বাড়িতে থেকে প্রবেশনের সুযোগ দেন। প্রবেশন মানে নিজেকে সংশোধন বা শুদ্ধ করার সুযোগ। কিন্তু ওই ছেলেটি তো কোনো অন্যায়ই করেনি।
তবে তাকে কেন এই জঘন্য শাস্তি পেতে হয়েছে।

২৬ মার্চ ছেলেটির চাচার সঙ্গে টেলিফোনে কথা হয়
এবং এই ঘটনা তাকে জানানো হলো । স্বাধীনতা দিবসের আগে ২৫ মার্চ রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান যে অভিযুক্ত ৩৫টি শিশুকে চূড়ান্ত খালাস দিয়েছেন, ওপরে বর্ণিত ছেলেটি তাঁদের মাঝে একজন। তবে তারা সবাই অভিভাবকদের মারামারির কারণে আসামি হয়নি। এদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধ মূলক কাজের সাথে জড়িত ছিল এবং একথা সত্য বলে প্রমাণিত । কারও কারও বিরুদ্ধে মাদক সেবন, বহন ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল।

সংগ্গ্ৰীহিত,,,

25/02/2024
পাইকগাছায় কপিলমুনি যারা আছেন একটু শেয়ার করে দিবেন।২১/২/২৪ আজ রাত ১০ কয়রা সেতুর নিচে এ-ই ছেলেটিকে অজ্ঞান অবস্থায় স্থানীয়র...
24/02/2024

পাইকগাছায় কপিলমুনি যারা আছেন একটু শেয়ার করে দিবেন।

২১/২/২৪ আজ রাত ১০ কয়রা সেতুর নিচে এ-ই ছেলেটিকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা দেখতে পায় তারা তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার আমার জানামতে খুবই ভালো মানুষ একজন মানবিক ডাঃ এম আর হাসান এর তত্ত্বাবধানে তাকে চিকিৎসা সেবা দেয়া হয়। সে এখন সুস্থ আছেন সে তার নাম বলছে
নাম বিলাল শেখ পিতা বাবুর আলী শেখ গ্ৰাম কপিলমুনি
খুলনা তাকে চেউ চিনে থাকলে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

বার বার খুবি শিক্ষার্থী এমন হামলার শিকার!!
18/02/2024

বার বার খুবি শিক্ষার্থী এমন হামলার শিকার!!

20/09/2023

অক্টোবরের শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে খুলনা-মোংলার
ট্রেন।

খুলনা প্রতিনিধি ।

আগামী অক্টোবর ২০২৩ এর শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম নৌ বন্দর মোংলার সঙ্গে সারাদেশের যোগাযোগ ট্রেন চলাচল। ইতিমধ্যে এই রেল পথের কাজ
৯৮/ শতাংশ শেষ হয়েছে। এখন চলছে খুটি নাটি কাজ যা চলতি মাসেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খুলনা -মোংলা রেল পথে ট্রেন চলাচল শুরু হলে মোংলা বন্দর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যাবসা বাণিজ্য নতুন দিগন্ত উম্মেচিত হবে। শুধু সারা দেশের সংঙ্গে নয় রেলপথটি আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দিয়ে বন্দরের আ্য
ব্যাবসা বাণিজ্য গতিশিল হবে। সংশ্লিষ্ট সুত্রে যানাযায়।
ট্রানজিট সুবিধার আওতায় ভারত নেপাল ও ভূটান পন্য
পরিবহন সহজ করতে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পযন্ত রেলপথ স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। 2০১০সালে ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় এই রেললাইন নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
প্রথম দফায় প্রকল্পের ব্যায় ধরা হয় ১ হাজার ৭২১ কোটি টাকা। প্রকল্পের কাজ তিন ভাগে বিভক্ত,এর মধ্যে রয়েছে
রুপসা নদীর উপরে রেল সেতু নির্মাণ, মূল রেললাইন স্থাপন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং স্থাপন। ২০১১ সালে প্রকল্পের কাজ শুরু হয়২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ করতে পারেনি ঠিকাদার। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনিতে ব্যায় বেড়ে দাড়ায় ৩ হাজার ৮শত এক কোটি টাকা। ২০২১ সালে ডিসেম্বরের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি।দ্বিতীয় দফায় সংশোধনের পর ২০২২ সালের৩১ শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয় সেই সংঙ্গে ব্যায় বেড়ে দাড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লক্ষ টাকা। এর মধ্যে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো,রুপশা নদীর উপর রেলসেতু র্নিমান কাজ করছে বাকি কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল। এ ব্যাপারে প্রকল্প পরিচালক আরিফুজ্জামান বলেন করোনা পরিস্থিতি ও নানা কারণে কাজ শেষ করতে সমায় লেগেছে। দুই দফায় প্রকল্প সংশোধনের কারণে ব্যায় বেড়েছে ২হাজার ৫৩৯ টাকা তবে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যায় বাড়েনি। আসা করছি এবার নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। বাগেরহাট তিন আসনের সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুননাহার বলেন রেললাইনটি ভারত নেপাল ও ভূটানের সঙ্গে পন্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে চিংড়ি ও গার্মেন্টসে পরিবহনে সহজ হবে।

সিরাজুলইসলাম ১৭-০৯-২০২৩

মোরেলগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩, তম জন্মবার্ষিকী উদযাপন ।মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জ বঙ্গম...
08/08/2023

মোরেলগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩, তম জন্মবার্ষিকী উদযাপন ।

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর-৯৩, তম, জন্মবার্ষিকী উদযাপন ও বিশাল এক আলোচনা,সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে, মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে দুস্হ ও,অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়ে থাকে।

এ দিবসটি উপলক্ষে উপস্থিত ছিলেন গণ্যমান্য কর্মকর্তা -গণ । উপজেলা সভাকক্ষে সকাল ১০ টায় ইউডিএফ জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু।
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল মালেক,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ইউনুস আলী,সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,জোনাল ম্যানেজার পল্লী বিদ্যুৎ ওয়াদুদ খন্দকার,শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রতন দাস,আনসার ভিডিপি কর্মকর্তা মো.শফিকুর রহমান,আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা অসীত বর্মন,রফিকুল ইসলাম,সজল মহুলী,রাসেল মোল্লা,উপ-সহকারী প্রকৌশলী শুভস্কর মন্ডল উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা,মোরেলঞ্জ পৌর প্রেস ক্লাবের সভাপতি শাহ-আলম তালুকদার, সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব সাংবাদিক গনেশ পাল প্রমুখ।আলোচনা সভা শেষে ১০ জন দুস্থ অসহায় নারীদেরকে মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়।

সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলা ,সাংবাদিকের উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পুলিশের...
30/07/2023

সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলা ,সাংবাদিকের উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই,সরকারের কাছে বিচার চাই। চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক ।

সাচিবুনিয়া বিশ্বরোডে মোড়ে ঘটে চলেছে প্রতিনিয়ত গাড়িতে বড় বড় অ্যাক্সিডেন্ট। এবং দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর হার। সর...
26/07/2023

সাচিবুনিয়া বিশ্বরোডে মোড়ে ঘটে চলেছে প্রতিনিয়ত গাড়িতে বড় বড় অ্যাক্সিডেন্ট। এবং দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর হার। সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিৎ ,! এভাবে অচিরেই প্রতিনিয়ত খালি হয়ে যাচ্ছে অনেক মায়ের কোল ।
এখানে ফ্লাইওভার দেয়া হোক না হলে প্রতিনিয়ত এক্সিডেন্ট বেড়েই চলবে রাস্তা পারাপার ১০০% ঝুঁকিপূর্ণ

Address

Sheikh Akram Market
Khulna
9260

Telephone

+8801705121313

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক গল্লামারি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share