An Nasihah Tv

An Nasihah Tv An Islamic Channel.

14/10/2024

হি/জবুল্লাহর হা/ম/লা/য়
ই/স/রা/ই/লে/র সে'না'বা'হি'নী'র প্রধানসহ অনেকজ'ন নি'হ'ত! আলহামদুলিল্লাহ।🥰

12/08/2024

".....কে কেউ নিষিদ্ধ করেনি,
দল গুছিয়ে আসেন, নতুন মুখ নিয়ে আসেন,
নতুন অঙ্গীকার নিয়ে আসেন,
আপনারা দল গুছিয়ে নেন,
কেউ আপনাদের নিষিদ্ধ করে নাই,
আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না!
এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে।
আমরা এটা অস্বীকার করতে পারি না,
পার্টিকে রিঅর্গানাইজ করেন! ইলেকশন আসলে প্রতিদ্বন্দ্বিতা করেন।"
বাংলাদেশের আকাশে বাতশে এখনো লাশের উৎকট গন্ধ।
স্বজনহারাদের আর্ননাদ এখনো আমাদের রাতের ঘুম কেড়ে নেয়।
সেখানে এই বক্তব্য এর অর্থ কি?
পিলখানা, আয়নাঘর, হাজারো গুম-খুন, শাপলা চত্বর,
এক্সট্রা জুডিশিয়াল কিলিং, নিরপরাধদের ফাঁসি...
ইত্যাদি হাজারো ইস্যু পাশ কাটিয়ে এই বক্তব্য কেনো?
আমি সর্বান্তকরণে মনে করি,
এটি রাষ্ট্রের উপদেষ্টাসুলভ বকতব্য নয়,
বরং দলীয় উপদেষ্টাসুলভ বক্তব্য।

ahmed

04/08/2024

জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।’ (সূরা আল হজ, আয়াত-৭১)

18/04/2024
18/04/2024
https://mbangla.com/1922/হুজুর কে নিয়ে একটা পোস্ট করলাম।পরে আসবেন সময় করে।
08/03/2024

https://mbangla.com/1922/

হুজুর কে নিয়ে একটা পোস্ট করলাম।পরে আসবেন সময় করে।

৪ তারিখ দুপুর ২ টায় হয়ে গেলো ‘সিরাত কনফারেন্স ১৪৪৫ হিজরি’। স্থানঃ- রংধনু কনভেনশন সেন্টার,সেখানে অনেক আলেম ওলামাদ.....

07/03/2024

লেখক : আরিফ বিন হাবিব

তিনি অসাধারণ বিচক্ষণ মানুষ ছিলেন।

এক.
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআ,

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ ‏اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ ‏
আবদুর রহমান ইবনু আবী ‘উমাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী ছিলেন; নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মু’আবিয়া (রাঃ)-এর জন্য দু’আ করেনঃ “হে আল্লাহ্‌! তুমি তাকে পথপ্রদর্শক ও হেদায়াতপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে (মানুষকে) সৎপথ দেখাও।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৮৪২

দুই.
ওহির লেখক ছিলেন।

عن عبدالله بن عباس
كان المُسلِمونَ لا ينظُرونَ إلى أبي سُفيانَ ولا يُجالِسونَه فقال: يا رسولَ اللهِ ثلاثَ خِصالٍ أسأَلُكَ أنْ تُعطيَنيهنَّ؟ قال: (وما هي)؟ قال: عندي أجمَلُ العرَبِ وأحسَنُها أمُّ حبيبةَ أُزوِّجُكها قال: (نَعم) قال
ومعاويةُ تجعَلُه كاتبًا بَيْنَ يدَيْكَ قال: (نَعم)
আবু সুফিয়ান রাঃ বলেনঃ (হে আল্লাহর রাসূল) মুয়াবিয়া কে আপনার (ওহির) লেখক বানিয়ে নেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,ঠিক আছে ( লেখক বানিয়ে নিলাম)
قال: وتُؤمِّرُني حتّى أُقاتِلَ المُشرِكينَ كما كُنْتُ أُقاتِلُ المُسلِمينَ قال
(نَعم)
صحيح ابن حبان ٧٢٠٩
أخرجه في صحيحه

তিন.
অনেকে প্রশ্ন তুলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি আসলে "কাতিবে ওহি" (ওহির লেখক) ছিলেন?
জী তিনি ওহির লেখক ছিলেন,

عن عبدالله بن عباس
كنتُ ألعبُ فدعاني رسولُ اللَّهِ ﷺ
وقالَ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা, তিনি বলেন আমি খেলছিলাম, এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডেকে বললেন,
ادعُ لي معاويةَ وَكانَ يَكتبُ الوحيَ
তুমি মুয়াবিয়া কে আমার কাছে ডেকে আনো। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহি লিখতেন।
সনদ সহিহ
الذهبي (ت ٧٤٨)تاريخ الإسلام ٤‏/٣٠٩ صحيح
তারিখুল ইসলাম ৪/৩০৯

চার.
তিনি একজন জান্নাতি সাহাবী।
একজন জান্নাতি সাহাবার সমালোচনা করে নিজের আখেরাত বরবাদ না অরি,

أَنَّ عُمَيْرَ بْنَ الأَسْوَدِ الْعَنْسِيَّ حَدَّثَهُ أَنَّهُ أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهُوَ نَازِلٌ فِيْ سَاحَةِ حِمْصَ وَهُوَ فِيْ بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ يَقُوْلُ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِيْ يَغْزُوْنَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوْا قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ أَنَا فِيْهِمْ قَالَ أَنْتِ فِيْهِمْ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِيْ يَغْزُوْنَ مَدِيْنَةَ قَيْصَرَ مَغْفُوْرٌ لَهُمْ فَقُلْتُ أَنَا فِيْهِمْ يَا رَسُوْلَ اللهِ قَالَ لَا
উমাইর ইব্‌নু আসওয়াদ আনসী (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি ‘উবাদা ইব্‌নু সামিত (রাঃ)-এর নিকট আসলেন। তখন ‘উবাদা (রাঃ) হিম্‌স উপকূলে তাঁর একটি ঘরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে ছিলেন উম্মু হারাম। ‘উমাইর (রহঃ) বলেন, উম্মু হারাম (রাঃ) আমাদের নিকট বর্ণনা করেন, তিনি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন যে, আমার উম্মাতের মধ্যে প্রথম যে দলটি নৌ যুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাত অবধারিত করে ফেলল। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি কি তাদের মধ্যে হবো? তিনি বললেন, তুমি তাদের মধ্যে হবে। উম্মু হারাম (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রসূল! অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমার উম্মাতের প্রথম যে দলটি কায়সার-এর রাজধানী আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত। অতঃপর আমি বললাম, ‘হে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি কি তাদের মধ্যে হবো?’ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘না।’
সহিহ বুখারী, হাদিস নং ২৯২৪

পাচ.
তিনি একজন ফকিহ সাহাবী।

حَدَّثَنِيْ ابْنُ أَبِيْ مُلَيْكَةَ قِيْلَ لِابْنِ عَبَّاسٍ هَلْ لَكَ فِيْ أَمِيْرِ الْمُؤْمِنِيْنَ مُعَاوِيَةَ فَإِنَّهُ مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ قَالَ أَصَابَ إِنَّهُ فَقِيْهٌ
ইব্‌নু আবূ মুলায়কাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-কে বলা হল, আপনি আমীরুল মু’মিনীন মু’আবিয়াহ (রাঃ)-এর সঙ্গে এ বিষয় আলাপ করবেন কি? যেহেতু তিনি বিতর সলাত এক রাক’আত আদায় করেছেন। ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বললেন, তিনি ঠিকই করেছেন, কারণ তিনি নিজেই একজন ফকীহ্।
বুখারী-৩৭৬৫
(এটা তার নিজস্ব ইজতিহাদ ছিল)

ছয়.
عن عبدالله بن عمر
ما رأيْتُ أحدًا مِنَ النّاسِ بعدَ رسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّم أسْودَ مِن معاويةَ
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে মুয়াবিয়ার চেয়ে এত ভালো নেতৃত্ব দেখিনি।
الهيثمي (ت ٨٠٧)مجمع الزوائد ٩‏/٣٦٠

আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অবদান:

৪১ হিজরীর ২৫ রবিউল মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমঝোতার মাধমে মুসলিম জাহানের পূর্ণ শাসনব্যবস্থা হযরত মুআবিয়া রা.-এর হাতে চলে আসে।
জমাদিউল আখিরে দায়িত্ব পালন শুরু।

৪৪ হিজরী তে পাকিস্তানের লাহুর পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হয়।

৪৮ হিজরী তে বেলুচিস্তান বিজয়,
মিশর থেকে মরক্কো পর্যন্ত ইসলামী সালতানাতের অধীনে চলে আসে।

রাশিয়া, বুখারা, সমরকন্দ,তিরমিজ ইসলামী হুকুমতে চলে আসে।

উকবা ইবনে নাফে পূর্ন আফ্রিকা বিজয় করেন।

৬৪ লাখ বর্গ মাইল পর্যন্ত ইসলামী সালতানাতের অধীনে চলে আসে।

৬০ হিজরীর ৪ই রজব তিনি ইন্তেকাল করেন।

نحن نحب أصحاب محمد صلى الله عليه وسلم

28/02/2024

আহলে সুন্নাত ওয়াল জামাআত এর পরিচয় । Hafez Qari Mawlana Hamidur Rahman Gazi . 01705077011

28/02/2024

আহলে হাদিস দের তুলোধোনা করলেন । Hafez Qari Mawlana Hamidur Rahman Gazi . 01705077011

28/02/2024

পিতামাতা মারা গেলে দোয়া করা যাবে কি? Hafez Qari Mawlana Hamidur Rahman Gazi . 01705077011

28/02/2024

নামাজের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? Hafez Qari Mawlana Hamidur Rahman Gazi . 01705077011

28/02/2024

তারাবির নামাজ কত রাকাত? ৮ নাকি ২০? দলিল সহ প্রমান দিলেন । Hamidur Rahman Gazi 01705077011

23/02/2024

بسم الله الرحمن الرحيم

নির্জন কারাবাস থেকে আমার অসিয়ত।

حامدا ومصليا ومسلما

আমি এক মূহুর্তের জন্যও মুক্তি পাইনি।আমাকে কারাগারের অফিস হতেই সোয়াট বাহিনির হাতে তোলে দেওয়া হয়েছে। স্বাক্ষি হিসাবে ঐ দিন রবিবারে বিকালের/দুপুরের কারাগেটের সিসিক্যামেরার ফুটেজ ভিতরের ও বাহিরের এবং জচ গেটের ফুটেজ তলব করলেই এবং তার সাথে ঐদিন বিকালের সি টি টি সি ভবনের সিসি ক্যামেরার ফুটেজ মিলালেই প্রমাণ পাওয়া যাবে। তারপর দুইদিন তিনরাত বিরতিহীন মানসিক নির্যাতনে অসুস্থ হলে সন্ধ্যার পর মুহাম্মাদপুর বেরিবাধের দিকে কোন এক জায়গায় একটি ফার্মেসীর সামনে কিছু লোক জড়ো করে। তাদের সামনে আমার উভয় হাতে হ্যান্ডকাফ লাগায়। তারপর ঐ ফার্মেসীর মালিককে একটা কাগজে দস্তখত করতে বলে। দোকানদার প্রশ্ন করলো কেন স্বাক্ষর করবো? পুলিশ বললো এই যে এই লোকটাকে এখান থেকে গ্রেপ্তার করলাম তার স্বাক্ষী। কিন্তু ঐ দোকানদার কোনভাবেই রাজি হলোনা। তারপর তারা আশেপাশের কয়েকজন লোককে স্বাক্ষী বানিয়ে আমায় আবার সেই বেইলি রোডের সিটিটিসির প্রাসাদে নিয়ে আসে। তারপর বুধবার সকালে কোর্টে সোপর্দ করে। তারপর বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কারাগারে পাঠায়। সেখানে বৃহস্পতি ও শুক্রবার কারা হাসপাতালে থাকি। শনিবার আবার সেই কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নির্জনবাসে বন্দি করে রাখে। এখন আমি একাকি রাতদিন কারাগারের নির্জন কারাবাসে অসুস্থ অবস্থায় আছি। আমার এই বক্তব্য প্রমাণ করার জন্য কাশিমপুর কারাগার, মিন্টু রোডের সিটিটিসি ভবন ও কেরানীগঞ্জের কারাগারের সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তলব করলেই সব রহস্য প্রকাশ হয়ে যাবে।



আমার অসিয়ত:

আমি বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছি। তারপর আবার নি:সঙ্গ নির্জন অবস্থায়। তাই যে কোন সময় মারা যেতে পারি। তাই আমার নিম্নের কথাগুলো জাতির কাছে পৌঁছে দিতে অনুরোধ জানাচ্ছি।



১। বিশ্বব্যাপি একই তারিখে সিয়াম ও ঈদের ব্যাপারে পক্ষে বিপক্ষে দলিল প্রমাণ থাকলেও আমি একজন দেওবন্দি হিসাবে কওমি উলামায়ে কেরামের সাথে একমত পোষণ করার ঘোষণা করছি। তাই এর পর থেকে আমার পূর্বের বক্তব্য প্রচার করা বা সেই বক্তব্যের উপর ভিত্তি করে আমল করার কোন অনুমতি আমার পক্ষ হতে নাই। কেউ করলে সে নিজের মত বা অন্য কোন আলেমের মত হিসাবে আমল করছে বলে গণ্য হবে।



২। মাজহাবের বিষয়ে আমি ফিকহে হানাফিকেই অনুসরণ করি। সালাফি বা আহলে হাদিসদের ব্যাপারে আমি متاساهل নমনীয় বা উদারপন্থী। আমি চার মাজহাবকে ও সালাফিদেরকে আহলুস সুন্নাহ র অন্তুর্ভূক্ত মনে করি। তবে আমি কথিত সালাফি বা আহলে হদিস নই।



৩। জিহাদ-কিতালের ব্যাপারে আমার লেখা ও বক্তব্যে পরিবেশ পরিস্থিতি বা স্থান কাল পাত্রের লাগাম না থাকায় কিছু বিভ্রান্তির সুযোগ আছে। তাই এক্ষেত্রে আমি কওমি উলামাদের সিদ্ধান্তের সাথে বিশেষত হেফাজতের মতামতের উপর বিষয়টি ছেড়ে দিচ্ছি। ইকামতে দ্বিনের ব্যাপারে তাদেরকেই অনুসরণ করা। খুচরা দল করা বা চোরা গোপ্তা হামলা করা যাবেনা। আমি মূলত ইসলামি সমাজ বিপ্লব/জাগরণ তৈরি করার পক্ষে ছিলাম। গণজাগরণ মঞ্চ যখন নাস্তিক জাগরণ তৈরির স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলো আমি তখন ইসলাম জাগরণের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম। এটা আমার কাছের মানুষগুলোই শুধু জানতো। কিন্তু দূরের শ্রোতা ও পাঠকেরা বক্তব্য শোনলেও যেহেতো কোন পরিকল্পনা জানতোনা, তাই তারা বিভিন্ন দলের খপ্পড়ে পরে গিয়ে ভুল পথে চলে গেছে। আর ধরা পড়ার পরে আমার নামটাই সর্বত্র গেয়ে গেছে। ফলে সকল ঘটনার দায় দায়িত্ব আমার মাথায় চাপানো হয়েছে। তবে ভালো কাজের দায়িত্ব চাপালে আমার কোন কষ্ট নাই। কিন্তু যে কাজ বা কথা আমি পছন্দ করিনা, এমন কাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপালে ঘাড়টা খুব ব্যাথা করে। তাই আমি যদি কোন কথা সরাসরি কুরআন সুন্নাহ থেকে বলে থাকি সেটাতো কুরআন সুৃন্নাহর কথা। আমার নয়। আর যে সকল কথা আমার মতামত বা চিন্তাধারা থেকে এসেছে সেগুলো সম্পূর্ণ বর্জন করার অনুরোধ করছি। আমি কারো অন্যায় ও অপকর্মের দায় নিতে পারবোনা। এরকম বিচ্ছিন্ন গ্রুপ বা ফেরকার সাথে আমার কোন সম্পর্ক নাই। আমার নাম ভাঙিয়ে ইসলামের মূলধারার তথা উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন মতামত প্রচার করতে আমি সুস্পষ্টভাবে নিষেধ করছি। এরকম যারা করবে তাদের থেকে আমি বারাআহ ঘোষণা করছি।



৪। আমার কোন কথায় বা লেখায় যদি আমার প্রাণপ্রিয় কওমি উলামা ও তলাবা কষ্ট পেয়ে থাকেন কিংবা আমার কোন কথা বা লেখায় কোন আকাবেরে দেওবন্দের বিরুদ্ধে গিয়ে থাকে অথবা আমার প্রাণপ্রিয় আসাতিযায়ে কিরামদের বিরুদ্ধে গিয়ে থাকে তার জন্য আমি নি:শর্ত ক্ষমা চাচ্ছি। আমাকে সকলেই ক্ষমা করে দিবেন।

আমি একজন কওমির সন্তান। আমার ছাত্রজীবন কর্মজীবন সবই চলে গেছে কওমি অঙ্গনে। আমার রক্তে মাংসে হাড্ডিতে এমনকি নামের সঙ্গেও মিশে আছে কওমি পরিচয়। হ্যাঁ, আমি তোমাদের সেই জসীম ভাই। জসীমউদ্দিন রাহমানি ভাই। জামিয়া রাহমানিয়া যেন আমার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। আমি কি করে তা ত্যাগ করতে পারি? আমি আমার প্রায় ১১ বছর কারাজীবনের নির্জনবাসে কওমি-দেওবন্দি স্মৃতিগুলোই সবসময় মনে করেছি। আমার জন্য তোমরা দুআ করবে। বেঁচে থাকলে তোমাদের সঙ্গি হবো। ইনশাআল্লাহ। বুকে টেনে নিয়ো। ফিরিয়ে দিয়োনা। মরে গেলে হাশরে দেখা হবে। কারণ আমি যে তোমাদের ভালোবাসি।

ইচ্ছে ছিলো আমার একথাগুলো নিজেই ঘোষণা করবো। কিন্তু পারলামনা। তাই অসিয়ত আকারে লিখে দিলাম। আমার এ কথা প্রচার করার জন্য إذن عام সাধারণ অনুমতি থাকলো।

ইতি মুহম্মাদ জসীম উদ্দিন রাহমানি ইবনে নূর মুহাম্মাদ। (বরগুনা) । কাশিমপুর হাইসিকিউরিটি নির্জনবাস। শৈবাল ভবন ২য় তলা ১৭ নং রুম। তারিখ ১১/২/২০২৪।

লিখেছেন ঃজসিম উদ্দিন রহমানী হুজুর

19/02/2024

ঐ দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি । গজল । Hafez Qari Mawlana Habibir Rahman Gazi . 01705077011

14/02/2024
13/02/2024

১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস সম্পর্কে যুবক যুবতিদের একি বললেন ।মুফতি সেলিম রেজা । M***i Selim Reza

১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস সম্পর্কে যুবক যুবতিদের একি বললেন ।মুফতি সেলিম রেজা । M***i Selim Reza

ইসলামে ভালোবাসা দিবস বা ভালোবাসা উপলক্ষে কোনো বিশেষ দিনের অভিযান বা উৎসবের প্রচলন নেই। তবে, ইসলাম ভালোবাসা এবং সহকারীতা এর গুরুত্ব প্রমাণ করে এবং মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি উত্তেজন করে।

কুরআন ও হাদিসে ব্যাপক উল্লেখ রয়েছে ভালোবাসার গুরুত্বের উপর। ইসলাম শিক্ষা দেয় মানুষকে তার প্রতি ভালোবাসার প্রতি সতর্ক এবং দয়ালু হওয়ার জন্য। ভালোবাসার অনুভূতি উন্নত করে মানুষের মধ্যে একত্ব এবং আদরের ভাবনা সৃষ্টি করে।

একটি হাদিসে বলা হয়েছে:

"তোমরা আল্লাহর প্রেমে প্রত্যেক একজনের সাথে ভালোবাসার মতো ভালোবাসার অনুভূতি দাও। সে মানুষ আমার সঙ্গে সম্পর্কে তারা আমাকে প্রতিষ্ঠার জন্য আদায় করবে। আমার প্রতি তারা তারা প্রেমে উন্নত হবে। সে সঙ্গে তারা সম্পর্ক উন্নত করবে এবং এমন অনুভূতি হবে যেন তারা আমার মধ্যে এক এক অংশ হয়ে যায়।" - সহিহ মুসলিম ২৫৫৮

তারাও আল্লাহর সৃষ্টি, তার ধার্মিক বন্ধুদের, পরিবারের ও সমাজের সদস্যদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা উচিত এবং এটি ইসলামের প্রধান আদর্শের মধ্যে একটি প্রধান অংশ।

রমজান মাসের প্রস্তুতি কেমন নিচ্ছেন।আর কয়দিন বাকি মনে আছে কি?اللهم باركلنا في رخب و شعبان.وبلغنا رمضان.
12/02/2024

রমজান মাসের প্রস্তুতি কেমন নিচ্ছেন।

আর কয়দিন বাকি মনে আছে কি?

اللهم باركلنا في رخب و شعبان.وبلغنا رمضان.

08/02/2024

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Nasihah Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An Nasihah Tv:

Videos

Share

Category