Ani fashion world

Ani fashion world Digital creator

03/01/2025

শুভ দুপুর বন্ধুরা

মানুষ সবার সাথে অভিনয় করতে পারলেও নিজের সাথে কখনই অভিনয় করতে পারে না।শুভ দুপুর
02/01/2025

মানুষ সবার সাথে অভিনয় করতে পারলেও নিজের সাথে কখনই অভিনয় করতে পারে না।শুভ দুপুর

শুভ সকাল সবাই কেমন আছেন বন্ধুরা
02/01/2025

শুভ সকাল সবাই কেমন আছেন বন্ধুরা

01/01/2025

Good night everyone

শুভ সন্ধ্যা নতুন বছরের শুভেচ্ছা সবাই কে
01/01/2025

শুভ সন্ধ্যা নতুন বছরের শুভেচ্ছা সবাই কে

পর্ব -১ #কলমে-লিপিকা দত্ত গল্পপ্রেমী 💙🌹🌹🌹🌹🌹🌹🌹💐স্কুলের ঘন্টাটা পড়তেই টেবিলের উপর থেকে বাংলা সাহিত্যের বইটা হাতে তুলে নিয...
01/01/2025

পর্ব -১

#কলমে-লিপিকা দত্ত গল্পপ্রেমী 💙

🌹🌹🌹🌹🌹🌹🌹💐

স্কুলের ঘন্টাটা পড়তেই টেবিলের উপর থেকে বাংলা সাহিত্যের বইটা হাতে তুলে নিয়ে চোখে চশমাটা পড়ে উঠে দাঁড়াতেই সব স্টুডেন্টরাও উঠে দাঁড়ালো। তারপর ওদের বসতে বলে সুতপা বেড়িয়ে যায়।
ক্লাস শেষ তাই ও রেজিস্টারে সই করে বেড়িয়ে যায়।

স্কুল থেকে বেরিয়ে সোজা বাসস্টপে এসে দাঁড়ায়। মাঘ মাসের মাঝামাঝি , রোদটা দুপুর বেলায় যেন মাথার উপর একটু বেশিই উঁকি দিচ্ছে। বাতাস এসে ছুঁয়ে বলে যাচ্ছে বসন্ত এসে গেছে।
শুকনো পাতাগুলো হাওয়ায় উড়ে এসে মাটিতে পড়ছে আর যেন বলছে "আমার সময় শেষ, এবার নতুনের শুরু"।

হঠাৎ করে সুতপার চোখ যায় রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবক টির উপর । সুতপার চোখগুলো ওখানেই স্থির হয়ে যায়। মনের মধ্যে হাজার স্মৃতি এসে ভিড় করে । মনে পড়ে যায় পেড়িয়ে আসা বসন্তগুলো।

সুতপার ধ্যান ভাঙে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা যুবকটির
মুখে ওর নাম শুনে।

সুতপা বলে ওঠে অরুন দা তুমি এখানে!!

অরুন মুখে হাসি এনে বলল বা! তাহলে তুই আমাকে চিনতে পেরেছিস ! আমি তো ভাবলাম একেবারেই ভুলে গেছিস ,যেভাবে তাকিয়েছিলি!!

সুতপা মুখে হাসি এনে বলল না না তোমাকে ভুলিনি ,আসলে পাঁচবছর পর প্রথম দেখে বিশ্বাস করতে পারছিলাম না ।

অরুন তৎক্ষণাৎ বলে উঠলো আমি কিন্তু দূর থেকে দেখেই তোকে চিনতে পেরেছি। তুই এখানে কি করছিস?

আমি এই স্কুলে বাংলা শিক্ষিকা হিসেবে জয়েন করেছি এই মাস ছয়েক হল।(সুতপা)।তা তুমি এখানে কি করছ!

আমি এখানে একটা ক্লাইন্টের বাড়িতে এসেছি । তবে তার থেকেও একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি , একজনকে মনের কথা বলবো আর সারাজীবনের জন্য সঙ্গী করে নিয়ে যাবো বলেই এবার কলকাতায় ফেরা।

ও তাহলে তুমি এবার সাতপাকে বাঁধা পড়তে এসেছো।
একটু টোন কেটেই বললো ভাবা যায় ,যার নাকি মেয়েদের থেকে এলার্জি , তার মনে ও অবশেষে কোনো প্রজাপতি এসে বাসা বেঁধেছে। তা! প্রজাপতির নাম কি ?

নাম বললে চিনতে পারবি?(অরুন)

এখানে যদি বাড়ি হয় তাহলে চিনতেও পারি।(সুতপা)

তুই চিনিস তাকে ,তবে এখন তোকে নাম বলবো না ; আগে তাকে আমার মনের কথা জানাই তারপর।
চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি , সব গল্প কি এখানেই করবি!! চল যেতে যেতে গল্প করবি । এই বলে অরুন সুতপা কে নিয়ে ওর গাড়িতে বসলো । তারপর বলল জানিস, এক বছর হল আমি ইঞ্জিনিয়ার কমপ্লিট করে ব্যাঙ্গালোরে একটি আই.টি পদে জয়েন করেছি।

আচ্ছা , স্যার কেমন আছেন ? রণিত কি এখন ও ফুটবল খেলে?

" দাদা বাবার সাথেই ওষুধের দোকান সামলাচ্ছে। আমাদের দোকানে এখন দুজন ডাক্তার ও বসছে , বাবা সবকিছু একা সামলাতে পারে না ,আসলে বাবার একবার হার্ট অ্যাটাক হয়েছেতো, তাই দাদা আর চাকরি না খুঁজে দোকানেই বসছে। আর ক্লাবে একটা ছোটদের ফুটবল কোচিং খুলেছে।" (সুতপা)

দেখ , বাড়ি চলে এসেছিস। (অরুন)

তোমার আমাদের বাড়ির রাস্তা এখনও মনে আছে! (সুতপা)

কেন তোদের বাড়ি কি আমাজনের জঙ্গলে? এই বলেই হাসতে লাগলো অরুন । তারপর গাড়ি থেকে নেমে সুতপার দিকে এসে গাড়ির দরজাটা খুলে দিল।

সুতপা বেড়িয়ে এসে বলল চলো অরুন দা ভেতরে চলো বাবা তোমায় দেখলে খুব খুশি হবে।

অরুন আর না করলো না ,তারপর সুতপার সাথে বাড়ির ভেতরে গেলো ।

বাড়িতে ঢুকেই অরুন চারিদিকটা ভালো করে দেখতে লাগলো।
সুতপা দের বাড়িটা কলকাতার গড়িয়াহাট মোড়ে , দেখতে অনেকটা আগেকার দিনের বনেদি বাড়ির মতো ।
সেই ক্লাস টেন থেকে এই বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছিল,অরুন নিজের মনে মনেই বলে উঠলো।
প্রথম যেদিন এসেছিল সেদিন সুতপার সাথে কত ঝগড়াই না হয়েছিল বসার জায়গা নিয়ে ,ও তখন ক্লাস এইটে এ পড়ে।

'স্যার আর রণিত এসে ঝগড়া থামায়। তখন কত বকবক করতো , আর এখন কত শান্ত আর চুপচাপ একদম পরিণত নারী ! '

'বাবা দেখো কাকে নিয়ে এসেছি '
সৌমেন বাবু চোখে চশমা লাগিয়ে ভেতরের ঘর থেকে বাইরে বসার ঘরে প্রবেশ করতেই _ দেখল একজন বছর সাতাশ আঠাশের ছেলে দাঁড়িয়ে আছে । প্রথমে ভালো করে চিনতে না পারলেও যখন অরুন পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল_ 'ভালো আছেন স্যার' ! তখন ওনার মুখে হাসি খেলে গেল।

' আরে অরুন ! এত বছর পর ! চেনাই যাচ্ছে না ' ।।
বসো , তোমার কাকিমাকে ডাকি, তোমাকে দেখলে খুব খুশি হবে।

বাবা তোমরা কথা বলো , আমি আসছি এই বলে সুতপা সিঁড়ি দিয়ে সোজা উপরে ওর ঘরে চলে গেল।
অরুন সুতপার এমনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ বুঝতে পারলেও কিছু বলল না।
ব্যাগটি টেবিলের উপর রেখে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে বাইরের পোশাক ছেড়ে হাতমুখ ধুয়ে একটি কুর্তি আর প্লাজো পরে খাটের উপর শরীরটি কে এলিয়ে দিল ,নিচে যাওয়ার ইচ্ছেটুকু আর নেই ।

******************

সকাল বেলায় একটি বছর পনেরো র ছেলে দরজায় কলিং বেল বাজালে দরজা টি খুলতেই অবাক হয়ে ছেলেটি তাকিয়ে থাকে । দুপাশে দুটো বেনুনি করা আর হলুদ টপ আর ট্র্যাক স্যুটের প্যান্ট পরা গোলগাল ফর্সা মুখটির উপর ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ' কাকে চাই '?

স্যার আজ থেকে মাধ্যমিকের সাইন্সের ব্যাচ স্টার্ট করবে বলেছিলো তাই..(অরুন)
ওকে বলতে না দিয়েই সুতপা বলে ওঠে কিন্তু এখন কি করছো এই সাত সকালে , বাবা তো সন্ধ্যা ছ'টা থেকে পড়ান। তুমি ঠিক শোনোনি , এখন যাও সন্ধ্যা বেলা আসবে।
কিন্তু স্যার তো সকাল ছটায় বলেছিলেন কাল আমাদের বাড়ি গিয়ে। আমি ভুল শুনিনি বরং তুমি স্যারকে একবার ডেকে দাও । (অরুন)

বাবা এখন ঘুমোচ্ছে । আমি আর দাদা মর্নিং ওয়াক এ যাই বলে এখন উঠেছি , এই বলে দরজাটা ছেলেটির মুখের উপর লাগিয়ে দিল।

ছেলেটি তো হতবাক হয়ে দাঁড়িয়ে রইল।...

(এটা একটি ছোট গল্প যেটাকে আমি তিনটে পর্ব এ ভাগ করেছি আজ প্রথম পর্ব দিলাম কেমন লাগলো জানাবেন , কমেন্ট আর রেটিং দেখে পরের পর্ব গুলো দেবো)

🙏🙏🙏
#কলমে- লিপিকা দত্ত গল্পপ্রেমী 💙 🌹🌹🌹🌹🌹🌹

শুভ দুপুর
27/12/2024

শুভ দুপুর

27/12/2024
26/12/2024

নীলা চল পিকনিক স্পর্ট

25/12/2024

শুভ সকাল সবাই কেমন আছেন বন্ধুরা

24/12/2024

মানুষ মানুষের জন্য তাই আসেন এক জন আর একজনের পাশে থাকি। সাধ্যের মধ্যেই না হয় করি ক্ষতি কি? আজকে ৩ জন কে জব দিতে পেরে আমি ও খুশি তারা ও অনেক খুশি।

মেডিসিন কুরিয়ার করছি আজ সন্ধ্যায়? আপনি ও যে কোনো প্রোডাক্ট বা আপনার প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে বাসায় বসে নিতে পারেন...
22/12/2024

মেডিসিন কুরিয়ার করছি আজ সন্ধ্যায়? আপনি ও যে কোনো প্রোডাক্ট বা আপনার প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে বাসায় বসে নিতে পারেন।

20/12/2024

চুলের যে কোনো সমস্যার সমাধান পাবেন এই অয়েলে

19/12/2024

শুভ সকাল সবাই কেমন আছেন?

17/12/2024

বেকারত্ব কে বিদায় দিন
মেডিসিন কোম্পানিতে সারা বাংলাদেশে লোক নিচ্চি। নিজের এলাকায় বসেই করতে পারবেন। ছেলে মেয়ে সবাই কাজ করতে পারবেন।মাত্র ৩০ জন পাবেন এই সুযোগ। তাই দেরি না করে এখনি আমার আইডিতে যোগাযোগ করেন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Ani fashion world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share