Shamim's Diary

Shamim's Diary update
(21)

02/12/2023

মাশাআল্লাহ আমার সোনামনিটা🥰🥰🥰

22/10/2023

ভারতীয় প্রখ্যাত গীতিকারদের তালিকা:

* গুলজার
* আনন্দ বকশী
* জাভেদ আখতার
* শৈলেন্দ্র
* মাজরহ সুলতানপুরী
* অঞ্জন
* সমীর
* প্রেম ধাবান
* কাইফ আজমী
* শাকিল বেদুয়ানী
* রবীন্দ্র জৈন
* ইন্দিবার
* রাজেন্দ্র কিষান
* সাহির লুধীয়ানী
* গুলশান বাউরা
* হযরত জয়পুরী
* শাবান কুমার
* সলিল চৌধুরী
* গৌরীপ্রসন্ন মজুমদার
* মুকুল দত্ত
* পুলক বন্দ্যোপাধ্যায়
* প্রণব রায়
* মোহিনী চৌধুরী
* শিবদাস বন্দ্যোপাধ্যায়
* প্রসুন জোশী

20/10/2023

COVER BY-A.M SHAMIM

16/10/2023

মায়াবন বিহারিনী হরিণী... ‌এই গানটি গাওয়ার চেষ্টা মাত্র

13/10/2023

ভারতীয় প্রখ্যাত সুরকারদের তালিকা:

* নৌশাদ
* ও.পি নাইয়ার
* রোশান
* শংকর -জয়কিষান
* মদন মোহন
* বোম্বাই রবি
* হেমন্ত কুমার
* সলিল চৌধুরী
* কল্যাণজী- আনন্দজী
* শচীন দেব বর্মন
* খৈয়াম
* লক্ষীকান্ত-পিয়ারেলাল
* রাহুল দেব বর্মন
* বাপ্পি লাহিড়ী
* রাজেশ রোশান
* শিব- হরি
* রবীন্দ্র জৈন
* যতীন -ললীত
* নাদিম- শ্রাবণ
* আনন্দ- মিলিন্দ
* এ.আর.রহমান
* রাম-লক্ষণ
* নিখিল বিনয়
* আনু মালিক
* ঊষা খান্না
* সি. রামচন্দ্র
* অনিল বিশ্বাস
* জয়দেব
* বসন্ত দেশাই
* গোলাম মোহাম্মদ
* খেমচাদ প্রকাশ
* আদেশ শ্রীবাস্তব
* হিমেশ রেশমিয়া
* চিত্রা গুপ্ত
* দত্ত নায়ক
* আনন্দ রাজ আনন্দ
* জগজিৎ সিং
* প্রেম ধাবান
* সঞ্জীব দর্শন
* দিলীপ সেন-সমীর সেন
* কমল দাস গুপ্ত
* শ্যামল মিত্র
* অনিল বাগচী

06/10/2023

#ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোমার মতন মনের কথা কই। আমার প্রিয় এই রবীন্দ্র সংগীতটি গাওয়ার চেষ্টা মাত্র....

03/10/2023

খোন্দকার নূরুল আলম সুরারোপিত কয়েকটি জনপ্রিয় গানের তালিকা:

গানের শিরোনাম-গীতিকার -কণ্ঠশিল্পী
* চোখ যে মনের কথা বলে-গীত:কাজী আজিজ আহমেদ ও গাজী মাজহারুল আনোয়ার-কণ্ঠশিল্পী:খোন্দকার নূরুল আলম
* ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল-ওবায়েদুল হক-বশির আহমেদ
* কে যেন আজ আমার চোখে-গাজী মাজহারুল আনোয়ার-মাহমুদুন্নবী
* আমায় একটি ক্ষুদিরাম দাও বলে কাদিস নে আর মা-গাজী মাজহারুল আনোয়ার -খোন্দকার নূরুল আলম
* পৃথিবী যে কত সুন্দর তোমাকে না দেখলে তা জানা হতো না-মোহাম্মদ মনিরুজ্জামান-খোন্দকার নূরুল আলম
* ভালো করে চেয়ে দেখোতো-গাজী মাজহারুল আনোয়ার -ফেরদৌসী রহমান
* তুমি এমনই জাল পেতেছো সংসারে-মোহাম্মদ রফিকউজ্জামান-সুবীর নন্দী
* সাথী আমার হলো না তো কেউ সাথী হারা এ জীবনে-মোঃ রফিকউজ্জামান-আব্দুল জব্বার
* ফুলের বাসর ভাঙলো যখন স্মৃতি কেন বেদনা-মোঃ রফিকউজ্জামান-প্রবাল চৌধুরী
* ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে-মোহাম্মদ রফিক উজ্জামান-সুবীর নন্দী ও শাম্মী আক্তার
* সুখ পাখি তোর হইলো না হইলো না আপন-মোহাম্মদ রফিকউজ্জামান-সুবীর নন্দী
* পায়ের এই নুপুর আমার জাদু জানে-মোহাম্মদ রফিকউজ্জামান-রুনা লায়লা
* জনম জনম ধরে প্রেম পিয়াসী-মোহাম্মদ রফিকউজ্জামান-সাবিনা ইয়াসমিন
* বলো কেবা শুনেছে এমনো পিরিতির কথা-মোঃ রফিকউজজামান-রুনা লায়লা ও সুবীর নন্দী
* আমার মন পাখিটা যায়রে উড়ে যায়-মোহাম্মদ রফিক-উজ-জামান -রুনা লায়লা
* নদীর মাঝি বলে এসো নবীন-ডক্টর আবু হেনা মোস্তফা কামাল-রুনা লায়লা
* এত সুখ সইবো কেমন করে-মোহাম্মদ রফিক- উজ-জামান-নিলুফার ইয়াসমিন
* স্বপ্ন আমার কাজল পুকুর তুমি-জাহিদুল হক-এন্ড্রু কিশোর
* আমি তো সুজন দেখে ভাব করেছি-মাসুদ করিম -রুনা লায়লা
* আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি ফন্দি-আবিদ আনোয়ার-সৈয়দ আব্দুল হাদী
" আমি চাঁদকে বলেছি আজ রাতে তুমি ভয় পেয়ো না-মোহাম্মদ মনিরুজ্জামান-খন্দকার নুরুল আলম
* দুনয়ন ভরে যত দেখি তারে-মোহাম্মদ মনিরুজ্জামান-খন্দকার নুরুল আলম
* স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে-কবি শামসুর রাহমান-রুনা লায়লা
* আমাকে একটি দোয়েল বলেছে-মোহাম্মদ রফিক-উজ-জামান -রুনা লায়লা
* ফসলের মাঠে মেঘনার বুকে-কবি শামসুর রাহমান-রুনা লায়লা
* আমি জলের কাছে প্রশ্ন করি গড়িয়ে যাও কেন-মোহাম্মদ রফিক-উজ-জামান -রুনা লায়লা
* আমার যা আছে সব-ই তোমায় দেব- আব্দুল হাই আল হাদী - সৈয়দ আব্দুল হাদী
* প্রথম দেখার সেই দিন-মোহাম্মদ মনিরুজ্জামান-খন্দকার ফারুক আহমেদ
* প্রেম তুই দেনা আমায় একটু পরিচয়-শহিদুল ইসলাম-মোহাম্মদ আব্দুল জব্বার
* তোমার এ উপহার আমি চিরদিন-শাহজাহান চৌধুরী-সাবিনা ও খন্দকার ফারুক আহমেদ
* আমি গাই বাংলাদেশের গান-মাসুদ করিম-সৈয়দ আব্দুল হাদী ও শাম্মী আক্তার
* পদ্মা মেঘনা রুপসা সুরমা তিস্তা যমুনা-মোঃ রফিক-উজ-জামান-খুরশিদ আলম
* পোড়া চোখ কেন তুই বন্ধ থাকিস না-মোহাম্মদ রফিকউজ্জামান -নার্গিস পারভীন
* এদেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে-কবি শামসুর রাহমান -রুনা লায়লা
* মিষ্টি দোয়েল ডাকে সবুজ পাতার ফাঁকে-নজরুল ইসলাম বাবু-ফৌজিয়া ইয়াসমিন
* আত্মত্যাগের দিন এলো আজ-N/A-ইসমত আরা
* রোজ ভাবি লিখবো রোজনামচা-গাজী মাজহারুল আনোয়ার-ফেরদৌসী রহমান
* নীরবতা শুধু ঢেকে রয় কেন-মোঃ মনিরুজ্জামান-মোঃ আব্দুল জব্বার
* এক বরষার বৃষ্টিতে ভিজে-গাজী মাজহারুল আনোয়ার-নিলুফার ইয়াসমিন
* সন্ধ্যা তারার কি দাম বলো-জেব-উন-নেসা জামাল-জিনাত রেহেনা
* পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো-মোহাম্মদ রফিকউজ্জামান -সুবীর নন্দী
* বধূয়ার মান ভাঙ্গাতে জীবন গেল-মোহাম্মদ রফিকউজ্জামান-সুবীর নন্দী
* অভিমান আমারো আছে বুঝুক সে-মুন্সি ওয়াদুদ-আবিদা সুলতানা
* স্বাধীনতা আমার চির চাওয়ার সেই তো অরুপ আয়না-মোহাম্মদ রফিক-উজ-জামান-আবিদা সুলতানা
* সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়-আব্দুল হাই আল হাদী -সুবীর নন্দী
* দু চোখ আমার এ কোন আলোয়-মোহাম্মদ রফিকউজ্জামান-মাহমুদুন্নবী
* মাটির মায়া দিল গাছের ছায়া দিলো-মোহাম্মদ রফিকউজ্জামান-নিলুফার ইয়াসমিন
* রাঙা বউয়ের কলসি-আবিদ আনোয়ার-শাকিলা জাফর
* পদ্মা মেঘনা যমুনার দেশ-আল কামাল আব্দুল ওয়াহাব-সমবেত কন্ঠে
* আহারে কি শ্যামল শ্যামল আহারে-মোহাম্মদ রফিকউজ্জামান-সমবেত কন্ঠে
* আমার বাউল মনের একতারাটা-মোহাম্মদ রফিকউজ্জামান -শাম্মী আক্তার ও রফিকুল ইস.
* ছায়া ছায়া দিঘির পাড়ে আঁকাবাঁকা নদীর ধারে-মোহাম্মদ রফিকউজ্জামান-লতিফা হেলেন
* মাঝে মাঝে কিছুই থাকে না আর কান্নার চেয়ে বেশি প্রিয় -মোহাম্মদ রফিকউজ্জামান-রুনা লায়লা
* মন তো নয় আর আয়না তাইতো তারে ভোলা যায় না-মাসুদ করিম-ফৌজিয়া ইয়াসমিন
* সবুজ মাঠের অবুঝ বাতাস ছন্দে নেচে যায়-আজিজুর রহমান-রফিকুল ইসলাম
* ফুলে মধু থাকবেই বিষ থাকবে না-মোহাম্মদ রফিকউজ্জামান-নিলুফার ইয়াসমিন
* উদাসী এক তারা বাজে আমার বাউল মনে-মোকসেদ আলী-আবিদা সুলতানা
* সবাই বলে যত সর্বনাশের মূল-মোহাম্মদ রফিকউজ্জামান-নার্গিস পারভীন
* ইচ্ছে করে জানতে শুধু ইচ্ছে করে জানতে-জিয়া হায়দার-খন্দকার নুরুল আলম
* এই মাটি কত মমতায়-আব্দুল হাই আল হাদী-রফিকুল ইসলাম
* ক এর রঙের মতো মকমলে কালো-কবি শামসুর রাহমান-খুরশিদ আলম ও আবিদা সুলতানা
* নদীর ধারে পথ পথ পেরোলে গ্রাম-মোহাম্মদ রফিকউজ্জামান-শাম্মী আক্তার
* স্বাধীনতা তুমি আমার বাড়িতে এসো-কবি জাহিদুল হক-শাম্মী আক্তার
* কতদিন পরে দেখা ভালো আছো তো -কবি জাহিদুল হক-হাসিনা মমতাজ
* এলো নববর্ষ শুভ নববর্ষ-কবি শামসুর রাহমান-রুনা লায়লা
* তোমার বুকেই আমি জীবনে মরনে গরবিনী-মোহাম্মদ রফিকউজ্জামান-রুনা লায়লা
* তোমার আদর মাগো চাদরের মত-জাহিদুল হক-সমবেত কন্ঠে
* আহা কাঙ্খে কলসী গায়ের রুপসী-মোহাম্মদ রফিক উজজামান -সুবীর নন্দী
* আমি বাংলাদেশের নাম রেখেছি ভালোবাসা-আবু হেনা মোস্তফা কামাল-মোঃ আব্দুল জব্বার
* বাংলাদেশ আমি তোমাকেই ভালোবাসি-মোহাম্মদ রফিকউজজামান-প্রবাল চৌধুরী
* ফুলের আড়ালে ছিল বিষ কাটা আগে কেন তা দেখনি -নাসির আহমেদ-মোঃ আব্দুল জব্বার
* এ আঁধার কখনো যাবেনা মুছে-কাজী আজিজ আহমেদ-নিলুফার ইয়াসমিন
* আগুনের ভয় পেলে হাই কেমন করে জ্বালবে-আবু হেনা মোস্তফা কামাল-সুবীর নন্দী
* আকাশটা তো নীল চিঠি নয়-মোহাম্মদ রফিকউজ্জামান -মিতালী মুখার্জী
* তুমি আসবে ভালোবাসবে চুপি চুপি-মাসুদ করিম-ফৌজিয়া ইয়াসমিন
* প্রথম দেখায় লাগলো ভালো-আনোয়ার উদ্দিন খান-খন্দকার নুরুল আলম
" আহা চোখের লজ্জা মুখের লজ্জা-মোহাম্মদ রফিকউজ্জামান-সাবিনা ইয়াসমিন
* প্রেম মুরতি ঘনশ্যাম-মোঃ রফিকউজ্জামান -সাবিনা ইয়াসমিন
* হায়রে অবুঝ নদীর দুই কিনার-মোহাম্মদ রফিক উজ্জামান-সুবীর নন্দী
* বন্ধু দিমুনা যাইতে আন্ধার রাইতে-গাজী মাজহারুল আনোয়ার-সুবীর নন্দী ও শাম্মী আক্তার
* ওগো বসন্ত কত যুগে যুগে-গাজী মাজহারুল আনোয়ার-ফেরদৌসী রহমান
* আমি বাজু বন্ধ হইলাম না-মোহাম্মদ রফিক উজ্জামান-সাবিনা ইয়াসমিন
* প্রিয় ফুল শাপলা ফুল-নজরুল ইসলাম বাবু-সমবেত কন্ঠে
* ফেব্রুয়ারির একুশ তারিখ-কবি আল মাহমুদ-শাকিলা জাফর
* আমার সকল চাওয়া তোমাকে ঘিরে-মোহাম্মদ রফিকউজ্জামান -সাবিনা ইয়াসমিন
* একদম এতে সাধু দুই দমে সন্ন্যাসী-মোহাম্মদ রফিকউজ্জামান-নাজমুল হুদা
* বিচারপতি তোমার বিচার কে করবে
* কাঠ পুড়লে কয়লা হয়-মোহাম্মদ রফিকুজ্জামান-
* অন্তর জ্বালাইয়া বন্ধু-মোহাম্মদ রফিকুজ্জামান-রুনা লায়লা
* কাঠ পুড়লে কয়লা হয় অন্তর পুড়ে হয় সোনা-নজরুল ইসলাম বাবু-এন্ড্রু কিশোর
* আমি তো বলি এক সাধারণ মেয়ে-মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন
* তুমি সুখে থাকো সুখে থাকো চিরদিন-মোহাম্মদ রফিকুজ্জামান-রুনা লায়লা
* আমি করি কি হায়রে কোন পথে যায়রে-মোহাম্মদ রফিকউজ্জামান -সাবিনা ইয়াসমিন
* বধূ তোমার আমার এই যে পিরিতি-মোহাম্মদ রফিকউজ্জামান -সুবীর নন্দী
* গোলাবি গোলাবি মেসারি চোখেতে-মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন
* আমার থাকতে পরাণ আর কি দেখা হবে তাহার সনে-মোহাম্মদ রফিকুজ্জামান-কিরণ চন্দ্র রায়
* আমি ঘর বেঁধেছি ঘর বেঁধেছি ঘর বেঁধেছি-মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন
* খেলিবো প্রেমেরই পাশা বন্ধু গো দুজনে-মোহাম্মদ রফিকুজ্জামান-রুনা লায়লা
* তুমি ছাড়া আর কে আছে আমার-মোহাম্মদ রফিকুজ্জামান-শাম্মী আক্তার
* আহা কি অপরূপ মরি মরি-মোহাম্মদ রফিকুজ্জামান-সুবীর নন্দী
* তুমি আমার প্রাণ বন্ধু তুমি তো জীবন-মোহাম্মদ রফিকুজ্জামান-রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
* রাজা আমার রসের নাগর কালো ভ্রমরা-মোহাম্মদ রফিকুজ্জামান-রুনা লায়লা
* উড়ে যেতে যেতে ওই ফেরারি পাখির ঝাক-মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন
* তুই ছাড়া আমার চোখে পৃতিমিনাই-মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
* মইরে ছেড়ে মইরেছে মইরেছে চোর মইরেছে-মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন
* গাগরী ভরণে আমি যাবোনা যাবোনা -মোহাম্মদ রফিকুজ্জামান-সাবিনা ইয়াসমিন

27/09/2023

27/09/2023

বাংলাদেশের প্রখ্যাত গীতিকারদের তালিকা:

* আব্দুল লতিফ
* আব্দুল করিম
* আবু হেনা মোস্তফা কামাল
* আনোয়ার উদ্দিন খান
* আজিজুর রহমান
* আবু জাফর
* আবিদ আনোয়ার
* আবুল হায়াত মোঃ কামাল
* আল কামাল আব্দুল ওয়াহাব
* আহমদ জামান চৌধুরী
* আহমেদ ইমতিয়াজ বুলবুল
* আশরাফ হোসেন
* আহমেদ ইউসুফ সাবের
* আব্দুর রহমান বয়াতি
* আব্দুল গফুর হালী
* আব্দুল গফুর সারথী
* আরকুম শাহ
* আমজাদ হোসেন
* আলমগীর কবির
* আবুল উমরাও মোহাম্মদ ফখরুদ্দিন
* আশিকুজ্জামান টুলু
* আব্দুল হাই আল হাদী
* আহমেদ রিজভী
* এস এম হেদায়েত
* এম.এন.আখতার
* এম.এ.মালেক
* উকিল মুন্সী
* ওসমান খান
* ওমর ফারুক
* কবি জসিম উদ্দিন
* কবি শামসুর রাহমান
* কবি সিকান্দার আবু জাফর
* কানাই লাল শীল
* কে.জি মোস্তফা
* কুটি মনসুর
* কাজী রোজী
* কাজী লতিফা হক
* কাউসার আহমেদ চৌধুরী
* কে.এম চাঁদ মিয়া
* কবীর বকুল
* খান আতাউর রহমান
* খোশনুর আলমগীর
* গাজী মাজহারুল আনোয়ার
* গাজীউল হাসান
* গাজী আব্দুর রাজ্জাক
* গিয়াস উদ্দিন
* ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান
* জাহিদুল হক
* জিয়া হায়দার
* জেবুন্নেছা জামাল
* জালাল উদ্দিন খাঁ
* জহির আহমেদ
* দুদ্দু শাহ্
* দূরবীন শাহ
* দেওয়ান নজরুল
* পাগলা কানাই
* পাঞ্জু শাহ্
* ফকির লালন শাহ্
* ফজল-এ খোদা
* নঈম গহর
* নজরুল ইসলাম বাবু
* নুরুজ্জামান শেখ
* নুরুল ইসলাম লাল
* মমতাজ আলী খান
* মোহাম্মদ রফিকুজ্জামান
* মাসুদ করিম
* মুকুল চৌধুরী
* মনিরুজ্জামান মনির
* মুহাম্মাদ মোজাক্কের
* মসিউল আলম
* মুন্সি ওয়াদুদ
* মাহফুজুর রহমান মাহফুজ
* মুহা. শাহেদুর রহমান
* মিল্টন খন্দকার
* রমেশ শীল
* রাধারমন দত্ত
* লোকমান হোসেন ফকির
* লায়লা চৌধুরী
* লিটন অধিকারী রিন্টু
* সৈয়দ শামসুল হক
* শাহ আব্দুল করিম
* শহিদুল ইসলাম
* শাফায়াত খৈয়াম
* শামসুল আলম
* শিতালং শাহ্
* শওকত ওসমান বাবু
* সিরাজ সাঁই
* সিরাজুল ইসলাম
* হাসন রাজা
* হুমায়ূন আহমেদ
* হেমায়েত হোসেন
* হাসান মতিউর রহমান

23/09/2023

এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান..... মুল শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানটি লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল এবং সুর দিয়েছেন সুবল দাস। এটি নজরুল ইসলাম পরিচালিত যোগ-বিয়োগ ছবির গান

22/09/2023

বাংলাদেশের প্রখ্যাত সুরকারদের তালিকা:

* অজিত রায়
* অনুপ ভট্টাচার্য
* আব্বাস উদ্দিন আহমেদ (কণ্ঠশিল্পী)
* আব্দুল লতিফ
* আব্দুল করিম
* আব্দুল আহাদ
* আলতাফ মাহমুদ
* আবেদ হোসেন খান
* আনোয়ার উদ্দিন খান
* আলী হোসেন
* আজাদ রহমান
* আব্দুল হালিম চৌধুরী
* আব্দুল জব্বার(কণ্ঠশিল্পী)
* আপেল মাহমুদ (কণ্ঠশিল্পী)
* আনোয়ার পারভেজ
* আলম খান
* আলাউদ্দিন আলী
* আজমল হুদা মিঠু
* আমির আলী
* আবু জাফর
* আহমেদ ইমতিয়াজ বুলবুল
* আবু তাহের
* আলী আকবর রূপু
* আনোয়ার জাহান নান্টু
* আজাদ মিন্টু
* আবু বকর সিদ্দিক
* আলী আকরাম শুভ
* আশিকুজ্জামান টুলু
* আনিসুর রহমান তনু
* ইউনুস আলী
* ইমন সাহা
* এ.এইচ.এম রফিক
* এস.এম আব্দুল আউয়াল
* ওসমান খান
* ওমর ফারুক
* কানাই লাল শীল
* কাদের জামেরী
* করিম শাহাবুদ্দিন
* কুটি মনসুর
* কাজল রশীদ
* খান আতাউর রহমান
* খন্দকার নুরুল আলম
* খাদেম হোসেন খান
* খবির উদ্দিন
* গোলাম হোসেন লাডু
* জসিম উদ্দিন (পল্লী কবি)
* জালাল আহমেদ
* জহির আহমেদ
* দেবু ভট্টাচার্য
* ধীর আলী
* বাহাদুর হোসেন খান
* বাসুদেব ঘোষ
* ফেরদৌসী রহমান (কণ্ঠশিল্পী)
* ফুয়াদ নাসের বাবু
* ফরিদ আহমেদ
* বশির আহমেদ(কণ্ঠশিল্পী)
* বিদিতলাল দাস
* মোমতাজ আলী খান
* মনসুর আলী
* মনসুর আহমেদ
* মুসলেউদ্দিন
* মসিউল আলম
* মালিক মনসুর
* মোহাম্মদ আলি সিদ্দিকী(কণ্ঠশিল্পী)
* মকসুদ জামিল মিন্টু
* মানাম আহমেদ
* রবিন ঘোষ
* রাজা হোসেন খান
* রুমু খান
* লোকমান হোসেন ফকির
* লোকমান হাকিম
* লাকী আখন্দ
* শেখ লুৎফর রহমান
* শেখ সাদী খান
* শাহনেওয়াজ
* শেখ মহিতুল হক
* শওকত আলী ইমন
* সমর দাস
* সত্য সাহা
* সুবল দাস
* সুজেয় শ্যাম
* সেলিম আশরাফ
* সৈয়দ আব্দুল হাদী (কন্ঠ শিল্পী)
* হাবীবুল আলম খান

08/09/2023

গ্রামকে নিয়ে আমার লেখা ও সুরে একটি গান:
"কোদলা নদীর তীরে আছে জলুলী গাঁ"

23/07/2023

গানে গানে ঝিনাইদহ জেলা সম্পর্কে জেনে নিন। গানটির গীতিকার ও সুরকার এ.এম শামীম। গানটি গেয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই মিতে শামীম(লেবুতলা)। Video credit: আমার প্রাণপ্রিয় ভাতিজা সালাউদ্দিন রুবেল

12/07/2023
06/07/2023

নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা।।

19/06/2023

বলেশ্বর নদীর করুণ চিত্র

20/05/2023

I have visited this page which is very interesting and educative.I appreciate this page because it is full of romance. best of luck and most welcome

19/05/2023

Excellent page.carry-on. Best of luck @ most welcome.pray for me....Shamim vai

12/05/2023

নিজের লেখা ও সুরে একটু গান গাওয়ার চেষ্টা..........

06/05/2023

জেনে নিন সঠিক তথ্য :

বাংলাদেশের নদী তীরবর্তী জেলা শহরের (সদর) তালিকা সমূহ :

১. খুলনা -----ভৈরব + রূপসা নদী
২. বাগেরহাট------ভৈরব + দড়াটানা নদী
৩. সাতক্ষীরা -------N/A
৪. যশোর --------ভৈরব নদ
৫. ঝিনাইদহ --------নবগঙ্গা নদী
৬. মাগুরা -------নবগঙ্গা + কুমার নদ
৭. নড়াইল-------চিত্রা নদী
৮. কুষ্টিয়া- গড়াই নদী
৯. চুয়াডাঙ্গা ------মাথাভাঙ্গা নদী
১০. মেহেরপুর --------ভৈরব নদ
১১. বরিশাল -------কীর্তনখোলা নদী
১২. ঝালকাঠি --------সুগন্ধা নদী
১৩. পিরোজপুর -------বলেশ্বর + দামোদর নদী
১৪. পটুয়াখালী ----------লোহালিয়া + লাউকাঠি নদী
১৫. বরগুনা-------খাকদোন নদী
১৬. ভোলা -------মেঘনা নদী
১৭. কুড়িগ্রাম -----ধরলা নদী
১৮. রংপুর -------ঘাঘট নদী
১৯. লালমনিরহাট --------N/A
২০. গাইবান্ধা -----ঘাঘট নদী
২১. দিনাজপুর -------পুনর্ভবা নদী
২২. পঞ্চগড় --------করতোয়া নদী
২৩. ঠাকুরগাঁও ---------ট্যাঙ্গন নদী
২৪. নীলফামারী ---------N/A
২৫. রাজশাহী -------পদ্মা নদী
২৬. চাঁপাইনবাবগঞ্জ -------মহানন্দা নদী
২৭. নওগাঁ -------ছোট যমুনা নদী
২৮. নাটোর ---------নারদ নদ
২৯. বগুড়া --------করতোয়া নদী
৩০. জয়পুরহাট ----ছোট যমুনা নদী
৩১. পাবনা ----------ইছামতি নদী
৩২. সিরাজগঞ্জ -------যমুনা নদী
৩৩. গাজীপুর --------N/A
৩৪. ঢাকা --------বুড়িগঙ্গা নদী
৩৫. মানিকগঞ্জ -------কালিগঙ্গা নদী
৩৬. নারায়ণগঞ্জ --------শীতলক্ষ্যা নদী
৩৭. নরসিংদী ---------মেঘনা নদী
৩৮. কিশোরগঞ্জ---- -নরসুন্দা নদী
৩৯. মুন্সিগঞ্জ --------ধলেশ্বরী নদী
৪০. রাজবাড়ী ------পদ্মা নদী
৪১. ফরিদপুর --------কুমার নদ
৪২ .গোপালগঞ্জ---- -মধুমতি নদী
৪৩. মাদারীপুর -------আড়িয়াল খাঁ নদ
৪৪. শরীয়তপুর -------কীর্তিনাশা নদী
৪৫. চাঁদপুর ------মেঘনা +ডাকাতিয়া নদী
৪৬. কুমিল্লা----গোমতী নদী
৪৭. ব্রাহ্মণবাড়িয়া --------তিতাস নদী
৪৮. নোয়াখালী --------নোয়াখালী খাল
৪৯. লক্ষ্মীপুর -----রহমতখালি+ওয়াবদা খাল
৫০. ফেনী -------ফেনী নদী
৫১. চট্টগ্রাম ------কর্ণফুলী নদী
৫২. কক্সবাজার -----বাকখালি নদী
৫৩. খাগড়াছড়ি ------চেঙ্গী নদী
৫৪. বান্দরবন -------শঙ্খ /সাঙ্গু নদী
৫৫. রাঙ্গামাটি -------কাপ্তাই লেক
৫৬. সিলেট -------সুরমা নদী
৫৭. মৌলভীবাজার --------মনু নদী
৫৮. হবিগঞ্জ----- -খোয়াই নদী
৫৯. সুনামগঞ্জ------সুরমা নদী
৬০. ময়মনসিংহ --------পুরাতন ব্রহ্মপুত্র নদ
৬১. জামালপুর ------পুরাতন ব্রহ্মপুত্র নদ
৬২. টাঙ্গাইল -------লৌহজং নদী
৬৩. নেত্রকোনা --------মগড়া নদী
৬৪. শেরপুর --------N/A

01/05/2023

বাঙালি সনাতন (হিন্দু) সমাজে প্রচলিত বংশ পদবীর তালিকা:

* অধিকারী
* উকিল
* ওঝা
* কুন্ডু
* কর
* কর্মকার
* কাপালী
* কারিগর
* কীর্তনীয়া
* গঙ্গোপাধ্যায়
* গুপ্ত
* গাইন
* গোস্বামী
* গুহ ঠাকুরতা
* গোসাই
* গোলদার
* ঘোষ
* ঘোষাল
* ঘটক
* ঘরামী
* চট্টোপাধ্যায়
* চক্রবর্তী
* চৌধুরী
* চন্দ্
* জোয়ারদার
* ঠাকুর
* ডাকুয়া
* ঢুলি
* তালুকদার
* তরফদার
* দে
* দেব
* দেবনাথ
* দত্ত
* দাম
* দাস
* দাসগুপ্ত
* দাড়িয়া
* নাথ
* ধর
* নাগ
* নন্দী
* পান্ডে
* পাল
* পত্রী
* পোদ্দার
* প্রামানিক
* পরামানিক
* পাইক
* পাটোয়ারী
* প্রধান
* বন্দ্যোপাধ্যায়
* বোস/বসু
* বসাক
* বণিক
* বালা
* বালি
* বিশ্বাস
* বাগচী
* বাছাড়
* বড়াল
* বাড়ৈ
* বাইন
* বর্ধন
* বর্মন
* বৈস্য
* বৈদ্য
* বৈরাগী
* বেপারী
* বাওয়ালী
* ভট্টাচার্য
* ভট্ট
* ভাট
* ভাদুড়ি
* ভক্ত
* ভৌমিক
* মুখোপাধ্যায়
* মিত্র
* মৈত্র
* মিশ্র
* মন্ডল
* মজুমদার
* মহন্ত
* মালি
* মালো
* মালাকার
* মল্লিক
* মলঙ্গী
* মাঝি
* মৃধা
* মিস্ত্রি
* রায়
* রাহা
* রায়চৌধুরী
* রাজবংশী
* লাহিড়ী
* শর্মা
* শীল
* শিকারী
* শিকদার
* শোলাকার
* সেন
* সোম
* সাহা
* সান্যাল
* সরকার
* সিংহ
* সানা
* সমাদ্দার
* সূত্রধর /সুতার
* হালদার
* হাজরা
* হাজারী
* হোড়

27/04/2023

বাঙালি মুসলিম সমাজে প্রচলিত বংশ পদবীর তালিকা:

* আখন্দ/আকন
* আমানী
* আতশকর
* উকিল
* ওস্তাগর
* কাজী
* কাগজী
* কবিরাজ
* কোতোয়াল
* কোটারী
* খান
* খন্দকার
* খুনকার
* খালাসী
* খলিফা
* গাজী
* গাছী
* গায়েন
* গোমস্তা
* গোলদার
* গোলন্দাজ
* ঘরামী
* চৌধুরী
* চৌকিদার
* চোকদার
* চাকলাদার
* চিশতী
* চুনকা
* চাপরাশি
* ছৈয়াল
* জাহাজী
* জমাদ্দার
* জোয়াদ্দার
* টেপা
* টুনি
* ঠাকুর
* ডাকুুয়া
* ঢুলি
* ঢালী
* ঢংগি
* তরফদার
* তালুকদার
* তপাদার
* তস্তার
* তহশিলদার
* দরানী
* দেওয়ান
* দর্জি
* দড়ি
* দাড়িয়া
* দারোগা
* দফাদার
* নাপ্তি
* নাগারছী
* প্রধান /প্রধানিয়া
* পেদা
* .পাঠান
* পাটোয়ারী
* পঞ্চায়েত
* পন্নী
* পাহাড়
* প্রামানিক
* ফরাজী
* ফকির
* বয়াতী
* বেপারী
* বিশ্বাস
* বন্দুকছী
* বালা
* বালী
* বাঘা
* বাহাদুর
* বকাউল
* বাছার
* বাবনা
* ভূঁইয়া
* ভরসা
* ভাংগী
* মুন্সি
* মুহুরী
* মাদবর
* মোড়ল
* মিজি
* মাঝি
* মৃধা
* মীর
* মন্ডল
* মোল্লা
* মাল
* মালত
* মালিথা
* মজুমদার
* মলঙ্গী
* মল্লিক
* মিয়া /মিয়াজি
* মিনা
* মেলকার
* মির্জা
* মীরবহর
* রাড়ী
* লস্কর
* শেখ
* শিকদার
* শাহ
* .শিকারী
* শিউলি
* শরিফ
* শনি
* শিং
* সৈয়দ
* সরদার
* সানা
* সিনহা
* সওদাগর
* সাকিদার
* সরকার
* সারেং
* সিপাহী
* সুবেদার
* হালদার
* হাওলাদার
* হাজরা
* হাজারী
* হাকিদার

20/03/2023

মধুমতি ও বলেশ্বর নদীর সংযোগস্থলে কিছুক্ষণ।।।। মাটিভাংগা,নাজিরপুর, পিরোজপুর।

ক্যাম্পাসের সেই আনন্দঘন মুহূর্ত....   Rag Day
07/02/2023

ক্যাম্পাসের সেই আনন্দঘন মুহূর্ত.... Rag Day

04/02/2023

মেহেরপুরের কাজলা নদীর ইতিকথা

কাজলা একটি স্থানীয় প্রকৃতির ও ঐতিহ্যবাহী নদী। কাজলা নামে নড়াইল জেলায় একটি নদী রয়েছে। নদীটি চিত্রার শাখা নদী। আলোচ্য কাজলা নদীটি মাথাভাঙ্গার অন্যতম প্রধান শাখা যাহা মেহেরপুর জেলার গাংনী, সদর ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে।মাথাভাঙ্গা নদী তার চলার পথে কাজলা ,কুমার, নবগঙ্গা, চিত্রা ও ইছামতি সহ যে নদীগুলি জন্ম দিয়েছিল,উৎপত্তিগত স্থানের দিক থেকে কাজলা ছিল সর্বপ্রথম। ভারতীয় উপমহাদেশের নীলচাষ ও নীল বিদ্রোহের সঙ্গে এই নদীটি ওতপ্রোতভাবে জড়িত। এই নদীর তীরে আমঝুপি ও ভাটপাড়া নীলকুঠী অবস্থিত। কাজলা মাথাভাঙার শাখা নদী হলেও বর্তমানে মাথাভাঙ্গার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই।কাজলার উৎসমুখে পলি জমে ভরাট হয়ে গেছে বহুকাল আগেই। বর্তমানে ঐতিহাসিক এই নদীটি ধলারবিল, চাঁদবিল, গোমরার বিল, ভেদাগাড়ির বিল, ডলকার বিল ও দাদপুরের বিলসহ বেশ কয়েকটি বিলের পানি নিয়ে কোনো রকম অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মাথাভাঙ্গার সঙ্গে এর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে বর্তমানে এটি ভৈরব এর উপনদী মাত্র। কাজলা নদীটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের অন্তর্গত ভবানীপুর নামক গ্রামে মাথাভাঙ্গার ডান তীর থেকে উৎপত্তি লাভ করে দক্ষিণ-পূর্বমুখী হয়ে হাড়াভাঙ্গা ও কালিতলা অতিক্রম করে করমদি থেকে বেরিয়ে পলাশীপাড়া, হিন্দা, হিজলবাড়িয়া, কুলবাড়িয়া ও নওপাড়ার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে ভাটপাড়ায় পৌঁছায়। ভাটপাড়াতে কাজলা নদী ঘিরে গড়ে উঠেছে ডিসি ইকোপার্ক। তাছাড়া এখানে একটি নীলকুঠি আছে। তারপর সাহারবাটি ছাড়িয়ে আলমপুর ব্রিজের নিচ দিয়ে কুষ্টিয়া-মেহেরপুর হাইওয়ে অতিক্রম করে গাড়াডোব ও খোকসা পেরিয়ে চাঁদবিল ব্রিজের নিচ দিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক ভেদ করে আমঝুপি নীলকুঠিতে পৌছায়। আমঝুপি অত্যন্ত প্রাচীন ও বর্ধিষ্ণু জনপদ। জনশ্রুতি অনুসারে, রবাট ক্লাইভ প্রায়ই সময় কাটানোর জন্য হুগলি-ভাগীরথী-গঙ্গা ও মাথাভাঙ্গা হয়ে কাজলা নদীর মাধ্যমে বজরায় করে আমঝুপি নীলকুঠিতে আসতেন। কাজলা নদী এখান থেকে বাঁক নিয়ে পূর্বমুখী অবস্থায় অগ্রসর হয়ে রঘুণাথপুরকে দক্ষিণে এবং এ.আর.বি কলেজ কে উত্তরে রেখে কুচইখালী-যুগিন্দা-হিজুলি তথা দীনদত্ত ব্রিজের নিচ দিয়ে আগত ছেঁউটিয়া নদীকে ধারণ করে আরো পুষ্ট হয়ে কলাইডাংগা,গহরপুর ও বলিয়ারপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বাঁক নিয়ে দক্ষিণ-পশ্চিমমুখী পথে অগ্রসর হয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত ছুটিপুর গ্রামে এসে পৌছায়। সেখান থেকে পুতারপাড়ার মাঠ ও কালিয়াবকরীর কোল ঘেঁষে উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে কাঁঠালপোতা গ্রাম দিয়ে পুনরায় মেহেরপুর জেলায় প্রবেশ করে। কাঁঠালপাতা থেকে কাজলা দাদপুরের বিল, টোপলার বিল ও নেংড়োর বিল পাড়ি দিয়ে পৌঁছে গেছে সোনাপুর নামক প্রাচীন গ্রামে।তারপর টুঙ্গী হয়ে যাদুখালী স্কুল এন্ড কলেজের সন্নিকটে ভৈরবে মিলিত হয়েছে। ভৈরব ও কাজলা নদীর মিলিত স্থানের পাশেই লাফা সাধুর সমাধি রয়েছে। প্রতিবছর ৭ই পৌষ এ যাদুখালীতে সাধুসঙ্গের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।স্রোতস্বিনী এই কাজলা নদীর বর্তমান অবস্থা খুবই শোচনীয়।বর্ষাকাল ব্যতীত অন্য সময়ে এই নদীতে তেমন পানিই থাকে না।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, কাজলার মোট দৈর্ঘ্য ৫৩ কিলোমিটার।এটি একটি মৌসুমী প্রকৃতির নদী।কাজলা নদীর উপর বলিয়ারপুর দরগাতলায় একটি দৃষ্টিনন্দন সেতু নির্মিত হয়েছে।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Shamim's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamim's Diary:

Videos

Share


Other Digital creator in Khulna

Show All