Twinkle Star

Twinkle  Star Hi, I'm ᵀᴹ°᭄G₳LÎB〲gamer.. Here I'll Upload Funny Gaming Content. Hope You're All Will Support Me.Tnx
(1)

নিয়ে নিলাম 100 ডায়মন্ড বোনাস
08/11/2024

নিয়ে নিলাম 100 ডায়মন্ড বোনাস

Add daw sobai Uid  6913128383
03/11/2024

Add daw sobai

Uid 6913128383

25/10/2024

যাকে কেঁদে পাওয়া যায় না,
তাকে হেঁসে মুক্তি দিতে হয়...

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।  মানুষের দেহ সোডিয়াম লবন (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )।  তার ...
30/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
মানুষের দেহ সোডিয়াম লবন (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম গরম বেশি লাগায় মানুষ এক সাথে ৩ টি স্যালাইন মিশিয়ে এক গ্লাসে খেয় যার পরিমান ১৬০। এরপর থেকে শরীর এর অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!
কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
মোঃরুবেল হাসান 🤔

The Power Of " সূরা মূলক " মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা কর...
03/01/2024

The Power Of " সূরা মূলক

" মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !

~ ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )।

12/12/2023

* That means =তার মানে
* No mention =এ আর কি

* Oh sure =ও নিশ্চয়ই
* Oh s**t =ধ্যাত্তেরি

* Suppose =মনে করো
* Now I understand =এবার বুঝেছি |❤️

* Shut up! =চুপ কর
* Wow! =বাহ দারুণ তো

* It's enough =যথেষ্ট হয়েছে
* Oh come on! =আহা একটু বুঝতে চেষ্টা করো |

* To be truthful=সত্য বলতে কি
*How come that?= তা কি করে হয়?

*That I know= তা তো জানি
*That you can see= তা তো দেখতেই পাচ্ছ

*That I have heard= তা তো আমি শুনেছি
*Only after three days= মাএ তিন দিন পর

*Well, let me see= আচ্ছা দেখি
* This way=এভাবে

* That way=সেভাবে
*Well, I can manage= আচ্ছা, আমি নিজেই পারব

*Do you mean it? = আপনি মন থেকে বলছেন তো?

-পড়া শেষে Done লিখতে ভূলবেন না কিন্ত ✅

10/12/2023

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি
তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

07/12/2023
বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।খালার ...
01/12/2023

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

খালার কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন চল্লিশার ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত চল্লিশার আগের দিন আয়।'

ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মা’রা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।

পারিবারিকশিক্ষা

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ...
30/11/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত

Tm Galib

→আগামী ২৮ই নভেম্বর...রোজ-মঙ্গলবার__সময়:-দুপুর:-২:৩০ মিনিটে..⏰→অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিন...
28/11/2023

→আগামী ২৮ই নভেম্বর...
রোজ-মঙ্গলবার__সময়:-দুপুর:-২:৩০ মিনিটে..⏰
→অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা🇦🇷🆚🇩🇪জার্মানি অনূর্ধ্ব-১৭ দল..🏟️
→আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল..🥀🥰
→জয়ের ধারা অব্যাহত থাকুক...বিশ্বকাপ টা তোমাদেরই হোক..💪🇦🇷

26/11/2023

❤️❤️বাতাস এলে তাকেও বলি আমায় নিয়ে চল❤️
❤️❤️ সুবাস হয়ে নাকের ডগায় আমার কথা বল।😍

❤️❤️পাখির পাখায় ইচ্ছে করে পত্র বেঁধে দিই❤️
😍😍হাজার রকম কলাকৌশল তোমার খবর নিই।❤️

26/11/2023

পুরাতন বইয়ের মতো হৃদয় টা যদি সস্তায় বিক্রি করা যেতো!🌸

সোনার পাখিরা একে একে উড়ে যায় 😢    ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন😰। হে আল্লাহ আপনি কুরআনের পাখিকে  জান্নাতুল ফেরদৌসের উচ্চ মা...
14/08/2023

সোনার পাখিরা একে একে উড়ে যায় 😢
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন😰।

হে আল্লাহ আপনি কুরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। (আমিন)

👈👈👈 إنال الله وإينا إليهي رازيون. توفي دلوار حسين سعيدي بنوبة قلبية "جعل الله طائر القرآن أعلى مكانة في الجنة. آمين😭👉👉👉ই...
14/08/2023

👈👈👈 إنال الله وإينا إليهي رازيون. توفي دلوار حسين سعيدي بنوبة قلبية "جعل الله طائر القرآن أعلى مكانة في الجنة. آمين😭

👉👉👉ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

👉👉👉হার্ট অ্যাটাক করে দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকাল করেছেন😭😭😭
👉👉👉আল্লাহ কোরআনের পাখিকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করো।আমিন😭😭😭

26/07/2023

Ei offer ta 31-07-2023 porjonto thakbe

আসসালামু আলাইকুম ।
✅Uid purchase rate upgrade!!!!!!!!.

✅115 +100💎💎= 85tk

✅ 240 💎💎=150 tk

✅ 355 +200💎💎 =230tk

✅ 610 +200💎💎=380tk

✅1240+500 💎💎=750 tk

✅2530 💎💎 =1480 tk

✅ Weekly membership 150taka

✅ Monthly membership 720taka

আর বেশি লাগলে ইনবক্সে করুন
Fast inbox bro💖
বি:দ্র. Whatsapp & bikash number : 01811-667103

আসসালামু আলাইকুম । ✅Uid purchase rate upgrade!!!!!!!!. ✅115 💎💎= 75tk ✅ 240 💎💎=150 tk ✅ 355 💎💎 =220tk✅ 610 💎💎=370tk ✅1240...
16/07/2023

আসসালামু আলাইকুম ।
✅Uid purchase rate upgrade!!!!!!!!.

✅115 💎💎= 75tk

✅ 240 💎💎=150 tk

✅ 355 💎💎 =220tk

✅ 610 💎💎=370tk

✅1240 💎💎=740 tk

✅2530 💎💎 =1480 tk

✅ Weekly membership 150taka

✅ Monthly membership 720taka

আর বেশি লাগলে ইনবক্সে করুন
Fast inbox bro💖
বি:দ্র. যেকোনো সিমের অফার লাগলে ও ইনবক্সে এ নক দিতে পারেন।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Twinkle Star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Twinkle Star:

Videos

Share